꧁༺ SAD Luxury's ༻꧂

꧁༺ SAD Luxury's ༻꧂ ꧁★༺ দুঃখ বিলাসী ༻★꧂

07/11/2022

"একজন স্ত্রীর চাহিদা তখনই বেড়ে যায় যখন স্বামীর সাথে তার দুরত্ব বেড়ে যায়।
তখন সে গহনা, শাড়ি, দামী জিনিস এসবের প্রতি ভালোলাগা খুঁজে পায়।

-"স্ত্রী হলো মাটির মত আর ভালোবাসা হলো জল,
আপনি দুটোকে একসাথে মিশিয়ে ইচ্ছে মত আকৃতি দিতে পারবেন।

-"আপনার স্ত্রী কখনোই আপনার কাছে লক্ষ্য টাকা দামের জিনিস চাইবেনা, যদি আপনি মাঝে মধ্যে স্ত্রীকে নিয়ে রাস্তার পাশে ৩০ টাকা দামের ফুচকা খান।

-"আপনার স্ত্রী কখনোই আপনাকে বলবেনা, আমাকে দামী গাড়ী কিনে দাও, যদি আপনি মাঝে মধ্যে স্ত্রীকে নিয়ে হুট খোলা রিকশায় এই শহরটা একটু ঘুরে বেড়ান।

-"পুরো সংসারের কাজ করার পরেও আপনার স্ত্রী বলবেনা আমার কষ্ট হচ্ছে,
যদি আপনি আপনার স্ত্রীর কে ভালোবেসে কপালে একটা চুমু খান, তাঁর কাজে একটু হাত বাড়ান এবং বলেন সারাদিন অনেক করেছো।

-"ভালোবাসা তো শুধু দামী জিনিসের মধ্যেই লুকিয়ে থাকেনা,

-"মাঝে মধ্যে ভালবাসা ১৫ টাকা দামের গোলাপ আর রাস্তার পাশে বিক্রি হওয়া ৩০ টাকা দামের কাচের চুড়ির মধ্যেও লুকিয়ে থাকে,

-" কেয়ার থাকলে সংসার যুদ্ধ ক্ষেত্র না হয়ে, হবে স্বর্গ.....

তাই নিজের স্ত্রীকে উত্তম ভালবাসাটা দিন।❤️🌸

পরবর্তী পোস্টগুলো পড়তে ফ্রেন্ড রিকুয়েষ্ট দিয়ে বা ফলো করে সঙ্গেই থাকুন।।

06/11/2022

এই শহরে...কেউ করো নয়‌ । 🙃🙃কিছুটা মায়া ... 😊
আর কিছুটা অভিনয়...💔💔

06/11/2022

কেউ পেয়ে অবহেলা করে 🙃🙃🙃আবার কেউ কুড়িয়ে নিয়ে খুব যত্ন করে🥰🥰

06/11/2022

তর্কের চেয়ে নীরবতা ভালো।🙃
প্রতিশোধ নেওয়ার চেয়ে রাস্তা বদলে ফেলা ভালো।🙃

06/11/2022

কাউকে অবহেলা বা ঠকিয়ে তুমি হয়তো কিছুদিন ভালো থাকতে পারো কিন্তু সারাজীবন ভালো থাকতে পারবে না" জীবনের এমন একটা পর্যায় এসে দেখবে সকলকে অবহেলা এবং ঠকাতে ঠকাতে তুমি নিজেই একদিন এমনভাবে ঠকে এবং অবহেলিত হয়ে বসে আছো সেদিন দেখবে তোমাকে সহানুভূতি দেওয়ার মতো একটা মানুষ তোমার পাশে নেই,,

মনে রেখো সময় সবার এক রকম যায়না সময় পরিবর্তনশীল আজ তোমার সময় ভালো যাচ্ছে বলে ভাবছো এতো দিনের পাশে থাকা মানুষটাকে তোমার আর দরকার নেই, তাহলে ভুল ভাবছো ঘুরেফিরে তোমারও খারাপ সময় আসবে, তখন ওই মানুষটাকেই তোমার আবার দরকার পড়বে !!

জেনে রেখো মানুষের প্রয়োজন কখনো ফুরায় না, শুধু সময়ের ব্যবধানে মানুষের চাহিদার পরিবর্তন হয়। আজ যেই মানুষটিকে তোমার দরকার পড়ছে না, যার কাছে তোমার আর কিছুই পাওয়ার নাই, একটা সময় ছিলো সেই মানুষটার কাছেই তুমি তোমার সবকিছুই খুঁজে পেতে।‌।

আসলে ব্যাপারটা হচ্ছে কেউ যখন পাশে থাকে তখন তার মূল্যটা অতটা বুঝা যায় না,যতটা বুঝা যায় মানুষটা না থাকার পর আজ যাকে তোমার দরকার নেই বলে অবহেলা করে ছুড়ে ফেলে দিচ্ছো,একটু ভেবে দেখলেই বুঝতে পারবে এই মানুষটাকেই তোমার জীবনের একটা সময় খুব দরকার ছিল।।

আসলে দাঁত থাকতে দাঁতের মর্ম আমরা কখনোই বুঝিনা-কিন্তু দাঁতগুলি যখন সময়ের চোরাস্রোতে পড়ে যায় তখন আমরা বুঝতে পারি দাঁত ছাড়া একেকটি খাদ্যকণা খাওয়া কতটা দুষ্কর-ঠিক তেমনি পাশে থাকা মানুষটার গুরুত্ব আমরা ঠিক তখনই বুঝতে পারি যখন সেই মানুষটি আমাদের কাছে আর থাকেনা।

তাই পাশে থাকা মানুষটার গুরুত্ব পাশে থাকা অবস্থাতেই করতে শেখো। তাকে অবহেলা বা অবঞ্চনা করে দুরে সরিয়ে দিওনা তাকে সময় দাও ভালোবাসো নচেৎ দেখবে তুমি আকাশের চাঁদ খুঁজতে গিয়ে গোটা আকাশটাকেই একটা সময় হারিয়ে ফেলেছ তাই সময় থাকতে গুরুত্ব দাও জেনে রেখো গুরুত্ব খেলে মানুষ কখনো দূরত্ব বাড়ায় না তাই সময় থাকতে গুরুত্ব দাও.......!♥®♥

®™

06/11/2022

ভালোবাসা এমন কোন পোষাক নয়,
যে তুমি প্রতিদিন বদলাবে।
"ভালোবাসা" হলো একটি কা/ফন
যা একবার পরে নিলে পরিবর্তন করা যায় না।।

06/11/2022

যে তোমাকে প্রকৃত ভালবাসে🤔🌝
সে তোমাকে কখনো ভুলে যাবেনা 🥰
যদি তোমাকে ভুলে যাবার জন্য😌
১০০টা কারণ ও থাকে তারপরও😔
তার থেকে সে ১টা কারণ খুঁজে 🥺
বের করবে সুধু তোমাকে পাবার জন্য।🥰

06/11/2022

অভিযোগ কাকে করবো??
মন টাও আমার,
আর মন ভাঙার মানুষ টাও আমার 🥹🥹

Address

Satkhira
Khulna

Telephone

+8801947039209

Website

Alerts

Be the first to know and let us send you an email when ꧁༺ SAD Luxury's ༻꧂ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ꧁༺ SAD Luxury's ༻꧂:

Share