Muhammad Habib

Muhammad Habib তুমি দ্বীনকে আঁকড়ে ধর,
দুনিয়া তোমার পদচুম্বন করবে।।
ইনশাআল্লাহ
🤲
(1)

ক্যান্টিন মালিকের সাথে যে কারণে উচ্চস্বরে কথা বলা যাবে না--আরেকটা কথা হলো ক্যান্টিনের খাবার খাচ্ছে ঢাবির শিক্ষার্থীরা, অ...
16/09/2025

ক্যান্টিন মালিকের সাথে যে কারণে উচ্চস্বরে কথা বলা যাবে না--

আরেকটা কথা হলো ক্যান্টিনের খাবার খাচ্ছে ঢাবির শিক্ষার্থীরা, অন্য কোন ডিগ্রি কলেজের কেউ না।
নে ঢাবির ক্যান্টিন খাঁ
এগুলোর প্রতিবাদ করলে তারা ভালো না ।।

15/09/2025

ডোনার মিসিং
এক মায়ের কিডনী ডায়ালাইসের জন্য আগামীকাল সকাল ১১ টায় ১ ব্যাগ A+ রক্তের জরুরি প্রয়োজন। গল্লামারি সবুরা ক্লিনিকে।
+8801948880818

আপনি নিজে বেচে থাকার গ্যারান্টি টা আগামী কত ক্ষনের জন্য দিতে পারবেন??? গত কাল চিটাগাং থেকে ময়মনসিংহ আসার পথে সেইম গাড়িতে...
15/09/2025

আপনি নিজে বেচে থাকার গ্যারান্টি টা আগামী কত ক্ষনের জন্য দিতে পারবেন???

গত কাল চিটাগাং থেকে ময়মনসিংহ আসার পথে সেইম গাড়িতে একজন সৈনিক উঠেছিলেন। আমার জানি, যে কোনো সৈনিক সাধারণত শারীরিক ভাবে সবল, ফিট এবং শক্তিশালী হয়ে থাকে। যিনি আমাদের গাড়িতে ছিলেন তিনিও সম্পূর্ণ সুস্থ ও ফিট ছিলেন। মধ্য রাতে গাড়িটি কুমিল্লা ক্যান্টনমেন্ট এরিয়ার একটি রেস্টুরেন্টে হোটেল বিরতি দেয়। লোকটি সম্পূর্ণ সুস্থ অবস্থায় খাবার অর্ডার করেন এবং প্রায় অর্ধেক খাবার খেয়ে শেষ করে পানি মুখে দেওয়ার সাথে সাথে পানির বোতলটি সহ লোকটি মাটিতে পরে যান। ঐ অবস্থায় আশেপাশের লোকজন ধরাধরি করে চেয়ারে বসালো তার ঠিক ২ মিনিট পর লোকটি কথা বলাও বন্ধ হয়ে যায়। প্রত্যকেই প্রায় ভয় পেয়ে গেছেন এই ভেবে যে, হয়তো বা উনি শেষ। সঙ্গে সঙ্গে ২-৪ বোতল পানি উনার মাথায় দেওয়ার পর কিছু টা চেতন ফিরে আসলেও উনার শরীরে তখনো চেয়ারে লোটানো। প্রায় আধ-ঘন্টা পর লোকটি কিছুটা স্বাভাবিক হোন। হয়তো বা উনার হায়াত ছিলো বলে আবারো উঠে দারিয়েছেন।

জীবন চায়না পার্টস এর চেয়েও সস্তা।

ডাকসু নির্বাচনে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করা রাকিবুল হাসান ভোট পেয়েছেন ১টি। সেই ভোট কে দিয়েছেন, তাঁকে খুঁজে বেড়াচ্ছেন ত...
14/09/2025

ডাকসু নির্বাচনে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করা রাকিবুল হাসান ভোট পেয়েছেন ১টি। সেই ভোট কে দিয়েছেন, তাঁকে খুঁজে বেড়াচ্ছেন তিনি।

কারণ, রাকিবুল নিজের ভোটটি অন্য এক প্রার্থীকে দিয়েছেন।

ফলাফলের তালিকায় দেখা গেছে, রাকিবুলের একমাত্র ভোটটি এসেছে ছাত্রীদের রোকেয়া হল থেকে। সেই ভোটারকে খুঁজতে ফেসবুকে পোস্ট দিয়েছেন তিনি।

পোস্টে উল্লেখ করেছেন, খুঁজে পেলে সেই নারী ভোটারকে বিয়ে করতে চান, যদিও তাঁর খোঁজ এখনো তিনি পাননি।

13/09/2025

বকাবকি/গালাগালির দিন শেষ। পুরনো আমলের খেস্তি-খেউর আর চলবে না। বিকল্প ব্যবস্থা [Alternative] দিতে হবে। কাজ করার প্রতিশ্রুতি দিলেই হবে না। করে দেখাতে হবে। সময় পাল্টে গেছে ভাই।

13/09/2025

জাকসু নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন।আশাকরি পরাজিতদের সাথে নিয়ে পথ চলবে। নতুনত্বকে আলিঙ্গন করবে।ব্যতিক্রমি উদ্যোগ গ্রহণ করবে। দল-মত-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের প্রতিনিধিত্ব করবে। পথ দেখাবে।

ছাত্রদলের সবচে বড় ক্ষতিটা করসে মেঘমলদ্বার বসু। সাদিক কায়েমকে যখন সে পাকিস্তানী ট্যাগ দিলো, তখনই যা হওয়ার হয়ে গেসে। আপনি ...
09/09/2025

ছাত্রদলের সবচে বড় ক্ষতিটা করসে মেঘমলদ্বার বসু। সাদিক কায়েমকে যখন সে পাকিস্তানী ট্যাগ দিলো, তখনই যা হওয়ার হয়ে গেসে।

আপনি জানেন আপনার দেশের মেয়েরা পাকিস্তানী সিরিয়াল দেখে এবং পাকিস্তানী ড্রেস পরে। এরপর কোন বুদ্ধিতে আপনি আপনার মেইন অপোজিশন ক্যান্ডিডেটকে পাকিস্তানী ট্যাগ দেন? কোন বুদ্ধিতে বলেন, তুমিও জানো, আমিও জানি, সাদিক কায়েম পাকিস্তানী?

এরপর তো আপনি মেয়েদের ঘুষ দিয়াও সাদিক কায়েমের ভোট আটকাইতে পারবেন না।😂😂

ভিপি ইলেকশান আসলে ঐদিনই শেষ। বাকি যা হইসে তা কেবলই আনুষ্ঠানিকতা।

09/09/2025

শিক্ষার্থীরা যদি পুরো প্যানেলকে চায়, তাহলে পুরো প্যানেলই আসবে।
ব্যালেন্স বা অন্য কোনো কিছুর দোহায় দিয়ে নেগোসিয়েশন করে শিক্ষার্থীদের সাথে বিট্রে করার অধিকার কারো নাই।
ভোটে জয়ী
জিএসে ফরহাদ ভাইকেই চাই।

09/09/2025

ডাকসু ভিপি সাদিক কায়েম
আলহামদুলিল্লাহ

09/09/2025

বয়কট শুরু হবে কখন! দেখার জন্য বসে আছি। অথচ এখনো কেউ করতেছে না!

বিজয়ের হাসি প্রিয় ভাই হাসবেন.!ইনশাআল্লাহ ❤️
08/09/2025

বিজয়ের হাসি প্রিয় ভাই হাসবেন.!

ইনশাআল্লাহ ❤️

Address

Sonadanga
Khulna

Alerts

Be the first to know and let us send you an email when Muhammad Habib posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Muhammad Habib:

Share