এসো কল্যাণের পথে - এসো শান্তির পথে

  • Home
  • Bangladesh
  • Khulna
  • এসো কল্যাণের পথে - এসো শান্তির পথে

এসো কল্যাণের পথে - এসো শান্তির পথে আসসালামু আলাইকুম।
দ্বীন প্রচারের ক্ষুদ্র প্রচেষ্টা। পেজ ঘুরে ভালো লাগলে ফলো দিয়ে Favorite করে রাখুন।

আসসালামু আলাইকুম...
বিভিন্ন নির্ভরযোগ্য ব্যক্তি,বই,আর্টিকেল থেকে ইসলামের বিভিন্ন বিষয়ে লেখা সংগ্রহ,অনুবাদ করে আমরা নিয়মিত পোস্ট করার চেষ্টা করবো।আমাদের উদ্দেশ্য ইসলামের মৌলিক বিষয় ও ফরজ বিষয় গুলো মুসলিম উম্মাহকে স্বরণ করিয়ে দেওয়া। আমাদের পেইজ,পোস্ট,লেখার বিষয় সহ যেকোনো বিষয়ে মতামত,প্রশ্ন,সমালোচনা,পরামর্শ ইত্যাদি থাকলে আমাদের সাথে নির্দ্বিধায় ইনবক্সে যোগাযোগ করার অনুরোধ রইলো। জাযাকাল্লাহ খইরন...

অন্যের কষ্টকে অনুভব করতে শিখুন—
01/09/2025

অন্যের কষ্টকে অনুভব করতে শিখুন—

হে ক*বর পথের পথিক!
01/09/2025

হে ক*বর পথের পথিক!

সেখানেই আছে প্রকৃত প্রশান্তি। 💙
01/09/2025

সেখানেই আছে প্রকৃত প্রশান্তি। 💙

❝আর দুনিয়ার জীবন শুধু ধোঁকার সামগ্রী।❞[সূরা আল ইমরান,আয়াত:১৮৫]
31/08/2025

❝আর দুনিয়ার জীবন শুধু ধোঁকার সামগ্রী।❞
[সূরা আল ইমরান,আয়াত:১৮৫]

হারাম জিনিস হাতের কাছে পেয়েও ছেড়ে দেওয়ার নাম মুত্তাকী!
30/08/2025

হারাম জিনিস হাতের কাছে পেয়েও ছেড়ে দেওয়ার নাম মুত্তাকী!

অবশেষে জীবনের এই যাত্রা শেষ হয়— গন্তব্য হয় জান্নাত অথবা জাহান্নাম।এই পথচলা বড়ই সংক্ষিপ্ত; তবুও আমরা দুনিয়ার জন্য ছুটে চল...
30/08/2025

অবশেষে জীবনের এই যাত্রা শেষ হয়— গন্তব্য হয় জান্নাত অথবা জাহান্নাম।
এই পথচলা বড়ই সংক্ষিপ্ত; তবুও আমরা দুনিয়ার জন্য ছুটে চলি নিরন্তর।
বিমান ধরতে হলে আমরা ঘণ্টাখানেক আগেই এয়ারপোর্টে পৌঁছে যাই।
হাসপাতালে অ্যাপয়েন্টমেন্ট থাকলে সময়ের আগে গিয়ে বসে থাকি।
পরীক্ষার হলে পৌঁছাই নির্দিষ্ট সময়ের অনেক আগেই।
কর্মক্ষেত্রে হাজির হই ঘড়ির কাঁটার আগে, যাতে দায়িত্বে এক ফোঁটা ত্রুটি না হয়।

কতই না যত্ন, একনিষ্ঠতা, গুরুত্ব— সবই দুনিয়ার জন্য।
কিন্তু ফজরের সময় এলেই বলি—
"আমার ঘুম বড়ো ভারি, ফজরে ঘুম ভাঙে না।"

কি অদ্ভুত বৈপরীত্য!
যে আযান আকাশ-বাতাস ভেদ করে ডাকে— "সালাতের দিকে এসো, সফলতার দিকে এসো"— সেই ডাকে আমরা সাড়া দিই না।
যে নামাজ আমাদের জন্য জান্নাতের দুয়ার খুলে দিতে পারে, হাশরের ময়দানে নূরের আলো দিতে পারে— সেই নামাজের জন্য আমরা বিছানার উষ্ণতা ত্যাগ করি না।

ক্ষণস্থায়ী দুনিয়ার জন্য আমরা এতটা ত্যাগ করি, কিন্তু চিরস্থায়ী আখিরাতের জন্য অবহেলা করি!
একদিন এই দুনিয়ার সব আয়োজন শেষ হয়ে যাবে।
আমরা শবযাত্রায় শুয়ে চলে যাব, রেখে যাব সব প্রিয় মানুষ, প্রিয় সম্পদ, প্রিয় স্বপ্ন।

হায়! আমরা কত ভালোবাসি এই ক্ষণস্থায়ী পৃথিবীকে, আর কত অবহেলা করি সেই চিরস্থায়ী জীবনের প্রস্তুতিকে।

সেদিন এয়ারপোর্টে, হাসপাতালে, অফিসে বা পরীক্ষার হলে সময়মতো পৌঁছানোর গল্প কেউ মনে রাখবে না—
সেদিন মনে থাকবে, ফজরের জন্য আমরা উঠেছিলাম কি না!
অবশেষে সেদিন জয়ী হবে তারা, যারা এই দুনিয়ার ঘুম ত্যাগ করে আখিরাতের সফলতা খুঁজেছিল,ব্যাস্ততার মাঝেও সলাতের জন্য,ইবাদাতের জন্য সময় বের করে নিয়েছিল।
✍️ B.M. Borhan Uddin Bappi

প্রশান্ত আত্মারাই জান্নাতের উত্তরাধিকারী।
30/08/2025

প্রশান্ত আত্মারাই জান্নাতের উত্তরাধিকারী।

প্রতিটা কষ্টের বিনিময়ে আল্লাহ তার গুনাহগুলো মাফ করে দিচ্ছেন। আলহামদুলিল্লাহ।
30/08/2025

প্রতিটা কষ্টের বিনিময়ে আল্লাহ তার গুনাহগুলো মাফ করে দিচ্ছেন। আলহামদুলিল্লাহ।

🖤
29/08/2025

🖤

29/08/2025

আল্লাহর হুকুম ছাড়া আপনার কিছুই হবে না।

বই: তিনিই আমার রব।
29/08/2025

বই: তিনিই আমার রব।

কিছু মাস আগে আমি একজন স্পেশাল চাইল্ডের সাথে  (মেন্টালি এন্ড ফিজিক্যালি এ্যাবনরমাল) দেখা করতে যাই। ফুটফুটে বাচ্চাটার নাম ...
28/08/2025

কিছু মাস আগে আমি একজন স্পেশাল চাইল্ডের সাথে (মেন্টালি এন্ড ফিজিক্যালি এ্যাবনরমাল) দেখা করতে যাই। ফুটফুটে বাচ্চাটার নাম মানহা।

তার সাথে দেখা করতে যাওয়ার কারণ, সে কুরআনের তিরিশ নাম্বার পারার হিফয সম্পন্ন করেছে। তার হিফয উস্তাযা, আমার এক সিনিয়র আপু। তিনিই মূলত নিয়ে গিয়েছিলেন ওর সাথে দেখা করতে।

দেখা সাক্ষাতের এক পর্যায়, তার উস্তাযা তাকে বললেন সে যেনো আমাকে একটা আয়াত তিলাওয়াত করে শোনায়। বাচ্চাটা তখন সাথে সাথে বলে উঠলো,

فَلَوْلَآ إِذَا بَلَغَتِ ٱلْحُلْقُومَ

অর্থঃ "যখন প্রাণ গলগলায় এসে পৌঁছে যায়, তখন কেন হস্তক্ষেপ করো না?"

এই আয়াত আমি আগেও শুনেছি। তবে তার মুখ থেকে শুনে আমার চোখ ভিজে উঠেছিল। এমনকি শুধু তখন না! পরবর্তীতে বেশ কিছুদিন ওই একটা আয়াত আমার বারবার মনে পড়েছে। সালাতেও আমি ওই আয়াতটা বারবার পড়েছি। আর প্রতিবারেই আমার চোখ ভিজে গেছে। এমনকি এখনো প্রায়ই ওর বলা সেই আয়াতটা কানে বাজে।

আমার বারবার কান্না পায় এই ভেবে যে, একটা বাচ্চা যে কিনা ভালো করে বোঝে না মৃত্যু কি! যে কিনা মৃত্যু যন্ত্রণা সম্পর্কে জানে না। আল্লাহ চাইলে যার কিনা মৃত্যু যন্ত্রণাই হবে না! সে আমাকে মৃত্যু যন্ত্রণার কথা স্মরণ করিয়ে দিলো। এদিকে আমি দুনিয়া-আখিরাতের সব বুঝেও মৃত্যুকে বেমালুম ভুলে বসে আছি। ভুলে বসে আছি, মৃত্যুর অসহনীয় যন্ত্রণার কথা!

তাছাড়া ওর সাথে দেখা করতে গিয়ে খুব আত্মগ্লানি হচ্ছিল এই ভেবে যে, একজন বাচ্চা যে কিনা ভালো করে কথাই বলতে জানে না। একটু কথা বলতেই কষ্টে হাপিয়ে ওঠে। অথচ সে কুরআনের এক পারা হিফয করেছে। এদিকে আমরা সুস্থতার নিয়ামত পেয়েও কুরআনের সাথে বন্ধন দৃঢ় করতে পারলাম না।

লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ! খুব করে দুআ করি, আল্লাহ তাকে দুনিয়া-আখিরাতের সমস্ত কল্যাণ দান করুন। আর আমার কুলষিত নফসকে তার মতো পবিত্র করার তাওফিক দান করুন।

লিখা: রাত্রি

Address

Khulna
7000

Website

Alerts

Be the first to know and let us send you an email when এসো কল্যাণের পথে - এসো শান্তির পথে posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share