
26/06/2025
"...মানুষ বাস্তব থেকে কল্পনাতে সুন্দর.."
জীবনে হারিয়েছি অনেক কিছু কখনো স্বপ্ন, কখনো প্রিয় সম্পর্ক, হারিয়েছি অনেক প্রিয় মুহূর্ত, কখনো হয়ত নিজেকেই, তবু বেচে থাকার শক্তি খুঝে নেই প্রতিটি নতুন সকালে। তবু মাঝে মাঝে মনে হয়, যদি একটু ফিছনে ফিরে যেতে পারতাম, কিছু ঠিক করতে পারতাম হয়তো কিন্তু সেটা কখনো সম্ভব নয়! মানুষ বাস্তব থেকে কল্পনাতে সুন্দর, বাস্তব বড় কঠিন! হারিয়ে গেছে সময় রয়ে গেছে কষ্ট! হারিয়েছি অনেক কিছু ই, কিন্তু সত্যি কি হারিয়েছি কিছু? যা আমার ছিল তা কি আদৌ আমার ছিল? জীবন যেন প্রশ্ন, যার উত্তর আজও খুঝে বেড়াই, এটাই হয়তো জীবনের আসল মানে, যা হারিয়েছি, তা ফিরে পাবোনা জানি। তবু মাঝে মাঝে মনে হয়, যদি একটু পেছনে ফিরে যেতে পারতাম, কিছু ঠিক করতে
Muhammad Mahin M