01/06/2023
হাঁটি হাঁটি পায়ে Badal Syed স্যারের পেইজ এখন ২ লাখ সদস্যের পরিবার । অনেক অনেক অভিনন্দন ❤️
আজকে এই পর্যন্ত পৌছাতে পারার পেছনে পুরো কৃতিত্ব টিম মেম্বারদের । বাদল স্যার, Asadudzaman Joy 2.0 ভাই অনেক সাপোর্ট করেছে । ❤️
গত বছর অক্টোবরের ২০ তারিখে স্যারের ভিডিও
এডিটর হিসেবে কাজ শুরু করি । তখন ৮০ হাজার সদস্যের পরিবার থেকে আজ ২ লাখের বেশি সদস্যের পরিবার । গত এক মাসে ৫০ হাজারের বেশি ফলোয়াড় বেড়েছে । 😃
এখন পর্যন্ত এডিট করা ভিডিওগুলোর মধ্যে সর্বোচচ ভিউস হওয়া রিলস প্রায় ৪ মিলিয়ন (৩.৯ মিলিয়ন) , বড় ভিডিও প্রায় ৯ লাখ ( ৮ লাখ ৩৬ হাজার ভিউস ) ।
শুরুতে ফোনে Inshot, Capcut অ্যাপ দিয়ে কাজ করতাম । মাঝে মাঝে জয় ভাইয়ের ল্যাপটপ দিয়ে কাজ করতাম । সময় স্বল্পতা থাকলে কন্সিস্টেন্সি ধরে রাখার জন্য এখনো মাঝে মাঝে ফোনে এডিট করে ফেলি । 😃
এডিটিং বেটার করার জন্য গতমাসে ল্যাপটপ কিনে ফেললাম । যদিও পরীক্ষার কারণে এখনো ল্যাপটপে এডিট করতে পাইনাই ।
যখন পেজে আপলোড করা আগের ভিডিও গুলো দেখি তখন প্রায় প্রত্যেকটা ভিডিওর পেছনে একেকটা মেমোরী মনে আসে । অনেক ভিডিও এডিট করার পর আপলোড করা হয়নাই , আবার রিশ্যুট করতে হইছে । 😔
শুরুতে ভালো পারফর্ম করা ভিডিওগুলোর ডেটা শেয়ার করছি । তারমানে এই না যে ফ্লপ গেছে এমন ভিডিও নাই । অনেক ভালো ভিডিও ফ্লপ গেছে, টাইমিং হয় নাই । 😃
অধিকাংশ সময় স্যারই পেজে কোনো কমেন্ট আসলে রেসপন্স করে, জয় ভাই, আমিও রেসপন্স করি । স্যার অনেক ব্যস্ত থাকেন কিন্তু এমন হইছে - আমি হয়তো কোনো কারনে কমেন্ট এর রেসপন্স করতে পারছি না কিন্তু স্যার রেসপন্স করছে । স্যার, জয় ভাই অনেক সাপোর্টিভ ছিলো ।
বরাবরের মতোই আপনাদের ভালোবাসা, আপনাদের সাপোর্ট চাই । আপনাদের পরামর্শ, আপনাদের ভালোবাসা, আপনাদের ফিডব্যাক আমাদের পথ চলতে সাহায্য করবে । আরো বেশি বেশি আপনাদের কাছে দোয়া চাই । স্যার এর জন্য অনেক অনেক শুভকামনা রইলো । ❤️