Sardar Masum Billah

Sardar Masum Billah A Nice Smile solves a lot of issue��

ইসলামী দলগুলোর মধ্যে কার্যকর একটি ঐক্যের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত আজকের সমাবেশ ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। আগা...
28/06/2025

ইসলামী দলগুলোর মধ্যে কার্যকর একটি ঐক্যের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত আজকের সমাবেশ ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

আগামীর বাংলাদেশ হোক— ন্যায় ও ইনসাফের।

ইনকিলাব জিন্দাবাদ।

আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর দরবারে সিজদাবনত চিত্তে অগনিত শুকরিয়া আদায় করছি। বাংলাদেশের জামায়াতে ইসলামীর নিবন্ধন এবং ...
24/06/2025

আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর দরবারে সিজদাবনত চিত্তে অগনিত শুকরিয়া আদায় করছি।
বাংলাদেশের জামায়াতে ইসলামীর নিবন্ধন এবং ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা বরাদ্দ দেয়া হয়েছে।
মহান আল্লাহ উত্তম পরিকল্পনাকারী।

অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ রাষ্ট্রক্ষমতায় না থেকে ব্যাক্তিগত প্রচেষ্টায় কি কি করেছে তার কয়েকটা বলি।১. সাতক্ষীরা সিটি ...
19/06/2025

অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ রাষ্ট্রক্ষমতায় না থেকে ব্যাক্তিগত প্রচেষ্টায় কি কি করেছে তার কয়েকটা বলি।

১. সাতক্ষীরা সিটি কলেজের তৃতীয় তলা ভবন নির্মাণ
২. কম্পিউটার ল্যাব স্থাপন
৩. ১০টি কম্পিউটার প্রদান
৪. বামনখালী বাজার মসজিদের বিল্ডিং
৫. আগরদাড়ী মাদরাসা মসজিদ নির্মাণ
৬. পাটকেলঘাটা আলিয়া মাদ্রাসা মসজিদ নির্মাণ
৭. সোনার বাংলা কলেজ প্রতিষ্ঠা
৮. সোনাবাড়িয়া দাখিল মাদ্রাসা প্রতিষ্ঠা
৯. ঐতিহ্যবাহী কলারোয়া প্রি-ক্যাডেট স্কুল প্রতিষ্ঠা
১০. পাটকেল ঘাটা খাতুনে জান্নাত মাদ্রাসা প্রতিষ্ঠা
১১. আল ফারুক একাডেমি স্কুল প্রতিষ্ঠা
১২. আল ফারুক একাডেমি মসজিদ
১৩. তালায় আল ফারুক একাডেমি প্রতিষ্ঠা
১৪. বিভিন্ন এলাকায় মডেল অজুখানা স্থাপন
১৫. অসংখ্য গরীব মানুষের টিউবওয়েল বসিয়ে দেন।
১৬. সাতক্ষীরা শহরের একমাত্র আধুনিক হাসপাতাল ইসলাম ব্যাংক কমিউনিটি হাসপাতাল প্রতিষ্ঠাতা
১৭. ঢাকা ইবনে সিনা হাসপাতাল প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল।
১৯. স্বল্প সময়ে সাতক্ষীরা ইবনে সিনা হাসপাতাল আসার চেষ্টা করছেন।
২০. সাতক্ষীরা জেলাতে অসংখ্য চক্ষু শিবিরের বিনামূল্যে চিকিৎসা প্রদান।
২১. অসংখ্য ফ্রী খতনা ক্যাম হয়েছে যার একমাত্র পৃষ্ঠপোষক ছিলেন তিনিই
২২. অসংখ্য বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করেছেন।

আপাতত এগুলো আজকে বললাম। এক সঙ্গে সব বললে হয়ত কেউ কেউ নিতে পারবে না।
আর উনার শিক্ষা এবং নেতৃত্বের কথা বললে অন্য প্রার্থীরা হয়ত নতুন করে আবার কলেজে ভর্তি হতে পারে।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে যা হচ্ছে এটা খুবই দুঃখজনক। দ্রুত এ পরিস্থিতির অবসান প্রয়োজন। ‌ ইসরাকের উগ্রতা বিএনপি সম্পর্...
16/06/2025

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে যা হচ্ছে এটা খুবই দুঃখজনক। দ্রুত এ পরিস্থিতির অবসান প্রয়োজন। ‌ ইসরাকের উগ্রতা বিএনপি সম্পর্কে তরুণ প্রজন্মকে খারাপ ধারণা দিচ্ছে।

দক্ষিণ সিটি কর্পোরেশন নিয়ে অন্তর্বর্তী সরকারের অবস্থান পরিষ্কার করা প্রয়োজন। অনেক বিষয় সমঝোতা হয় এই বিষয় ঝোলানো কেন। বিষয়টিকে ঝুলিয়ে রেখে কালক্ষেপণ করে শুধু শুধু পরিস্থিতি উত্ত্যক্ত করার কোন মানে হয় না। পূর্ণ বিষয় অস্পষ্ট।
আমরা এ অস্থিরতা চাই না।

যতদিন না কয়েম হবে খোদার ধরায় তারই দ্বীন,কিসের আবার ঈদের খুশি এই অনুষ্ঠান অর্থহীন,ঈদ পুনর্মিলনী ২০২৫স্হানঃ ৬ নং তালা সদর ...
09/06/2025

যতদিন না কয়েম হবে খোদার ধরায় তারই দ্বীন,
কিসের আবার ঈদের খুশি এই অনুষ্ঠান অর্থহীন,

ঈদ পুনর্মিলনী ২০২৫
স্হানঃ ৬ নং তালা সদর ইউনিয়ন পরিষদ হল রুম।

08/06/2025

"দাওয়াত দীপ্ত শফথে,
আজও আমরা একসাথে"

এর শেষ কোথায়???৫ অগাস্টের পর থেকে বিএনপির খু'নের সংখ্যা ১০০।©
08/06/2025

এর শেষ কোথায়???
৫ অগাস্টের পর থেকে বিএনপির খু'নের সংখ্যা ১০০।
©

“সাতক্ষীরা-০১(তালা- কলারোয়া) সর্বস্তরের জনগণ সহ দেশবাসী ও প্রবাসে অবস্থানরত ভাই ও বোনদেরকে জননেতা  অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জ...
06/06/2025

“সাতক্ষীরা-০১(তালা- কলারোয়া) সর্বস্তরের জনগণ সহ দেশবাসী ও প্রবাসে অবস্থানরত ভাই ও বোনদেরকে জননেতা অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ স্যারের পক্ষ থেকে জানাই পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা”

আলহামদুলিল্লাহ আমাদের এ মিছিল নিকট অতীত থেকে অনন্তকালের দিকেআমরা বদর থেকে ওহুদ হয়ে এখানে,শত সংঘাতের মধ্যে এ কাফেলায় এসে ...
01/06/2025

আলহামদুলিল্লাহ

আমাদের এ মিছিল নিকট অতীত থেকে অনন্তকালের দিকে
আমরা বদর থেকে ওহুদ হয়ে এখানে,
শত সংঘাতের মধ্যে এ কাফেলায় এসে দাঁড়িয়েছি।

কে প্রশ্ন করে আমরা কোথায় যাবো ?
আমরা তো বলেছি আমাদের যাত্রা অনন্তকালের।
উদয় ও অস্তের ক্লান্তি আমাদের কোনদিনই বিহ্বল করতে পারেনি।

আমাদের দেহ ক্ষত-বিক্ষত,
আমাদের রক্তে সবুজ হয়ে উঠেছিল মুতার প্রান্তর।
পৃথিবীতে যত গোলাপ ফুল ফোটে তার লাল বর্ণ আমাদের রক্ত,
তার সুগন্ধ আমাদের নিঃশ্বাস বায়ু।

আমাদের হাতে একটিমাত্র গ্রন্থ আল কুরআন,
এই পবিত্র গ্রন্থ কোনদিন, কোন অবস্থায়, কোন তৌহীদবাদীকে থামতে দেয়নি।
আমরা কি করে থামি?

আমাদের গন্তব্য তো এক সোনার তোরণের দিকে যা এই ভূ-পৃষ্ঠে নেই।
আমরা আমাদের সঙ্গীদের চেহারার ভিন্নতাকে গ্রাহ্যের মধ্যে আনি না,
কারণ আমাদের আত্মার গুঞ্জন হু হু করে বলে
আমরা এক আত্মা, এক প্রাণ।

শহীদের চেহারার কোন ভিন্নতা নেই।
আমরা তো শাহাদাতের জন্যই মায়ের উদর থেকে পৃথিবীতে পা রেখেছি।
কেউ পাথরে, কেউ তাঁবুর ছায়ায়, কেই মরুভূমির উষ্ণবালু কিংবা সবুজ কোন ঘাসের দেশে চলছি।

আমরা আজন্ম মিছিলেই আছি,
এর আদি বা অন্ত নেই।
পনের শত বছর ধরে সভ্যতার উত্থান-পতনে আমাদের পদশব্দ একটুও থামেনি।

আমাদের কত সাথীকে আমরা এই ভূ-পৃষ্ঠের কন্দরে কন্দরে রেখে এসেছি-
তাদের কবরে ভবিষ্যতের গুঞ্জন একদিন মধুমক্ষিকার মত গুঞ্জন তুলবে।

আমরা জানি,
আমাদের ভয় দেখিয়ে শয়তান নিজেই অন্ধকারে পালিয়ে যায়।
আমাদের মুখয়বয়ে আগামী ঊষার উদয়কালের নরম আলোর ঝলকানি।
আমাদের মিছিল ভয় ও ধ্বংসের মধ্যে বিশ্রাম নেয়নি, নেবে না।

আমাদের পতাকায় কালেমা তাইয়্যেবা,
আমাদের এই বাণী কাউকে কোনদিন থামতে দেয়নি
আমরাও থামবো না।

01/06/2025

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ৩০০ আসনের মাঝে ২৮৯ টি আসনে প্রার্থী মনোনয়ন দিয়েছে
প্রার্থীদের তালিকা আসনভিত্তিক :-

❤️ ঢাকা বিভাগ
ঢাকা-১ ব্যারিস্টার নজরুল ইসলাম
ঢাকা-২ ইঞ্জিনিয়ার তৌফিক হাসান
ঢাকা-৩ অধ্যক্ষ শাহিনুল ইসলাম
ঢাকা-৪ সৈয়দ জয়নুল আবেদীন
ঢাকা-৫ কামাল হোসেন
ঢাকা ৬- ড. আব্দুল মান্নান
ঢাকা ৭- হাজী হাফেজ মো. এনায়েতুল্লাহ
ঢাকা ৮ – ড. অ্যাডভোকেট হেলাল উদ্দিন
ঢাকা ১০- অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার
ঢাকা ১১- অ্যাডভোকেট আতিকুর রহমান
ঢাকা ১২- সাইফুল আলম খান মিলন (নির্বাহী)
ঢাকা ১৩ – ডা. মু. মোবারক হোসাইন
ঢাকা ১৪- ব্যারিস্টার আরমান
ঢাকা ১৫- ডা. শফিকুর রহমান (আমিরে জামায়াত)
ঢাকা ১৬ – আব্দুল বাতেন
ঢাকা ১৭ - ডাঃ এস এম খালিদুজ্জামান
ঢাকা ১৮- প্রিন্সিপাল আশরাফুল হক
ঢাকা-১৯ আফজাল হোসাইন
ঢাকা-২০ মাওলানা আব্দুর রউফ

শরীয়তপুর-১ ড. মোশাররফ হোসেন মাসুদ তাং
শরীয়তপুর-২ অধ্যাপক ডা. মাহমুদ হোসেন বকাউল
শরীয়তপুর-৩ মোহাম্মদ আজহারুল ইসলাম

ফরিদপুর-১ ইলিয়াছ মোল্লা
ফরিদপুর-২ মাওলানা সোহরাব হোসেন
ফরিদপুর-৩ অধ্যাপক আব্দুত তাওয়াব
ফরিদপুর-৪ মাওলানা সরোয়ার হোসেনকে

গোপালগঞ্জ-১ অধ্যক্ষ মাওলানা আব্দুল হামিদ, গোপালগঞ্জ-২ অ্যাড আজমল হোসাইন সরদার
গোপালগঞ্জ-৩ অধ্যাপক রেজাউল করিম।

মাদারীপুর-০১ মাওলানা সারোয়ার হোসেন
মাদারীপুর-০২ মাওলানা আব্দুস সোবাহান খান
মাদারীপুর-০৩ মো. রফিকুল ইসলাম

রাজবাড়ী-১ অ্যাডভোকেট নুরুল ইসলাম
রাজবাড়ী-২ হারুন অর রশীদ

মানিকগঞ্জ-১ ডা. আবু বকর সিদ্দিক
মানিকগঞ্জ-২
মানিকগঞ্জ-৩ অধ্যক্ষ মাওলানা দেলোয়ার হোসাইন

গাজিপুর-১ শাহ আলম বখশী
গাজীপুর-২ হোসেন আলী
গাজীপুর-৩ জাহাঙ্গীর আলম
গাজীপুর-৪ অধ্যক্ষ সালাহউদ্দিন আইউবী
গাজীপুর-৫ খায়রুল হাসান

টাঙ্গাইল-১ অধ্যক্ষ মন্তাজ আলী
টাঙ্গাইল-২ হুমায়ূন কবীর
টাঙ্গাইল-৩ হুসনে মোবরক বাবুল
টাঙ্গাইল-৪ প্রফেসর খন্দকার আব্দুর রাজ্জাক
টাঙ্গাইল-৫ আহসান হাবীব মাসুদ
টাঙ্গাইল-৬ ডা আব্দুল হামিদ
টাঙ্গাইল-৭ অধ্যক্ষ আব্দুল্লাহ তালুকদার
টাঙ্গাইল-৮ অধ্যাপক শফিকুল ইসলাম খান

কিশোরগঞ্জ-১ মোসাদ্দেক আলী ভূঁইয়া
কিশোরগঞ্জ-২ শফিকুল ইসলাম
কিশোরগঞ্জ-৩ কর্নেল (অব.) অধ্যাপক জিহাদ খান
কিশোরগঞ্জ-৪ মোহাম্মদ রোকন রেজা
কিশোরগঞ্জ-৫ রমজান আলী
কিশোরগঞ্জ-৬ কবির হোসেন

নারায়ণগঞ্জ-১ আনোয়ার হোসাইন মোল্লা
নারায়ণগঞ্জ-২ অধ্যাপক ইলিয়াস মোল্লা
নারায়ণগঞ্জ-৩ ড. ইকবাল হোসাইন ভুঁইয়া
নারায়ণগঞ্জ-৪ আব্দুল জব্বার
নারায়ণগঞ্জ-৫ মাওলানা মঈনুদ্দিন আহমেদ

মুন্সিগঞ্জ-১ এ কে এম ফখরুদ্দীন রাজী
মুন্সিগঞ্জ-২ অধ্যাপক এবিএম ফজলুল করিম
মুন্সিগঞ্জ-৩ ডা সুজন শরীফ

নরসিংদী-১ ইব্রাহিম ভূঁইয়া
নরসিংদী-২ উপাধ্যক্ষ মাওলানা আমজাদ হোসাইন
নরসিংদী-৩ মাওলানা মোস্তাফিজুর রহমান কাওসার
নরসিংদী-৪ মাওলানা জাহাঙ্গীর আলম
নরসিংদী-৫ মাও জাহাঙ্গীর আলম (থানা আমির)

❤️চট্টগ্রাম বিভাগ

চট্টগ্রাম-১ অ্যাড সাইফুর রহমান
চট্টগ্রাম-২ অধ্যক্ষ নুরুল আমিন
চট্টগ্রাম-৩ আলাউদ্দিন শিকদার
চট্টগ্রাম-৪ আনোয়ারুল সিদ্দিকী
চট্টগ্রাম-৫ ইঞ্জি সিরাজুল ইসলাম
চট্টগ্রাম-৬ শাহজাহান মঞ্জুর
চট্টগ্রাম-৭ অধ্যক্ষ আমিরুজ্জামান
চট্টগ্রাম-৮ ডা. আবু নাসের
চট্টগ্রাম-৯ ডা. ফজলুল হক
চট্টগ্রাম-১০ অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী
চট্টগ্রাম-১১ শফিউল আলম
চট্টগ্রাম-১২ ইঞ্জি লোকমান
চট্টগ্রাম-১৩ অধ্যাপক মাহমুদুল হাসান
চট্টগ্রাম-১৪ ডা. শাহাদৎ হোসাইন
চট্টগ্রাম-১৫ শাহজাহান চৌধুরী
চট্টগ্রাম-১৬ জহিরুল ইসলাম।

বান্দরবান- অ্যাড আবুল কালাম
রাঙামাটি- অ্যাড মোখতার আহমেদ
খাগড়াছড়ি- এয়াকুব আলী চৌধুরী।

কুমিল্লা-১ মো. মনিরুজ্জামান বাহালুল
কুমিল্লা-২ নাজিম উদ্দিন মোল্লা
কুমিল্লা-৩ ইউসুফ হাকিম সোহেল
কুমিল্লা-৪ সাইফুল ইসলাম শহীদ
কুমিল্লা-৫ ড. মোবারক হোসাইন
কুমিল্লা-৬ কাজী দ্বীন মোহাম্মদ
কুমিল্লা-৭
কুমিল্লা-৮ অধ্যাপক শফিকুল আলম হেলাল
কুমিল্লা-৯ ড. সৈয়দ সরওয়ার উদ্দিন সিদ্দিকী
কুমিল্লা-১০ মাও. ইয়াসিন আরাফাত
কুমিল্লা-১১ ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের।

নোয়াখালী-১ মাওলানা মোহাম্মদ সাইফুল্লাহ
নোয়াখালী-২ মাওলানা সাইয়েদ আহমেদ, নোয়াখালী-৩ মো বোরহান উদ্দিন
নোয়াখালী-৪ শিক্ষাবিদ ইসহাক খন্দকার
নোয়াখালী-৫ অধ্যক্ষ বেলায়েত হোসাইন, নোয়াখালী-৬ এড. মো মাহফুজল হক।

ফেনী-১ এড এস এম কামাল উদ্দিন
ফেনী-২ লিয়াকত আলী ভূঁইয়া
ফেনী-৩ ডা.ফখরুদ্দিন মানিক,

লক্ষ্মীপুর-১ নাজমুল হাসান
লক্ষ্মীপুর-২ এস ইউ এম রুহুল আমিন ভূঁইয়া
লক্ষ্মীপুর-৩ ড. মুহাম্মদ রেজাউল করিম
লক্ষ্মীপুর-৪ এ আর হাফিজ উল্লাহ।

চাদঁপুর-১ মাওলানা আবু নসর আশরাফী
চাঁদপুর-২ ডাঃ আবদুল মোবিন
চাঁদপুর-৩ অ্যাড. মো. শাহজাহান মিয়া
চাঁদপুর-৪ মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজি, চাঁদপুর-৫ অধ্যাপক আবুল হোসাইন

কক্সবাজার-১ আব্দুল্লাহ আল ফারুক
কক্সবাজার-২ ড. হামিদুর রহমান আজাদ
কক্সবাজার-৩ শহিদুল আলম বাহাদুর
কক্সবাজার-৪ নুর আহমেদ আনোয়ারী

ব্রাহ্মণবাড়িয়া-১ অধ্যাপক মো:আমিনুল ইসলাম
ব্রাহ্মণবাড়িয়া-২ মাওলানা মুহা.মোবারক হোসাইন।
ব্রাহ্মণবাড়িয়া-৩ মো: জুনায়েদ হাসান।
ব্রাহ্মণবাড়িয়া-৪ মো: আতাউর রহমান সরকার
ব্রাহ্মণবাড়িয়া-৫ এডভোকেট আব্দুল বাতেন।
ব্রাহ্মণবাড়িয়া-৬ দেওয়ান নকিবুল হুদা।

❤️সিলেট বিভাগ

সিলেট-১ মাওলানা হাবিবুর রহমান
সিলেট-২ প্রফেসর এম এ হান্নান
সিলেট-৩ মাওলানা লোকমান আহমদ
সিলেট-৪ জয়নাল আবেদীন
সিলেট-৫ হাফেজ আনোয়ার হোসেন খান
সিলেট-৬ আমির সেলিম উদ্দিন।

মৌলভীবাজার-১ মাওলানা আমিনুল ইসলাম, মৌলভীবাজার-২ মো. শাহেদ আলী, মৌলভীবাজার-৩ মো. আবদুল মান্নান ও মৌলভীবাজার-৪ মো. আবদুর রব।

হবিগঞ্জ-১ মো. শাহজাহান আলী
হবিগঞ্জ-২ শেখ জিল্লুর রহমান আজমী
হবিগঞ্জ-৩ অধ্যক্ষ কাজী মহসিন আহমেদ
হবিগঞ্জ-৪ কাজী মাওলানা মুখলিছুর রহমান।

সুনামগঞ্জ-১ মাওলানা তোফায়েল আহমেদ খান, সুনামগঞ্জ-২ এডভোকেট শিশির মনির
সুনামগঞ্জ-৩ অ্যাডভোকেট ইয়াছিন খান,
সুনামগঞ্জ-৪ মুহাম্মদ শামসউদ্দীন
সুনামগঞ্জ-৫ অধ্যক্ষ মাও আ সালাম আল মাদানী।

❤️ময়মনসিংহ বিভাগ

নেত্রকোনা-১ অধ্যাপক মাওলানা আবুল হাশেম
নেত্রকোনা-২ অধ্যাপক মাওলানা এনামূল হক, নেত্রকোনা-৩ দেলাওয়ার হোসেন সাইফুল,
নেত্রকোনা-৪ অধ্যাপক আল হেলাল তালুকদার নেত্রকোনা-৫ অধ্যাপক মাসুম মোস্তফা।

শেরপুর-১ হাফেজ রাশেদুল ইসলাম
শেরপুর-২ মু. গোলাম কিবরিয়া ভিপি
শেরপুর-৩ আসনে আলহাজ নুরুজ্জামান বাদল

জামারপুর-১ অ্যাড নাজমুল হক সাঈদী
জামালপুর-২ ড ছামিউল হক ফারুকী
জামালপুর-৩ মাওলানা মজিবুর রহমান আজাদী
জামালপুর-৪ মো. আব্দুল আওয়াল
জামালপুর-৫ মাওলানা আব্দুস সাত্তার

ময়মনসিংহ-১ মাহফুজুর রহমান
ময়মনসিংহ-২ মাহবুব মন্ডল
ময়মনসিংহ-৩ মাওলানা বদরুজ্জামান
ময়মনসিংহ-৪ কামরুল আহসান
ময়মনসিংহ-৫ মতিউর রহমান আকন্দ
ময়মনসিংহ-৬ কামরুল হাসান
ময়মনসিংহ-৭ আসাদুজ্জামান
ময়মনসিংহ-৮ মঞ্জুরুল হক
ময়মনসিংহ-৯ আনোয়রুল ইসলাম চাঁন(জোট মনোনীত)
ময়মনসিংহ-১০ ইসমাইল হোসেন
ময়মনসিংহ-১১ সাইফ উল্লাহ পাঠান

❤️বরিশাল বিভাগ

বরিশাল-১ মাওলানা কামরুল ইসলাম
বরিশাল-২ মাস্টার আব্দুল মান্নান
বরিশাল-৩ জহিরউদ্দিন মু. বাবর
বরিশাল-৪ অধ্যাপক মাওলানা আবদুল জব্বার
বরিশাল-৫ অ্যাড মোযাযযম হোসাইন হেলাল
বরিশাল-৬ মাওলানা মাহমুদুন্নবী

পিরোজপুর-১ মাসুদ সাঈদী
পিরোজপুর-২ শামীম সাঈদী
পিরোজপুর-৩ আব্দুল জলিল

ঝালকাঠি-১ অধ্যাপক ডা. মাও হেমায়েত উদ্দিন
ঝালকাঠি-২ নেয়ামুল করিম

পটুয়াখালী-১ নাজমুল আহসান
পটুয়াখালী-২ ড. শফিকুল ইসলাম মাসুদ,
পটুয়াখালী-৩ অধ্যাপক শাহ আলম
পটুয়াখালী-৪ মাওলানা আব্দুল কাইয়ুম

বরগুনা-১ মাওলানা মহিবুল্লাহ হারুনকে।
বরগুনা-২ ডা. সুলতান আহম্মেদ
বরগুনা-৩

ভোলা-১ অধ্যক্ষ মাওলানা মো. নজরুল ইসলাম
ভোলা-২ মাওলানা ফজলুল করিম
ভোলা-৩ নিজামুল হক নাইম (জোট মনোনীত)
ভোলা-৪ মাওলানা মোস্তফা কামাল।

❤️খুলনা বিভাগ

খুলনা-১ শেখ আসনে আবু ইউসুফ
খুলনা-২ অ্যাড শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল
খুলনা-৩ অধ্যাপক মাহফুজুর রহমান
খুলনা-৪ অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম
খুলনা-৫ অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার
খুলনা-৬ মাওলানা আবুল কালাম আজাদ।

ঝিনাইদহ-১ এ এস এম মতিয়ার রহমান,
ঝিনাইদহ-২ অধ্যাপক আলী আজম মো. আবু বকর
ঝিনাইদহ-৩ অধ্যাপক মতিউর রহমান
ঝিনাইদহ-৪ মাওলানা আবু তালেব

কুষ্টিয়া-১ উপাধ্যক্ষ মাওলানা বেলাল উদ্দিন,
কুষ্টিয়া-২ মো. আব্দুল গফুর
কুষ্টিয়া-৩ মুফতি আমির হামযা
কুষ্টিয়া-৪ আফজাল হোসাইন

সাতক্ষীরা-১ অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ
সাতক্ষীরা-২ মুহাদ্দিস আব্দুল খালেক
সাতক্ষীরা-৩ মুহাদ্দিস রবিউল বাশার
সাতক্ষীরা-৪ গাজী নজরুল ইসলাম

মেহেরপুর-১ মাওলানা তাজউদ্দিন খান
মেহেরপুর-২ আসনে মো. নাজমুল হুদা

নড়াইল-১ মাও ওবায়দুল্লাহ কায়সার
নড়াইল-২ আসনে আতাউর রহমান বাচ্চু।

চুয়াডাঙ্গা-১ অ্যাড. মাসুদ পারভেজ।
চুয়াডাঙ্গা-২ অ্যাডভোকেট মো. রুহুল আমিন

বাগেরহাট-১ অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান
বাগেরহাট-২ শেখ মঞ্জুরুল হক রাহাদ
বাগেরহাট-৩ অ্যাড আব্দুল ওয়াদুদ
বাগেরহাট-৪ অধ্যক্ষ আব্দুল আলিম।

যশোর-১ মাওলানা আজিজুর রহমান
যশোর-২ ডা.মুসলেহ উদ্দিন ফরিদ
যশোর-৩ আব্দুল কাদের ভিপি
যশোর-৪ অধ্যাপক গোলাম রসুল
যশোর-৫ অ্যাড গাজী এনামুল হক
যশোর-৬ অধ্যাপক মোক্তার আলী।

মাগুরা-১ আব্দুল মতিন
মাগুরা-২ অধ্যাপক এম বি বাকের

❤️রাজশাহী বিভাগ

রাজশাহী-১ অধ্যাপক মুজিবুর রহমান
রাজশাহী-২ মনোনয়ন চূড়ান্ত হয়নি
রাজশাহী-৩ অধ্যাপক আবুল কালাম আজাদ
রাজশাহী-৪ ডা. আবদুল বারী সরদার
রাজশাহী-৫ নুরুজ্জামান লিটন
রাজশাহী-৬ অধ্যাপক নাজমুল হক।

সিরাজগঞ্জ-১ মাওলানা শাহীনুর আলম
সিরাজগঞ্জ-২ অধ্যাপক জাহিদুল ইসলাম
সিরাজগঞ্জ-৩ প্রফেসর ড. মুহাম্মদ আব্দুস সামাদ
সিরাজগঞ্জ-৪ মাওলানা রফিকুল ইসলাম খান
সিরাজগঞ্জ-৫ অধ্যক্ষ আলী আলম
সিরাজগঞ্জ-৬ অধ্যাপক মিজানুর রহমান।

বগুড়া-১ অধ্যক্ষ শাহাবুদ্দীন
বগুড়া-২ শাহাদাতুজ্জামান
বগুড়া-৩ নূর মোহাম্মদ আবু তাহের,
বগুড়া-৪ অধ্যক্ষ মাওলানা তায়েব আলী
বগুড়া-৫ দবিবুর রহমান
বগুড়া -৬ আবিদুর রহমান সোহেল
বগুড়া- ৭ গোলাম রব্বানী

জয়পুরহাট-১ ডা. ফজলুর রহমান সাঈদ
জয়পুরহাট-২ এস. এম. রাশেদুল আলম সবুজ

নাটোর-১ মো. আবুল কালাম আজাদ
নাটোর-২ অধ্যাপক মো. ইউনুস আলী
নাটোর-৩ প্রফেসর সাইদুর রহমান
নাটোর-৪ মাওলানা আব্দুল হাকিম।

চাঁপাইনবাবগঞ্জ-১ ড. কেরামত আলী
চাঁপাইনবাবগঞ্জ-২ ড. মিজানুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ-৩ নুরুল ইসলাম বুলবুল

পাবনা-১ ব্যারিস্টার নাজিবুর রহমান মোমিন
পাবনা-২ অধ্যাপক কে এম হেসাব উদ্দিন
পাবনা-৩ মাওলানা আলী আজগর
পাবনা-৪ অধ্যাপক আবু তালেব মন্ডল
পাবনা-৫ অধ্যক্ষ হাফেজ মাওলানা ইকবাল হোসেন

নওগাঁ-১ অধ্যক্ষ মাহবুবুল হক
নওগাঁ-২ এনামুল হক
নওগাঁ-৩ মাও মাহফুজুর রহমান
নওগাঁ-৪ খন্দকার মুহাম্মদ আবদুর রাকিব
নওগাঁ-৫ আ স ম সায়েম
নওগাঁ-৬ মোহাম্মদ খবিরুল ইসলাম

❤️রংপুর বিভাগ

দিনাজপুর-১ মো. মতিউর রহমান
দিনাজপুর-২ অধ্যক্ষ মাও একেএম আফজালুল আনাম
দিনাজপুর-৩ অ্যাডভোকেট ময়নুল আলম,
দিনাজপুর-৪ মো. আফতাব উদ্দিন মোল্লা,
দিনাজপুর-৫ শিক্ষাবিদ মো. আনোয়ার হোসেন, দিনাজপুর-৬ আসনে মো. আনোয়ারুল ইসলাম।

গাইবান্ধা-১ মাজেদুর রহমান
গাইবান্ধা-২ আব্দুল করিম সরকার
গাইবান্ধা-৩ মাওলানা নজরুল ইসলাম
গাইবান্ধা-৪ ডা. আবদুর রহীম
গাইবান্ধা-৫ বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ

পঞ্চগড়-১ অধ্যাপক ইকবাল হোসেন
পঞ্চগড়-২ মো. সফিউল্লাহ সুফি।

রংপুর-১ অধ্যাপক রায়হান সিরাজী
রংপুর-২ এটিএম আজহারুল ইসলাম
রংপুর -৩ অধ্যাপক মাহবুবার রহমান বেলাল,
রংপুর-৪ আমীর এটিএম আজম খান
রংপুর-৫ গোলাম রব্বানী
রংপুর-৬ অধ্যাপক মাওলানা মো. নুরুল আমিন

নীলফামারী-১ অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার,
নীলফামারী-২ ড. খায়রুল আনাম,
নীলফামারী-৩ মাওলানা ওবায়দুল্লাহ সালাফি
নীলফামারী-৪ হাফেজ মাও আব্দুল মোনতাকিম।

ঠাকুরগাঁও-১ দেলাওয়ার হোসেন
ঠাকুরগাঁও-২ মাওলানা আব্দুল হাকিম
ঠাকুরগাঁও-৩ মিজানুর রহমান

কুড়িগ্রাম-১ অধ্যাপক আনোয়ারুল ইসলাম
কুড়িগ্রাম-২ অ্যাড ইয়াছিন আলী সরকার,
কুড়িগ্রাম-৩ ব্যারিস্টার মাহবুব আলম সালেহী
কুড়িগ্রাম-৪ মোস্তাফিজুর রহমান মোস্তাক

লালমনিরহাট-১ আনোয়ারুল ইসলাম রাজু
লালমনিরহাট-২ এড ফিরোজ হায়দার লাভলু
লালমনিরহাট -৩ প্রভাষক হারুন অর রশীদ

সংগৃহীত

28/05/2025

ঘটনা সত্যি না কি
লিংক প্রথন কমেন্ট বক্সে।
আপনিও দেখে শুনে সিদ্ধান্ত নিতে পারেন

যে শাহবাগ থেকে মৃত্যু পরোয়ানা পাঠানো হয়েছিল ট্রাইবুনালে, সেই শাহবাগ দিয়ে বীরের বেশে বেরিয়ে যাচ্ছেন আমাদের প্রিয় রাহবর  এ...
28/05/2025

যে শাহবাগ থেকে মৃত্যু পরোয়ানা পাঠানো হয়েছিল ট্রাইবুনালে,
সেই শাহবাগ দিয়ে বীরের বেশে বেরিয়ে যাচ্ছেন আমাদের প্রিয় রাহবর এটিএম আজহার ভাই।

স্লোগান হচ্ছে-
বিচার বিচার বিচার চাই
শাহবাগের বিচার চাই.

Address

Satkhira
Khulna

Telephone

+8801317079274

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sardar Masum Billah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sardar Masum Billah:

Share