Muhammad Habib

Muhammad Habib তুমি দ্বীনকে আঁকড়ে ধর,
দুনিয়া তোমার পদচুম্বন করবে।।
ইনশাআল্লাহ
🤲
(3)

রিজেন্টের শাহেদ বলছে, করোনার অক্সফোর্ড এস্ট্রোজেনেকার টিকা দিলে ক্যা*ন্সার হতে পারে, এই তথ্য সে মোবাইল দিয়ে ছবি তুলে শেখ...
08/11/2025

রিজেন্টের শাহেদ বলছে, করোনার অক্সফোর্ড এস্ট্রোজেনেকার টিকা দিলে ক্যা*ন্সার হতে পারে, এই তথ্য সে মোবাইল দিয়ে ছবি তুলে শেখ হাসিনার কাছে পাঠিয়েছিলো বলে, দরবেশ বাবা তাকে আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে গুম ও ক্রস ফা*য়ারে দিতে চেয়েছিলো।
এই কথা শোনার পর বাঙ্গু জনতা শেখ হাসিনা আর দরবেশ বাবাকে ধুয়ে দিচ্ছে।
দাড়ান ভাই দাড়ান। আপনাদের মত হুজুগ জাতির জন্যই তো জালেম শাসক ঠিক আছে।
যে জাতি যেমন, তার জন্য উপযুক্ত শাসক সৃষ্টিকর্তা পাঠান।
আপনারা তো সেই জাতি, যাদের-
হুজুগ উঠলে মাথা ঠিক থাকে না।
করোনার টিকা শুনে আপনারই তো সেজদা দিছিলেন,
ওয়াজ মাহফিলে করোনার টিকা দেয়া সুন্নত ফতওয়া দিছিলেন,
রিজেন্টের শাহেদের ব্যক্তিগত মান-সম্মান নষ্ট তো আপনারা ফেসবুক জুড়েই করছিলেন।
ভেতরের খবর তো আপনারা বের করতে যান নাই।
যারা টিকার বিরুদ্ধে বলছিলো প্রত্যেকে হেনস্তা করা হইছে।
ডাক্তার জাহাঙ্গীর কবির টিকার বিরুদ্ধে বলছিলো বলে তাকে কী কম হেনস্তা করা হইছে ?
আমি নয়নকে কী কম গালি দিছে ?
আজকেও পিংকী বলে- আমার কারণে নাকি এক তৃতীয়াংশ লোক টিকা দেয় নাই।
বিদেশী টিকা কোম্পানির কমিশন খাওয়া লোকগুলোর ক্ষোভ এখনও যায় নাই।
আমাকে যদি এখনও পায়, তবে নিশ্চিত, টিকার কমিশন ভোগী লোকগুলো আমাকে ক্রস ফা*য়ারে দিতে দ্বিধা করবে না।
টিকার কথা বাদ দেন,
ইউনুসের বিরুদ্ধে তো প্রথম থেকেই আমি সতর্ক করেছি,
কিন্তু হুজুগ জাতি তো শুনে নাই।
তাদের কাছে নাকি ইউনুস একমাত্র সমাধান।
আমারে এমন কোন গা*লি নাই, দেয় নাই।
এখন অনেকে বুঝতেছে, ইউনুস কী সমস্যা।
ভবিষ্যতে আরো বুঝবে, ধিরে ধিরে।
কিন্তু যখন বুঝবে তখন কিছুই করার থাকবে না।
অর্থ- কমিশন এগুলো মানুষকে ধ্বং*স করে।
টিকা বলেন, আর ইউনুস বলেন।
এরা ভাতের মত কমিশন ছিটায়।
আর সেই কমিশন খেয়ে আপনাদের নেতা-ক্ষ্যাতারা কাকের মত জড়ো হয়।
সেই বিক্রি হওয়া নেতা-ক্ষ্যাতাদের দিক-নিদের্শনা পেয়ে আপনারাও বিভ্রান্ত হন।
আমি বলবো- এখনও সময় আছে, আপনাদের কমিশন খোর নেতা-ক্ষ্যাতাদের বাদ দেন।
যারা সামান্য টাকার কাছে বিক্রি হয়, বার বার আপনাকে বিভ্রান্ত করে,
তার কাছে আপনি কেন যান? কেন তার বুদ্ধি নেন ?
ইচ্ছা করে এক গর্তে বার বার পরেন।
আপনি নিজেও তো ভালো মানুষ না।

সকলে সহযোগিতা করি ছেলেটাকে খুজে পেতে।।। টাইমলাইনে শেয়ার করে রেখে দেই, যাতে ছেলেটাকে খুঁজে পায়
07/11/2025

সকলে সহযোগিতা করি ছেলেটাকে খুজে পেতে।।।
টাইমলাইনে শেয়ার করে রেখে দেই, যাতে ছেলেটাকে খুঁজে পায়

05/11/2025

আমার চাচার ওপেন হার্ট সার্জারি অপারেশন!!!
ইমারজেন্সি এ পজিটিভ রক্তের প্রয়োজন চার ব্যাগ!
ইবনে সিনা সংকাত হাসপাতালে
ধানমন্ডি-১৫, এ ব্লক , রোড-৪২১।
৪ তালা !
যোগাযোগ : 01711128450
01948880818

মনোনয়ন দেয়নি দল, অবরোধ দাও দলীয় কার্যালয়ে গিয়ে, তা না করে অবরোধ করলো জনগণের ব্যবহার করা রাস্তা। 👏👏এভাবেই আব্বোর দেয়া গণত...
04/11/2025

মনোনয়ন দেয়নি দল, অবরোধ দাও দলীয় কার্যালয়ে গিয়ে, তা না করে অবরোধ করলো জনগণের ব্যবহার করা রাস্তা। 👏👏
এভাবেই আব্বোর দেয়া গণতন্ত্রের মাধ্যমে জনগনের সেবা করা হচ্ছে 🥹🤗

03/11/2025

আজকে এক রাতের মধ্যেই বদলে যাবে হাজার হাজার পোলাপানের
পিও অভিভাবক। 😔

কোটিপতি বাবার একমাত্র মেয়ে লামিসা, একই এলাকার সোহাগ মিয়াকে ভালোবেসে তার হাত ধরে বাড়ি থেকে চ-লে যায়। শুরু করে নতুন সংস...
03/11/2025

কোটিপতি বাবার একমাত্র মেয়ে লামিসা, একই এলাকার সোহাগ মিয়াকে ভালোবেসে তার হাত ধরে বাড়ি থেকে চ-লে যায়। শুরু করে নতুন সংসার। কোটিপতি বাবা বিষয়টা মে-নে নিতে পারে না। তবে ভালোবাসায় একেবারে অ-ন-ড় ছিল এই দ-ম্পতি।

লামিসা হয়ে পড়ে অ/ন্তঃ/স/ত্ত্বা। এর পর লামিসার বাবা সোহাগের নামে না'রী ও শিশু বিষয়ক মা/ম/লা করেন। পুলিশ সোহাগকে গ্রে/ফ/তা/র করে। লামিসা তার বাবা মা কে বারবার বু-জি-য়েছে তবে কোটিপতি বাবার হিং-সা যেন কমে না। স্বামীকে

বাঁ/চাতে এরপর লামিসা মা বাবার নামে করে মা/ম/লা। তার একটাই কথা তিনি তার স্বামীকে নিয়ে অনেক সুখে আছেন। তার বাবা কেন সেটা বু-জেনা। এদিকে তাদের এই প্রে/ম কাহিনী দেখে এলাকার মানুষ আ-ন্দো-ল-ন করেছে সোহাগের মু-ক্তি-র জন্য। এলাকার মানুষ চাইছে সোহাগ আর লামিসার সম্পর্ক সবাই মেনে নেক।🙂💔

স্যাটেলাইটে প্রকাশ পাইলো সুদানের অবস্থা " বিশ্বে মুসলিম হ/ত্যা কতটা সস্তা হয়েছে "😭সমস্ত বিশ্ব আজ চেয়ে চেয়ে দেখছে, কেউ কো...
01/11/2025

স্যাটেলাইটে প্রকাশ পাইলো সুদানের অবস্থা " বিশ্বে মুসলিম হ/ত্যা কতটা সস্তা হয়েছে "😭
সমস্ত বিশ্ব আজ চেয়ে চেয়ে দেখছে, কেউ কোন কথা বলতেছে না। কেউ কোন প্রতিবাদ করতেছে না। এভাবে প্রতিনিয়তই মুসলমানরা ক্ষতিগ্রস্ত হবে। সবাই চেয়ে চেয়ে দেখবে। এটাই সত্যি।

01/11/2025

ফুল দিয়ে বরণ করলো আসামিদের

#কারাগার

🔹 খুলনায় নতুন অধ্যায় শুরু 🔹পুরাতন কারাগার থেকে ১০০ বন্দি এনে সীমিত পরিসরে চালু হলো খুলনার নতুন আধুনিক কারাগার।শনিবার (১ ...
01/11/2025

🔹 খুলনায় নতুন অধ্যায় শুরু 🔹
পুরাতন কারাগার থেকে ১০০ বন্দি এনে সীমিত পরিসরে চালু হলো খুলনার নতুন আধুনিক কারাগার।
শনিবার (১ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে প্রিজন সেলে করে কয়েদিদের নতুন কারাগারে আনা হয়।

নতুন এই কারাগারে থাকছে আধুনিক নিরাপত্তা ব্যবস্থা, উন্নত সেল, ও বন্দিদের পুনর্বাসনের বিশেষ সুযোগ-সুবিধা।
প্রথম ধাপে ১০০ জন বন্দি স্থানান্তর করা হলেও পর্যায়ক্রমে পুরাতন কারাগারের সব কয়েদিকে এখানে আনা হবে বলে জানানো হয়েছে।

📍 খুলনা নতুন কারাগার — আধুনিক ব্যবস্থাপনায় নতুন সূচনা।

মেয়েটি যখন পানি চায় তখন একজন মেয়েটির মুখে প্রস্রাব করে দেয়, মেয়েটি বলে আমি আর সহ্য করতে পারছিনা। আমাকে তোমরা মে-রে ফেল.....
29/10/2025

মেয়েটি যখন পানি চায় তখন একজন মেয়েটির মুখে প্রস্রাব করে দেয়, মেয়েটি বলে আমি আর সহ্য করতে পারছিনা। আমাকে তোমরা মে-রে ফেল.....😓😓

২০১৬ সালে ১ লাখ টাকা নিয়ে শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে যাওয়ার জন্য অটোতে উঠলে অটো চালক তাকে অন্য জায়গায় নিয়ে যায়। তখন মেয়েটি চিৎকার করলে তাকে মার-ধর করে,পরে মেয়েটিকে জঙ্গলে নিয়ে ৪ জন মিলে পালাক্রমে জোর করে রাতভর দর্শন করে..

সকালে রাস্তায় পরে থাকা অবস্থায় এক পথচারী মেয়েটিকে দেখতে পায় পরে সেও তাকে দ-র্শ-ন করে। মেয়েটির অবস্থা এমন করে ছিলো বাঁধাও দিতে পারেনি,

অনেক খোঁজা খুজির পর তাকে খিস্টান পাড়া জঙ্গল থেকে উ-দ্ধা-র করা হয়। সুইটি এখনও মানসিক ভারসাম্য হীন।

পরে আসামিদের নামে মা-ম-লা করা হয়। দীর্ঘ ৯ বছর পর আদালতে ফাঁসির রায় প্রকাশের পর সবাই কান্নায় ভেঙে পরে।

আলহামদুলিল্লাহ ☝️☝️
আসামিদের ৪ জন কে মৃ-ত্যুদ-ন্ড ও নগদ ১ লাখ টাকা করে জ-রি-মা-না করা হয়, আর একজন এখনো প-লা-ত-ক ।
এখন দ্রুত রায় কার্যকর হোক এটাই প্রত্যাশা।

29/10/2025

শেখ হাসিনা মারা যাননি, তবে প্রচুর শরীর খারাপ। চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন।
আমাকে বিকাশ করুন।

27/10/2025

খুলনা মেডিকেলে সাংবাদিকের ওপর হাম/লা, ও প্রাণ নাশের হু/মকি 😦
খুলনা মেডিকেলে কলেজ হাসপাতালে দালালদের দৌরাত্বে ,রোগীদের ভোগান্তির বিষয়ে সংবাদ সংগ্রহে গিয়ে হাম-লার শি-কার হয়েছেন এক গণমাধ্যম কর্মী

Address

Sonadanga
Khulna

Alerts

Be the first to know and let us send you an email when Muhammad Habib posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Muhammad Habib:

Share