পরিচিত কেউ

পরিচিত কেউ Life is Reality it’s not cinematic 😶

অপরিচিত মানুষের সাথে পুতু পুতু করার যে ব্যপারটা..!!🤣
18/08/2025

অপরিচিত মানুষের সাথে পুতু পুতু করার যে ব্যপারটা..!!🤣

বন্ধু তুই আজকেও নে'''শা করছিশ
10/04/2025

বন্ধু তুই আজকেও নে'''শা করছিশ

দু'জনের মধ্যে একজন থাকে যে সবসময় একটু বেশি আবদার করে। একটু বেশি অ'ভিমান করে। বেশি বেশি গা ঘেঁষে থাকে। বেশি বেশি অন্য মান...
18/02/2025

দু'জনের মধ্যে একজন থাকে যে সবসময় একটু বেশি আবদার করে। একটু বেশি অ'ভিমান করে। বেশি বেশি গা ঘেঁষে থাকে। বেশি বেশি অন্য মানুষটাকে চায়। না পেলেই তুমুল ঠোঁট ফো'লায়। ঝ'গড়া করে। দু'জনের মধ্যে একজন থাকবে যে একটু বেশি পজেসিভ। যে একটু বেশি চিন্তিত অপরজনকে নিয়ে। যে লজিক কম আর অনুভূতি বেশি বোঝে। যে একটু বেশি ভালোবেসে ফ্যালে!🌸

এই বছর আমাকে শিখিয়েছে, বন্ধন যতই ঘনিষ্ঠ হোক না কেনও যে কেউ হঠাৎ পরিবর্তন হতে পারে।😅💔
08/12/2024

এই বছর আমাকে শিখিয়েছে, বন্ধন যতই ঘনিষ্ঠ হোক না কেনও যে কেউ হঠাৎ পরিবর্তন হতে পারে।😅💔




আবারো প্রেমে পড়বে তুমি,ভুলবে ঠকার যন্ত্রণা,মানুষটা যদি সঠিক হয় ভালোবাসাটা মন্দ না!🖤🌸
03/12/2024

আবারো প্রেমে পড়বে তুমি,ভুলবে ঠকার যন্ত্রণা,মানুষটা যদি সঠিক হয় ভালোবাসাটা মন্দ না!🖤🌸

হারানোর ভ'য়ে বাচ্চাদের মত কান্না করা মানুষটাও এক সময় হাসিমুখে তার শখের মানুষটাকে ছেড়ে আসে!😊💔
03/12/2024

হারানোর ভ'য়ে বাচ্চাদের মত কান্না করা মানুষটাও এক সময় হাসিমুখে তার শখের মানুষটাকে ছেড়ে আসে!😊💔

বিয়ে আর প্রেম সম্পূর্ণ দুটো ভিন্ন ব্যাপার।প্রেমের মুগ্ধতা নিয়ে বিয়ে করতে গেলে আপনি পস্তাবেন নিশ্চিত থাকুন।আপনারা একই প্য...
23/11/2024

বিয়ে আর প্রেম সম্পূর্ণ দুটো ভিন্ন ব্যাপার।
প্রেমের মুগ্ধতা নিয়ে বিয়ে করতে গেলে আপনি পস্তাবেন নিশ্চিত থাকুন।

আপনারা একই প্যারেন্টিং-এর আন্ডারে, একই রেস্ট্রিকশনে, একই পরিবেশে বড় হওয়া ভাইবোন নন।

টোটালি ডিফরেন্ট জীবনদর্শনের দুজন মানুষ!
আপনাদের পরিবেশ, মানসিকতা সব আলাদা। এটা মেনে নিয়েই বিয়ের পিঁড়িতে বসতে হবে। একসাথে বড় হওয়া ভাইবোন কি পরিমাণে ঝগড়া করে, সেখানে আপনারা কতটুকু ঝামেলা করবেন, কতটুকু আন্ডারস্ট্যান্ডিং মেইনটেইন করবেন, ইটস টোটালি আপ টু ইউ।

প্রেমের সময় দুজন সারারাত ভেবে, অপেক্ষা শেষে কাবার্ড খুলে সব থেকে সুন্দর কাপড়টা পরে, তৈরী হয়ে, বেস্ট পারফিউমটা মেখে দেখা করেন, যাবতীয় সুন্দর কথা একজন আরেকজনকে বলেন।

বিয়ে তা নয়!
বিয়ে জগতের সুন্দরতম অসুন্দর জিনিস!
বিয়েতে জড়িয়ে থাকে রান্নাবেলার ঘামের গন্ধ।
সন্ধ্যার অফিস-ফেরত ক্লান্ত ঘর্মাক্ত শার্ট।
একটা উলটো করে রাখা শু, তার পাশেই পরে থাকে সারাদিনের ব্যবহৃত মোজা। বিছানায় ভেজা তোয়ালে। রাতের ভারী নিঃশ্বাসের শব্দ, কখনো কখনো নাকডাকা। সকালের ঘুমভাঙা ব্রাশ না করা বাসী মুখের বাসী চুমু। বাসায় পরে থাকা পুরোনো, ফুটো হয়ে যাওয়া কিন্তু কমফোর্টেবল গেঞ্জি, হাফপ্যান্ট কিংবা ম্যাক্সিটা। বিয়ে মানেই হাজার নোংরা জিনিস!

কোথায় যেন পড়েছিলাম-
পৃথিবীর সবচেয়ে জঘন্য কথা হয় স্বামী-স্ত্রীর মধ্যে।
এবং সবচেয়ে সুন্দর কথাও হয় স্বামী-স্ত্রীর মধ্যে।

এরা রেগে গেলে একে অপরকে এমন নোংরা কথা বলে যা অন্য কেউ বললে হয়ত খুনোখুনিটা না হলেও আজীবনের জন্য মুখ দেখাদেখি বন্ধ থাকতো। কিন্তু সেই রাগ শান্ত হলেই এদের মত মধুর সম্পর্ক আর নেই।বিয়ে করার আগে, একশোবার ভাবুন। কথা বলুন সব বিষয়ে! সময় নিন।

ঠিক তেমনি, বিয়ে ভাঙার আগেও,
একশোবার ভাবুন। কথা বলুন সব বিষয়ে! সময় নিন।

যে চোখ দেখে তোমাকে ভালোবাসে ছিলাম,😊সেই চোখ চিরকালের জন্য বন্ধ না হওয়া অব্দি তোমার প্রতি মায়া কাটবে না!😅❤️‍🩹
21/11/2024

যে চোখ দেখে তোমাকে ভালোবাসে ছিলাম,😊
সেই চোখ চিরকালের জন্য বন্ধ না হওয়া অব্দি তোমার প্রতি মায়া কাটবে না!😅❤️‍🩹

-যে নারী শূন্য পকেটে পাশে থাকে-সে নারী সাফল্য শেষে স্ত্রী হওয়ারও যোগ্যতা রাখে ❤️
19/11/2024

-যে নারী শূন্য পকেটে পাশে থাকে
-সে নারী সাফল্য শেষে স্ত্রী হওয়ারও যোগ্যতা রাখে ❤️

°যে মানুষটা সারারাত জেগে আপনার আইডি তল্লাশি করে।°যে কিনা খুটিয়ে খুটিয়ে আপনার ফ্রেন্ডলিষ্ট দেখে, আপনার প্রোফাইল পিকে কে ল...
14/11/2024

°যে মানুষটা সারারাত জেগে আপনার আইডি তল্লাশি করে।

°যে কিনা খুটিয়ে খুটিয়ে আপনার ফ্রেন্ডলিষ্ট দেখে, আপনার প্রোফাইল পিকে কে লাভ রিয়্যাক্ট দিল তা দেখে।

°আপনার দু-একটা কমেন্ট দেখে যার ভেতরটা জ্বলে যায়, অস্থির হয়ে নির্ঘুম রাত পার করে - সে মানসিক রোগে আক্রান্ত।

°কারো সাথে আপনার কথা বলাটাই যে সহ্য করতে পারেনা, সে হিংসুটে।
°তার মনে সব সময় আপনাকে হারানোর একটা ভয় থাকে, তার বিশ্বাস নড়বড়ে।

°আপনার ফোনটা ব্যাস্ত পেলেই যার অস্থিরতা শুরু হয়ে যায়, বারবার ফোন দিতে থাকে।

°এই ইমোশনাল মানুষগুলার ভেতরটা একটু দেখুন। আপনার একটা ছবি দেখে দেখে যার চোখ থেকে পানি পড়েছে শেষরাত পর্যন্ত। তার চোখজোড়ায় ডুবে গিয়ে দেখুন।

বিশুদ্ধ ভালোবাসা দেখতে পাবেন। যেখানে আপনি ছাড়া আর কেউ নেই, বিশ্বাস করুন কেউ নেই আর আপনি ছাড়া। আপনাকে নিয়েই তার আলাদা একটা দুনিয়া।

কারো কাছে হয়তো পুরো দুনিয়াটাই আপনিই।🙂🥀

দেরিতে আসুক কিন্তু প্রিয় মানুষটি যেনো সঠিক হয়,🙂

তবুও দীর্ঘদিন তাকিয়ে ছিলাম,এই বুঝি তোমার মন গলবে,আমায় ভালোবাসবে!!💔
08/11/2024

তবুও দীর্ঘদিন তাকিয়ে ছিলাম,এই বুঝি তোমার মন গলবে,আমায় ভালোবাসবে!!💔

Address

Bagerhat
Khulna
9341

Alerts

Be the first to know and let us send you an email when পরিচিত কেউ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to পরিচিত কেউ:

Share