Muhammad Habib

Muhammad Habib তুমি দ্বীনকে আঁকড়ে ধর,
দুনিয়া তোমার পদচুম্বন করবে।।
ইনশাআল্লাহ
🤲
(1)

24/07/2025

আসসালামু আলাইকুম
সুপ্রভাত

মিশরের জনতা বোতলে করে সাগরের ঢেউয়ে খাদ্য ভাসিয়ে দিচ্ছে, যেন আল্লাহর ইচ্ছায় সাগরের ঢেউ এই খাবার গা.জাবাসীর কাছে পৌঁছে দেয়...
24/07/2025

মিশরের জনতা বোতলে করে সাগরের ঢেউয়ে খাদ্য ভাসিয়ে দিচ্ছে, যেন আল্লাহর ইচ্ছায় সাগরের ঢেউ এই খাবার গা.জাবাসীর কাছে পৌঁছে দেয়।

24/07/2025

খুলনা বড় মির্জাপুর রোডে রহমান ছাতি কোম্পানিতে ভ'য়া'ব'হ আ/গু-ন। ঘনবসতি হওয়ায় ফায়ার সার্ভিসের গাড়ি কাছে যেতে পারছে না। আ*গু/ন বেড়ে চলেছে। আশেপাশের লোকজন এগিয়ে আসুন প্লীজ।

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় হতাহতের সর্বশেষ আপডেট
24/07/2025

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় হতাহতের সর্বশেষ আপডেট

চা/ন্দা ভাই, চান্দা মাছ২০০ টাকা চা/ন্দা তুলতেচা/ন্দা ভাই অস্ট্রেলিয়া গেছে ভাবা যায় 😷🤡
24/07/2025

চা/ন্দা ভাই, চান্দা মাছ
২০০ টাকা চা/ন্দা তুলতে
চা/ন্দা ভাই অস্ট্রেলিয়া গেছে
ভাবা যায় 😷🤡

অবশেষে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী আফসান ওহির ‘মা’কে খুঁজে পাওয়া গেছে।তবে জীবিত নয়, মৃত; নিথর, নিস্তব্ধ, অ...
24/07/2025

অবশেষে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী আফসান ওহির ‘মা’কে খুঁজে পাওয়া গেছে।
তবে জীবিত নয়, মৃত; নিথর, নিস্তব্ধ, অচেনা অবয়বে।

উত্তরায় বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় চেনা মুখগুলো আগুনে পুড়ে অচেনা হয়ে গেছে। শিক্ষার্থী, অভিভাবক ও দুই শিক্ষকসহ ত্রিশেরও অধিক জীবনপ্রদীপ চিরতরে নিভে গেছে এ দুর্ঘটনায়। সেই দুর্ঘটনায় মারা যাওয়া পাঁচটি অজ্ঞাত মরদেহের একটি আট বছরের ওহির মা আফসানা আক্তার প্রিয়ার।
ডিএনএ বিশ্লেষণের মাধ্যমে আজ বুধবার (২৩ জুলাই) সেই পরিচয় নিশ্চিত করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
আজ ফিরে এসেছে ওহির মা। মিলেছে জবাব। কিন্তু এমন এক উত্তর, যা দিয়ে শিশুর কান্না ভোলানো যে পৃথিবীর কোনো কিছুর বিনিময়েই সম্ভব নয়, সে কথা ওহিকে কে বোঝাবে? বুকের গহীনে এক শূন্যতা নিয়ে ওহি বেড়ে উঠবে এ পৃথিবীতে। একটু বড় হলে ওহিকে যদি কেউ প্রশ্ন করে মা কই? ওহি হয়তো উত্তরে বলবে মা থাকে ওই দূর আকাশে তারার মাঝে…।

বিখ্যাত সেফুদা আর নেই 😔কিছুক্ষণ আগে অস্ট্রিয়ার একটি হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।মাইলস্...
24/07/2025

বিখ্যাত সেফুদা আর নেই 😔
কিছুক্ষণ আগে অস্ট্রিয়ার একটি হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

মাইলস্টোনের লাইভের পরপরই তিনি বুকে ব্যথা অনুভব করেন (যা তিনি লাইভে বার বার বলতেছিলেন)
তাৎক্ষণিক উনাকে হাসপাতালে ভর্তি করা হয় -
কিন্তু ভাগ্য আর সঙ্গ দেয়নি।
মাত্র ২ দিন পর চিরবিদায় নিলেন আমাদের সবার প্রিয় সেফুদা।

আল্লাহ তার সকল গুনাহ মাফ করুক দিক আর উনাকে জান্নাত দান করুন! 😔🤲

খুলনা রুপসা ঘাটে পল্টনের ফাঁক দিয়ে নদীতে পড়ে যাওয়া ৪ বছরের  শিশু রায়হান আর নেই |
23/07/2025

খুলনা রুপসা ঘাটে পল্টনের ফাঁক দিয়ে নদীতে পড়ে যাওয়া ৪ বছরের শিশু রায়হান আর নেই |

23/07/2025

🔴 এইমাত্র পাওয়া খবর 🔴
বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ।
তাঁকে হাসপাতালে নেওয়া হচ্ছে এখনই।
সবাই দোয়া করবেন নেত্রীর জন্য।

পুলিশকে যাকে মারতে দেখছেন তিনি মাইলস্টোন স্কুলের একজন দ্বিতীয় শ্রেণীর ৪৫ বছরের ছাত্র ।  রিপোর্টার হিসেবে আমার  চোখের সা...
23/07/2025

পুলিশকে যাকে মারতে দেখছেন তিনি মাইলস্টোন স্কুলের একজন দ্বিতীয় শ্রেণীর ৪৫ বছরের ছাত্র ।
রিপোর্টার হিসেবে আমার চোখের সামনে যা কিছু হয়েছে এসব হয়তো আপনারা কখনোই মিডিয়াতে দেখবেন না।
কি হয়েছে সামনে কি হতে যাচ্ছে এই বিষয়ে পূর্ণাঙ্গ একটা ভিডিও অথবা লাইভে আসবো,
শুধু এইটুকু বলে রাখি আগামীতে ছাত্রদের অস্তিত্ব থাকবে না।
যদি তারা অরিজিনাল ছাত্র এবং বহিরাগতের মধ্যে আলাদা না করতে পারে।

রুপসা ঘাট পল্টনের ফাক দিয়ে ৪ বছরের বাচ্চা নদীতে পরে এখনও নিখোঁজ সবাই দোয়া করবেন
23/07/2025

রুপসা ঘাট পল্টনের ফাক দিয়ে ৪ বছরের বাচ্চা নদীতে পরে এখনও
নিখোঁজ সবাই দোয়া করবেন

23/07/2025

মেয়েকে ক*বর দিয়ে আসছে দুপুরে হাসপাতালে রাতে ছেলে মারা গেছে। মা-বাবার জন্য এরচেয়ে যন্ত্র*ণা আর নেই।

Address

Khulna

Alerts

Be the first to know and let us send you an email when Muhammad Habib posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Muhammad Habib:

Share