24/04/2023
ঢাকার বিভিন্ন এলাকায় গ্যাসের গন্ধ - Gas leakage smell at different parts of Dhaka capitol
রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় বাতাসে গ্যাসের গন্ধ ছড়িয়ে পড়েছে বলে ফেসবুকে অনেক পোষ্ট দেখছি, সরকারের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে জানানো হয়েছে যে, "ঈদে শিল্প কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ থাকায়, সঞ্চালন ও বিতরণ লাইনে গ্যাসের চাপ বেড়ে যাওয়ায় (ওভার-ফ্লো) গন্ধ বাইরে আসছে। তিতাসের জরুরি ও টেকনিক্যাল টিম বিষয়টি নিয়ে কাজ করছে। নগরবাসীকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ।"
সবাইকে আতঙ্কিত না হয়ে সাবধানে থাকার জন্য অনুরোধ করছি, ঘরের জানালাগুলো খুলে রাখুন, ঘরে যেখানে গন্ধ পাচ্ছেন দয়া করে সেই জায়গায় ধূমপান করবেন না, গ্যাসের চুলা জ্বালাবেন না! আশা করছি তিতাসের এক্সপার্ট প্রকৌশলীরা খুব দ্রুত এই সমস্যার সমাধান করবেন।
Residents of the capital city are complaining of gas leakage, and smell in different parts of the city. Under such circumstances, the verified page of the Ministry of Power, Energy, and Mineral Resources stated that due to the closure of the industries during this ongoing Eid holidays, the gas pressure increased in the transmission and distribution lines resulting in the overflow of gas and hence people are getting this smell. The expert technical team of Titas Gas is already working to reduce the gas pressure at the earliest possible.
In this situation, it is advisable not to panic, but rather to stay safe, and take the appropriate safety measures like keeping your kitchen and common space windows open, don't turn on the gas stove, or don't smoke in areas where there is a gas smell. Everyone kindly stay safe and hopefully the engineers will resolve this issue soon.