23/05/2024
Our Al Aqsa:
‘যদি অন্যান্য মানুষ ছাড়া আল্লাহর নিকট আখিরাতের আবাস শুধু তোমাদের (ইহুদীদের) জন্যই নির্দিষ্ট থাকে, তবে তোমরা মৃত্যু কামনা কর, যদি তোমরা সত্যবাদী হয়ে থাক’।...
ইবনে আব্বাস (রাঃ) এর তফসীর করেছেনঃ মুবাহালা'র প্রতি আহবান। অর্থাৎ, ইয়াহুদীদেরকে বলা হল, যদি তোমরা মুহাম্মাদ (সাঃ)-এর নবুঅতের অস্বীকৃতিতে এবং আল্লাহর সাথে ভালবাসার দাবীতে সত্যবাদী হও, তাহলে 'মুবাহালা' কর। অর্থাৎ, মুসলিম ও ইয়াহুদী উভয়ে মিলে আল্লাহর সমীপে এই দরখাস্ত পেশ কর যে, হে আল্লাহ! উভয়ের মধ্যে যে মিথ্যুক, তাকে মৃত্যু দান কর। সূরা জুমুআহ (৭নং আয়াতে)-তেও এই আহবান তাদেরকে করা হয়েছে। নাজরানের খ্রিষ্টানদেরকেও মুবাহালা'র দাওয়াত দেওয়া হয়েছিল। যেমন, সূরা আলে-ইমরানে তা উল্লেখ করা হয়েছে। কিন্তু খ্রিষ্টানদের মত ইয়াহুদীরাও যেহেতু তাদের দাবীতে মিথ্যাবাদী ছিল, সেহেতু খ্রিষ্টানদের মতই ইয়াহুদীদের ব্যাপারেও মহান আল্লাহ বললেন, এরা কখনো মৃত্যু কামনা (মুবাহালা) করবে না। (তাফসীর ইবনে কাসীর)
সূরা বাকারা: ৯৪-৯৫ আয়াত তাফসীর সহ।
যুক্তরাষ্ট্রের নামীদামি বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণেরা এবার নিপীড়িত ফিলিস্তিনিদের জন্য বিক্ষোভে ফুঁসে উঠেছে। তারা যা করেছে, আরব দেশ-সহ অনেক মুসলিম দেশও তা করতে পারেনি।
অভিশপ্তদের বিরুদ্ধে তাদের বিক্ষোভ যুক্তরাষ্ট্র তো বটেই, গোটা বিশ্বকেই নাড়িয়ে দিয়েছে।
নিউ ইয়র্ক সিটিতে অবস্থিত কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয় বিক্ষোভ। পর্যায়ক্রমে তা মার্কিন যুক্তরাষ্ট্রের অন্তত চল্লিশটি বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়ে। মজার ব্যাপার হলো, এই আন্দোলনে শামিল হয়েছে অনেক ইহুদী শিক্ষার্থীও। তাদের আন্দোলন এতটাই তীব্র ছিল যে, দুই হাজারের অধিক শিক্ষার্থীকে গ্রেফতার করতে বাধ্য হয়েছে মার্কিন প্রশাসন। অনেক শিক্ষার্থীকে করা হয়েছে বহিষ্কার।
তারা প্রমাণ করল, মজলুমের পাশে দাঁড়াবার জন্য মুসলমান হওয়া জরুরি নয়, বিবেকবান মানুষ হওয়াই যথেষ্ট। যদিও আমাদের দেশের ‘বিবেকবান মানুষ’ দাবিকারী কথিত প্রগতিশীলরা এই ইস্যুতে নীরব।
অমুসলিম দেশগুলো শুধু বিক্ষোভই করছে না, কার্যকর বয়কটেও তারা অংশ নিয়েছে। যার ফলে অভিশপ্তদের অনেক বাণিজ্যিক প্রতিষ্ঠান মুখ থুবড়ে পড়েছে।
এভাবেই, কখনো কখনো যখন মুসলিম বিবেক রুদ্ধ হয়ে যায়, তখন মহান আল্লাহ অমুসলিমদের মাধ্যমে তার দীনকে সাহায্য করেন।
জীবন ও ক্যারিয়ার ঝুঁকির মধ্যে ফেলেও মার্কিন তরুণেরা মজলুম মুসলমানদের জন্য যা করল, তা বিশ্ববাসীর জন্য উদাহরণ হয়ে থাকবে। এখান থেকে সারা বিশ্বের মুসলিম যুবকদের শিক্ষা গ্রহণ করা উচিত। আমরা মার্কিন তরুণদের এই সাহসিকতাকে শ্রদ্ধা জানাই।
শায়খ আহমাদুল্লাহ