07/06/2023
আপনারা ভিডিও তে যে বৃদ্ধ লোকটিকে দেখতে পাচ্ছেন, তিনি আসলে চোখে দেখতে পারেন না। তো আজ আমি আছরের নামাজ আদায় করার পর চায়ের দোকানে বসে চা খাচ্ছিলাম, তখন এই বৃদ্ধ লোকটি লাঠি ভর করে দোকানে এসে বলে তিনি একটু ভাত খাবেন, কিন্তু চায়ের দোকানে তো আর ভাত পাওয়া যায় না, তাই দোকানদার মামা তাকে রুটি আর কলা দিতে চাইলে অন্ধ বৃদ্ধ লোকটি তা নিতে চায় না, কারন তার পেটে ভাতের খিদে লেগেছে, তাই তিনি বার বারই বলেন একটু ভাত খাবেন। তখন আমার বৃদ্ধ লোকটির উপর একটু মায়া হয়, আর মনে হচ্ছিল কি অসহায়ের মতো সে ভাত খেতে চাইছে। তাই আমি দেরি না করে তার হাতটি ধরে পাশের একটি হোটেলে ভাত খাওয়াতে নিয়ে গেলাম। বৃদ্ধ লোকটি আমাকে বলল সে আজ সারাদিন ভাত খায়নি এই জন্য তার খুব কষ্ট হচ্ছে এবং খুব খারাপ লাগছে। আমি তাকে জিজ্ঞাসা করলাম কি দিয়ে ভাত খাবেন? তিনি আমাকে বল্লেন মাছের তরকারী দিয়ে ভাত খাবেন। পরে তিনাকে মাছের তরকারী আর ডাল দিয়ে ভাত খাওয়ালাম। ভাত খাওয়ার পরে তিনি আমার কাছে আরো একটি আবদার করেন। তিনি বল্লেন রাতে খাবার কিছু নেই, একটা রুটি কিনে দিতে বলেন, তার কাছে নাকি একটা কলা আছে সেটি দিয়ে রাতে রুটি খাবে। পরে আমি তাকে রুটি কিনে দিয়ে রাস্তা পার করে দিয়ে বিদায় জানালাম। পরিশেষে একটি কথা বলতে চাই, অনেকেই এই ভিডিও টা দেখে বলবে লোক দেখানো ভিডিও। আমিও বলবো আসলেই এইটা লোক দেখানো ভিডিও। কে কি মনে করলো সেটা ভাবার সময় নাই, কারণ আপনার আশে পাশে তাকিয়ে দেখেন কত অসহায় গরীব লোক খাওয়ার কষ্ট করছে, খাবার জিনিস পত্রের যে আকারে দাম বেড়েছে তাতে করে অসহায় গরীব লোকদের কিছু কিনে খাওয়া একেবারেই সাধ্যের বাইরে চলে গেছে। তাই আমার এই ভিডিও টা দেখে কেউ যদি অনুপ্রাণিত হয়ে অসহায় গরীব লোকদের পাশে আসে, কিছু না হোক এক বেলা খাবারের ব্যবস্থাও যদি করে তাহলে অসহায় গরীব লোকদের খিদের কষ্টটা কিছু টা হলেও কমবে। আমরা প্রতিদিন বিনা প্রোয়জনে কত টাকায় না খরচ করে থাকি, সেখান থেকে না হয় আমরা একটু এই মানুষদের পিছনে খরচ করি, দেখবেন মনের ভেতর এক অন্য রকম ভালো লাগা কাজ করবে।
যায় হোক সকলকে বিদায় জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো ভিডিও তে, সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম।