Mahiuddin Khan Volgs

Mahiuddin Khan Volgs "অভিভাবক হিসেবে আল্লাহই যথেষ্ট,
এবং সাহায্যকারী হিসেবেও আল্লাহই যথেষ্ট"
সূরা আন নিসা ৪৫ ❤️
🇧🇩 🇦🇪 🇮🇳 🇴🇲 🇰🇼
(2)

06/08/2025

রাস্তার দৈঘ্য যতই হোক, শ্রম দিয়ে সেটার দুরত্ব কমানো যায়!

06/08/2025

সম্পদ থাকা জরুরি নয়,
জীবনের শান্তি থাকাটাই জরুরী!

04/08/2025

হালাল অর্থ উপার্জন এতো সহজ না।
টাকা অনেকেই দেখে কিন্তু তার পেছনের গল্প, সীমাহীন ত্যাগ, ধৈর্য্য আর অক্লান্ত পরিশ্রমটা কেউ দেখে না।

04/08/2025

এখানে সব বিক্রি হয়, সাবধানে থেকো! মানুষ তো বাতাসও বেচে দেয় বেলুনে করে!😊

- ব্য'র্থ'তা আর অপ্রাপ্তির মাঝে আমাদের বোধদয় এভাবেই বয়স বেড়ে যায়!'💔😅
04/08/2025

- ব্য'র্থ'তা আর অপ্রাপ্তির মাঝে আমাদের বোধদয় এভাবেই বয়স বেড়ে যায়!'💔😅

Success অত সোজা নয়!ধন্যবাদ। fans
31/07/2025

Success অত সোজা নয়!ধন্যবাদ।

fans

18/07/2025

Best comeback in the life :
পেলে পাব, না পেলে নাই। রিজকে থাকলে কেউ কেড়ে নিতে পারবে না।🙂🤍

08/07/2025

👉পৃথিবীতে বহু সম্পর্ক আছে;
যেখানে ভালোবাসা নাই.! আবার পৃথিবীতে বহু ভালোবাসা আছে যেখানে কোনো সম্পর্ক নাই.!🖤

06/07/2025

☹💔🥀কি এক আজিব সমস্যা, নাই ভালো – নাই খারাপ, নাই কষ্টে – নাই সুখে! আমি কেমন আছি, আমি নিজেই জানি না।☹💔🥀

জীবনের প্রতিটি মানুষই কোনো না কোনো সময়ে কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়। কখনো প্রিয়জনের দূরত্ব, কখনো চাকরি বা ভবিষ্যৎ নিয়ে দ...
02/07/2025

জীবনের প্রতিটি মানুষই কোনো না কোনো সময়ে কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়। কখনো প্রিয়জনের দূরত্ব, কখনো চাকরি বা ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা, আবার কখনো নিজের ভিতরের একাকীত্ব—সবই আমাদের দুর্বল করে দেয়ার মতো মনে হয়। তবে মনে রাখবেন, সবচেয়ে অন্ধকার সময়টা আসে ঠিক নতুন ভোরের আগে।
👉 কঠিন সময় মানে শেষ না, বরং নিজের শক্তি খুঁজে বের করার সেরা সুযোগ।
আপনার চোখের জল, হতাশা, ভেঙে পড়া—সবই স্বাভাবিক। তবে এই কষ্টের মধ্যেও আপনি বেঁচে আছেন, লড়াই চালিয়ে যাচ্ছেন—এই টিকে থাকাটাই আপনার সাহসের সবচেয়ে বড় প্রমাণ।
আপনার কষ্টের মূল্য আছে। আপনার চেষ্টার গুরুত্ব আছে। হয়তো আজ সবাই বুঝবে না, কিন্তু মনে রাখবেন—আপনি নিজেই আপনার গল্পের নায়ক।
🫶 নিজেকে ভালোবাসুন। সময় দিন। নিজের যত্ন নিন। প্রয়োজনে কারো সাহায্য নিতে দ্বিধা করবেন না। একদিন পেছনে ফিরে তাকিয়ে দেখবেন—এই কঠিন সময়টাই আপনাকে আরও শক্তিশালী করে তুলেছে।
হাল ছাড়বেন না।
টিকে থাকুন।
আপনি একা নন।

29/06/2025

আমার চেয়েও ভালো কিছু পেয়ে, কেউ আমাকে ছেড়ে গেলে আমার দুঃখ লাগে না।

আমি চাই না, কেউ আমাকে পেয়ে পিছিয়ে যাক, হেরে যাক, আফসোস করুক কিংবা মন ছোট করে বাঁচুক।
আমি চাই, প্রত্যেকেই জিতুক, জীবন এগিয়ে যাক, মন খুলে বাঁচুক।

25/06/2025

অ-হং-কার আর ক্ষ-ম-তার দ্ব-ন্দে আমরা অন্ধ না হই।

Address

Khulna

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mahiuddin Khan Volgs posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category