Nestyle it.OPC

  • Home
  • Nestyle it.OPC

Nestyle it.OPC "Nestyle it.OPC offers premier marketing services powered by a team of top-notch digital experts.
(3)

শুভ জন্মদিন ডরেমন
04/09/2025

শুভ জন্মদিন ডরেমন

"🔥 সময় নষ্ট নয়, এখনই অ্যাকশন!আপনার ব্র্যান্ডকে নতুন উচ্চতায় নিয়ে যাই।📞 01751-648541
03/09/2025

"🔥 সময় নষ্ট নয়, এখনই অ্যাকশন!
আপনার ব্র্যান্ডকে নতুন উচ্চতায় নিয়ে যাই।
📞 01751-648541

08/08/2025

Celebrating my 2nd year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

জেনে নিন! ১. ChatGPT – যেকোনো লেখা বা প্রশ্নের উত্তর দিতে পারে।  ২. Canva AI – ডিজাইন তৈরি ও কনটেন্ট সাজাতে AI সহায়তা। ...
27/06/2025

জেনে নিন!
১. ChatGPT – যেকোনো লেখা বা প্রশ্নের উত্তর দিতে পারে।
২. Canva AI – ডিজাইন তৈরি ও কনটেন্ট সাজাতে AI সহায়তা।
৩. Pictory – লেখা থেকে অটো ভিডিও তৈরি করে।
৪. Copy.ai – মার্কেটিং কপিরাইটিং বা ব্লগ লেখে।
৫. Jasper AI – ব্লগ, বিজ্ঞাপন, ইমেইল লেখায় সাহায্য করে।
৬. Grammarly – ইংরেজি লেখার ভুল ধরিয়ে সংশোধন করে।
৭. Quillbot – লেখাকে রি-রাইট বা প্যারাফ্রেজ করে।
৮. Synthesia – AI এভাটার দিয়ে ভিডিও বানায়।

Turning Point Job Aid
৯. Looka – লোগো ও ব্র্যান্ড ডিজাইন করে।
১০. Remove.bg – ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এক ক্লিকে।
১১. Leonardo AI – কল্পনাশক্তির ইমেজ ডিজাইন করে।
১২. Durable – কয়েক সেকেন্ডে ওয়েবসাইট তৈরি করে।
১৩. SlidesAI – লেখা থেকে অটো স্লাইড প্রেজেন্টেশন বানায়।
১৪. Runway ML – ভিডিও এডিটিং ও AI ভিজ্যুয়াল এফেক্টে সাহায্য করে।
১৫. Tome – স্টোরি-বেইজড প্রেজেন্টেশন তৈরি করে।
১৬. Notion AI – নোট নেয়া, টাস্ক ম্যানেজমেন্ট ও লেখায় সাহায্য করে।
১৭. Krisp – কলের ব্যাকগ্রাউন্ড নোইজ রিমুভ করে।
১৮. Cleanup.pictures – ছবির অবাঞ্চিত জিনিস মুছে ফেলে।
১৯. Replika – AI ভার্চুয়াল বন্ধু বা চ্যাট সঙ্গী।
২০. Soundraw – AI দিয়ে অরিজিনাল মিউজিক তৈরি করে।
২১. Beatoven – ভিডিও/পডকাস্টের জন্য মিউজিক তৈরি করে।
২২. Voicemod – ভয়েস চেঞ্জ বা ভয়েস ইফেক্টে ইউজ হয়।
২৩. Lumen5 – ব্লগ থেকে ভিডিও কনভার্ট করে।
২৪. Descript – ভিডিও এডিট করে টেক্সট দিয়ে।
২৫. Kaiber – AI দিয়ে ভিডিও অ্যানিমেশন বানায়।
২৬. AutoDraw – হ্যান্ড-ড্রয়িংকে পারফেক্ট ডিজাইনে রূপ দেয়।
২৭. ElevenLabs – রিয়েলিস্টিক ভয়েস জেনারেশন করে।
২৮. Heygen – AI স্পোকেন ভিডিও বানায় ফেস ও ভয়েস দিয়ে।
২৯. Writesonic – কনটেন্ট রাইটিং ও কপি তৈরি করে।
৩০. Play.ht – ব্লগ বা লেখাকে ভয়েসে পরিণত করে।
৩১. Papercup – ভিডিওর ভয়েস অন্য ভাষায় ডাব করে।
৩২. AI Dungeon – ইন্টার‍্যাকটিভ গল্প বানায়।
৩৩. TTSMaker – লেখা থেকে স্পিচ জেনারেট করে।
৩৪. Magic Eraser – ছবির অবজেক্ট সরিয়ে ক্লিন ব্যাকগ্রাউন্ড দেয়।
৩৫. Designs.ai – লোগো, ভিডিও, অডিও সব তৈরি করতে পারে।
৩৬. Midjourney – কমান্ড থেকে ইমেজ তৈরি করে।
৩৭. TinyWow – ডকুমেন্ট, ভিডিও, পিডিএফ টুলস ফ্রি অফার করে।
৩৮. ChatPDF – যেকোনো PDF পড়ে আপনাকে সারাংশ দেয়।
(সংগৃহীত)

ক্লাইন্ট যখন এড ক্যাম্পেইন এর জন্য বিকাশে টাকা পেমেন্ট করে। এই কারনে আগে পেমেন্ট নিয়ে থাকি ।
19/06/2025

ক্লাইন্ট যখন এড ক্যাম্পেইন এর জন্য বিকাশে টাকা পেমেন্ট করে। এই কারনে আগে পেমেন্ট নিয়ে থাকি ।

New work
17/06/2025

New work

14/06/2025

ডিজিটাল বিপ্লবে যোগ দিন! 🚀

ডিজিটাল প্রোডাক্টস বিজনেস বুটক্যাম্পে স্বাগতম! আপনার ব্যবসার সম্ভাবনাকে ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ে যেতে চান? এই বুটক্যাম্পটি আপনাকে শুরু থেকেই সফল হতে সাহায্য করবে।

✅ মাত্র ৯৯ টাকায় আপনার ডিজিটাল ব্যবসার যাত্রা শুরু করুন!

এই বুটক্যাম্পে আপনি যা যা পাবেন:

🌐 আপনার নামে প্রফেশনাল ওয়েবসাইট (ডোমেন ও হোস্টিং সহ)
📱 ফেসবুক পেজ ও এড অ্যাকাউন্ট সেটআপ (বিজনেস ম্যানেজার সহ)
🛍️ ডাউনলোডেবল ও সাবস্ক্রিপশন প্রোডাক্ট বিক্রির সুযোগ
🔴 ৭টি লাইভ সেশন ও আজীবন সাপোর্ট কমিউনিটি
💳 দেশীয় ও আন্তর্জাতিক পেমেন্টের জন্য অটোমেটিক পেমেন্ট গেটওয়ে
📈 কার্যকর মার্কেটিং ও অটোমেশন কৌশল
কেন আমাদের বুটক্যাম্প?
আমরা শুধু শেখাই না, আমরা আপনাকে সফল উদ্যোক্তা হিসেবে গড়ে তুলি! পাবেন ব্যবহারিক শিক্ষা, কমিউনিটি সাপোর্ট এবং নিজের সুবিধামতো শেখার সুযোগ।

আমাদের ৭টি লাইভ সেশনের মাধ্যমে আপনি ধাপে ধাপে শিখবেন:
১. ব্যবসার ভিত্তি স্থাপন
২. ওয়েবসাইট ও ব্র্যান্ডিং
৩. ডিজিটাল প্রোডাক্ট তৈরি
৪. পেমেন্ট গেটওয়ে এবং অটোমেশন
৫. ফেসবুক মার্কেটিং স্ট্র্যাটেজি
৬. গ্রাহক আকর্ষণ ও সম্পর্ক তৈরি
৭. ব্যবসা বৃদ্ধি ও স্কেলিং

আর দেরি কেন? মাত্র ৯৯ টাকায় আজই আপনার আসন নিশ্চিত করুন এবং ডিজিটাল মার্কেটপ্লেসে আপনার ব্যবসার সম্ভাবনা উন্মোচন করুন!

রেজিস্ট্রেশন :- https://sites.google.com/view/nestyleit/bootcamp

#ডিজিটালব্যবসা #বুটক্যাম্প #ডিজিটালপ্রোডাক্ট #অনলাইনব্যবসা #উদ্যোক্তা #ফেসবুকমার্কেটিং

বর্তমান সময়ে সবথেকে লাভজনক ব্যবসা হচ্ছে ডিজিটাল ব্যবসা ডিজিটাল ব্যবসা বলতে বুঝায়  একটা প্রোডাক্ট লাখ লাখ মানুষের কাছে ...
09/06/2025

বর্তমান সময়ে সবথেকে লাভজনক ব্যবসা হচ্ছে ডিজিটাল ব্যবসা ডিজিটাল ব্যবসা বলতে বুঝায় একটা প্রোডাক্ট লাখ লাখ মানুষের কাছে বিক্রি করা প্রোডাক্টগুলো হতে পারে বিভিন্ন ধরনের ডাউনলোড প্রোডাক্ট অথবা সাবস্ক্রিপশন ডাউনলোড প্রোডাক্টস এর ভিতর ই-বুক ক্যানভা টেমপ্লেট বিভিন্ন ধরনের কোর্স আরো ইত্যাদি অনেক ধরনের। ভিতরে হতে পারে ক্যানভা প্রো‌ chatgpt প্রিমিয়াম ইউটিউব প্রিমিয়াম, ইত্যাদি ধরনের প্রোডাক্ট।

আমরা একটি ভোটক্যাম লঞ্চ করেছি যেখানে আপনি এসব ধরনের প্রোডাক্ট গুলো বিক্রি করার করতে পারবেন সাথেই সব ধরনের প্রোডাক্টস আমাদের কাছ থেকেই পেয়ে যাবেন। সাথে আপনার মার্কেটিং করার জন্য সকল রিসোর্স আমাদের কাছ থেকে নিতে সাথে থাকতেছে সাতটি লাইভ ক্লাস। আমাদের রেজিস্ট্রেশন ফি মাত্রায়ষ 99 টাকা এখনই রেজিস্ট্রেশন করুন ।

https://sites.google.com/view/nestyleit/bootcamp?authuser=0

ডিজাইন চার্জ এত কেনো⁉️3 লাখ+ ইনভেস্টের পিসি সেটাপ✅Adobe Licence fee- 12,000 tk (1 year)Others Site Licences- 20,000 tk (...
06/06/2025

ডিজাইন চার্জ এত কেনো⁉️

3 লাখ+ ইনভেস্টের পিসি সেটাপ✅
Adobe Licence fee- 12,000 tk (1 year)
Others Site Licences- 20,000 tk (1 year)
Wifi bill-12,000 tk ( 1 year)
Electricity Bill- 12,000minimum (1 year)
৫ বছরের স্কিল✅+ সময় ✅+ প্রিমিয়াম ফন্টস +
প্রিমিয়াম রিসোর্স

এত এত ইনভেস্ট করে সুন্দর সিনেমাটিক পোষ্টার মাগনা করে দেয়ার বা ৫০০ টাকায় ডিজাইন করার জন্য বসি নাই।

বা আপনি কাজ দিবেন ডেমো করে দিবো পছন্দ হলে নিবেন নাহলে নাই,খোজ খবর নাই টাকা পয়সা দিবেন না, টাকাও পাবো না সময় ও নষ্ট হবে এমন কাজ করতে চাইনা।

হিসেব করে দেখেন কত টাকা ইনভেস্ট করা আমাদের, কতদিনের স্কিল কে ব্যাবহার করতেছি। Long টাইম কাজ করে যে ব্যাকপেইনে অবস্থা খারাপ হয়ে যায় প্রতিটা ডিজাইনারের সেটা আর নাই বললাম।

একদল লোক আছে ৫ জনরে একই কাজ দেয়, যারটা বেশি ভালো ও কম রেটে হয় তার কাছে দৌড়ে যায় বাকিদের রিজেক্ট করে।

আপনারা কি জানেন আপনাদের উলটা পালটা ব্রীফ শুনে কি পরিমানে ডিপ্রেসড থাকতে হয়⁉️ কত রাত নির্ঘুুম থাকতে হয় আপনাদের রেসপন্সের অপেক্ষায়⁉️
সুন্দর কাজ করে দেয়ার পর যখন ডিজাইনটা বিগরে দিতে চান তখন কি পরিমান মানষিক টর্চার ফিল হয় সেটা আপনারা বুঝার চেষ্টা করেন? ডিজাইন টা একটা শিল্প, সেটা শিল্পির হাতেই তুলে দিন,সুন্দর ভাবে ব্রীফ দিয়ে।

একদল আছেন ডিজাইন করো তোমার যেভাবে ভালো লাগে, ডিজাইন করলে পর বলে এভাবে না ওভাবে, তখন রেফারেন্স ইমেজও দেন ২/৫ বার কারেকশনের পর। মানে ডিজাইন করতে বলে আমার মন মতো, আবার কারেকশন বা চেন্জ করায় তার ইচ্ছা মতো🤣

বেষ্ট একটা কাজ দেয়ার জন্যই এত কিছু করি , যদি আপনি প্রোপার ব্রীফ দেন আপনার স্টক ছবির সাথে সামনজস্যপূর্ন তাহলে সেটা অবশ্যই করা যায়। কারন একটা সুন্দর পোষ্টার শুধু আপনার প্রমোশন না আমারও প্রমোশন হয়, নিজের সুনাম হয়, আমি চেষ্টা করি প্রতিটা কাজ আমি আমার সাইড থেকে বেষ্ট করার❤️

মাগনা ডিজাইনের কাজকে না বলুন❌
নিজের সম্মান বজায় রাখুন✅ ২ টা কাজ দিয়ে তার সাথে একটা পোষ্টার একটু ৫ মিনিট লাগিয়ে করে দেও এরকম মাগনা কাজ করানোর ধান্দা থেকে বিরত থাকুন, নিজের প্রফেশনাল জায়গা বজায় রাখুন✅

আর পেমেন্ট এডভান্স বা কাজের পর বাকি পেমেন্ট ক্লিয়ার করার সময় কচলা কচলি একটু কম করেন, কাজের সময় ১০০ তে ২০০% চান, আর পেমেন্টের সময় দেরি,কচলা কচলি যতটুক কম দিয়ে পারা যায় আরকি এসব বাদ দেন।

হিসেব করে দেখেন কত টাকা ইনভেস্ট করা আমাদের, কতদিনের স্কিল কে ব্যাবহার করতেছি।
আসেন এক সাথে সুন্দর ভাবে কাজ করি, সব কিছু একটা সিস্টেমেটিক ওয়েতে হোক❤️সুন্দর হোক❤️

[email protected].

আমার জীবনের প্রথম এমন একটা জায়গায় কথা বললাম। সত্যি বলতে অনেক ভালো লাগছে ।
23/05/2025

আমার জীবনের প্রথম এমন একটা জায়গায় কথা বললাম। সত্যি বলতে অনেক ভালো লাগছে ।

কাস্টমার রিভিউ
19/05/2025

কাস্টমার রিভিউ

20/03/2025

🧑‍💻আপনি আমাদের সিপিএ মার্কেটিং এক মাসের বেসিক কোর্স ১ তারিখ থেকে শুরু হতে যাচ্ছে আপনি এখনো ভর্তি না হয়ে থাকলে দ্রুত ভর্তি হয়ে নিন

১০০% ইনকাম গ্যারান্টি দিয়ে আমরাই প্রথম ভর্তি নিচ্ছি।

আমাদের কোর্সটি আপনি অনলাইন করতে পারবেন।

বিস্তারিত জানতে কল করুনঃ- 01751-648541

Address


Alerts

Be the first to know and let us send you an email when Nestyle it.OPC posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nestyle it.OPC:

  • Want your business to be the top-listed Media Company?

Share