Lsn Nasim Bd-Internastional

Lsn Nasim Bd-Internastional All content on the lsnnasim.com site, including news, quotes, data, photos, graphics and other infor

12/12/2023
21/11/2023

অশ্লীল অ্যাপে লাইভ চ্যাটে মৌসুমী, অবাক অনুরাগীরা

21/11/2023

জানমালের নিরাপত্তায় সব ব্যাংকে সতর্কতা জারি -- বিস্তারিত কমেন্টে

21/11/2023

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ নিয়ে এবার সুর পাল্টালেন মার্কিন মুখপাত্র

দুর্দান্ত সুযোগ, ব্যাপকভাবে কমেছে আইফোন ১৪-এর দাম। IPhone 14 Update Price
09/10/2023

দুর্দান্ত সুযোগ, ব্যাপকভাবে কমেছে আইফোন ১৪-এর দাম। IPhone 14 Update Price

আইফোন ১৪-র নতুন আপডেট। আইফোন ১৫ লঞ্চ হওয়ার পরে ব্যাপকভাবে কমেছে আইফোন ১৪-এর দাম। সর্বনিম্ন কত টাকায় আইফোন ১৪ বিক্র...

04/10/2023

আন্তর্জাতিক ডেস্ক : ইতালির ভেনিসে ফ্লাইওভার থেকে যাত্রীবাহী বাস নিচে পড়ে ২ শিশুসহ অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার পৌনে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। হতাহতদের মধ্যে ইতালি ছাড়াও বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন। খবর বিবিসির।

বিবিসি জানিয়েছে, বাসটি ফ্লাইওভারের বাধা ভেদ করে মেস্ত্রে জেলার রেলপথের কাছে পড়ে যায়, যা একটি সেতুর মাধ্যমে ভেনিসের সঙ্গে সংযুক্ত। ফ্লাইওভার থেকে নিচে পড়ার পর বাসটিতে আগুন ধরে যায়। তবে দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি।

ভেনিস ও নিকটবর্তী মারঘেরা জেলার একটি ক্যাম্পসাইটের মধ্যে পর্যটকদের নিয়ে যাওয়ার জন্য বাসটি ভাড়া করা হয়েছিল বলে প্রতিবেদনে জানানো হয়েছে। বাসটি পর্যটকদের ক্যাম্প সাইটে ফিরিয়ে নিয়ে যাওয়ার পথে এ দুর্ঘটনা বলে জানা গেছে।

দেশটির কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বাসটি মিথেন গ্যাস দ্বারা চালিত ছিল এবং বিদ্যুতের লাইনে পড়ে বাসটিতে আগুন ধরে যায়।

ভেনিসের মেয়র লুইগি ব্রুগনারো এ ঘটনাকে ‘বিশাল ট্র্যাজেডি’ হিসেবে উল্লেখ করেছেন।

তিনি জানান, দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছেন। হতাহতদের উদ্ধারে তারা কাজ চালিয়ে যাচ্ছেন।

ইতালির আনসা নিউজ এজেন্সি জানিয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত ২১ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া আহত হয়েছেন আরও অন্তত ১২ জন। ৫ জন এখনও নিখোঁজ রয়েছে।

তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেডোসি।

আঞ্চলিক গভর্নর লুকা জাইয়া জানিয়েছেন, হতাহতদের মধ্যে শুধু ইতালীয় নয়, বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন।

স্থানীয় ফায়ার সার্ভিসের প্রধান জানান, নিহতদের মধ্যে ইউক্রেনীয় পর্যটকও রয়েছেন। অন্যদিকে ইতালীয় বার্তা সংস্থা আনসা জানিয়েছে, বাসে থাকা যাত্রীদের মধ্যে জার্মান নাগরিকও ছিল।

Post by- জুমবাংলা নিউজ ডেস্ক my site: itmelas.blogspot.com

04/10/2023

বিনোদন ডেস্ক : সেলিব্রিটি ক্রিকেট লিগে মারামারির ঘটনার পর শরিফুল রাজের বিরুদ্ধে আক্রমণের অভিযোগ তোলেন রাজ রিপা। সেই ঘটনার প্রেক্ষিতেই নেটমাধ্যমে অভিনেত্রী মৌসুমী হামিদ জানান, রাজ কাউকে আক্রমণ করতে যাননি বরং হামলাকারীদের ঠেকানোর চেষ্টা করেছিলেন শুধু।

এবার রাজ রিপা নিজের ফেসবুকে সিসিএলে হামলার একটি ভিডিও প্রকাশ করেছেন। সেখানে আক্রমণাত্মক ভঙ্গীতেই দেখা যায় রাজকে। রীতিমতো ব্যাট নিয়ে তেড়ে যাচ্ছেন তিনি। কয়েকজন মিলেও আটকাতে পারছেন না তাকে।

এরপরই রাজের পক্ষ নিয়ে কথা বলায় মৌসুমী হামিদের ওপর ব্যাপক ক্ষোভ ঝাড়েন রাজ রিপা। শুধু তাই নয়, তাকে দুমুখো সাপ বলেও আখ্যায়িত করেন এই অভিনেত্রী। সম্প্রতি দেশের একটি গণমাধ্যমে বিষয়টি নিয়ে কথা বলেন রাজ রিপা।

অভিনেত্রী বলেন, ওইদিন যখন পানির বোতল ছুঁড়ে মারা হয় তখন সেটা মৌসুমী আপুর হাতে এসে লাগে। তখন আমিও চেয়ার ছুঁড়ে মেরেছি। কিন্তু সেটা কারও গায়ে লাগেনি। সেসময় শরিফুল রাজ ব্যাট তুলে আমাদের দিকে তেড়ে আসছিলেন। চার-পাঁচজন তাকে ধরে রাখতে পারছিলেন না। ওই ভিডিওটাই আজ প্রকাশ করেছি আমি।

মৌসুমী হামিদকে নিয়ে অভিনেত্রী বলেন, মৌসুমী হামিদ সেই সিন্ডিকেটের একজন। যখন ওই ঘটনাগুলো ঘটছে তখন কেঁদে কেঁদে তাকে বলি, আপু দেখো ওরা কী করছে। তখন মৌসুমী আপু বলেন, সোনা তুমি চুপ কর, সবাই তোমাদের বিপক্ষে। তোমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। এ কথা বলে আমাকে পাশে দাঁড় করিয়ে রাখেন।

শুধু এটাই নয়, সেদিন মৌসুমী আপুর সঙ্গেও কিন্তু ওদের অনেক ঝামেলা হয়েছে। কিন্তু এরপরও মৌসুমী আপু ভোল পাল্টালেন! এটা তার কাছ থেকে আশা করিনি।

এরপর মৌসুমীকে দুমুখো সাপ আখ্যা দিয়ে তিনি আরও বলেন, মৌসুমী হামিদ যে দু-মুখো সাপ তিনি ফেসবুকে পোস্ট না দিলে সেটা কখনোই জানা হতো না। অথচ তিনি তখন আমাকে বোঝাচ্ছিলেন তারা আমাদের ফাঁসানোর জন্য এসব ইচ্ছে করে করছে।

রাজ রিপা বলেন, মৌসুমী হামিদকে নিয়ে কথা বলার কোনো রুচি নেই আমার। কারণ তার জবানের ঠিক নেই। মূলত এ কারণেই তিনি পোস্ট দেওয়ার পর আমি কিছু বলিনি তাকে। নিজের ক্যারিয়ারের কথা ভেবে তাদের পক্ষ নিয়েছেন তিনি। এজন্যই ক্যারিয়ারে এখনও কিছুই করতে পারেননি।

সেলিব্রেটি ক্রিকেট লীগে মারামারির পর শোনা গিয়েছিল মৌসুমী হামিদ আহত হয়েছেন। সেই বিষয়টি পরিষ্কার করতে নিজের ফেসবুকে একটি পোস্টে মৌসুমী লেখেন, আমি আহত হইনি। কে বা কারা এই বিভ্রান্তি ছড়াচ্ছেন আমি জানি না। রাজ বোতল ছুড়ে মেরেছিলেন ফ্লোরে। বোতলটা ফেটে আমার গায়ে পানি লেগেছে মাত্র। আমি নিজে এটা নিয়ে কোনো অভিযোগ করিনি। কারণ আমি দেখেছি আমাকে বা অন্য কাউকে উদ্দেশ্য করে বোতলটা তিনি মারেননি। ও বরং যারা উত্তেজিত ছিল তাদের কে ঠেকানোর চেষ্টাও করছিল। শুধু শুধু কেন বারবার ছড়ানো হচ্ছে এটা আমি জানি না।

প্রসঙ্গত, শুক্রবার (২৯ সেপ্টেম্বর) চলছিল গ্রুপ পর্বের দ্বিতীয় দিনের খেলা। কিন্তু হঠাৎ দ্বন্দ্ব তৈরি হয় খেলার মাঠে। শুধু তাই নয়, তারকাদের সেই দ্বন্দ্ব একপর্যায়ে রূপ নেয় মারামারিতে। মাঠের বাইরে থাকা দুইদলের সতীর্থদের মধ্যেও ছড়িয়ে পড়ে এই উত্তাপ। এরপরই দুই পক্ষের শুরু হয় হাতাহাতি।

রাত সাড়ে ১১টার দিকে গিয়ে দ্বিতীয় দফায় শুরু হয় মারামারি। এতে আহত হন ছয়জন। তারা হলেন— শিশির সরদার, রাজ রিপা, জয় চৌধুরী, আতিকুর রহমান, শেখ শুভ ও আশিক জাহিদ।

Post by- জুমবাংলা নিউজ ডেস্ক my site: itmelas.blogspot.com

04/10/2023

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : মার খেয়েছেন মেটা প্রধান মার্ক জাকারবার্গ! নিজেই এমন ইঙ্গিত দিয়েছেন। নিজের সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে চোট পাওয়া একটি সেলফি শেয়ার করেছেন জাকারবার্গ।

ক্যাপশনে লিখেছেন, ‘ঘুষি খেয়েছি। এখন আমার অ্যাভাটার আপডেট করতে হতে পারে।’ তবে অনুসারীদের ঘাবড়ানোর কিছু নেই। মার্শাল আর্ট জিউ-জিৎসু প্রশিক্ষণের সময় ঘুষি খেয়েছেন ৩৯ বছর বয়সী এই ধনকুবের।

এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, ইনস্টাগ্রামে জাকারবার্গের পোস্ট করার পর থেকে ৪ লাখের বেশি লাইক এবং অসংখ্য মন্তব্য পড়েছে। একজন ব্যবহারকারী লিখেছেন, ‘আপনার সাথে এটা কে করল!’ আরেকজন লিখেছেন, ‘অন্য লোকটির চেহারার অবস্থা কেমন মার্ক?’ অপর এক ব্যবহারকারী লিখেছেন, ‘প্রশিক্ষণের সময় আপনার হাত ওপরে রাখবেন।’

উল্লেখ্য, কোচ ডেভ ক্যামারিলো মার্ক জাকারবার্গের প্রশিক্ষক। ক্যামারিলো মার্শাল আর্টের জুডো ও জিউ-জিৎসুর জন্য প্রখ্যাত।

গত বছর মার্ক জাকারবার্গ এক সাক্ষাতকারে বলছিলেন, তিনি প্রতিদিন কমপক্ষে দুই ঘন্টা শারীরিক কসরত করার চেষ্টা করেন। করোনা মহামারী চলাকালীন মার্শাল আর্ট ফর্মের প্রশিক্ষণ শুরু করেন। খেলাধুলা তাঁকে শক্তি জোগায় বলেও জানান জাকারবার্গ।

মেটা প্রধান আরও বলেন,‘সকালে ঘুম থেকে উঠে এক বা দুই ঘন্টা ব্যায়াম, বন্ধুদের সাথে কুস্তি লড়া কিংবা বিভিন্ন ধরনের প্রশিক্ষণের পর মনে হয়, এখন আমি আমার কাজকর্মের সব ধরনের সমস্যা সমাধানের জন্য প্রস্তুত।

Post by- জুমবাংলা নিউজ ডেস্ক my site: itmelas.blogspot.com

04/10/2023

ঐতিহাসিক অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত যুক্তরাষ্ট্রের হাউস স্পিকার ( মানবজমিন- পোষ্ট)

যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথমবারের মতো অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হয়েছেন প্রতিনিধি পরিষদের স্পিকার রিপাবলিকান কেভিন ম্যাকার্থি। মঙ্গলবার অনুষ্ঠিত ভোটে তাকে সরিয়ে দেয়ার পক্ষে ভোট পড়ে ২১৬টি। বিপক্ষে পড়ে ২১০ ভোট। এর ফলে যুক্তরাষ্ট্র কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠ এই রিপাবলিকান ক্ষমতাচ্যুত হলেন। প্রতিনিধি পরিষদে সংখ্যালঘু ডেমোক্রেটরা। কিন্তু গত শনিবার সরকারি বিভিন্ন এজেন্সিতে অর্থায়নের বিষয়ে তিনি সিনেট ডেমোক্রেটদের সঙ্গে একটি চুক্তি করেন বলে অভিযোগ আছে। এরপরই অতি রক্ষণশীল রিপাবলিকানদের মধ্যে বিদ্রোহের শিকার হন কেভিন ম্যাকার্থি। প্রতিনিধি পরিষদে রিপাবলিকান দল থেকে তার সুস্পষ্ট কোনো উত্তরসূরি হবেন এমন কাউকে দেখা যাচ্ছে না। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ফ্লোরিডার রিপাবলিকান ম্যাট গায়েটজ সোমবার স্পিকারকে ক্ষমতাচ্যুত করার জন্য অনাস্থা প্রস্তাব আনেন। এ ঘটনা যুক্তরাষ্ট্রে বিরল। স্পিকারের বিরুদ্ধে তার অভিযোগ, তিনি ইউক্রেনকে অর্থ সরবরাহ দেয়া অব্যাহত রাখার বিষয়ে হোয়াইট হাউসের সঙ্গে গোপন চুক্তি করেছেন। তবে তার এ অভিযোগ প্রত্যাখ্যান করেছেন কেভিন ম্যাকার্থি। মঙ্গলবার পদ হারানোর পর সন্ধ্যায় তিনি রিপাবলিকান আইন প্রণেতার সঙ্গে একটি প্রাইভেট মিটিং করেছেন। তাদেরকে সাফ জানিয়ে দিয়েছেন এ পদে আবার প্রতিদ্বন্দ্বিতার পরিকল্পনা নেই তার। তার সঙ্গে রাজনৈতিক শত্রুতায় লিপ্ত গায়েটজকে লক্ষ্য করে তিনি বলেছেন, এ ঘটনার মধ্য দিয়ে গায়েটজ দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন। সংবাদ সম্মেলনে কেভিন ম্যাকার্থি বলেছেন, আপনারা জানেন আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা ব্যক্তিগত। তহবিল সংক্রান্ত বিষয়ের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। তিনি আরও বলেন, আভ্যন্তরীণ দ্বন্দ্ব সৃষ্টির জন্য তহবিল সংগ্রহ সংক্রান্ত ই-মেইল পাঠানো হয়েছে। এটা কংগ্রেস সদস্যসুলভ আচরণ নয়। যেসব কট্টরপন্থি আমার বিরুদ্ধে ভোট দিয়ে ক্ষমতাচ্যুত করেছেন তারা রক্ষণশীল নন। এ বছর জানুয়ারিতে তীব্র কঠিন পরিস্থিতির মাধ্যমে স্পিকার নির্বাচিত হন কেভিন ম্যাকার্থি। এ জন্য চেম্বারে ১৫ দফা ভোট হয়। কারণ ম্যাট গায়েটজ ও ডানপন্থিরা তাকে সমর্থনে অস্বীকৃতি জানাচ্ছিলেন। মঙ্গলবার কেভিন ম্যাকার্থিকে ক্ষমতাচ্যুত করার জন্য মাত্র আটজন রিপাবলিকান ভোট দেন। অন্যদিকে তিনি ২১০ জন আইন প্রণেতার ভোট পেতে সক্ষম হন, তারা সবাই রিপাবলিকান।

আামার সাইট: 👉 itmelas.blogspot.com

04/10/2023

ইতালিতে ফ্লাইওভার থেকে নিচে পড়ল যাত্রীবাহী বাস, নিহত ২১ ( মানবজমিন- পোষ্ট)

ইতালির ভেনিসে ফ্লাইওভার থেকে যাত্রীবাহী বাস নিচে পড়ে ২ শিশুসহ অন্তত ২১ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও অনেকে। হতাহতদের মধ্যে ইতালি ছাড়াও বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন বলে বিবিসির খবরে বলা হয়েছে।বাসটি ফ্লাইওভারের বাধা ভেদ করে মেস্ত্রে জেলার রেলপথের কাছে পড়ে যায়। যা একটি সেতুর মাধ্যমে ভেনিসের সঙ্গে সংযুক্ত। ফ্লাইওভার থেকে নিচে পড়ার পর বাসটিতে আগুন ধরে যায়। তবে এই দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি।ভেনিস ও নিকটবর্তী মারঘেরা জেলার একটি ক্যাম্পসাইটের মধ্যে পর্যটকদের নিয়ে যাওয়ার জন্য বাসটি ভাড়া করা হয়েছিল বলে প্রতিবেদনে জানানো হয়েছে। বাসটি পর্যটকদের ক্যাম্প সাইটে ফিরিয়ে নিয়ে যাওয়ার পথে এ দুর্ঘটনা বলে জানা গেছে।দেশটির কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বাসটি মিথেন গ্যাস দ্বারা চালিত ছিল এবং বিদ্যুতের লাইনে পড়ে বাসটিতে আগুন ধরে যায়।ভেনিসের মেয়র লুইগি ব্রুগনারো এ ঘটনাকে ‘বিশাল ট্র্যাজেডি’ হিসেবে উল্লেখ করেছেন। তিনি জানান, দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছেন। হতাহতদের উদ্ধারে তারা কাজ চালিয়ে যাচ্ছেন। ইতালির স্থানীয় একটি গণমাধ্যম জানিয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত ২১ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া আহত হয়েছেন আরও অন্তত ১২ জন। ৫ জন এখনও নিখোঁজ রয়েছে। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেডোসি। আঞ্চলিক গভর্নর লুকা জাইয়া জানিয়েছেন, হতাহতদের মধ্যে শুধু ইতালীয় নয়, বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন।

আামার সাইট: 👉 itmelas.blogspot.com

04/10/2023

বিনোদন ডেস্ক : বর্তমান সময়ের নাটকের জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। ছোট পর্দার বাইরে এখন কাজ করছেন চলচ্চিত্র ও ওটিটি প্ল্যাটফর্মেও। এবার দেশের গণ্ডি পেরিয়ে ওপার বাংলার সিনেমায় অভিনয় করছেন তিনি।

পশ্চিমবঙ্গের নির্মাতা প্রতিম ডি গুপ্তা নির্মাণ করছেন ‘চালচিত্র’ শিরোনামের একটি সিনেমা অভিনয় করছেন অপূর্ব। বর্তমানে এই সিনেমার শুটিং নিয়েই কলকাতায় ব্যস্ত সময় পার করছেন ‘বড় ছেলে’ খ্যাত এই অভিনেতা।

সম্প্রতি শুটিংয়ের ফাঁকে ভারতীয় একটি গণমাধ্যমে নিজের কাজ এবং নানান বিষয় নিয়ে কথা বলেছেন অপূর্ব। সাক্ষাৎকারে আলাপচারিতার এক পর্যায় অপূর্বকের কাছে জানতে চাওয়া হয়, টলিউডের প্রথম সিনেমায় রোমান্টিক নায়ক থেকে খলচরিত্রে অভিনয় করছেন? কতটা প্রস্তুতি নিয়েছেন?

জবাবে অভিনেতা বলেন, সিনেমাটি নিয়ে আগেভাগে কিছুই বলতে চাই না। তবে গল্পের অনেকগুলো সাব প্লট আছে। আমি আসলে সোজাসাপটা কথা বলতে পছন্দ করি। কিন্তু কী বলতে কী বলব, তাই চুপ করে আছি।

অভিনেতার কাছে আরও জানতে চাওয়া, আপনার নাকি আচরণগত সমস্যা আছে? জবাবে অপূর্ব বলেন, আসলে যাদের সঙ্গে রাগ করার প্রয়োজন পড়েছে, তাদের উপর রাগ করেছি। আমি তো ‘সাইকোপ্যাথ’ নই। খামোকা রাগ করব কেন? আমি খুব সাধারণ একটা ছেলে। হাসিখুশি থাকতে ভালোবাসি। কেউ আমার সামনে আনন্দ করলে, সেটা দেখতে ভালো লাগে। জীবনটা তো খুব ছোট। চেষ্টা করি সবার সঙ্গে ভালো ব্যবহার করার। রাগ হওয়ার মতো কারণ থাকলে তখন তো রাগ দেখাতেই পারি।

তিনি আরও বলেন, আসলে একেকজন মানুষ একেক রকমভাবে ভাবেন। আমাকে কে কীভাবে দেখছেন, সেটা তাদের সমস্যা। আমি কেমন, সেটা আমি জানি ও উপরওয়ালা জানেন।

প্রসঙ্গত, থ্রিলার ঘরানার গল্প নিয়ে ‘চালচিত্র’ সিনেমার কাহিনি সাজান হয়েছে। সিনেমায় অপূর্বর সহশিল্পী হিসেবে অভিনয় করছেন— টোটা রায়চৌধুরী, শান্তনু মহেশ্বরী, স্বস্তিকা দত্ত, অনির্বাণ চক্রবর্তী, প্রিয়া ব্যানার্জি প্রমুখ।

Post by- জুমবাংলা নিউজ ডেস্ক my site: itmelas.blogspot.com

04/10/2023

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : আগামী কয়েক মাসের মধ্যে বেশ কয়েকটি সেবা বন্ধ করে দেবে গুগল। এ তালিকার প্রথমেই রয়েছে গুগল পডকাস্ট। গত এপ্রিলে ইউটিউব পডকাস্ট চালু হওয়ার পর থেকেই গুগল পডকাস্টের ব্যবহার উল্লেখযোগ্যভাবে কমে গেছে। ধীরে ধীরে গুগলের সব ধরনের মিডিয়াকেই গ্রাস করে নিচ্ছে ইউটিউব। এর আগে ইউটিউবের কারণে বন্ধ হয়ে গেছে গুগল মিউজিক এবং গুগল ভিডিওস।

ইউটিউবের অফিশিয়াল ব্লগ থেকে ঘোষণা দেওয়া হয়েছে, গুগলের দুটি পডকাস্ট অ্যাপ প্রয়োজন নেই, বিধায় গুগল পডকাস্ট বন্ধ করে দেওয়া হচ্ছে। ২০২৪ সালের শেষের দিকে গুগল পডকাস্ট বন্ধ করে দেওয়া হবে।

তবে, বন্ধের আগে ইউটিউব পডকাস্টকে অন্যান্য দেশেও সম্প্রসারিত করা হবে। বর্তমানে ইউটিউব পডকাস্টের সেবা শুধু যুক্তরাষ্ট্রে পাওয়া গেলেও এ বছরের মধ্যেই তা বৈশ্বিকভাবে পাওয়া যাবে।

গুগল পডকাস্ট গুগলের তৃতীয় পডকাস্টিং পরিষেবা। এর আগের দুটি হলো—গুগল রিডারের গুগল লিসেন (২০০৯–২০১২) এবং গুগল প্লে মিউজিক পডকাস্ট (২০১৬–২০২০)। গুগল পডকাস্টের যাত্রা শুরু হয় ২০১৬ সালে। তবে, শুধু মোবাইল গুগল সার্চ ব্যবহারের মাধ্যমেই এ সেবা ব্যবহার করা যেত বলে তা ব্যাপক সমালোচিত হয়।

গুগল অ্যাপে কোনো পডকাস্ট খুঁজলে ফলাফল হিসেবে প্রত্যেক পর্বের পাশে একটি প্লে বাটন দেখা যেত, কিন্তু সাবস্ক্রাইব করার কোনো সুবিধা ছিল না। অ্যান্ড্রয়েড গুগল পডকাস্ট দুই বছর পর সাবস্ক্রিপশন সুবিধাটি আনলেও তা ২০২০ সালে আইওএস অ্যাপ আসার আগে তেমন সুবিধা দিতে পারেনি।

গুগল পডকাস্টের ৮ বছর হলেও তা তেমন জনপ্রিয় হয়ে উঠতে পারেনি। ইউটিউব বলছে, ‘গবেষণা প্রতিষ্ঠান এডিসনের মতে, যুক্তরাষ্ট্রের পডকাস্ট ব্যবহারকারীদের মধ্যে ২৩ শতাংশ ইউটিউব ব্যবহার করেন এবং মাত্র ৪ শতাংশ গুগল পডকাস্ট ব্যবহার করেন।’

ইউটিউব প্রিমিয়াম লাইট

ইউটিউব প্রিমিয়াম লাইটও গুগল পডকাস্টের পরিণতি বরণ করতে যাচ্ছে। ইউটিউব প্রিমিয়াম ব্যবহারের মাধ্যমে বিজ্ঞাপন ছাড়াই ইউটিউব ও ইউটিউব মিউজিক ব্যবহার করা যায়। ইউটিউব প্রিমিয়ামের লাইট সংস্করণ ব্যবহারের মাধ্যমে শুধু ইউরোপেই বিজ্ঞাপন ছাড়া ইউটিউব ভিডিও দেখা যেত।

এর জন্য ব্যবহারকারীদের খরচ করতে হতো মাসিক প্রায় ৭ ইউরো, যেখানে মূল সংস্করণের জন্য গুনতে হতো প্রায় ১২ ইউরো। সীমিত কয়েকটি দেশে এ সেবা চালু হওয়ায় অনেকেই এর সম্পর্কে জানেন না। শুধু বেলজিয়াম, ডেনমার্ক, ফিনল্যান্ড, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, নরওয়ে এবং সুইডেনেই ইউটিউব প্রিমিয়াম লাইট সেবাটি চালু ছিল।

ব্যয়বৃদ্ধির কারণে নিয়মিত ইউটিউব প্রিমিয়ামের সাবস্ক্রিপশন খরচ গত জুলাইয়ে বেড়ে হয়েছে ১৪ ডলার। সবার জন্য এ দাম কার্যকর করতে হলে ব্যবহারকারীদের কম খরচের সুবিধা বন্ধ করে দেওয়া ছাড়া উপায় নেই।

বর্তমানে যত ইউটিউব প্রিমিয়াম লাইট ব্যবহারকারী আছেন তাঁদের সবার কাছে একই ই–মেইল গেছে। মেইলে বলা হয়েছে, চলতি বছরের ২৫ অক্টোবর তাঁদের বর্তমান সাবস্ক্রিপশনের মেয়াদ শেষ হয়ে যাবে এবং যদি তাঁরা আগের মতো বিজ্ঞাপন ছাড়া ইউটিউব দেখতে চান তবে তাঁদের পূর্ণ অর্থ পরিশোধ করতে হবে।

বেসিক জিমেইল

বন্ধ হয়ে যাওয়ার তালিকায় তিন নম্বরেই রয়েছে বেসিক জিমেইল এইচটিএমএল ভিউ। ওয়েব ভার্সনের ডিফল্ট জিমেইল খুবই জটিল ও ভারী, এ কারণে সব ব্রাউজারে সহজে লোড হয় না। আবার ইন্টারনেটের গতি কম থাকলেও সমস্যায় পড়তে হয়। সবাই যাতে জিমেইল ব্যবহার করতে পারেন সে জন্য ‘বেসিক এইচটিএমএল’ সংস্করণ রয়েছে।

ইন্টারনেট সংযোগ ভালো না হলে এবং ডিফল্ট জিমেইল লোড হতে সমস্যা হলে, ব্যবহারকারীদের বেসিক এইচটিএমএল মোডে যাওয়ার অপশন থাকে।

তবে এখন আর ব্রাউজারের সামঞ্জস্য বজায় রাখার ঝামেলা নেই। ইন্টারনেটের গতিও সব জায়গায় বেশ ভালো। তাই ২০২৪ সালের জানুয়ারিতেই বন্ধ করে দেওয়া হচ্ছে জিমেইলের এইচটিএমএল ভিউ।

এর মধ্যে গুগলের জিমেইলের নকশা বহুবার পরিবর্তন করা হলেও বেসিক এইচটিএমএলে কোনো পরিবর্তন আসেনি। তাই জাভাস্ক্রিপ্ট ও হোয়াইট স্পেস আসার আগে ই–মেইল দেখতে কেমন ছিল তার ঝলক এখনো পাওয়া যায় বেসিক এইচটিএমএলে।

বেসিক এইচটিএমএলে শুধু যে নকশা অপরিবর্তনীয় রয়ে গেছে তাই নয়, এতে অফলাইন সাপোর্ট, লেবেল কালার, এনক্রিপ্টেড ই–মেইল এবং ই–মেইল শিডিউল করার মতো সুবিধাগুলোও অনুপস্থিত। এমনকি পেজের নিচের ‘টিপস’ অপশনটিও হালনাগাদ করা হয়নি।

তবে স্ক্রিন রিডার অপশনের জন্য বেসিক এইচটিএমএল সংস্করণটি দৃষ্টিশক্তিহীনদের কাছে বেশ জনপ্রিয়।

Post by- জুমবাংলা নিউজ ডেস্ক my site: itmelas.blogspot.com

Address

Bangladesh, Dhaka
Khulna

Alerts

Be the first to know and let us send you an email when Lsn Nasim Bd-Internastional posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Lsn Nasim Bd-Internastional:

Share