Sanzida Eyasmin

Sanzida Eyasmin অপূর্ণতা🌸

আমি বিচ্ছেদ বুঝি না - তবে তোমার জন্য মনের ভেতর হাড় ভাঙ্গা কষ্ট হয়।আমি জানি আমাদের আর দেখা হবে না, কথা হবে না। পাশাপাশি...
20/07/2025

আমি বিচ্ছেদ বুঝি না - তবে তোমার জন্য মনের ভেতর হাড় ভাঙ্গা কষ্ট হয়।

আমি জানি আমাদের আর দেখা হবে না, কথা হবে না। পাশাপাশি বসা হবে না। তোমায় বলা হবে না সারাদিনের জমানো কথা গুলো। অপেক্ষা করা হবে না ফোন কলের। দিনের পর দিন যাবে তবু বলা হবে না ' তোমায় খুব প্রয়োজন।"
সব জেনেও অবুঝ মন বুঝতে নারাজ। বড্ড মনে পড়ে তোমায় সময় অসময়। চিৎকার করে বলতে ইচ্ছে করে বড্ড ভালোবাসি তোমায়।

অলস দুপুরে ছাদের কার্নিশে যখন একা বসে শূন্যতা হাতড়ে বেড়াই - তখন তোমায় বড্ড মনে পড়ে।

সন্ধ্যার আকাশে যখন চাঁদ ওঠে - তোমায় বড্ড মনে পড়ে। বলতে ইচ্ছে করে - দেখো আজকের চাঁদটা কি সুন্দর।

মাঝরাতে হুট করেই যখন বুকে ব্যথা হয় - শুতে পারিনা। শ্বাসকষ্ট হয় । তোমায় বড্ড মনে পড়ে। বলতে ইচ্ছে করে এই মুহূর্তে বুকের বাঁ পাশটাতে তোমায় খুব দরকার ছিল।

ঘড়িতে সেকেন্ডের কাঁটা যখন টিক টিক করে - অবুঝ মন হিসেব করে কত দিন হলো তোমায় দেখি না। ঠিক কতগুলো সেকেন্ড তোমার সাথে কথা হয় না।

তোমায় বড্ড মনে পড়ে। দিনের অষ্ট প্রহর, ২৪ ঘণ্টা, ১৪৪০ মিনিট, ৮৬,৪০০ সেকেন্ড এর প্রতিটা মুহূর্তে তোমায় মনে পড়ে নিয়ম করে। বড্ড মনে পড়ে।

মাসে ৩০ দিন , ৭২০ ঘণ্টা, ৪৩,২০০ মিনিট, ২,৫৯২,০০০ সেকেন্ড এর প্রতিটা মুহূর্তে আমার মস্তিষ্কে তুমি থাকো।

মনে পড়ে তোমায়, বড্ড মনে পড়ে 🥀

সন্ধ্যা নামলেই আমার ভেতরটা কেমন যেন ধীরে ধীরে থেমে যায়। শহরের প্রতিটা আলো জ্বলে ওঠে নিজের মত করে, আর আমি নিঃশব্দে ডুবে ...
15/07/2025

সন্ধ্যা নামলেই আমার ভেতরটা কেমন যেন ধীরে ধীরে থেমে যায়। শহরের প্রতিটা আলো জ্বলে ওঠে নিজের মত করে, আর আমি নিঃশব্দে ডুবে যাই সেই এক সন্ধ্যায় যেদিন তুমি চলে গেলে, আর কোনো শব্দ রেখে গেলে না।

বারান্দার হাওয়াটা এখনো তেমনি, চায়ের কাপটা এখনো তোমার জন্যই পড়ে থাকে…
কিন্তু তুমি আর আসো না।

এই নীরব সন্ধ্যাগুলোয় আমি আজও তোমাকে খুঁজি
হয়তো কোনো বাতাসের ভাঁজে, হয়তো কোনো স্মৃতির ধোঁয়ায়।
তুমি নেই… অথচ কতটা আছো, প্রতিটা নিঃশ্বাসে, প্রতিটা বিকেলের পরে নামা এই কষ্টের সন্ধ্যায়।

তবু অপেক্ষা করি...
একফোঁটা আলোয়, একটুকরো স্পর্শে, একটাসময় যেটা শুধু আমাদের ছিল।

অতীত আর বর্তমান নোটের পার্থক্য হচ্ছে!!গ-রু আগে দক্ষিন দিকে নিজে-ই  যাইতো আর এখন উত্তর দিকে ঠে-ই-লা নিতে হয়🙂🥲
15/07/2025

অতীত আর বর্তমান নোটের পার্থক্য হচ্ছে!!
গ-রু আগে দক্ষিন দিকে নিজে-ই যাইতো আর এখন উত্তর দিকে ঠে-ই-লা নিতে হয়🙂🥲

আমি মনে করি প্রথমে ওকে একজন ডেন্টিস্ট দ্যান ওকে সাইক্রিয়াটিস্ট দেখানো উচিত। কারণ সামনে ওর এখনো অনেক ইন্টারভিউ বাকি আছে।...
12/07/2025

আমি মনে করি প্রথমে ওকে একজন ডেন্টিস্ট দ্যান ওকে সাইক্রিয়াটিস্ট দেখানো উচিত। কারণ সামনে ওর এখনো অনেক ইন্টারভিউ বাকি আছে।
বি:দ্র: মেয়েটা যেমন নিজের কথা ভেবেছে আমি তেমন জাতির কথা ভেবেছি 🧐
আমার উদ্দেশ্য মহৎ 🎀

Good Night everyone!!
10/07/2025

Good Night everyone!!

Address

Khulna

Alerts

Be the first to know and let us send you an email when Sanzida Eyasmin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category