SA TV

07/06/2025
২০২৪ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা জুন মাসের দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিত হবে।
05/09/2023

২০২৪ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা জুন মাসের দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিত হবে।

ধর্ষণ মামলার পালাতক আসামি গ্রেফতার পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:পাইকগাছায় ধর্ষণ মামলার পালাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ...
01/09/2023

ধর্ষণ মামলার পালাতক আসামি গ্রেফতার
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:
পাইকগাছায় ধর্ষণ মামলার পালাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার ঢাকা থেকে তাকে গ্রেফতার করে থানার উপ-পুলিশ পরিদর্শক সুজিৎ ঘোষ। বৃহষ্পতিবার সকালে গ্রেফতার ব্যক্তিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। গত ১২ আগষ্ট ধর্ষিতা(৪০) নিজেই বাদী হয়ে খুলনা নারী শিশু ট্রবুনাল আদালতে মামলা করে। বিজ্ঞ বিচারক মামলাটি আমলে নেয়ার জন্য পাইকগাছা থানাকে নির্দেশ দেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক সুজিৎ ঘোষ জানান, উপজেলার চাঁদখালী ইউনিয়নের দেবদুয়ার গ্রামের আব্দুল মজিদের ছেলে জিয়ারুল গাজী(৪০) ৩ বছর ধরে বিয়ের প্রলোভন দেখিয়ে একটি মেয়েকে জিয়ারুল বিভিন্ন জায়গায় নিয়ে ধর্ষণ করে আসছে। মেয়েটি বারবার বিয়ের কথা বলে আসছে। কিন্ত সে বিভিন্ন তালবাহানা করে। গত ১১ অক্টবার বিয়ের কথা বললে সে বাড়ি থেকে পালিয়ে যায়। সে কারণে ১২ অক্টবার পাইকগাছা আদালতে জিয়ারুলের নামে ধর্ষণ মামলা করে মেয়েটি। মামলাটি আমলে নেয়ারজন্য পাইকগাছা থানাকে নির্দেশ দেন। এ ঘটনায় থানায় ধর্ষণ মামলা হয়। ওই মামলায় পুলিশের উপপরিদর্শক সুজিৎ ঘোষ ঢাকা থেকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে।

কিছু প্রয়োজনীয় টিপস জেনে নিন -  (১) এক কাপড়ের রং যাতে অন্য কাপড়ে না লাগে এজন্য কাপড় ভেজানো পানিতে লবন ছড়িয়ে দিন এক ক...
28/08/2023

কিছু প্রয়োজনীয় টিপস জেনে নিন -

(১) এক কাপড়ের রং যাতে অন্য কাপড়ে না লাগে এজন্য কাপড় ভেজানো পানিতে লবন ছড়িয়ে দিন এক কাপড়ের রং অন্য কাপড়ে আর লাগবে না।

(২) আয়না চকচকে করতে ভেজা আয়না শুকনো পত্রিকার পাতা দিয়ে হালকা করে ঘষে নিন দেখুন গ্লাস ক্লিনার লাগবে না। চকচক করবে আয়না।

(৩) বাসনের বসে যাওয়া দাগ দূর করতে টুথপেস্ট ব্যবহার করুন আর ম্যাজিক দেখুন।

(৪) ঘরে ফ্রিজ নেই অথচ পেয়াজঁ দীর্ঘদিন সংরক্ষন করতে হবে? তবে চিন্তা নেই পেয়াজেঁর খোসা ছাড়িয়ে পত্রিকা দিয়ে মুড়ে রাখুন ভালো থাকবে।

(৫) আলু আর পেয়াজঁ এক সাথে স্টোর করবেন না, আলু দ্রুত নষ্ট হয়ে যাবে।

(৬) রান্না করার সময় তরকারিতে লবন বেশি হয়ে গেলে, এক টুকরো আলু ছেড়ে দিন আলু অতিরিক্ত লবন চুষে নেবে।

(৭) তরকারিতে বেশি হলুদ হয়ে গেলে সুপারি ছেড়ে দিন হলুদ ভাব কমে যাবে।

(৮) তরকারিতে বেশি তেল ঢেলে দিয়েছেন? সমস্যা নেই! কয়েক টুকরো বরফ ঠান্ডা তরকারিতে ছেড়ে দিন। বরফ তেল চুষে নিবে। সাথে সাথে বরফ গুলো উঠিয়ে ফেলে দিন।

(৯) ফ্রিজে বাজে গন্ধ লাগলে এক টুকরো লেবু কেটে ফ্রিজে রেখে দিন। বাজে গন্ধটা আর থাকবে না। লেবু ফ্রিজে ভালো গন্ধ ছড়াবে।

(১০) চাউলে যাতে পোকা না ধরে, এজন্য কয়েকটা নিম পাতা চালের পাত্রে রেখে দিন। পোকা ধরবে না।

কিছুই বলার নাই.... চুরির একটা লিমিট আছে!!!চাঁদের দক্ষিণ মেরুতে ভারতের চন্দ্রযান-৩ সফলভাবে অবতরণ করল।এই সংবাদ জানবার পর ব...
27/08/2023

কিছুই বলার নাই.... চুরির একটা লিমিট আছে!!!

চাঁদের দক্ষিণ মেরুতে ভারতের চন্দ্রযান-৩ সফলভাবে অবতরণ করল।এই সংবাদ জানবার পর বাংলাদেশের মানুষ সোশ্যাল মিডিয়াতে তাদের মতামত জানাচ্ছে, তেমনি কিছু মতামত এখানে দিলাম--

১- আপনি জানেন কি, আমেরিকার নাসা (NASA) বা ভারতের ইসরো( ISRO) এর মতই বাংলাদেশে মহাকাশ গবেষণার জন্য একটি সংস্থা আছে,
যার নাম স্পারসো; ( SPARRSO)।

নাসায় কি হয় আমরা সবাই জানি। ভারতের ইসরো আজকে চাঁদে চন্দ্রযান-৩ পাঠালো। আর বাংলাদেশের স্পারসো এর সর্বশেষ দুইটি কাজ হলো,
- শেখ রাসেল দিবস উপলক্ষে মিলাদ আয়োজন।
-শোক দিবস উপলক্ষে দোয়া এবং আলোচনা সভা।

২-ভারত মাত্র ৬১৫ কোটি রুপি (৯০০ কোটি টাকা) খরচ করে চন্দ্র বিজয় করেছে। আর ঢাকার দুই সিটিতে ১৩০০ কোটি টাকা খরচ করে মশা মারতে পারে না।

৩- চন্দ্রযান ৩ ৩.৮৪ লাখ কিমি দূরে চাঁদে পাঠাতে ভারতের সর্বসাকুল্যে বাংলাদেশী টাকায় ৯০০ কোটি টাকা (৬১৫ কোটি রুপি) খরচ হয়েছে।

আর ,বঙ্গবন্ধু স্যাটেলাইট ৩৫ হাজার কি.মি. উপরে পৃথিবীর অরবিটে পাঠাতে বাংলাদেশের খরচ গেছে ৩০০০ হাজার কোটি টাকা!

৪-চন্দ্রযান-৩ মিশনে ভারতের বাজেট ছিলো ৬১৫ কোটি রুপি (৯০০ কোটি টাকা) আর আমাদের ফরিদপুরের ছাত্রলীগ নেতা নিশান একাই বিদেশে পাচার করেছে ২০০০ কোটি টাকা!

৫- চন্দ্রযান-৩ সফল ভাবে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করতে ভারতের খরচ হয়েছে ৯০০ কোটি টাকা।
চট্টগ্রাম কক্সবাজার চার লেনের মহাসড়ক উন্নীত করতে কি.মি. প্রতি বাংলাদেশের খরচ হবে মাত্র ২৭৫ কোটি টাকা।

সর্বশেষ, ভারত ৯০০ কোটি টাকায় চাঁদ জয় করে।
আর বাংলাদেশ সরকার বিমানবন্দর থেকে জিয়ার নাম মুছে ফেলতে খরচ করে ১২০০ কোটি টাকা।

অথচ এই দেশ, মুক্তিযুদ্ধ,জয় বাংলা নিয়ে আমাদের কত গর্ব !

©

যশোর বোর্ডের ইংরেজি ১ম পত্র প্রশ্নের সমাধান।
22/08/2023

যশোর বোর্ডের ইংরেজি ১ম পত্র প্রশ্নের সমাধান।

17/08/2023

আগামী বছর এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারিতে, এইচএসসি পরীক্ষা এপ্রিলে!

ইজিবাইক ছিনতাইকারি চক্র পাইকগাছা থানায় আটক
17/08/2023

ইজিবাইক ছিনতাইকারি চক্র পাইকগাছা থানায় আটক

প্রিয় হুজুরের শেষ ইচ্ছাটাও আমরা পূরণ করতে পারিনি।😥
15/08/2023

প্রিয় হুজুরের শেষ ইচ্ছাটাও আমরা পূরণ করতে পারিনি।😥

14/08/2023

ফেসবুক নিউজফিডে কেবলমাত্র তারই মৃত্যুর খবর😥
এত এত ভালোবাসার মানুষটি আর আমাদের মাঝে নেই।😥 ইন্নালিল্লাহি ওয়াইন্নায়িলাহি রাজিউন।

তীব্র প্রতিবাদ জানাই 😡
07/08/2023

তীব্র প্রতিবাদ জানাই 😡

Address

Khulna
Khulna
9290

Alerts

Be the first to know and let us send you an email when SA TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to SA TV:

Share