SoldiEr Life

SoldiEr Life Life means fighting. We are all one great warrior in this war. i am a soldier.
(5)

বৃহস্পতিবার মাগরিব থেকে জুমু'আর দিনের মাগরিবের আগ পর্যন্ত প্রতিটি সেকেন্ড নেকি ও সওয়াবের একেকটি ভান্ডার।অতএব (পুরো সময়ট...
29/05/2024

বৃহস্পতিবার মাগরিব থেকে জুমু'আর দিনের মাগরিবের আগ পর্যন্ত প্রতিটি সেকেন্ড নেকি ও সওয়াবের একেকটি ভান্ডার।
অতএব (পুরো সময়টাতে যত বেশি সম্ভব) রাসূলুল্লাহ ﷺ এর প্রতি দরুদ পাঠ করুন।

— ইমাম ইবনুল কাইয়িম রহিমাহুল্লাহ

🟢 একজন সাহাবি রাসূলকে বলেছিলেন, তিনি তাঁর উপর সর্বদা দরুদ পাঠ করবেন। তখন রাসূলুল্লাহ (ﷺ) তাঁকে বলেছিলেন,

‘‘যদি তুমি তাই করো, তবে তোমার সকল চিন্তা ও উৎকণ্ঠা দূর করা হবে (প্রয়োজন পূরণ হবে) এবং তোমার পাপসমূহ ক্ষমা করা হবে।’’

[তিরমিযি: ২৪৫৭, হাকিম: ২/৪৫৭, হাদিসটি সহিহ]

বস্তুত দরুদ শরিফ পাঠ করলে সহজে দোয়া কবুল হয়ে যায়। হজরত ওমর বিন খাত্তাব (রা.) বলেন, নিশ্চয় বান্দার দোয়া-মোনাজাত আসমান ও জমিনের মাঝখানে ঝুলানো থাকে, তার কোনো কিছু আল্লাহপাকের নিকট পৌঁছে না যতক্ষণ না বান্দা তাঁর নবী (ﷺ) এর প্রতি দরুদ পাঠ করবে। (তিরমিজী শরিফ)।

🔹 শ্রেষ্ঠ দরুদ - দরুদে ইব্রাহিম যা আমরা নামাজের শেষ বৈঠকে পড়ি

🔹 সবচেয়ে ছোট দরুদ - সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম

আসুন আমরা বেশি বেশি দরুদ পাঠ করি এবং ফিলিস্তিনসহ সারাবিশ্বের নির্যাতিত সকল মুসলিম ভাইবোন ও মুজাহিদদের জন‍্য দুআ করি।

২০২১ সালের দ্বিতীয়ার্ধ থেকে ব্রিটিশ সরকার বন্ধ করে দেয় অক্সফোর্ডের করোনা ভাইরাস ভ্যাকসিন আস্ট্রা জেনেকার ব্যবহার। কারণ...
29/05/2024

২০২১ সালের দ্বিতীয়ার্ধ থেকে ব্রিটিশ সরকার বন্ধ করে দেয় অক্সফোর্ডের করোনা ভাইরাস ভ্যাকসিন আস্ট্রা জেনেকার ব্যবহার।

কারণ, এই ভ্যাকসিনের অকার্যকারিতা এবং পার্শ্ব প্রতিক্রিয়া।

এটা ব্রিটিশ সরকার জেনে এই সিদ্ধান্ত নিলেও বিষয়টি গোপন রাখে।

ফলে ভারত, বাংলাদেশ সহ বহু দেশে এই ভ্যাকসিনের বিক্রি এবং ব্যবহার অব্যাহত থাকে।

এখন কোম্পানি নিজেই সব ভ্যাকসিন বাজার থেকে তুলে নিয়েছে এবং বিক্রি বন্ধ করে দিয়েছে

কোম্পানিটির এবং সরকারের বিরুদ্ধে ক্ষতিপূরণ চেয়ে মামলা করেছে ব্রিটেনের বহু লোক।

কিন্তু ভারত, বাংলাদেশ সহ বিশ্বের অন্যসব দেশের ভুক্তভোগীদের কী হবে?

23/05/2024
23/05/2024

Our Al Aqsa:
‘যদি অন্যান্য মানুষ ছাড়া আল্লাহর নিকট আখিরাতের আবাস শুধু তোমাদের (ইহুদীদের) জন্যই নির্দিষ্ট থাকে, তবে তোমরা মৃত্যু কামনা কর, যদি তোমরা সত্যবাদী হয়ে থাক’।...

ইবনে আব্বাস (রাঃ) এর তফসীর করেছেনঃ মুবাহালা'র প্রতি আহবান। অর্থাৎ, ইয়াহুদীদেরকে বলা হল, যদি তোমরা মুহাম্মাদ (সাঃ)-এর নবুঅতের অস্বীকৃতিতে এবং আল্লাহর সাথে ভালবাসার দাবীতে সত্যবাদী হও, তাহলে 'মুবাহালা' কর। অর্থাৎ, মুসলিম ও ইয়াহুদী উভয়ে মিলে আল্লাহর সমীপে এই দরখাস্ত পেশ কর যে, হে আল্লাহ! উভয়ের মধ্যে যে মিথ্যুক, তাকে মৃত্যু দান কর। সূরা জুমুআহ (৭নং আয়াতে)-তেও এই আহবান তাদেরকে করা হয়েছে। নাজরানের খ্রিষ্টানদেরকেও মুবাহালা'র দাওয়াত দেওয়া হয়েছিল। যেমন, সূরা আলে-ইমরানে তা উল্লেখ করা হয়েছে। কিন্তু খ্রিষ্টানদের মত ইয়াহুদীরাও যেহেতু তাদের দাবীতে মিথ্যাবাদী ছিল, সেহেতু খ্রিষ্টানদের মতই ইয়াহুদীদের ব্যাপারেও মহান আল্লাহ বললেন, এরা কখনো মৃত্যু কামনা (মুবাহালা) করবে না। (তাফসীর ইবনে কাসীর)

সূরা বাকারা: ৯৪-৯৫ আয়াত তাফসীর সহ।

যুক্তরাষ্ট্রের নামীদামি বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণেরা এবার নিপীড়িত ফিলিস্তিনিদের জন্য বিক্ষোভে ফুঁসে উঠেছে। তারা যা করেছে, আরব দেশ-সহ অনেক মুসলিম দেশও তা করতে পারেনি।

অভিশপ্তদের বিরুদ্ধে তাদের বিক্ষোভ যুক্তরাষ্ট্র তো বটেই, গোটা বিশ্বকেই নাড়িয়ে দিয়েছে।

নিউ ইয়র্ক সিটিতে অবস্থিত কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয় বিক্ষোভ। পর্যায়ক্রমে তা মার্কিন যুক্তরাষ্ট্রের অন্তত চল্লিশটি বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়ে। মজার ব্যাপার হলো, এই আন্দোলনে শামিল হয়েছে অনেক ইহুদী শিক্ষার্থীও। তাদের আন্দোলন এতটাই তীব্র ছিল যে, দুই হাজারের অধিক শিক্ষার্থীকে গ্রেফতার করতে বাধ্য হয়েছে মার্কিন প্রশাসন। অনেক শিক্ষার্থীকে করা হয়েছে বহিষ্কার।

তারা প্রমাণ করল, মজলুমের পাশে দাঁড়াবার জন্য মুসলমান হওয়া জরুরি নয়, বিবেকবান মানুষ হওয়াই যথেষ্ট। যদিও আমাদের দেশের ‘বিবেকবান মানুষ’ দাবিকারী কথিত প্রগতিশীলরা এই ইস্যুতে নীরব।

অমুসলিম দেশগুলো শুধু বিক্ষোভই করছে না, কার্যকর বয়কটেও তারা অংশ নিয়েছে। যার ফলে অভিশপ্তদের অনেক বাণিজ্যিক প্রতিষ্ঠান মুখ থুবড়ে পড়েছে।

এভাবেই, কখনো কখনো যখন মুসলিম বিবেক রুদ্ধ হয়ে যায়, তখন মহান আল্লাহ অমুসলিমদের মাধ্যমে তার দীনকে সাহায্য করেন।

জীবন ও ক্যারিয়ার ঝুঁকির মধ্যে ফেলেও মার্কিন তরুণেরা মজলুম মুসলমানদের জন্য যা করল, তা বিশ্ববাসীর জন্য উদাহরণ হয়ে থাকবে। এখান থেকে সারা বিশ্বের মুসলিম যুবকদের শিক্ষা গ্রহণ করা উচিত। আমরা মার্কিন তরুণদের এই সাহসিকতাকে শ্রদ্ধা জানাই।

শায়খ আহমাদুল্লাহ

23/05/2024

‘যদি অন্যান্য মানুষ ছাড়া আল্লাহর নিকট আখিরাতের আবাস শুধু তোমাদের (ইহুদীদের) জন্যই নির্দিষ্ট থাকে, তবে তোমরা মৃত্যু কামনা কর, যদি তোমরা সত্যবাদী হয়ে থাক’।...

ইবনে আব্বাস (রাঃ) এর তফসীর করেছেনঃ মুবাহালা'র প্রতি আহবান। অর্থাৎ, ইয়াহুদীদেরকে বলা হল, যদি তোমরা মুহাম্মাদ (সাঃ)-এর নবুঅতের অস্বীকৃতিতে এবং আল্লাহর সাথে ভালবাসার দাবীতে সত্যবাদী হও, তাহলে 'মুবাহালা' কর। অর্থাৎ, মুসলিম ও ইয়াহুদী উভয়ে মিলে আল্লাহর সমীপে এই দরখাস্ত পেশ কর যে, হে আল্লাহ! উভয়ের মধ্যে যে মিথ্যুক, তাকে মৃত্যু দান কর। সূরা জুমুআহ (৭নং আয়াতে)-তেও এই আহবান তাদেরকে করা হয়েছে। নাজরানের খ্রিষ্টানদেরকেও মুবাহালা'র দাওয়াত দেওয়া হয়েছিল। যেমন, সূরা আলে-ইমরানে তা উল্লেখ করা হয়েছে। কিন্তু খ্রিষ্টানদের মত ইয়াহুদীরাও যেহেতু তাদের দাবীতে মিথ্যাবাদী ছিল, সেহেতু খ্রিষ্টানদের মতই ইয়াহুদীদের ব্যাপারেও মহান আল্লাহ বললেন, এরা কখনো মৃত্যু কামনা (মুবাহালা) করবে না। (তাফসীর ইবনে কাসীর)

সূরা বাকারা: ৯৪-৯৫ আয়াত তাফসীর সহ।

  ২১ মে তাবরিজ শহরে—রাইসি এবং তার সাথে থাকা ব্যক্তিদের জানাজা অনুষ্ঠিত হবে।
20/05/2024



২১ মে তাবরিজ শহরে—রাইসি এবং তার সাথে থাকা ব্যক্তিদের জানাজা অনুষ্ঠিত হবে।

20/05/2024

00.45 AM: ড্রোনটি 30,000 ফুট উচ্চতায় থেকে লক্ষ্যস্থলে পৌঁছে।

02.22 AM: খারাপ আবহাওয়ার কারণে এবংএই উচ্চতা থেকে ফুটেজ ক্যাপচার করতে অসুবিধার কারণে, ড্রোনটি ধীরে ধীরে 9,000 ফুটে নেমে আসে, যেখানে এটি প্রথম তাপের উৎস সনাক্ত করতে সক্ষম হয়।

02.37 AM: Bayraktar আকিনজি থেকে ইরানি কর্তৃপক্ষের সাথে ফুটেজ শেয়ার করা হয়।

04.30 AM: এই ড্রোনের দেয়া লোকেশনে পৌঁছে ইরানি অনুসন্ধান ও উদ্ধারকারী দল।

05.46 AM: অনুসন্ধান ও উদ্ধারকারীরা হেলিকপ্টারের ধ্বংসাবশেষ সনাক্ত করে।

05.50 AM: ইরানি কর্মকর্তারা তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়কে ধন্যবাদ জানান এবং ড্রোনটি প্রত্যাহারের অনুরোধ করেন।

06.01 AM: AKINCI A5 ড্রোনটি আবার উচ্চতায় উঠে তার ফিরতি যাত্রা শুরু করে।

06:45: ড্রোনটি তুরস্কের আকাশসীমায় পুনরায় প্রবেশ করে।

এভাবেই এই অনুসন্ধান কাজে সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব সফল ভাবে সম্পন্ন করে আকিনজি ড্রোন।

  প্রেসিডেন্ট রাইসির মর্মান্তিক মৃত্যুতে ইরানের সর্বোচ্চ নেতা খামেনি ৫ দিনের জাতীয় শোক ঘোষণা করেছেন।
20/05/2024



প্রেসিডেন্ট রাইসির মর্মান্তিক মৃত্যুতে ইরানের সর্বোচ্চ নেতা খামেনি ৫ দিনের জাতীয় শোক ঘোষণা করেছেন।

  ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জারিফ বলেছেন :"হেলিকপ্টার দুর্ঘটনার জন্য যুক্তরাষ্ট্র দায়ী"রোববার হেলিকপ্টার দ...
20/05/2024



ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জারিফ বলেছেন :

"হেলিকপ্টার দুর্ঘটনার জন্য যুক্তরাষ্ট্র দায়ী"

রোববার হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীসহ অন্যরা নিহত হন।

সৌদি আরবের জন্য শর্ত দিয়েছে যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র সৌদি আরবের সাথে একটি নতুন প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরের জন...
09/05/2024

সৌদি আরবের জন্য শর্ত দিয়েছে যুক্তরাষ্ট্র

মার্কিন যুক্তরাষ্ট্র সৌদি আরবের সাথে একটি নতুন প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরের জন্য একটি শর্ত সেট করেছে: দেশটিকে ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে সম্মত হতে হবে।

তুরস্কের বানিজ্য অবরোধে বেকায়দায় পড়েছে ইসরায়েল। ইসরায়েলী নিউজ সাইট ক্যাটালিস্ট জানিয়েছে, অন্য দেশ থেকে কিছু আমদানি চুক্ত...
08/05/2024

তুরস্কের বানিজ্য অবরোধে বেকায়দায় পড়েছে ইসরায়েল। ইসরায়েলী নিউজ সাইট ক্যাটালিস্ট জানিয়েছে, অন্য দেশ থেকে কিছু আমদানি চুক্তি করে তা ইসরায়েলের পৌছতে বেশ সময় ‌লাগবে। ততদিনে হুহু করে বাড়ছে ইসরায়েলের খাদ্যপন্যের দাম। বাড়ছে ফ্লাটের দাম এমনকি গাড়ির দামও।

তেল আবিব স্বপ্নেও ভাবেনি এরদোয়ান সত্যি সত্যি এভাবে সব বন্ধ করে দিবে। বিপাকে পড়েছে পুরো ইসরায়েলের অর্থনীতি।

Address

Narail
Dhaka

Telephone

+8801685776568

Website

Alerts

Be the first to know and let us send you an email when SoldiEr Life posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to SoldiEr Life:

Share