DREAM Entertainment

DREAM Entertainment Bringing back positivity and happiness to a country where aggression is a daily dose of life.

মানুষ তো সবার ঘরেই জন্মায় কিন্তু মনুষ্যত্ব কি সবার ঘরে জন্মায়??S Shopno
28/09/2024

মানুষ তো সবার ঘরেই জন্মায়
কিন্তু মনুষ্যত্ব কি সবার ঘরে জন্মায়??
S Shopno

-তুমি যাকে সাধারণ ভেবে ছেড়ে দিবে..-তাকে অন্য কেউ অসাধারণ ভেবে কাছে টেনে নিবে ।
23/09/2024

-তুমি যাকে সাধারণ ভেবে ছেড়ে দিবে..
-তাকে অন্য কেউ অসাধারণ ভেবে কাছে টেনে নিবে ।

এখনতো কোন স্বৈরাচারী ক্ষমতায় নাই।এই নির্মম হত্যা কান্ডের বিচার চাইবো না।শুধু দেখতে চাই কী হয়??
19/09/2024

এখনতো কোন স্বৈরাচারী ক্ষমতায় নাই।এই নির্মম হত্যা কান্ডের বিচার চাইবো না।শুধু দেখতে চাই কী হয়??

ছেড়ে যাওয়ার জন্য ইচ্ছা করে ঝ*গড়া করা লাগেনা।ছেড়ে যাওয়ার জন্য হঠাৎ হাতে চাপ লেগে আনফ্রেন্ড হয়ে গিয়েছে এটা বলা লাগে...
18/09/2024

ছেড়ে যাওয়ার জন্য ইচ্ছা করে ঝ*গড়া করা লাগেনা।
ছেড়ে যাওয়ার জন্য হঠাৎ হাতে চাপ লেগে আনফ্রেন্ড হয়ে গিয়েছে এটা বলা লাগেনা। আনফ্রেন্ড করতে হলেও দুই তিনটা অপশন স্টেপ পার করতে হয়।
ছেড়ে দেয়ার জন্য তোমার রিলেটিভরা আমাকে টেক্স দেয় এটা বলে আনফলো করে দেয়ার কথা বলা লাগে না। ‌

সম্পর্ক ব্রেক সুন্দর আলোচনার মধ্যেও হয়। ‌ ভালো থাকাটাই ভালোবাসা। প্রিয়জন ভালো থাকবে সেটাই ভালোবাসা। হোক সে থাক আমার কাছে অথবা অন্যের পৃথিবীতে ।

আমার পরিচিত এক ছেলে আছে, মাসের শুরুতে নতুন টাকা জমায়। চকচকে নোট চোখে পড়লেই, তা সংগ্রহ করে। মাসের শেষের দিকে এসে সে টাকা ...
16/09/2024

আমার পরিচিত এক ছেলে আছে, মাসের শুরুতে নতুন টাকা জমায়। চকচকে নোট চোখে পড়লেই, তা সংগ্রহ করে। মাসের শেষের দিকে এসে সে টাকা খরচ করতে থাকে। আবার নতুন মাস আসে, নতুন টাকা জমায়। মাসের শেষে আবার তা খরচ হয়ে যায়।

নতুন টাকা সংগ্রহ করা তার শখ; খরচ করা তার প্রয়োজন।

মানুষ তার এক জীবনে ভালোবেসে কিংবা শখের বসে এমন কত প্রিয় মানুষ জমায়; অথচ, দুঃসময়ে তা খরচ হয়ে যায়। কাউকেই আটকানো যায়না। না চকচকে টাকা; না চকচকে মানুষ।

যেখানে ভুল নাই সেখানে কখনো মাথা নত করি না আর যেখানে আমার সম্মান নাই সেখানে কখনোই আপনি অবস্থান করি না।।। S Shopno
16/09/2024

যেখানে ভুল নাই সেখানে কখনো মাথা নত করি না আর যেখানে আমার সম্মান নাই সেখানে কখনোই আপনি অবস্থান করি না।।।
S Shopno

এক নারীতে আসক্ত পুরুষ। S Shopno
14/09/2024

এক নারীতে আসক্ত পুরুষ। S Shopno

সত্য একবার বলতে হয়; সত্য বারবার বললে মিথ্যার মতো শোনায়। মিথ্যা বারবার বলতে হয়; মিথ্যা বারবার বললে সত্য ব’লে মনে হয়
14/09/2024

সত্য একবার বলতে হয়; সত্য বারবার বললে মিথ্যার মতো শোনায়। মিথ্যা বারবার বলতে হয়; মিথ্যা বারবার বললে সত্য ব’লে মনে হয়

12/09/2024

তোমার, আমায় নিয়ে আরেকবার ভাবা উচিৎ!

তোমার আমায় নিয়া আরেকবার ভাবা উচিৎ,
যেভাবে আমায় নিয়ে ভেবেছে সমুদ্র-
ঐ চাঁদের টানে দূরে সরে গিয়েও আবার আমার কাছে ঠিকই ফিরে এসেছে, ঢেউয়ের ঝাপটায় আলিঙ্গন করেছে আমায়।

তুমি বৃষ্টির মতো হলেও চলবে।
একেবারে না পাওয়ার চেয়ে মাঝে মাঝে আসলে-
বৃষ্টি শুধু আমার শরীর ছুয়ে থেমে যায় না, আমার মনটাকেও ছুঁতে পরে।

না হয় তুমি মেঘ হয়ে যেও,
ক্লান্ত শান্ত শরীর নিয়ে, দূর থেকে তোমায় এক পলক দেখেও শান্তি খুঁজে নেবো। তারপর? তারপর, ঐ তো চলেই যাবে! যাবার আগে দু’মুঠো শান্তি তো চাইতেই পারি, না কি?

যাবার আগে তোমার আমায় নিয়ে আরেকবার ভাবা উচিত। সুর্যের মতো আর একবার হলেও আমায় আলিঙ্গন করে যেও -
শেষ আলিঙ্গনে প্রয়োজনে আমি পুড়তে রাজি, তবে অতৃপ্ত আফসোস নিয়ে কচুরিপানার মতো ভাসতে রাজি নই।।

#এলোমেলোশব্দমিছিল

সিংহ শিয়ালকে বলে - যা আমার জন্য খাবার নিয়ে আয়।শিয়াল ঘোড়ার কাছে গিয়ে বলে- ভাই কেমন আছেন?ঘোড়া চিন্তা করে- যে শিয়াল খ্যাক খ...
12/09/2024

সিংহ শিয়ালকে বলে - যা আমার জন্য খাবার নিয়ে আয়।
শিয়াল ঘোড়ার কাছে গিয়ে বলে- ভাই কেমন আছেন?
ঘোড়া চিন্তা করে- যে শিয়াল খ্যাক খ্যাক করা ছাড়া কোনো কথা বলে না- সে আজ এতো মধুর স্বরে ডাকছে কেন?
নিশ্চয়ই কোনো বদ মতলব আছে।
ঘোড়া শিয়ালের ডাকে সাড়া দেয় না।

শিয়াল এবার ময়ুরীর কাছে গিয়ে বলে- দিদিমনি কেমন আছো। দেখতে খুবই মিষ্টি লাগছে।
ময়ুরীও বুঝতে পারে- শিয়ালের মুখে মিষ্টি বচন। নিশ্চয়ই লক্ষণ ভালো না।
সে ও সাড়া দেয় না।

শিয়াল এবার গাধার কাছে গিয়ে বলে- বাহ! তোমাকে খুবই হ্যান্ডসাম মনে হচ্ছে।
এরকম হ্যান্ডসাম একটা প্রাণী খেটে খেটে জীবনটা নষ্ট করে দিলো।
তোমাকে আর কষ্ট করতে হবেনা। রাজার বয়স হয়ে গেছে।
তিনি অবসরে যাবেন। আর তোমাকে রাজা বানাবেন।
চলো আমার সাথে সিংহাসনে চলো।

গাধা খুব খুশি হয়। শিয়ালের সাথে সিংহাসনে আসে।

সিংহের কাছে আসা মাত্রই সিংহের এক থাবায় গাধা তার কান দুটো হারায়।
কিন্তু কোনো রকমে পালিয়ে বাঁচে।

শিয়াল গাধার কাছে এসে বলে- এতো বোকা হলে রাজা হবে কিভাবে।
রাজা তোমার মাথায় মুকুট পরাবে। কিন্তু দুপাশে দুটো কান থাকলে কি রাজমুকুট ঠিকমতো মাথায় বসবে।
তাইতো তোমার কান দুটো তুলে নেওয়া হয়েছে।
কিছু বুঝো না অবুঝ প্রাণী- এটাকে গ্রুমিং বলে।
চলো চলো আমার সাথে চলো। দেরি হলে অন্য কেউ আবার রাজা হয়ে যাবে।

গাধা আবার সিংহের কাছে আসে। এবার সিংহের আরেক থাবায় তার লেজখানা খসে পড়ে।
কিন্তু এবারও পালিয়ে বাঁচে।

শিয়াল যথারীতি গাধার কাছে এসে বলে- আবারও ভুল করলে।
লেজ থাকলে রাজ সিংহাসনে বসবে কিভাবে।
তাই তোমার লেজটা খসানো হয়েছে।
অবুঝ প্রাণী দূরদর্শী চিন্তা করতেই পারোনা।
এটা হলো আলট্রা গ্রুমিং। মানে একেবারে ফাইনাল টাচ।
চলো চলো তাড়াতাড়ি সিংহাসনে চলো।

গাধা আবারও সিংহাসনে আসে।
এবার আর সে বাঁচতে পারে না।
সিংহের থাবায় তার ক্ষত বিক্ষত দেহ খানা মাটিতে পড়ে আছে।
সিংহের দাঁতে মুখে রক্তের দাগ।

শিয়াল সিংহকে বলে - মহারাজ এতো কষ্ট করে আপনি খাবেন।
মাথাটা আমাকে দেন। সুন্দর করে প্লেটে সাজিয়ে দেই।
শিয়াল গাধার ব্রেণটুকু খেয়ে মাথার অবশিষ্ট অংশ সিংহকে দেয়।
সিংহ বলে- ব্রেণ কোথায়।
শিয়াল বলে- মহারাজ যে বারবার ধোকা খেয়েও আপনার কাছে এসেছে- আপনি কি মনে করেন তার ব্রেণ বলে কিছু আছে।

গাছের ডালের উপর থেকে ময়ুর বলে-
তার ব্রেণ ঠিকই আছে। কিন্তু অতি সহজ সরল হওয়ায় প্রতারকদের বুঝতে পারেনি।

প্যাঁচা তার সন্তানকে বলে -এই ঘটনা থেকে তোমরা কি শিখলে?

শিখলামঃ
হঠাৎ করে কেউ যদি বড় আপন হয়ে ওঠে, বুঝতে হবে তার গোপন দূরভিসন্ধি আছে।
এটাও শিখলাম- যার যে কাজ তাকে সেটাই করতে হয়। অন্যের কুমন্ত্রণা শুনতে হয়না।
লোভের ফল কখনো মিষ্টি হয়না।
সাদাসিদা হওয়া ভালো। কিন্তু বোকা হওয়া ভালো না।
সবচেয়ে বড় জিনিস যেটা শিখলাম তা হলো- প্রতারকদের একবার বিশ্বাস করা যায়। কিন্তু বারবার বিশ্বাস করা যায় না।
যে অতি বিশ্বাস করে সে ঠকেছে। আর নিজের জীবন দিয়ে তার বিশ্বাসের মর্মন্তুদ পরিসমাপ্তি ঘটে
©️

Address

Satkhira
Khulna

Alerts

Be the first to know and let us send you an email when DREAM Entertainment posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to DREAM Entertainment:

Share