অংকুরের চিরকুট

অংকুরের চিরকুট Spreading Happiness

আপনি কাউকে ভালবাসলে, তাকে যত্ন করলে, তার পছন্দ অপছন্দ খেয়াল করলে , সেই ভালবাসা প্রকাশ করার মাধ্যমের অভাব হয় না।  শুধু ভা...
25/07/2025

আপনি কাউকে ভালবাসলে, তাকে যত্ন করলে, তার পছন্দ অপছন্দ খেয়াল করলে , সেই ভালবাসা প্রকাশ করার মাধ্যমের অভাব হয় না।
শুধু ভালবাসি বলেই যে, ভালবাসা অভিব্যাক্ত করা যায় তেমন টা কিন্তু না। ❤️

বৃষ্টিস্নাত শুভ সন্ধ্যা ❤️

゚viralシ

সকাল টা ভাল গেল না 😓আমি রজনী আন্টির নিথর দেহের ছবি এই কয়দিন দেখি নি। আজ খালামনি পাঠালো,দেখার পর এতোটাই অস্থির লাগছে!এই ম...
25/07/2025

সকাল টা ভাল গেল না 😓
আমি রজনী আন্টির নিথর দেহের ছবি এই কয়দিন দেখি নি। আজ খালামনি পাঠালো,দেখার পর এতোটাই অস্থির লাগছে!
এই মৃত্যু দেখার মতো না, মাথার কিচ্ছুই নাই অবশিষ্ট!

আর্মির যে ভাই তার কাপড় খুলে দিয়েছিলেন ঢেকে দেওয়ার জন্য এটা তার কাপড়!
আল্লাহ ওনার ভাল করুন।। আর আন্টিকে জান্নাত নসিব করুন। আমিন।

নিজের ভাল থাকা নিজের কাছেই রাখতে হয়। অন্যের কাছে দিলে সেটা অবহেলায় পরিনত হয়। ❤️ ゚viralシ
24/07/2025

নিজের ভাল থাকা নিজের কাছেই রাখতে হয়।
অন্যের কাছে দিলে সেটা অবহেলায় পরিনত হয়। ❤️

゚viralシ

24/07/2025

একটু গো*শ রান্না করে রাখলে, সারাদিন আর কোন রান্নার ঝামেলা থাকে না, আমার বাসায় ❤️

゚viralシ

আজ ৩ টা দিন সব এলোমেলো। মানসিক অবস্থা ভাল নাই।  অন্তত বেশি করে ভাল নাই মায়েদের। কন্যাকে ৩ দিন স্কুলে দিচ্ছিনা।... আমি গত...
24/07/2025

আজ ৩ টা দিন সব এলোমেলো। মানসিক অবস্থা ভাল নাই। অন্তত বেশি করে ভাল নাই মায়েদের।
কন্যাকে ৩ দিন স্কুলে দিচ্ছিনা।...
আমি গতকাল খুব অল্প সময় ফেসবুকে ঢুকেছি৷ আমি এসব আর একটুও দেখার মতো মানসিক পর্যায়ে নাই। আমি খুব ই ইমোশনাল একটা পার্সন।
নিজেকেই ব্যাস্ত রাখতে ভিডিও এডিট করেছি, ছবি পোস্ট দিয়েছি গতকাল।। কি করব!!

বাচ্চাদের জন্য আর তাদের পরিবারের জন্য মন থেকে দোয়া করব সব সময় ইনশাআল্লাহ, গত জুলাই আর এই জুলাই দুই জুলাই এর সব সন্তানকে যেন সৃষ্টি কর্তা জান্নাত নসিব করেন। সব পরিবারের জন্য সব সময় দোয়া করব, আল্লাহ যেন তাদের এই শোক সইবার কষ্ট কে একটু হলেও সহজ করেন, আমিন।
আল্লাহ কোন সকাল কেই বিষাদময় না করুন আমিন।

এর আগে একদিন শেয়ার করেছিলাম, আমি ৬/৭ বছর বয়স থেকে মাইগ্রেন এর ব্যাথার ভুক্তভোগী। এখন কোন ওষুধেই আমার ব্যাথা কমে না।  কোন...
23/07/2025

এর আগে একদিন শেয়ার করেছিলাম, আমি ৬/৭ বছর বয়স থেকে মাইগ্রেন এর ব্যাথার ভুক্তভোগী।
এখন কোন ওষুধেই আমার ব্যাথা কমে না। কোন ওষুধেই না।।
এই ব্যাথার তীব্রতা এতোই বেশি যে আমার মাঝে মাঝে মনে হয়, আমি না কবে নিজেই নিজেকে শে*ষ* না করি 😭

23/07/2025

বিষাদময় সময় তবুও দিন যাচ্ছে... !
আমরা সবাই সয়ে নেবো, ব্যাস্ত হয়ে গিয়েছি, যার যার কাজে সে ব্যাস্ত হয়ে গিয়েছি৷
এজন্যই বলা হয়, যার যায় সেই শুধু বোঝে... সেই শুধু বয়ে নিয়ে বেড়ায় হারানোর যন্ত্রণা 😓🙏

゚viralシ

22/07/2025

এক কাপ চা...🍁

゚viralシ

কাল হয়তো কোন পাখিও মারা গিয়েছে... 💔
22/07/2025

কাল হয়তো কোন পাখিও মারা গিয়েছে... 💔

22/07/2025

আজকে কন্যা কে নিয়ে স্কুলে যায় নি,
কাল ফোনে এই ভিডিও টা হয়ে গিয়েছিলো...! আজ খেয়াল করলাম।।
সময় টা ছিল ওই বিমান ক্রাশ এর সময় ই।। কি অদ্ভুত তাই না, এক মায়ের কাছে সন্তান ফিরে আসলো, ( আলহামদুলিল্লাহ)
আর কতো মা শুন্য বুক নিয়ে বাকিটা জীবন পার করবে!!

কেন জানি মন চাচ্ছিলো না ওকে স্কুলে নেবো । ওই অবস্থায় ছিলাম না যে, নিয়ে যাবো, রেডি করব,খাওয়াবো !! ...
কাল সারা রাত ঘুম হয়নি।।
ওকে জড়িয়ে ধরে ছিলাম। হাজার বার চুমু দিছি।।
উফফফ জীবন কি অসম্ভব কঠিন, কি অসম্ভব অনিশ্চিত ... !!
আল্লাহুম্মা বারিক লাহ।

জুলাই আমার জীবনের সব থেকে আনন্দের মাস ছিল!  আমার সন্তানের জন্ম মাস!  কিন্তু, গত জুলাই এ  যেমন আমি প্রতিটা দিন অসম্ভব রকম...
22/07/2025

জুলাই আমার জীবনের সব থেকে আনন্দের মাস ছিল! আমার সন্তানের জন্ম মাস!
কিন্তু,
গত জুলাই এ যেমন আমি প্রতিটা দিন অসম্ভব রকমের দীর্ঘশ্বাস ফেলে, নির্ঘুম রাত নিয়ে, বুকের ভেতর দুমরে মুচড়ে গিয়েছিলো। নামাজের সিজদায় যেয়ে কাদতাম, এই বছরের জুলাই ও তাই হল!! এ কেমন নির্মম মৃত্যু !!

কতো মা এই জুলাই কে কোনদিন মেনে নিতে পারবে না...
কতো ফাইয়াজ এই জুলাই তে নিশ্বে:ষ হবে!?

আজ মনে হচ্ছিলো এখন থেকে কোন মা তার সন্তান এর নাম ফাইয়াজ রাখতেও দুবার হয়তো ভাববে, এই জুলাই কে হয়তো অভিশপ্ত ভাববে 😓

Address

Magura
Khulna

Website

Alerts

Be the first to know and let us send you an email when অংকুরের চিরকুট posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share