JSR Vlog

JSR Vlog Allah is One and Almighty

29/06/2025

কুকুরের যত্নঃ
একটি কুকুর কে কি ভাবে গোসল করিয়ে যত্ন নিচ্ছে তাঁর মালিক..... দেখুন



Ex বলেছিলো, তুমি এখনো আগের মতই ভুদাই রয়েছো।  লাইফে একটা cng আনতে পারো না?আমি সিএনজি সহ এক্সকে ছবিটা পাঠালে এক্স  আমাকে ব...
27/02/2024

Ex বলেছিলো, তুমি এখনো আগের মতই ভুদাই রয়েছো। লাইফে একটা cng আনতে পারো না?

আমি সিএনজি সহ এক্সকে ছবিটা পাঠালে এক্স আমাকে ব্লক করার আগে মেসেজ দিল "ভুদাই আজীবন ভুদাই ই থাকে।"

আমি এখানে ভুল কি করলাম?

15/08/2023

আজ বৃষ্টিতে একটু আগে প্রায় ৪ কেজি পুটি মাছ ধরা হয়েছে। উফ অসাধারণ। একদম টাটকা পুটি মাছ। এখনো লাফালাফি করছে। বৃষ্টিতে মাছ ধরার মজাই আলাদা।
🐟🐟🐠🐠🦈🦈🦈



























08/07/2023

আমার বাসার ছাদের গাছে আল্লাহর রহমতে চাল কুমড়ো ধরেছে।













07/06/2023

আপনারা ভিডিও তে যে বৃদ্ধ লোকটিকে দেখতে পাচ্ছেন, তিনি আসলে চোখে দেখতে পারেন না। তো আজ আমি আছরের নামাজ আদায় করার পর চায়ের দোকানে বসে চা খাচ্ছিলাম, তখন এই বৃদ্ধ লোকটি লাঠি ভর করে দোকানে এসে বলে তিনি একটু ভাত খাবেন, কিন্তু চায়ের দোকানে তো আর ভাত পাওয়া যায় না, তাই দোকানদার মামা তাকে রুটি আর কলা দিতে চাইলে অন্ধ বৃদ্ধ লোকটি তা নিতে চায় না, কারন তার পেটে ভাতের খিদে লেগেছে, তাই তিনি বার বারই বলেন একটু ভাত খাবেন। তখন আমার বৃদ্ধ লোকটির উপর একটু মায়া হয়, আর মনে হচ্ছিল কি অসহায়ের মতো সে ভাত খেতে চাইছে। তাই আমি দেরি না করে তার হাতটি ধরে পাশের একটি হোটেলে ভাত খাওয়াতে নিয়ে গেলাম। বৃদ্ধ লোকটি আমাকে বলল সে আজ সারাদিন ভাত খায়নি এই জন্য তার খুব কষ্ট হচ্ছে এবং খুব খারাপ লাগছে। আমি তাকে জিজ্ঞাসা করলাম কি দিয়ে ভাত খাবেন? তিনি আমাকে বল্লেন মাছের তরকারী দিয়ে ভাত খাবেন। পরে তিনাকে মাছের তরকারী আর ডাল দিয়ে ভাত খাওয়ালাম। ভাত খাওয়ার পরে তিনি আমার কাছে আরো একটি আবদার করেন। তিনি বল্লেন রাতে খাবার কিছু নেই, একটা রুটি কিনে দিতে বলেন, তার কাছে নাকি একটা কলা আছে সেটি দিয়ে রাতে রুটি খাবে। পরে আমি তাকে রুটি কিনে দিয়ে রাস্তা পার করে দিয়ে বিদায় জানালাম। পরিশেষে একটি কথা বলতে চাই, অনেকেই এই ভিডিও টা দেখে বলবে লোক দেখানো ভিডিও। আমিও বলবো আসলেই এইটা লোক দেখানো ভিডিও। কে কি মনে করলো সেটা ভাবার সময় নাই, কারণ আপনার আশে পাশে তাকিয়ে দেখেন কত অসহায় গরীব লোক খাওয়ার কষ্ট করছে, খাবার জিনিস পত্রের যে আকারে দাম বেড়েছে তাতে করে অসহায় গরীব লোকদের কিছু কিনে খাওয়া একেবারেই সাধ্যের বাইরে চলে গেছে। তাই আমার এই ভিডিও টা দেখে কেউ যদি অনুপ্রাণিত হয়ে অসহায় গরীব লোকদের পাশে আসে, কিছু না হোক এক বেলা খাবারের ব্যবস্থাও যদি করে তাহলে অসহায় গরীব লোকদের খিদের কষ্টটা কিছু টা হলেও কমবে। আমরা প্রতিদিন বিনা প্রোয়জনে কত টাকায় না খরচ করে থাকি, সেখান থেকে না হয় আমরা একটু এই মানুষদের পিছনে খরচ করি, দেখবেন মনের ভেতর এক অন্য রকম ভালো লাগা কাজ করবে।
যায় হোক সকলকে বিদায় জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো ভিডিও তে, সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম।












07/05/2023

🔴🟢🔵🟣⚫️⚪️🟤
Alur Porata (আলুর পরোটা) Made By Shovon
রাত ১ টায় যখন দুই ভাইয়ের আলুর পরোটা খেতে মন চায়, তখন ঝটপট আলুর পরোটা বানিয়ে মজা করে খেলাম আমরা দুই ভাই।
যা করার আমার ভাই-ই করেছে, আমি শুধু ভিডিও করেছি আর মজা করে খেয়েছি।

#আলুরপরোটা
#আলু
#আলুপরোটা












Address

Jessore
Khulna

Alerts

Be the first to know and let us send you an email when JSR Vlog posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to JSR Vlog:

Share