Hafez Al Jakir

Hafez Al Jakir ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য চাও।

নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন।

17/01/2025
13/01/2025

বিবাহ আপনার, খরচ আমাদের!
আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন এমন একটি প্রশংসনীয় উদ্যোগ নিয়েছে, যা বিয়েকে সহজ ও সুন্নাহসম্মত করার এক অনন্য দৃষ্টান্ত।

আমাদের সমাজে দেনমোহরের বিশাল অঙ্ক এবং যৌতুকের চাপে বিয়ে অনেকের জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে। কিন্তু এই ফাউন্ডেশন দেখিয়ে দিচ্ছে, বিয়েকে সহজ করা সম্ভব—তাও সুন্নাহর পরিপূর্ণ অনুসরণে। তাদের উদ্যোগ শুধু প্রশংসনীয় নয়, সমাজে ইতিবাচক পরিবর্তন আনার জন্য এক অনুপ্রেরণাও।

তারা যা যা দিচ্ছে:

১. বর-কনের জন্য বিয়ের পোশাক।
২. কনের সাজসজ্জার সমস্ত সামগ্রী।
৩. বিবাহ রেজিস্ট্রেশনের সম্পূর্ণ খরচ।
৪. বর-কনের ১০০ জন অতিথির জন্য খাবারের আয়োজন।
৫. কমিউনিটি সেন্টার ভাড়া।
৬. প্রয়োজনে পরবর্তী কাউন্সেলিং সেবা।
৭. কক্সবাজারে ফ্রি হানিমুন প্যাকেজ!

বিয়ের তারিখ: ১৮ জানুয়ারি ২০২৫
রেজিস্ট্রেশনের শেষ তারিখ: ১০ জানুয়ারি ২০২৫

তবে এতে অংশগ্রহণের জন্য দু’টি শর্ত রয়েছে:

১. যৌতুক নেওয়া যাবে না।
২. ধার্য্যকৃত দেনমোহর সম্পূর্ণ আদায় করতে হবে।

এমন একটি উদ্যোগ নিঃসন্দেহে আমাদের সমাজে বিয়েকে সহজতর করার জন্য অনুপ্রেরণা যোগাবে। যারা সুন্নাহসম্মত এবং যৌতুকবিহীন বিয়ে করতে চান, তাদের জন্য এটি একটি দারুণ সুযোগ।

যোগাযোগের জন্য: 01841040549
রেজিস্ট্রেশনের লিংক: কমেন্টে দেওয়া হয়েছে।

আসুন, আমরা সবাই মিলে এই উদ্যোগটিকে সবার মাঝে ছড়িয়ে দেই। আল্লাহ ফাউন্ডেশনের এই মহৎ প্রচেষ্টাকে কবুল করুন এবং আমাদের সমাজকে আরও সহজ ও কল্যাণময় করে তুলুন। আমিন।

আমরাও পারি 😁
02/01/2025

আমরাও পারি 😁

Address

Satkhira
Khulna

Telephone

+8801790826286

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hafez Al Jakir posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Hafez Al Jakir:

Share

Category