Beauty of life

Beauty of life Beautiful Life

🍁আল্লাহর পরিচয়🍁৯✨     তাঁর (আল্লাহ) অন্তরাল তাঁর একাত্ববাদ। তিনি ভিন্ন কিছুই তাঁকে আড়াল করে না, তাঁর আড়াল তাঁর অস্তিত্ব।...
13/03/2025

🍁আল্লাহর পরিচয়🍁৯✨

তাঁর (আল্লাহ) অন্তরাল তাঁর একাত্ববাদ। তিনি ভিন্ন কিছুই তাঁকে আড়াল করে না, তাঁর আড়াল তাঁর অস্তিত্ব। কোনোরূপ আকার ধারন ব্যতীতই তাঁর একাত্মবাদ দ্বারা তাঁর অস্তিত্ব অন্তরিত।
তিনি ভিন্ন তাঁকে কেউ দেখে না, তিনি ভিন্ন তাঁকে কেউ অবধারন করে না। না কোনো রসূল নবী, না কোনো পূর্ণ ওলি না কোনো নৈকট্যপ্রাপ্ত ফেরেস্তা তাঁকে জানে। তাঁর নবী তিনি, তাঁর রসুলও তিনি, তাঁর বার্তাও তিনি, তাঁর বাণীও তিনি।

ইবনে আরাবী
কিতাব আল-হু : তুলনাহীন যিনি

🍁আল্লাহর পরিচয়🍁৮✨      তিনি ( আল্লাহ্) ব্যতীত তাঁকে কেউ দেখে না। তিনি ব্যতীত তাঁকে কেউ অবধারন করে না। তিনি ব্যতীত তাঁকে ...
12/03/2025

🍁আল্লাহর পরিচয়🍁৮✨

তিনি ( আল্লাহ্) ব্যতীত তাঁকে কেউ দেখে না। তিনি ব্যতীত তাঁকে কেউ অবধারন করে না। তিনি ব্যতীত তাঁকে কেউ জানে না। তিনি তাঁর সত্তা দ্বারা তাঁকে দেখেন, তিনি তাঁর সত্তা দ্বারা তাকে জানেন। তিনি ভিন্ন তাঁকে কেউ দেখে না, তিনি ভিন্ন তাঁকে কেউ অবধারন করে না।

ইবনে আরাবী
কিতাব আল-হু : তুলনাহীন যিনি

🍁আল্লাহর পরিচয়🍁৭✨      তিনি কোনো বস্ততে নন, না কোনো বস্ত তাঁহাতে রয়েছে।  না কোনো বস্ত তাঁহাতে প্রবেশকারী, না নির্গমনকারী...
12/03/2025

🍁আল্লাহর পরিচয়🍁৭✨

তিনি কোনো বস্ততে নন, না কোনো বস্ত তাঁহাতে রয়েছে। না কোনো বস্ত তাঁহাতে প্রবেশকারী, না নির্গমনকারী। এটা আবশ্যক নয় যে, এই গুণাবলী দ্বারা তুমি তাঁকে জানবে। না জানবে জ্ঞান দ্বারা, না বোধশক্তি দ্বারা, না চিন্তাশক্তি দ্বারা, না কল্পনা দ্বারা, না ইন্দ্রিয় দ্বারা, না বাহ্যিক চোখ দ্বারা, না আধ্যাত্মিক চোখ দ্বারা, না অবধারন দ্বারা।

ইবনে আরাবী
কিতাব আল-হু : তুলনাহীন যিনি

🍁আল্লাহর পরিচয়🍁৬✨      তিনি (আল্লাহ্) ভিন্ন কোনো প্রকাশ্য নেই, নেই কোনো অপ্রকাশ্য। এ সমস্ত বস্তুসমূহের অস্তিত্ব তাঁর অস্...
12/03/2025

🍁আল্লাহর পরিচয়🍁৬✨

তিনি (আল্লাহ্) ভিন্ন কোনো প্রকাশ্য নেই, নেই কোনো অপ্রকাশ্য। এ সমস্ত বস্তুসমূহের অস্তিত্ব তাঁর অস্তিত্বে পরিনত হয় না, তিনি এ সমস্ত বস্তুসমূহের অস্তিত্ব নন। এই জিনিসটা বুঝে নাও তা না হলে তুমি হুলুলের ভ্রান্তিতে পতিত হবে।

(হুলুল- মানে পরিবর্তন, বিবর্তন কিন্তু পারিভাষিকভাবে হবে, আল্লাহর সত্তা মানুষের মাঝে প্রবেশ করা)

ইবনে আরাবী
কিতাব আল-হু : তুলনাহীন যিনি

🍁আল্লাহর পরিচয়🍁৫✨     অতএব তিনি (আল্লাহ্) ভিন্ন কোনো শুরু, শেষ, প্রকাশ্য, অপ্রকাশ্য নেই। বস্তুসমূহের অস্তিত্বের বাহ্যিক ...
12/03/2025

🍁আল্লাহর পরিচয়🍁৫✨

অতএব তিনি (আল্লাহ্) ভিন্ন কোনো শুরু, শেষ, প্রকাশ্য, অপ্রকাশ্য নেই। বস্তুসমূহের অস্তিত্বের বাহ্যিক তিনি, বস্তুসমূহের অস্তিত্বের অপ্রকাশ্য তিনি। বস্তুসমূহের অস্তিত্বের শুরু তিনি, বস্তুসমূহের অস্তিত্বের শেষ তিনি।

ইবনে আরাবী
কিতাব আল-হু : তুলনাহীন যিনি

🍁আল্লাহর পরিচয়🍁৪✨    প্রথমত্ব ছাড়াই তিনি প্রথম, শেষ ছাড়াই তিনি শেষ। বাহ্যিকতা ছাড়াই তিনি বাহ্যিক, গোপনীয়তা ছাড়াই তিনি গো...
11/03/2025

🍁আল্লাহর পরিচয়🍁৪✨

প্রথমত্ব ছাড়াই তিনি প্রথম, শেষ ছাড়াই তিনি শেষ। বাহ্যিকতা ছাড়াই তিনি বাহ্যিক, গোপনীয়তা ছাড়াই তিনি গোপন। এর মানে হচ্ছে, বস্তসমূহের অস্তিত্বের শুরু তিনি, বস্তুসমূহের অস্তিত্বের শেষও তিনি। বস্তুসমূহের অস্তিত্বের বাহ্যিক তিনি, বস্তুসমূহের অস্তিত্বের অপ্রকাশ্য তিনি।

ইবনে আরাবী
কিতাব আল-হু : তুলনাহীন যিনি

🍁আল্লাহর পরিচয়🍁৩✨   একত্ববাদ ছাড়াই তিনি এক। অদ্বিতীয়বাদ ছাড়াই তিনি অদ্বিতীয়। তিনি নাম দিয়ে ও নামকরণ দিয়ে গঠিত নন। তাঁর ন...
11/03/2025

🍁আল্লাহর পরিচয়🍁৩✨

একত্ববাদ ছাড়াই তিনি এক। অদ্বিতীয়বাদ ছাড়াই তিনি অদ্বিতীয়। তিনি নাম দিয়ে ও নামকরণ দিয়ে গঠিত নন। তাঁর নাম তিনি এবং তাঁর নামকরণও তিনি। তিনি ভিন্ন কোনো নাম নেই এবং তিনি ভিন্ন কোনো নামকরণও নেই। এজন্যই তিনিই নাম এবং তিনিই নামকরণ।

ইবনে আরাবী
কিতাব আল-হু : তুলনাহীন যিনি

🍁আল্লাহর পরিচয়🍁২✨   (আল্লাহর) না কোনো নিকট আছে, না আছে দূর, না কোনো ধরন, না কোনো আকার, না কোনো মুহূর্ত, না কোনো সময়, না ...
11/03/2025

🍁আল্লাহর পরিচয়🍁২✨

(আল্লাহর) না কোনো নিকট আছে, না আছে দূর, না কোনো ধরন, না কোনো আকার, না কোনো মুহূর্ত, না কোনো সময়, না কোনো কাল, না কোনো সত্ত্বা, না কোনো স্থান। তিনি এখন আছেন যেমনটি ছিলেন।

ইবনে আরাবী
কিতাব আল-হু : তুলনাহীন যিনি

🍁আল্লাহর পরিচয়🍁১✨   প্রশংসা আল্লাহর জন্য, যাঁর একত্ববাদের পূর্বে কোনো অগ্র ছিলো না কেবল তাঁর অগ্র ব্যতীত। না তাঁর দ্বিতী...
11/03/2025

🍁আল্লাহর পরিচয়🍁১✨

প্রশংসা আল্লাহর জন্য, যাঁর একত্ববাদের পূর্বে কোনো অগ্র ছিলো না কেবল তাঁর অগ্র ব্যতীত। না তাঁর দ্বিতীয়বাদের পর কোনো পশ্চাৎ থাকবে কেবল তাঁর পশ্চাৎ ব্যতীত। তিনি আছেন আর তারপরে তাঁর সাথে কেহ নেই, না তাঁর অগ্রে, না তাঁর উপরে, না তাঁর নিচে।

ইবনে আরাবী
কিতাব আল-হু : তুলনাহীন যিনি

10/06/2024

❤️সুখী মানুষের গল্প❤️

প্রতিদিন সকালে পার্কে হাঁটতে আসেন বয়স্ক একজন মানুষ, সবসময় হাসিমুখ, বেশ বিনীত ব্যবহার। সবার সাথে মিষ্টি করে হেসে কথা বলেন। খাবারের দোকানে বিল দেওয়ার সময় প্রতিদিন দোকানদারকে সৌজন্যবশত ধন্যবাদ জানান মানুষটি, কখনো দেখিনি দোকানীকে প্রতিদানে ধন্যবাদ জানাতে। খিটখিটে মেজাজের দোকানীটির কাছে ভাল ব্যবহার কেউ প্রত্যাশা করে না, তাই এতে আশ্চর্য হওয়ার কিছু নেই।

কিন্তু আমার অবাক লাগলো বুড়ো মানুষটি দিনের পর দিন এই সৌজন্যবোধটুকু বজায় রেখে চলেছেন কেন সেটি ভেবে। আমার সাথে কেউ এমন রূঢ় ব্যবহার করলে আমি দ্বিতীয়বার সৌজন্যের ধার ধারতাম না! তাই কৌতূহল সামলাতে না পেরে জিজ্ঞেস করে বসলাম মানুষটিকে, “আচ্ছা এই দোকানী এত অসৌজন্যমূলক আচরণ করে আপনি তবু মিষ্টি ব্যবহার কীভাবে করেন তার সাথে?”

মানুষটি একগাল হেসে বললেন, “আমাদের সৌজন্য, ভালবাসা, সুখ এই বিষয়গুলো কি অন্য কারো হাতে ছেড়ে দেওয়া উচিত? তুমি যদি মন থেকে অনুভব করো নিজেকে সুখী হিসেবে, পৃথিবীর কারো সাধ্য নেই সেটিকে বদলাতে পারে! আমি তাই সবার সাথে সমানভাবে হাসিমুখে কথা বলে যাব, সমান মর্যাদা দেবো, মানুষটি প্রতিদানে কী করলো সেটি আমার কাছে মুখ্য নয়।”

তুমি কী করবে সেটি যদি আরেকজন ঠিক করে দেয়, আরেকজনের প্রতিক্রিয়ার উপর তোমার সুখ-দুঃখ ভাল-মন্দ নির্ভর করে তবে এর চেয়ে দুর্ভাগা আর কে হতে পারে? জীবন প্রতিযোগিতার, প্রতি মুহূর্তে, প্রতি নিশ্বাসে। তবে প্রতিযোগিতাটি অন্যদের সাথে নয়, এটি একান্তই নিজের সাথে, প্রতি পদক্ষেপে নিজেকে ছাড়িয়ে যাওয়ার নিরন্তর প্রেরণায়।
(সংগৃহীত)

19/02/2024

🤍Halki Halki Si🧧

Send a message to learn more

19/02/2024

❤️❤️Tere batoon me aisa uljha jia❤️❤️

Send a message to learn more

Address

Khulna

Telephone

+8801935040611

Website

Alerts

Be the first to know and let us send you an email when Beauty of life posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Beauty of life:

Share