AKN WEB Tv

AKN WEB Tv ভালোবাসা দিলে ভালোবাসা বাড়ে...... 💛🌼
🥰🥰 আমার পরিবারের সবাইকে স্বাগতম 🥰🥰
(4)

যদি এমন থিমের হত ১০০০ টাকা?!  ⏩↙️🟢💐
09/06/2025

যদি এমন থিমের হত ১০০০ টাকা?!
⏩↙️🟢💐

শুভ বিকেল
09/06/2025

শুভ বিকেল

কেমন আছেন সবাই শুভ দুপুর ❤️
09/06/2025

কেমন আছেন সবাই শুভ দুপুর ❤️

সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা রইলো 🌹ঈদ মোবারক 🕌
07/06/2025

সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা রইলো 🌹
ঈদ মোবারক 🕌

শুভ সন্ধ্যা
06/06/2025

শুভ সন্ধ্যা

ফিজির এই নোটটি সত্যি মনোমুগ্ধকর। এটি একটি পলিমার ব্যাংকনোট
06/06/2025

ফিজির এই নোটটি সত্যি মনোমুগ্ধকর।
এটি একটি পলিমার ব্যাংকনোট

শুভ রাত্রি ❤️
05/06/2025

শুভ রাত্রি ❤️

একদিন এক ইঁদুর খাবার খুঁজতে খুঁজতে রাজার ঘরে প্রবেশ করল। সেখানে কোনো খাওয়ার জিনিস না পেয়ে সে একটি হীরার টুকরো গিলে ফেলল...
04/06/2025

একদিন এক ইঁদুর খাবার খুঁজতে খুঁজতে রাজার ঘরে প্রবেশ করল। সেখানে কোনো খাওয়ার জিনিস না পেয়ে সে একটি হীরার টুকরো গিলে ফেলল। এদিকে হীরা চুরি হওয়ার কারণে রাজপ্রাসাদে হুলুস্থুল কাণ্ড বেধে গেল!

রাজামশাই জ্যোতিষীকে ডাকলেন। গণনা করে জ্যোতিষী বলল, হীরার টুকরোটি একটি ইঁদুর খেয়ে ফেলছে।

সেনাপতি হীরা উদ্ধারের জন্য ঢেঁড়া পিটিয়ে পুরস্কার ঘোষণা করল। এরপর এক শিকারী রাজসভায় এসে বলল, সে ইঁদুর মেরে হীরা উদ্ধার করবে।

শিকারী যখন ইঁদুরটির খোঁজে বের হলো তখন দেখতে পেল, হাজার হাজার ইঁদুর একে অন্যের সাথে দল বেঁধে রয়েছে। আর একটা মাত্র ইঁদুর সবার থেকে আলাদা এক জায়গায় একটি ইটের ওপর বসা যেন সে সিংহাসনে বসে আছে।

শিকারী তখন ওই ইঁদুরটিকে হত্যা করে তার পেট চিরে হীরার টুকরো বের করে রাজার হাতে তুলে দিল।

রাজামশাই অনেক খুশি হয়ে শিকারীকে তার প্রাপ্য পুরস্কার বুঝিয়ে দিয়ে জিজ্ঞাসা করলেন, হাজার হাজার ইঁদুরের মধ্যে তুমি কিভাবে বুঝলে যে ওই ইঁদুরটাই হীরা চুরি করেছে?

শিকারী মৃদু হেসে জবাব দিল, এটা খুবই সহজ মহারাজ! মূর্খ যখন হঠাৎ বিত্তবান হয়ে যায়, তখন নিজেকে অন্যের থেকে আলাদা মনে করে, নিজের জাতির সঙ্গে চলাফেরা এবং মেলামেশা বন্ধ করে দেয়। এই মূর্খ ইঁদুরটাও তাই করেছিল। হীরা চুরি করে নিজেকে সবচেয়ে ধনী এবং ইঁদুরদের রাজা ঘোষণা করে আলাদা ভাবে বসে ছিল।

নীতিকথা: হঠাৎ অর্থাগমে স্বজন বা বন্ধু-বান্ধব ভুলে গেলে ধ্বংস সন্নিকটে।

জীবনের ৪২টি শিক্ষা(রেজিনা ব্রেট, ৯০ বছর বয়সে লেখা)জীবনের অভিজ্ঞতা থেকে পাওয়া এই মূল্যবান শিক্ষা গুলো এমন কিছু, যা আমাদের...
04/06/2025

জীবনের ৪২টি শিক্ষা
(রেজিনা ব্রেট, ৯০ বছর বয়সে লেখা)

জীবনের অভিজ্ঞতা থেকে পাওয়া এই মূল্যবান শিক্ষা গুলো এমন কিছু, যা আমাদের প্রত্যেকেরই অন্তত সপ্তাহে একবার পড়া উচিত।

১. জীবন সবসময় ন্যায্য হয় না, তবে তারপরও এটা সুন্দর।
২. যখন সিদ্ধান্ত নিতে পারো না, তখন ছোট একটা পদক্ষেপ নাও।
৩. জীবন খুব ছোট – তাই উপভোগ করো।
৪. অসুস্থ হলে তোমার চাকরি পাশে দাঁড়াবে না, পাশে থাকবে পরিবার আর বন্ধু।
৫. প্রতি মাসে ক্রেডিট কার্ডের দেনা শোধ করো।
৬. সব তর্কে জেতা জরুরি নয়। নিজের প্রতি সৎ থাকো।
৭. কারো সঙ্গে কাঁদো – একা কাঁদার চেয়ে তা বেশি প্রশান্তিদায়ক।
৮. প্রথম বেতন থেকেই অবসরকালীন সঞ্চয় শুরু করো।
৯. চকোলেটের প্রতি দুর্বলতা স্বাভাবিক – প্রতিরোধ করতে যেয়ো না।
১০. অতীতকে মেনে নাও, যাতে তা বর্তমানকে প্রভাবিত না করে।
১১. তোমার সন্তানদের সামনে কাঁদা ঠিক আছে।
১২. অন্যের জীবনের সঙ্গে নিজের তুলনা করো না – কারো পথচলা তুমি জানো না।
১৩. সম্পর্ক লুকিয়ে রাখতে হলে, সেটা ঠিক সম্পর্ক নয়।
১৪. গভীর শ্বাস নাও – এটা মনকে শান্ত করে।
১৫. অপ্রয়োজনীয় জিনিস ফেলে দাও – বাড়তি বোঝা জীবনকে ভারী করে।
১৬. যেটা তোমাকে ভাঙে না, সেটাই তোমাকে আরও শক্ত করে তোলে।
১৭. সুখী হতে কখনোই দেরি হয় না – এটা পুরোপুরি তোমার উপর নির্ভর করে।
১৮. যা ভালোবাসো, তার পেছনে লেগে থাকো – “না” শুনে থেমো না।
১৯. বিশেষ দিনের জন্য কিছু রেখে দিও না – আজই বিশেষ।
২০. বেশি প্রস্তুতি নাও, তারপর প্রবাহের সঙ্গে চলো।
২১. অদ্ভুত হও এখনই – বয়সের অপেক্ষা করো না।
২২. সবচেয়ে গুরুত্বপূর্ণ 'মন' – সেখানেই সব শুরু।
২৩. তোমার সুখের দায়িত্ব একমাত্র তোমার।
২৪. প্রতিটা বিপর্যয়কে ভেবো – “৫ বছর পর এটা কি গুরুত্বপূর্ণ থাকবে?”
২৫. সবসময় জীবনকেই বেছে নাও।
২৬. ক্ষমা করো, তবে ভুলে যেও না।
২৭. অন্যরা তোমার সম্পর্কে কী ভাবে, সেটা তাদের ব্যাপার – তোমার নয়।
২৮. সময় অনেক কিছু সারিয়ে তোলে – সময়কে সময় দাও।
২৯. ভালো বা খারাপ – সব পরিস্থিতিই বদলাবে।
৩০. নিজেকে খুব বেশি গুরুত্ব দিও না – কেউ দেয় না।
৩১. অলৌকিকতার উপর বিশ্বাস রাখো।
৩২. জীবন হিসাব করে কাটিও না – প্রতিটা মুহূর্তে উপস্থিত থেকো।
৩৩. বেঁচে থেকে বার্ধক্যে পৌঁছানোই সৌভাগ্য।
৩৪. তোমার সন্তানের শৈশব একটাই – সেটা উপভোগ করো।
৩৫. জীবনের শেষে আসলে একটাই ব্যাপার গুরুত্বপূর্ণ – তুমি কতটা ভালোবেসেছিলে।
৩৬. প্রতিদিন বাইরে যাও – অলৌকিকতা চারদিকে ছড়িয়ে আছে।
৩৭. যদি সবাই তার সমস্যাগুলো এক জায়গায় রাখে, তাহলে তুমি তোমারটাই ফেরত নিতে চাইবে।
৩৮. হিংসা করে সময় নষ্ট করো না – যা আছে তাইকে গ্রহণ করো।
৩৯. সামনে আরও ভালো কিছু অপেক্ষা করছে।
৪০. যেমনই মনে হোক, উঠে দাঁড়াও, সাজো, এবং উপস্থিত থেকো।
৪১. কখনো কখনো পথ ছেড়ে দিতে জানতে হয়।
৪২. জীবন উপহারের মতো মোড়ানো না হলেও, এটা এখনো এক অনন্য উপহার।

এই উপদেশগুলো জীবনের পথে বারবার আলো দেখাবে – যতবার পড়বে, ততবার নতুন কিছু শিখবে।

"সমাজ যেভাবে চায়, সেভাবে নয়, তোমার জীবনকে তুমি যেভাবে চাও সেভাবে রাখো।"
04/06/2025

"সমাজ যেভাবে চায়, সেভাবে নয়, তোমার জীবনকে তুমি যেভাবে চাও সেভাবে রাখো।"

শুভ দুপুর ❤️
04/06/2025

শুভ দুপুর ❤️

Address

Khulna
9310

Website

Alerts

Be the first to know and let us send you an email when AKN WEB Tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to AKN WEB Tv:

Share

Category