30/08/2025
অবশেষে জীবনের এই যাত্রা শেষ হয়— গন্তব্য হয় জান্নাত অথবা জাহান্নাম।
এই পথচলা বড়ই সংক্ষিপ্ত; তবুও আমরা দুনিয়ার জন্য ছুটে চলি নিরন্তর।
বিমান ধরতে হলে আমরা ঘণ্টাখানেক আগেই এয়ারপোর্টে পৌঁছে যাই।
হাসপাতালে অ্যাপয়েন্টমেন্ট থাকলে সময়ের আগে গিয়ে বসে থাকি।
পরীক্ষার হলে পৌঁছাই নির্দিষ্ট সময়ের অনেক আগেই।
কর্মক্ষেত্রে হাজির হই ঘড়ির কাঁটার আগে, যাতে দায়িত্বে এক ফোঁটা ত্রুটি না হয়।
কতই না যত্ন, একনিষ্ঠতা, গুরুত্ব— সবই দুনিয়ার জন্য।
কিন্তু ফজরের সময় এলেই বলি—
"আমার ঘুম বড়ো ভারি, ফজরে ঘুম ভাঙে না।"
কি অদ্ভুত বৈপরীত্য!
যে আযান আকাশ-বাতাস ভেদ করে ডাকে— "সালাতের দিকে এসো, সফলতার দিকে এসো"— সেই ডাকে আমরা সাড়া দিই না।
যে নামাজ আমাদের জন্য জান্নাতের দুয়ার খুলে দিতে পারে, হাশরের ময়দানে নূরের আলো দিতে পারে— সেই নামাজের জন্য আমরা বিছানার উষ্ণতা ত্যাগ করি না।
ক্ষণস্থায়ী দুনিয়ার জন্য আমরা এতটা ত্যাগ করি, কিন্তু চিরস্থায়ী আখিরাতের জন্য অবহেলা করি!
একদিন এই দুনিয়ার সব আয়োজন শেষ হয়ে যাবে।
আমরা শবযাত্রায় শুয়ে চলে যাব, রেখে যাব সব প্রিয় মানুষ, প্রিয় সম্পদ, প্রিয় স্বপ্ন।
হায়! আমরা কত ভালোবাসি এই ক্ষণস্থায়ী পৃথিবীকে, আর কত অবহেলা করি সেই চিরস্থায়ী জীবনের প্রস্তুতিকে।
সেদিন এয়ারপোর্টে, হাসপাতালে, অফিসে বা পরীক্ষার হলে সময়মতো পৌঁছানোর গল্প কেউ মনে রাখবে না—
সেদিন মনে থাকবে, ফজরের জন্য আমরা উঠেছিলাম কি না!
অবশেষে সেদিন জয়ী হবে তারা, যারা এই দুনিয়ার ঘুম ত্যাগ করে আখিরাতের সফলতা খুঁজেছিল,ব্যাস্ততার মাঝেও সলাতের জন্য,ইবাদাতের জন্য সময় বের করে নিয়েছিল।
✍️ B.M. Borhan Uddin Bappi