Jannati KafelaKafela জান্নাতী কাফেলা

12/12/2024

জামায়াতে ইসলামী ইসলামি ছাত্র শিবিরের রাস্তা সংস্কার

11/12/2024

আমরা কেন জামায়াতের সাথে পারছি না? -প্রশ্ন মীর্জা ফখরুলের

(বক্তব্য লিংক কমেন্টে)

11/12/2024

শিবিরের সাথী/ সদস্য শপথ একবার যে ছেলে নিয়েছে আজীবন সে জ্বলবে। বিশেষ করে যারা সংগঠনে নেই। মুরব্বি সংগঠনেও নেই। শিবির থেকে অন্যদলে গেলেও তার রক্ষা নেই। যতদিন বেঁচে থাকবে তার জীবন শিবির জামায়াত করতে করতেই পার হবে।

ধরেন এক সময় কেউ শিবির করতো। সংগঠনের সাথী অথবা সদস্য ছিলেন। যেকোনো কারনে দল ছেড়ে চলে গেছেন। এখন ভিন্ন দল করেন অথবা জামায়াত শিবিরের শত্রু দল করেন অথবা দল বাদ দিয়া বুদ্ধিজীবী টাইপ কিছু হইতে চান। নিজের পথ, নিজের আমল সব ভিন্ন দিকে নিয়ে গেছেন। নিজের স্ত্রী পরিবার ঠিকঠাক পর্দাও করেন না। তারপরও জীবনে কোন একবার সাথী শপথ নিয়ে ফেলাতে নিজেকে পুরোপুরি বর্তমান যায়গায় রাখতে পারেন না। ভিতরে প্রচন্ড অনুশোচনা কাজ করে। সেই অনুশোচনা থেকে জামায়াত শিবিরকে কিছুক্ষন গালাগাল করবে। মনের যন্ত্রনা মেটানোর এটাই সেই ভাইদের প্রধান হাতিয়ার।

নিজের কর্মীকে দেখলো সংগঠনের খুব ভাল যায়গায়। মেনে নিতে পারে না। আমার এত যোগ্যতা থাকার পরেও কেনো টিকতে পারিনি এই আফসোস তাদের প্রচন্ড যন্ত্রনা দেয়। তখন কাওকে গালাগাল করতে ইচ্ছা করলে জামায়াত শিবিরকে করবে, কারো প্রশংসা করতে চাইলে শিবিরকে করবে। জামায়াত শিবির নিয়ে কেউ মিথ্যা বাজে কথা বললে কাউন্টার দিবে। জামায়াত শিবিরের কমন ইন্টারেস্ট নিয়ে কাজ করবে। মাঝে মাঝে অতি জামায়াত শিবির হয়ে হাজির হবে। জামায়াতকে গালি দিবে আবার জামায়াত নেতাদের জুডিশিয়াল কিলিং এর বিচার চেয়ে সবার আগে হাজির হবে। মুল কথা হইলো, মনের অজান্তে সাবেক সাথী ভাইটি শয়নে স্বপনে জাগরনে, বুদ্ধিজীবিতায়, গালাগালিতে, লেখালেখিতে শিবির ছেড়ে বের হইতে পারে না। নিজের বর্তমান দল, বর্তমান কাজ নিয়ে যতটুকু আলাপ বা সময় দেওয়া প্রয়োজন সেটা না দিয়ে জামায়াত শিবিরের কথা ভেবে ভেবে সময় পার করে দেয়।

এই ভাইদের মতামতে অনেকে গালাগাল করে। আজেবাজে কথা বলেন। আমি এই কাজটা না করার চেষ্টা করি। তার যন্ত্রনাকে সন্মান জানাই। মুল কথা আমি এই ভাইদের ওউন করি। জামায়াত শিবিরের কেন্দ্র থেকেও এই ভাইদের ওউন করে।

শপথ ছেড়ে চলে যাওয়ার যাতনায় ভুগতে থাকা ভাইটি যদি গালাগাল করে কিছু শান্তি পায় পাইতে দেওয়া দেওয়া উচিত। যিনি এই যাতনায় আছেন তিনিই বুঝতে পারেন কতটা যন্ত্রনার সেই যাতনা... :

©️কমরেড মাহমুদ

প্রথম দেখায় মনে হবে এইটা কোন হরর মুভির দৃশ্য কিন্তু না এইটা সিরিয়ার আয়নাঘরের বন্দীর দৃশ্য, 😭সংগৃহীত!..
10/12/2024

প্রথম দেখায় মনে হবে এইটা কোন হরর মুভির দৃশ্য
কিন্তু না এইটা সিরিয়ার আয়নাঘরের বন্দীর দৃশ্য, 😭

সংগৃহীত!..

আলহামদুলিল্লাহ শামের বিজয়! শামের বিজয় হযরত মাহদি রা. আগমনের প্রধান প্রেক্ষাপট৷ এখানেই হযরত ঈসা আ. অবতরণ করবেন৷প্রিয় ভূম...
08/12/2024

আলহামদুলিল্লাহ শামের বিজয়!
শামের বিজয় হযরত মাহদি রা. আগমনের প্রধান প্রেক্ষাপট৷ এখানেই হযরত ঈসা আ. অবতরণ করবেন৷

প্রিয় ভূমি শামকে ভালোবাসি।💙

শামকে ভালোবাসার জন্য এতটুকুই যথেষ্ট যে, প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুআ করেছেন- আল্লাহুম্মা বারিক লানা ফী শামিনা- হে আল্লাহ, আমাদের শামে বরকত দান করুন৷ 💚

নবীজি শামকে যখন বলেন 'আমাদের শাম', তখন একে ভালো না বেসে কি পারা যায়?

আল্লাহ মু*জা*হি*দীন ভাইদের হিম্মত,কুওয়াত ও নুসরত আরো বাড়িয়ে দিন৷💝

08/12/2024
08/12/2024

আলহামদুলিল্লাহ
সিরিয়া বিজয়।✌️✌️✌️✌️✌️
মুসলমানদের বিজয় অব্যাহত থাকুক।
আমিন

শ্রীলঙ্কা থেকে বাংলাদেশ, বাংলাদেশ হতে কোরিয়াকোরিয়া জাতীয় সংসদের বর্তমান ছবি..
07/12/2024

শ্রীলঙ্কা থেকে বাংলাদেশ, বাংলাদেশ হতে কোরিয়া

কোরিয়া জাতীয় সংসদের বর্তমান ছবি..

ভারতের সাথে চলমান অবস্থা বিদ্যমান থাকলে আমাদের যা যা লাভ হবে-১) দেশের বিলিয়ন ডলারের মুদ্রা পাচার বন্ধ হবে। ২) দেশের চিকি...
06/12/2024

ভারতের সাথে চলমান অবস্থা বিদ্যমান থাকলে আমাদের যা যা লাভ হবে-
১) দেশের বিলিয়ন ডলারের মুদ্রা পাচার বন্ধ হবে।
২) দেশের চিকিৎসা ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটবে।
৩) দেশের জিডিপি বেড়ে যাবে।
৪) দেশের মাথাপিছূ আয় বেড়ে যাবে।
৫) দেশে মানব পাচার কমে যাবে।
৬) স্বর্ণ চোরাচালান কমে যাবে।
৭) ইয়াবা, ফেনসিডিলের আগমন কমে যাবে।
৮) চীনের সাথে সম্পর্ক আরো গভীর হবে,
৯) দেশের পযর্টন শিল্পের উন্নতি ঘটবে,
১০) দেশের সামরিক শক্তির উন্নতি ঘটবে,
১১) দেশে ফ্যাসিস্ট এবং ভারত প্রেমিকের সংখ্যা কমে যাবে,
১২) জনগনের মধ্যে ঐক্য আরো দৃঢ় হবে,
১৩) আলু পিয়াজসহ সকল ভারত নির্ভর আমদানী পণ্যের উৎপাদন বৃদ্ধি পাবে এবং স্বয়ংসম্পূর্ণতা অর্জনের সুযোগ তৈরি হবে,
১৪) বিকল্প আমাদানীর পথ প্রশস্ত হবে, এতে এক দেশের প্রতি অতি নির্ভরশীলতা হ্রাস পাবে।

আমাদের যা যা ক্ষতি হবে-
১) বড় প্রতিবেশীর সাথে সম্পর্ক খারাপের কারনে সাময়িক সময়ের জন্য দেশের অর্থনৈতিক অবস্থা ভাল থাকবে না, এতে জিনিসপত্রের দাম বেড়ে যাবে।
২) বেশি কঠিন রোগী থাকলে চিকিৎসায় কিছুটা ব্যঘাত ঘটবে,
৩) ভারত হয়ে যে সব দেশের ভিসা নিতে হয়, তাতে বাধাপ্রাপ্ত হবে,
৪) দেশে ভারতের দালালেরা ব্যাপক মনো:কষ্টে ভুগবে।

বিঃদ্রঃ নিজের পায়ে দাড়াতে শিখুন, ভারতের গোলামী ছাড়ুন।

এই একতার বাংলাদেশ দেখতে চায় এদেশের ছাত্রজনতা।আজ জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একই মঞ্চে সব দলমতের ছাত্রনেতারা।
06/12/2024

এই একতার বাংলাদেশ দেখতে চায় এদেশের ছাত্রজনতা।

আজ জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একই মঞ্চে সব দলমতের ছাত্রনেতারা।

06/12/2024

আমিরে জামায়াতের কান্না মুখরিত বক্তব্য

আমাদের ভাইয়েরা ♥️ ,,,  সম্পর্কে দশটি অজানা তথ্য১. প্রতিষ্ঠা এবং ইতিহাস: বিএমডব্লিউ, বায়ারিশে মোটরেন ওয়ার্ক এজি, ১৯১৬ স...
05/12/2024

আমাদের ভাইয়েরা ♥️

,

,
,

সম্পর্কে দশটি অজানা তথ্য
১. প্রতিষ্ঠা এবং ইতিহাস: বিএমডব্লিউ, বায়ারিশে মোটরেন ওয়ার্ক এজি, ১৯১৬ সালে মিউনিখ, জার্মানিতে প্রতিষ্ঠিত হয়েছিল, প্রথমে বিমানের ইঞ্জিন উৎপাদন করে। কোম্পানী 1920 এর দশকে মোটর সাইকেল উৎপাদনে রূপান্তরিত হয় এবং অবশেষে 1930 এর দশকে অটোমোবাইলে পরিণত হয়।
২। আইকনিক লোগো: বিএমডব্লিউ লোগো, যাকে প্রায়শই "রাউন্ডেল" বলা হয়, একটি কালো আংটি নিয়ে গঠিত যা নীল এবং সাদা চার চতুর্থাংশ দিয়ে ছেদ করে। এটি বিমানের কোম্পানির উত্সকে প্রতিনিধিত্ব করে, নীল এবং সাদা একটি স্পষ্ট নীল আকাশের বিরুদ্ধে একটি ঘূর্ণন প্রপেলার প্রতীক।
৩। প্রযুক্তিতে উদ্ভাবন: বিএমডব্লিউ অটোমোটিভ প্রযুক্তিতে উদ্ভাবনের জন্য বিখ্যাত। এটি ২০১৩ সালে বিশ্বের প্রথম বৈদ্যুতিক গাড়ি, বিএমডব্লিউ আই৩ চালু করে, এবং উন্নত ড্রাইভিং সহায়তা সিস্টেম (এডিএএস) এবং হাইব্রিড পাওয়ারট্রেন উন্নয়নে একজন নেতা হয়েছে।
৪. কর্মক্ষমতা এবং মোটরস্পোর্ট হেরিটেজ: মোটরস্পোর্টে বিএমডব্লিউ এর একটি শক্তিশালী ঐতিহ্য আছে, বিশেষ করে ভ্রমণের গাড়ি এবং ফর্মুলা 1 রেসিং এ। ব্র্যান্ড এর এম বিভাগ তাদের নিয়মিত মডেলগুলির উচ্চ-পারফরম্যান্স সংস্করণ তৈরি করে, যা তাদের নির্ভুলতা ইঞ্জিনিয়ারিং এবং উত্তেজনাপূর্ণ ড্রাইভিং গতিশীলতার জন্য পরিচিত।
৫। বিশ্বব্যাপী উপস্থিতি: বিএমডব্লিউ একটি বিশ্বব্যাপী অটোমোটিভ কোম্পানি
৬. বিলাসিতা এবং নকশা: বিএমডব্লিউ বিলাসিতা এবং স্বতন্ত্র নকশার সমার্থক, কারুশিল্প যা আধুনিক প্রযুক্তি এবং আরামের সাথে কমনীয়তা মিশ্রিত করে।
৭. টেকসই অনুশীলন: বিএমডব্লিউ স্থায়িত্বের জন্য প্রতিশ্রুতিবদ্ধ, তার যানবাহনের মধ্যে পরিবেশ বান্ধব উপকরণ এবং উৎপাদন প্রক্রিয়া অন্তর্ভুক্ত করে, পাশাপাশি বিএমডব্লিউ আই৪ এবং আইএক্স এর মত মডেলের সঙ্গে বৈদ্যুতিক যানবাহন প্রযুক্তির অগ্রগতি।
৮. গ্লোবাল ম্যানুফ্যাকচারিং: বিএমডব্লিউ বিশ্বব্যাপী অসংখ্য প্রোডাকশন সুবিধা পরিচালনা করে, যার মধ্যে আছে জার্মানি, মার্কিন যুক্তরাষ্ট্র, চীন এবং অন্যান্য দেশ আছে, যাতে একটি বিশ্বব্যাপী পৌঁছানোর এবং স্থানীয় উত্পাদনের নিশ্চিত হয়।
৯। ব্র্যান্ড পোর্টফোলিও: এর বিখ্যাত বিএমডব্লিউ ব্র্যান্ড ছাড়াও, কোম্পানী মিনি এবং রোলস-রয়েস এর মালিক, বিভিন্ন ধরণের অটোমোটিভ স্বাদ এবং বিলাসবহুল সেগমেন্টস সরবরাহ করে।
১০। সাংস্কৃতিক প্রভাব: বিএমডব্লিউ এর গাড়িগুলি প্রায়ই সাংস্কৃতিক আইকন হয়ে ওঠে।

Address

Khulna

Telephone

+8801772936031

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jannati KafelaKafela জান্নাতী কাফেলা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share