10/09/2025
ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন মুসলিম মেয়েদের বাধ্যতামূলক পর্দার ব্যবস্থা করা হোক।অশালীন পোষাক কে চিরতরে নিষিদ্ধ করা হোক।সুন্দরী মেয়েদের ভোগ্যপণ্যের মত নেতাদের রুমে পাঠানো বন্ধ হোক।ক্লাসরুমে ছেলে-মেয়েদের আলাদা বসার ব্যবস্থা নিশ্চিত করা হোক ও একসাথে বসলে শাস্তির আওতায় আনা হোক।এতটুকু শিবিরের থেকে আশা করতেই পারি।
পর্দাতেই আছে সম্মান,শান্তি ও মর্যাদা❤️