Daily life story of Liza

Daily life story of Liza contact creator, personal vlog, crafting, video creator,photography, cooking,Animal lover, recitation,writing. Always be positive don't be negative
(27)

তুমি আসবে বলেই আকাশ মেঘলা বৃষ্টি এখনো হয়নি তুমি আসবে বলেই কৃষ্ণচূড়া ফুলগুলো ঝরে যায়নি___
26/07/2025

তুমি আসবে বলেই আকাশ মেঘলা বৃষ্টি এখনো হয়নি তুমি আসবে বলেই কৃষ্ণচূড়া ফুলগুলো ঝরে যায়নি___

একটা মেঘলা বিকেল আর চা ☕️🌿         ゚
25/07/2025

একটা মেঘলা বিকেল আর চা ☕️🌿

Sunshine on my shoulders makes me happy, sunshine in my eyes can make me cry.Sunshine on the water looks so lovely, suns...
24/07/2025

Sunshine on my shoulders makes me happy, sunshine in my eyes can make me cry.
Sunshine on the water looks so lovely, sunshine almost always makes me high....
Jhon denver
Favourite song 🎵

24/07/2025

ভিডিওতে কিভাবে কপিরাইট মুক্ত ফ্রি মিউজিক ব্যবহার করবেন ? যে কোন মিউজিক ব্যবহার করা যাবে। কিন্তু কিভাবে? আজকের ভিডিওতে সেটাই থাকছে।

মানুষের মধ্যে ম*নু*ষ্য*ত্ববো*ধ দিনে দিনে উঠে যাচ্ছে। একটা বাচ্চা ছেলে যার পুরো শ*রীর আ*গুনে ঝ*ল*সে গেছে। একা একা দৌড়ে য...
23/07/2025

মানুষের মধ্যে ম*নু*ষ্য*ত্ববো*ধ দিনে দিনে উঠে যাচ্ছে। একটা বাচ্চা ছেলে যার পুরো শ*রীর আ*গুনে ঝ*ল*সে গেছে। একা একা দৌড়ে যাচ্ছে বাঁ*চার জন্য। হয়তো বুঝতেও পারছে না তার সাথে কি হয়েছে। কিন্তু আশেপাশের মানুষগুলো সা*হায্য করার বদলে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভি*ডিও করছে,ছবি তুলছে। মানুষের মনু*ষ্যত্ব*বো*ধ কোথায় চলে গেছে। এটা ভাবতেও ভীষণ খারাপ লাগছে। বাচ্চাটার ভি*ডিওটা অনেক বেশি মানুষকে কাঁ*দিয়েছে। কিন্তু যেই ব্যক্তিটা ভি*ডিও করলো দাঁড়িয়ে দাঁড়িয়ে। তার কি এতটুকু মম*ত্ববো*ধ জেগে উঠল না ভিতরে। যে বাচ্চাটাকে সাহায্য করতে হবে। তাকে হা*স*পাতালে নিতে হবে। এই ছবিটা দেখে খুব কষ্ট পেয়েছি। বাচ্চাটা কে আল্লাহ জান্নাতবাসী করুন । আমিন।

প্রতিদিন ঠিকই সকাল হবে, দুপুর হবে, রাত আসবে। এভাবে অনেকটা দিন কেটে যাবে। কিন্তু যাদের বাচ্চা হা*রিয়েছে তাদের প্রতিটা দি...
23/07/2025

প্রতিদিন ঠিকই সকাল হবে, দুপুর হবে, রাত আসবে। এভাবে অনেকটা দিন কেটে যাবে। কিন্তু যাদের বাচ্চা হা*রিয়েছে তাদের প্রতিটা দিনই মনে হবে, ক*ষ্ট হবে। কিন্তু তারপরেও জীবন থেমে থাকবে না। সবকিছুই চলবে আপন গতিতে।সবাইকেই একদিন চলে যেতে হবে। এই পৃথিবীতে আমরা সবাই ক্ষনিকের মেহমান। তারপরেও কত মানুষের কত অ*হং*কার, টাকার অ*হং*কার, চেহারার অ*হং*কার, ক্ষ*মতার বড়াই। অ*ন্যায় করতে দ্বি*ধাবোধ করে না। মনু*ষ্যত্বহীন। কিন্তু তারা ভুলে যায় একদিন সবাইকেই দুনিয়ার মায়া ত্যা*গ করে চলে যেতে হবে। আল্লাহ সবাইকেই বোঝার তৌফিক দান করুন। আমিন।

বন্ধুত্ব তো এমনি হয়!যত বি*পদই হোক সত্যিকারের বন্ধু পাশে থাকবেই।মা'ইল'স্টো'নে দূ*র্ঘট*নার পর বেঁ'চে যাওয়া একজনছাত্র তার আ...
22/07/2025

বন্ধুত্ব তো এমনি হয়!
যত বি*পদই হোক সত্যিকারের বন্ধু পাশে থাকবেই।
মা'ইল'স্টো'নে দূ*র্ঘট*নার পর বেঁ'চে যাওয়া একজন
ছাত্র তার আ*হত বন্ধুকে ক্লাসরুম থেকে ফিরিয়ে
আনতে গিয়েছিল।
ফা*য়ার ব্রি'গে'ডের অ'ফিসার বা'ধা দিয়ে বললেন,
"আর কোনো লাভ নেই! তোমার বন্ধু নিশ্চয়ই মা*রা
যাবে"।
কিন্তু, ছেলেটি তারপরেও গিয়ে তার বন্ধুকে একা ফিরিয়ে আনল।
মৃ*তদে*হ দেখে ফায়ার ব্রি'গে'ডের অ*ফিসার বললেন, "আমি তোমাকে বলেছিলাম এর কোন মূ'ল্য নেই।
সে মা*রা গেছে"।
ছাত্র'টি উত্তর দেয়: 'না স্যার, এটা সত্যিই মূল্যবান ছিল। যখন আমি তার কাছে গেলাম, সে তখনও জী"বিত ছিলো - আমার বন্ধু আমাকে দেখে, হাসল এবং তার শেষ কথাটা বলল:
❝আমি জানতাম তুমি আসবে❞।
সংগৃহীত।
এই লেখাটা যতবার পড়ছি ততবার চোখে পানি চলে আসছে। বাচ্চা গুলোর কথা মনে করে আজকে সারাটা দিন ভীষণ খারাপ লাগছে।

21/07/2025

উত্তরা মাইলস্টোন স্কুলের উপর জেট বিমান বি*ধ্ব*স্ত হয়েছে আল্লাহ বাচ্চা গুলোকে র*ক্ষা করুন। বাচ্চাগুলোর বাবা মাকে শোক সইবার ধৈর্য দিন। গত জুলাই মাসে আমরা অনেক ভাইদেরকে হারিয়েছি। সেই জুলাই মাসেই কত মায়ের বুক খালি হয়ে গেলো।
আল্লাহ আপনি হেফাজত করুন।
প্রশিক্ষণ বিমানগুলোকে জনবসতিপূর্ণ এলাকায় প্রশিক্ষণ দেয়া বন্ধ করা উচিত।

ছোট মাছ এভাবে হাতে মেখে রান্না করলে খেতে অনেক বেশি ভালো লাগে।
21/07/2025

ছোট মাছ এভাবে হাতে মেখে রান্না করলে খেতে অনেক বেশি ভালো লাগে।

জীবনের একটা পর্যায়ে এসে আপনি উপলব্ধি করবেন, আল্লাহ তাআলা আপনাকে যা দেননি তা আপনার জন্য কল্যাণকর ছিল না। আল্লাহ যা করেছেন...
20/07/2025

জীবনের একটা পর্যায়ে এসে আপনি উপলব্ধি করবেন, আল্লাহ তাআলা আপনাকে যা দেননি তা আপনার জন্য কল্যাণকর ছিল না। আল্লাহ যা করেছেন তা আপনার মঙ্গলের জন্যই করেছেন।

Good day ❤️🌿

19/07/2025

আপনি জানেন কি চিয়াসিড খেলে কি কি উপকার হয়
না জানলে এখনই জেনে নিন।

18/07/2025

এভাবে আলু দিয়ে বাইম মাছ ভুনা রান্না করলে বারবার খেতে মন চাইবে। মায়ের হাতের রান্না🥰❤️ ভিডিওর শেষে থাকছে সবার জন্য একটি টিপস।

Address

Kushtia
Khulna

Website

Alerts

Be the first to know and let us send you an email when Daily life story of Liza posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share