Programmer Shakil

Programmer Shakil I develop Custom Business Website for your business. Let's discuss abou your Project.

22/07/2025

অনলাইনে ব্যবসা শুরু করা এখন অনেক সহজ!
স্বল্প পুঁজিতেও আপনি একটি লাভজনক ব্র্যান্ড তৈরি করতে পারেন, যদি সঠিক পদক্ষেপগুলো অনুসরণ করেন।

১. প্রথমে ঠিক করুন আপনি কী বিক্রি করবেন।
নিজের প্রোডাক্ট না হলেও সমস্যা নেই, আপনি লোকাল কিছু সোর্স করে রিসেল করেও শুরু করতে পারেন।

২. একটি ভালো নাম এবং ব্র্যান্ড আইডিয়া তৈরি করুন, যা মানুষ সহজে মনে রাখতে পারে।

৩. মোবাইল দিয়েই ভালো মানের ছবি তুলুন।
শুরুতে প্রফেশনাল ফটো না হলেও চলবে, কিন্তু ছবি যেন পরিষ্কার ও আকর্ষণীয় হয়।

৪. ফেসবুক পেজ খুলুন এবং নিয়মিত পোস্ট করুন।
কনসিস্টেন্সি এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

৫. অল্প বাজেটে এড দিন টার্গেট কাস্টমারদের কাছে।
ডেইলি ৪০০-৫০০ টাকা খরচ করেও অনেক অর্ডার পাওয়া সম্ভব, শুধু কনটেন্ট এবং এড সেটআপ সঠিক রাখতে হবে।

৬. কাস্টমারের সাথে সুন্দরভাবে কথা বলুন।
টাইমলি রিপ্লাই, বিশ্বাসযোগ্যতা এবং আচরণ, এই তিনটি বিক্রির বড় অংশ।

৭. শুরুতে প্রফিট না হলেও অভিজ্ঞতা অর্জিত হবে।
ধীরে ধীরে ব্যবসা বড় করে নিতে পারবেন।

আজকাল অনলাইনে ব্যবসা শুরু করতে দোকান ভাড়া, স্টাফ, বা লাখ টাকার মালামালের প্রয়োজন নেই।
আপনার প্রয়োজন একমাত্র আইডিয়া, ধৈর্য্য এবং কনসিস্টেন্সি।

আপনার হাতে রয়েছে সম্ভাবনা, তাই শুরু করুন আজ থেকেই।

🛑 ইকমার্স ব্যবসার জন্য ক্র্যাকড/নাল থিম ব্যবহার করছেন নাতো? ভাবুন আবার!অল্প খরচে লোকাল/ক্র্যাকড থিম কিনে ই-কমার্স শুরু ক...
15/07/2025

🛑 ইকমার্স ব্যবসার জন্য ক্র্যাকড/নাল থিম ব্যবহার করছেন নাতো? ভাবুন আবার!

অল্প খরচে লোকাল/ক্র্যাকড থিম কিনে ই-কমার্স শুরু করলে লাভ তো দূরের কথা, উল্টো ব্যবসায় লাল বাতি জ্বলে উঠতে পারে!

⚠️ ঝুঁকি কী কী?

🔓 নিরাপত্তা হুমকিতে – হ্যাকাররা হয়তো নজর রেখেছে আপনার ওয়েবসাইটে
🛠 কাস্টমাইজেশন প্রায় অসম্ভব – একটু ফিচার অ্যাড করতেই খরচ ও সময় বেড়ে যাবে
🐌 বাগ, স্লো স্পিড, আপডেটহীনতা – ওয়েবসাইট ধীর গতির, ইউজার হারায়

❓ই-কমার্স শুরু করার আগে চিন্তা করুন — WH প্রশ্নগুলো:

✅ Why Shopiaan Theme?
✔️ বাংলাদেশি মার্কেটের জন্য বিশেষভাবে তৈরি
✔️ রেগুলার আপডেট ও টেকনিক্যাল সাপোর্ট
✔️ Facebook Pixel, Conversion API, SEO টুলস রেডি
✔️ ইউজার ফ্রেন্ডলি ও সিকিউর

✅ How does it work?
✔️ পণ্যের আপলোড → অর্ডার → পেমেন্ট → ডেলিভারি → মার্কেটিং সবকিছু এক প্ল্যাটফর্মে
✔️ অ্যাডমিন প্যানেল, অর্ডার ম্যানেজমেন্ট, SEO, রিপোর্টিং – সব ইন-বিল্ট

🚀 Shopiaan থিমে যা যা পাচ্ছেন:

✅ প্রোডাক্ট পেজ থেকে ইনস্ট্যান্ট অর্ডার
✅ মোবাইল ও ইউজার ফ্রেন্ডলি ডিজাইন
✅ SEO ফ্রেন্ডলি এবং লাইটওয়েট পারফরম্যান্স
✅ অটো অর্ডার নোটিফিকেশন (এডমিন ও কাস্টমার)
✅ কাস্টম ডেলিভারি টাইম ও পেমেন্ট অপশন
✅ SSLCommerz ও ক্যাশ অন ডেলিভারি সাপোর্ট
✅ ইউজার ফ্রেন্ডলি এডমিন প্যানেল
✅ ডায়নামিক হোমপেজ, ক্যাটাগরি, প্রোডাক্ট, অফার কনফিগারেশন
✅ মাল্টি ইমেজ ও প্রোডাক্ট ভ্যারিয়েশন সাপোর্ট
✅ ডিসকাউন্ট, স্টক ম্যানেজমেন্ট, FAQ ও রিভিউ
✅ Facebook Pixel, Google Analytics ইন্টিগ্রেশন

📞 এখনই যোগাযোগ করুন বা ডেমো দেখতে ভিজিট করুন:
🔗 Admin Demo: shopiaan.com/login
🔗 Frontend Live: shopiaan.com

👨‍💼 Portfolio: programmershakil.great-site.net
📩 মেসেজ করুন: wa.me/+8801770345518

🔵 বাংলাদেশের ই-কমার্স মার্কেটের বাস্তব অভিজ্ঞতা থেকে তৈরি একটি স্মার্ট সল্যুশন!আমরা জানি, বাংলাদেশের বেশিরভাগ অনলাইন শপি...
09/07/2025

🔵 বাংলাদেশের ই-কমার্স মার্কেটের বাস্তব অভিজ্ঞতা থেকে তৈরি একটি স্মার্ট সল্যুশন!

আমরা জানি, বাংলাদেশের বেশিরভাগ অনলাইন শপিং কাস্টমার অর্ডার করতে গিয়ে বেশি তথ্য দিতে পছন্দ করেন না। অনেক সময় বড়সড় চেকআউট ফর্ম দেখে অর্ডার করা বাদই দিয়ে দেন। এই সমস্যা মাথায় রেখে, আমরা তৈরি করেছি এমন একটি ডিরেক্ট অর্ডার সিস্টেম, যেখানে কাস্টমার প্রোডাক্ট পেজ থেকেই অর্ডার করতে পারবেন মাত্র কয়েক সেকেন্ডে — নাম, ফোন নাম্বার, আর ঠিকানা দিলেই অর্ডার কনফার্ম!

🔥 এই সিস্টেমে যা যা পাচ্ছেন :
➖➖➖➖➖➖➖➖➖➖
✅ প্রোডাক্ট পেজ থেকে ইনস্ট্যান্ট অর্ডার

✅ প্রয়োজনীয় ইনফরমেশন ছাড়া কোনো অতিরিক্ত ঝামেলা নয়

✅ মোবাইল ফ্রেন্ডলি ও ইউজার ফ্রেন্ডলি ডিজাইন

✅ SEO ফ্রেন্ডলি এবং লাইটওয়েট পারফরম্যান্স

✅ অটো অর্ডার নোটিফিকেশন (এডমিন ও ইউজার উভয়ের জন্য)

✅ কাস্টম ডেলিভারি টাইম ও পেমেন্ট অপশন সিস্টেম

✅ SSLCommerz ও ক্যাশ অন ডেলিভারি সাপোর্ট

✅ সুন্দর ও ইউজার ফ্রেন্ডলি এডমিন প্যানেল

✅ ডায়নামিক ক্যাটাগরি, প্রোডাক্ট, অফার এবং হোমপেজ কনফিগারেশন

✅ মাল্টি ইমেজ সাপোর্ট ও প্রোডাক্ট ভ্যারিয়েশন

✅ ডিসকাউন্ট, স্টক ম্যানেজমেন্ট, FAQ ও রিভিউ সিস্টেম

✅ ফেসবুক পিক্সেল ও গুগল অ্যানালিটিক্স ইন্টিগ্রেশন

✅ এবং আরও অনেক স্মার্ট ফিচার!

🎯 এই সিস্টেম আপনার ব্যবসার কনভার্সন রেট বাড়াবে অনেক গুণে। চেকআউট ফর্মে সময় নষ্ট না করে কাস্টমাররা দ্রুত অর্ডার করতে পারবে, ফলে আপনি পাবেন বেশি সেল।

👨‍💼 ডেমো দেখতে আগ্রহী?

✅ এডমিন ডেমো: shopiaan.com/login

🌐 লাইভ ফ্রন্টএন্ড ডেমো: shopiaan.com

💼 আমার আরও কাজ দেখুন: programmershakil.great-site.net

📩 ডেমো/প্রাইসিং বা কাস্টমাইজেশন জানতে মেসেজ করুন: wa.me/+8801770345518

ক্লথিং বিজনেস শুরু করতে চান? এই ৫টি ভুল এড়িয়ে চলুন, আর শিখে নিন ইউনিক মার্কেটিং স্ট্রাটেজি!অনেকেই ভাবে, “জামা কিনে আনবো,...
08/07/2025

ক্লথিং বিজনেস শুরু করতে চান? এই ৫টি ভুল এড়িয়ে চলুন, আর শিখে নিন ইউনিক মার্কেটিং স্ট্রাটেজি!

অনেকেই ভাবে, “জামা কিনে আনবো, ছবি তুলে পেইজে দিবো, অর্ডার আসবে…”
কিন্তু বাস্তবে প্রথম ১ মাসেই হতাশ হয়ে যায়।

✅ কারণঃ শুধু প্রোডাক্ট থাকলেই হয় না
✅ দরকার একটা প্ল্যানঃ কীভাবে শুরু করবেন + কীভাবে কাস্টমার আনবেন

চলুন দেখি, ক্লথিং বিজনেসে সফল হতে হলে কী কী করতে হয়ঃ

১. প্রোডাক্ট কিনে না এনে , আগে মার্কেট টেস্ট করুন

– ১০ টা ড্রেস না এনে ৩টা স্যাম্পল এনে ফটোশুট করুন
– সেই ছবি/ভিডিও দিয়ে ৩-৫ দিনে কন্টেন্ট পোস্ট করুন
– মানুষ কেমন রিয়্যাক্ট করছে দেখুন
→ ইনবক্স আসছে? কমেন্ট পড়ছে?
→ তাহলে বুঝবেন এটা ডিমান্ডে আছে।

এটাকেই বলে “Validate Before Invest”
এই স্ট্র্যাটেজি আপনার লস হওয়ার চান্স ৭০% কমিয়ে দেয়।

২. Unboxing Video + Real-life Model = Game Changer

আজকাল শুধু flat lay ফটো নয়, মানুষ চায়ঃ
– এটা গায়ে কেমন লাগবে
– মুভ করলে কেমন দেখায়
– আলোতে কেমন শেড আসে

আপনি নিজে/বন্ধু/মডেল দিয়ে Try-on ভিডিও বানান
যদি voiceover পারেন, বলুন,
“এই শাড়িটার সবচেয়ে ভালো দিক হচ্ছে ওজন খুবই হালকা… ইভিনিং ইভেন্টে পারফেক্ট!” ইত্যাদি!

মানুষ মানুষকে দেখে বিশ্বাস করে।

৩. প্রথম ১০০ জন কাস্টমারকে দিন একটা মিনি গিফট বা হ্যান্ডরাইটেন কার্ড

এই ছোট গিফট বা মেসেজ অনেক বড় “Word of Mouth” তৈরি করে
– তারা নিজের গল্প শেয়ার করে
– আপনার জন্য রিভিউ দেয়
– আপনাকে আবার অর্ডার দেয়

💡 প্রথম দিকে ব্র্যান্ডিং = বিশ্বাস তৈরি করা
বিশ্বাস আসবে “experience” থেকে।

৪. Facebook Group বানান, শুধু কাস্টমারদের জন্য

Page তো সবার থাকে,
👉 কিন্তু যারা group বানায়, তারা relationship বানায়।
এই গ্রুপে:
– Styling Tips দিন
– কাস্টমারদের Poll করুন
– Pre-order ছাড় দিন
– Challenge চালান: “আমার প্রোডাক্টে ছবি দিন → ডিসকাউন্ট পান”

এই কমিউনিটি আপনাকে ফ্রি মার্কেটিং দিবে সারাজীবন।

🧠 ৫. পেইজে শুধু “Buy Now” পোস্ট না দিয়ে Content Value দিন

সবাই পোস্ট দেয়ঃ "মডেল ১২৩”, “কদরী শাড়ি – ১,৬৫০ টাকা”
কিন্তু ইউনিক ব্র্যান্ড গড়ে ওঠে এমন পোস্টেঃ
– “গরমে কেমন ফেব্রিক পরা উচিত?”
– “ভিন্নতা চান? তাহলে এই কালার কম্বো মিস করবেন না।”
– “১০০০ টাকার নিচে classy look পেতে চান?”

মানুষ যখন মনে করে আপনি বুঝেন, তখন তারা আপনাকে follow না করে পারে না।

ব্যবসার জন্য ওয়েবসাইট কেন প্রয়োজন?আজকের ডিজিটাল যুগে ব্যবসার সাফল্যের জন্য একটি ওয়েবসাইট থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি...
01/01/2025

ব্যবসার জন্য ওয়েবসাইট কেন প্রয়োজন?

আজকের ডিজিটাল যুগে ব্যবসার সাফল্যের জন্য একটি ওয়েবসাইট থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি প্রফেশনাল ওয়েবসাইট আপনার ব্যবসার পরিচয়কে অনলাইনে তুলে ধরে এবং বিশ্বব্যাপী গ্রাহকদের কাছে পৌঁছানোর সুযোগ তৈরি করে।

ওয়েবসাইট কেন গুরুত্বপূর্ণ:

১. অনলাইন উপস্থিতি:
একটি ওয়েবসাইটের মাধ্যমে আপনার ব্যবসা ২৪ ঘণ্টা খোলা থাকে। গ্রাহকরা যেকোনো সময় পণ্য বা সেবা সম্পর্কে জানতে পারেন।

২. ব্র্যান্ডের বিশ্বাসযোগ্যতা বৃদ্ধি:
একটি প্রফেশনাল ওয়েবসাইট আপনার ব্যবসার প্রতি গ্রাহকদের আস্থা বাড়ায়। এটি আপনার ব্র্যান্ডকে আরও প্রোফেশনাল করে তোলে।

৩. বিশ্বব্যাপী গ্রাহকদের কাছে পৌঁছানো:
ওয়েবসাইটের মাধ্যমে আপনি শুধুমাত্র স্থানীয় নয়, বরং আন্তর্জাতিক গ্রাহকদের কাছেও পৌঁছাতে পারবেন।

৪. বাজারজাতকরণ সহজ হয়:
ডিজিটাল মার্কেটিং, SEO, এবং Google Ads-এর মাধ্যমে ওয়েবসাইটের ভিজিটর বাড়িয়ে বিক্রির সুযোগ বৃদ্ধি করা সম্ভব।

৫. পণ্য ও সেবা প্রদর্শন:
আপনার পণ্য ও সেবা সম্পর্কে বিস্তারিত তথ্য, ছবি ও ভিডিও দিয়ে গ্রাহকদের আকৃষ্ট করা সহজ হয়।

৬. খরচ সাশ্রয়ী:
ওয়েবসাইট তৈরি করা একবারের বিনিয়োগ, যা দীর্ঘমেয়াদে বিজ্ঞাপনের খরচ কমিয়ে আনে।

এখনই আপনার ব্যবসার জন্য একটি ওয়েবসাইট তৈরি করুন এবং ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে ব্যবসাকে নিয়ে যান আরও এক ধাপ এগিয়ে।

আপনার ব্যবসার ওয়েবসাইট তৈরিতে সাহায্য দরকার? যোগাযোগ করুন: 📞 wa.me/+8801770345518

  🙂
26/08/2022

🙂

কম্পিউটার কেনা থেকে জব পাওয়া পর্যন্ত ফুলস্টাক ওয়েব ডেভেলপমেন্ট টিউটোরিয়াল সিরিজ বানাবো, ইনশাআল্লাহ।
17/08/2022

কম্পিউটার কেনা থেকে জব পাওয়া পর্যন্ত ফুলস্টাক ওয়েব ডেভেলপমেন্ট টিউটোরিয়াল সিরিজ বানাবো, ইনশাআল্লাহ।

অফিসে কাজের চাপ একটু কম আজকে, মিঃ রে, মনে হয় স্যালারি শিট নিয়ে ব্যস্ত আছে , স্প্রিন্ট এ কোনো কাজ নাই আপাতত । যদিও আমার অ...
31/07/2022

অফিসে কাজের চাপ একটু কম আজকে, মিঃ রে, মনে হয় স্যালারি শিট নিয়ে ব্যস্ত আছে , স্প্রিন্ট এ কোনো কাজ নাই আপাতত । যদিও আমার অন্য অনেক কাজ থাকে। যাইহোক একটা কথা বলার জন্য পোস্ট করতে আসলাম । যখন আমি লারনিং স্টেজে ছিলাম কেউ ছিলনা একটা জব দিয়ে দেয়ার মতো। আর যারা ছিলো থাক আর নাই বলি। আল্লাহ তা'আলার রহমতে ব্যবস্থা হয়েছে তাও খুব ভালো ভাবে। চেষ্টার কোনো ত্রুটি ছিলনা আমার।

তবে এখন ভালো লাগে, কিছুদিন আগে আমার কয়েকটা স্টুডেন্ট জব পেয়েছে। আর সব থেকে বড় ভালো লাগে যখন আমি কাউকে জব এর জন্য রেফার করলেই তার জবটা হয়ে যায়। তবে যাদের রেফার করি একদম আমার মনের মতো। আর যাদের কাছে রেফার করি তারাও আমার মনের মতো।

সবাই আমার জন্য দোয়া করবেন। যাতে এইভাবে সবার পাশে থাকতে পারি। আমি যত সাহায্য করেছি তার থেকে কয়েক হাজার গুন বেশি সাহায্য পেয়েছি। আলহামদুলিল্লাহ। আর যারা সাহায্য করেছে বেশির ভাগকে উপকার করার সৌভাগ্য হয়নি।

আরকেটা কথা ছবিটা ফ্লিপ হয়েছে , আমি ডান হাত দিয়েই মাউস চালাই 😀

 ি_যে_লার্নিং_ট্র্যাক_এ_কোড_শিখেছি 👇✅ HTML, CSS, HTML+ CSS Projects✅ Bootstrap/Tailwind Fundamental✅ Bootstrap Projects✅...
27/07/2022

ি_যে_লার্নিং_ট্র্যাক_এ_কোড_শিখেছি 👇

✅ HTML, CSS, HTML+ CSS Projects

✅ Bootstrap/Tailwind Fundamental

✅ Bootstrap Projects

✅ Javascript Fundamental

✅ HTML + Bootstrap + Javascript Projects

✅ HTML + Tailwind + Javascript Projects

✅ Vue Fundamental

✅ Vue Projects, NUXT JS

✅ PHP/Fundamental

✅ MYSQL Fundamental

✅ PHP Projects

✅ Laravel Fundamental

✅ Laravel Small Projects

✅ Laravel Mid Level, Advanced Projects

✅ Laravel+Vue MIX Projects

✅ Laravel API + Vue Projects

Hi Programmers,  How about you? 🙂What's your next Plan? 🤔
26/07/2022

Hi Programmers, How about you? 🙂
What's your next Plan? 🤔

25/07/2022

:
“অন্য কোনও দিকে কোনওরকম মনোযোগ দেয়া ছাড়া পূর্ণ মনোযোগে এক সময়ে একটি মাত্র কাজ করা। এভাবে কাজ করাটা আপনার মানসিক ক্ষমতার সর্বোচ্চ ব্যবহার করে। এতে প্রায়ই নতুন কিছু সৃষ্টি হয় যা মানুষের কাজে লাগে। সেই সাথে এই ধরনের কাজে আপনার দক্ষতা বাড়বে, এবং এটা রপ্ত করা আসলেই কঠিন”।

:
এই ধরনের কাজে খুব বেশি জ্ঞান বা বুদ্ধির দরকার হয় না। সেইসাথে এই কাজগুলো করতে বেশিরভাগ সময়েই যন্ত্রপাতির সাহায্য লাগে, কিন্তু খুব বেশি মনোযোগ দিতে হয় না। এই ধরনের কাজ গুলো পৃথিবীকে নতুন ও কার্যকর কিছু দিতে পারে না, আর এগুলো রপ্ত করাও খুব বেশি কঠিন কিছু নয়।

24/07/2022

মাঝে মাঝে আল্লাহ তা'আলা আমাদের একা করে দেন। ঠিক সেই মুহুর্তে আমরা বুঝি এই দুনিয়ায় আমরা যাদের আকরে ধরে বাঁচতে চেয়েছি, যাদের আপন ভেবেছি, নিজের থেকেও যাদের বেশি ভরসা করেছি, ভালোবেসেছি, তারা কেউই পুরোপুরি আমাদের নয়।

ইউনুস আলাইহি ওয়াসাল্লামের জন্য গভীর সমুদ্রে মাছের পেটে যেমন কেউ ছিল না, নদীতে ভাসিয়ে দেওয়া শিশু মুসা আলাইহি ওয়াসাল্লামের পাশেও কেউ ছিল না।

মনে রাখা জরুরীঃ আমাদের কঠিন সময়গুলোতে শুধু আমাদের রব ছিলেন, তিনি আছেন এবং শেষ পর্যন্ত শুধু তিনিই থাকবেন।

Address

Gazipur
9100

Telephone

+8801770345518

Website

Alerts

Be the first to know and let us send you an email when Programmer Shakil posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Programmer Shakil:

Share