Saidur Rahman ImRan

Saidur Rahman ImRan জীবন সৃষ্টির স্রেষ্ট উপহার,
নিজেকে নষ্ট হতে দিও না।🙏🥰❤️

ধান চাষের জন্য ভূমি চাষ চলছে।
07/07/2025

ধান চাষের জন্য ভূমি চাষ চলছে।

ইদানীং কাছের মানুষদের চেনা,বড্ড এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে।                                  (সংগ্রহীত)
29/06/2025

ইদানীং কাছের মানুষদের চেনা,
বড্ড এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে।

(সংগ্রহীত)

কার টাকা কিডা খায়,টাকায় কি আর নাম লেখা থায়⁉️
27/06/2025

কার টাকা কিডা খায়,
টাকায় কি আর নাম লেখা থায়⁉️

🎬 দাগী  (২০২৫)মুভিটা দেখে হৃদয়ে দাগ কেঁটে দিলো।   #দাগী    #2025
16/06/2025

🎬 দাগী (২০২৫)
মুভিটা দেখে হৃদয়ে দাগ কেঁটে দিলো।

#দাগী #2025

যাদেরকে আমরা মানুষ বলি,তারা আসলেই মানুষ নয়।মানুষের ছোল ধরে আছে!
15/06/2025

যাদেরকে আমরা মানুষ বলি,
তারা আসলেই মানুষ নয়।
মানুষের ছোল ধরে আছে!

নদীর বেলে মাছ, দেখে ভালো লাগলো তাই এমনি 😜
14/06/2025

নদীর বেলে মাছ, দেখে ভালো লাগলো
তাই এমনি 😜

ব্যর্থ সমাজ চিনবেন কিভাবে? ১২ টি লক্ষণ আছে যা দেখে আপনি ব্যর্থ সমাজ চিনতে পারবেন:১. ব্যর্থ সমাজে মানুষ জ্ঞান-বিজ্ঞানে জে...
10/06/2025

ব্যর্থ সমাজ চিনবেন কিভাবে? ১২ টি লক্ষণ আছে যা দেখে আপনি ব্যর্থ সমাজ চিনতে পারবেন:

১. ব্যর্থ সমাজে মানুষ জ্ঞান-বিজ্ঞানে জেগে ওঠে না, জেগে ওঠে হুজুগে। সেখানে বই পড়া, মুক্তচিন্তা, বিজ্ঞানচর্চার অভ্যাস কম থাকে।

২. ব্যর্থ সমাজে মানুষ অর্থহীন সস্তা বিনোদনের পিছনে ছোটে। ফলে সস্তা বিনোদন দিয়েও এক শ্রেণীর মানুষ রাতারাতি প্রচুর জনপ্রিয়তা পায়।

৩. ব্যর্থ সমাজে দুর্নীতিবাজদের সবচেয়ে সফল মানুষ হিসেবে গণ্য করা হয়। লোকের চোখে তারাই রোল মডেল।

৪. ব্যর্থ সমাজে অশিক্ষিতরা আপনার ভাগ্য নির্ধারণ করার দায়িত্ব নেয়। মানুষ শিক্ষাকে কম, টাকা আর ক্ষমতাকে বেশি মূল্যায়ন করে।

৫. ব্যর্থ সমাজে প্রতিটি চিন্তাশীল মানুষের বিপরীতে হাজার হাজার বোকার হদ্দ থাকে এবং প্রতিটি সচেতন শব্দের বিপরীতে থাকে শত শত পচনশীল শব্দ।

৬. ব্যর্থ সমাজে উদ্যোক্তার চেয়ে চাকরিজীবীর দাম বেশি হয়। সেখানে উদ্যোক্তাদের কেউ সম্মান করে না।

৭. ব্যর্থ সমাজে চিন্তাশীল ব্যক্তির মূল্য বা ওজন কেউ বোঝে না। যে কঠিন সত্য বলে বাস্তবতাকে জাগিয়ে তোলার চেষ্টা করে তাকে কেউ গ্রহণ করে না।

৮. ব্যর্থ সমাজে তরুণ প্রজন্মের সামনে মহৎ কোনো লক্ষ্য থাকে না। যুবসমাজ সেখানে শর্টকাটে বড়লোক হবার রাস্তা খোঁজে।

৯. ব্যর্থ সমাজে সংখ্যাগরিষ্ঠ মানুষ হয় নির্বোধ। সমাজের তুচ্ছ বিষয় নিয়ে মানুষ আলোচনায় মেতে থাকে, মূল টপিকগুলো হারিয়ে যায়।

১০. ব্যর্থ সমাজে অর্থহীন তত্ত্ব দিয়ে মানুষকে দিনের পর দিন নেশাগ্রস্ত করে রাখা হয়। লোকজন এই নেশা কাটিয়ে উঠে সৃষ্টিশীল কাজে মনোনিবেশ করতে পারে না।

১১. ব্যর্থ সমাজে প্রতিটি গুরুত্বপূর্ণ বিষয়ে সবার একটি করে মতামত থাকে, কারণ সবাই সেখানে সবজান্তা!

১২. ব্যর্থ সমাজে মানুষ সমস্যার উপর দিয়ে ভেসে বেড়ায়, কিন্তু গভীরে প্রবেশ করতে পারে না। সমস্যা সমাধানের চেয়ে অন্যের ঘাড়ে দোষ চাপাতে সবাই বেশি সিদ্ধহস্ত হয়।

#সংগৃহীত

এ অপেক্ষার মধ্যবর্তী সময়টুকুই মূলত জীবন
03/06/2025

এ অপেক্ষার মধ্যবর্তী সময়টুকুই মূলত জীবন

ঝুম বৃষ্টি...
17/05/2025

ঝুম বৃষ্টি...

হায়রে পুরুষ, মেয়ে দেখলেই বেহুশ!
14/05/2025

হায়রে পুরুষ,
মেয়ে দেখলেই বেহুশ!

27/04/2025

শিল্পীতো এমনই হয়, যাকে প্রসংশা না করে উপায় নাই 🌸❤️

Address

Paikgacha
Khulna

Website

Alerts

Be the first to know and let us send you an email when Saidur Rahman ImRan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Saidur Rahman ImRan:

Share

Category