13/05/2025
জেনারেল ওয়াকারকে নিয়ে পিনাকী দেশের মানুষকে ধোঁকা দিচ্ছে। ভা!রতের দা!লাল ট্যাগ নিয়ে ভূল বার্তা ছড়াচ্ছে। দেখলাম সাংবাদিক ইলিয়াসের মত একজন দেশপ্রেমিক সাংবাদিকও আজ পিনাকীর ধোঁকার জালে আটকে গেলো।
ওয়াকারের বিরুদ্ধে কেন অপপ্রচার?
অত্যন্ত নির্ভরযোগ্য একাধিক মাধ্যম থেকে আমি নিশ্চিত হয়েছি যে, দুটি গ্রুপ ওয়াকারের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে-
১. আ!মেরিকান সিআইএ
২. ভা!রতের র
র চাচ্ছে সেনা কমান্ড ভেঙ্গে দিতে। একইভাবে সিআইএও একই জিনিস চাচ্ছে।
এক্ষত্রে উভয়ের জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়ে আছে জেনারেল ওয়াকার। ওয়াকার অত্যন্ত শক্তভাবে সেনাবাহিনীর প্রফেশনালিজমকে নিয়ন্ত্রনে রাখতে পারছে।
কার কী লাভ?
পিনাকী সিআইএর একজন পেইড এ!জেন্ট। অন্তর্বর্তী সরকারের দালাল।
আ!মেরিকা করিডর চায়, চট্টগ্রাম বন্দর চায়
এখানে বাধা হয়ে দাড়াচ্ছে ওয়াকার,
আমেরিকা ইউনুসকে অনির্দিষ্টকালের জন্য সরকারের রাখতে চায় বাংলাদেশকে মার্কিন প্রক্সি একটা রাষ্ট্রে পরিণত করতে চায়। এখানেও বাধা ওয়াকার। এজন্য আমেরিকা ও আমেরিকানপন্থীরা ওয়াকারকে সরাতে একের পর এক অপপ্রচারে লিপ্ত।
ভারত চায় বাংলাদেশের শসস্ত্র বাহিনীর মাজা ভেঙ্গে দিতে। এখানে বাধা হয়ে দাঁড়িয়েছে ওয়াকার।
ভারত চাচ্ছে সেনাবাহিনীর মধ্যে রবীন্দ্র আদর্শ জারী করতে, ইসলামবিরোধী মনোভাব তৈরী করতে। এখানেও বাধা হয়ে দাড়িয়েছে ওয়াকার।
জেনারেল ওয়াকার একজন অত্যন্ত ভদ্র লোক, নামাজী, দানশীল। সে ভারতপন্থী নয়, আমেরিকানপন্থীও নয়। সে বাংলাদেশপন্থী একজন অফিসার, দেশপ্রেমিক একজন জেনারেল। ওয়াকারের কারণেই ভারত হাসিনা পতন ঠেকাতে পারেনি।
এই মুহূর্তে ওয়াকার না থাকলে চট্টগ্রাম বন্দর হারাবেন, করিডর দিয়ে বাংলাদেশকে সিরিয়া, লিবিয়ার মত বানাবেন।
কাজেই ওয়াকারকে এই মুহূর্তে বাংলাদেশের অত্যন্ত প্রয়োজন। আর পিনাকীদের মত সিআইএর উচ্ছিষ্টগুলোর কথা বিশ্বাস করলে বাংলাদেশের সর্বনাশ বয়ে আনবেন!