Sardar Masum Billah

Sardar Masum Billah A Nice Smile solves a lot of issue��

01/08/2025

অনেক জল্পনাকল্পনার পর অলরেডি কয়েকটা সেরা সংস্কার মোটামুটি কনফার্ম! ,👍

1.
বিএনপির বিরোধিতা সত্ত্বেও পিআর পদ্ধতিতেই হবে ১০০ আসনের উচ্চকক্ষ। সিদ্ধান্ত জানালো ঐকমত্য কমিশন।
এতে করে সংসদে সকল দলের প্রতিনিধিত্ব থাকবে!
সংসদে সবসময় একটা ফাইট হবে।
আগে দেখতাম হাসিনা যেটা বলতো সবকয়টা চোর ঠিক ঠিক বলে চিল্লাইয়া ওঠতো।

2.
এক ব্যক্তি জীবনে সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রী পদে থাকতে পারবেন। এই সিদ্ধান্ত স্বৈরাচার হয়ে ওঠার প্রথম ব্যর্থতা।
কেউ চাইলেই ১০ বছরের বেশি ক্ষমতায় থাকতে পারবে না।

3.
যেকোন গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক চুক্তির অনুমোদন, সংশোধন ইত্যাদি সংসদের উচ্চকক্ষ ও নিম্নকক্ষ উভয় থেকে পাশ করিয়ে নিতে হবে।
কোনরূপ আলোচনা না করেই, জনগনকে না জানিয়েই হাসিনার মতো ট্রানজিট দিয়ে দিতে পারবে না।
মানে চুপি চুপি দেশ বিক্রি কিংবা জনগণের বিরুদ্ধে গিয়ে কিছু করবে সেই চান্স নাই।

4.
স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক আর থাকছে না। ফলে ক্ষমতাসীন রাজনৈতিক দলের স্থানীয় পর্যায়ের মাদকাসক্ত, গুন্ডা পান্ডাদের পরিবর্তে যোগ্য, শিক্ষিত, মার্জিত লোকজন স্থানীয় প্রতিনিধি হিসেবে উঠে আসবে।
প্রতীক বানিজ্য নিজেদের মধ্যে কামড়াকামড়ি কিছুটা বন্ধ হবে।
আগে দেখতাম যে নৌকা প্রতীক পাইতো সেইম চেয়ারম্যান কনফার্ম ছিলো এবার এই সুযোগটা বন্ধ হয়ে যাবে।

5.
সংসদে বিরোধী দলের গুরুত্ব বৃদ্ধি করা হয়েছে। এখন থেকে ডেপুটি স্পিকার পদে বিরোধী দল থেকে মনোনয়ন হবে।
মানে দলীয় স্পিকারকে কাউন্টার করার মতো বিরোধী দল থাকবে এখন থেকে সংসদে মততাজের গান হয়তো আর চলবে না।

6.
স্বাধীন পুলিশ কমিশন হচ্ছে। এটার ইতিবাচক ইমপ্যাক্ট হবে হিউজ। প্রতিষ্ঠান হিসেবে পুলিশকে আর রাজনৈতিক হাতিয়ার বানানো যাবে না।
তারা চাইলেই সরকারের বিরুদ্ধে অবস্থান নিতে পারবে।জনগণের হয়ে কাজ করতে পারবে।
হাসিনার মতো কুকামে আর ব্যবহার করতে তারা বাধ্য থাকবে না।

7.
গণহত্যা ও ভোট জালিয়াতির সঙ্গে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে স্বাধীন তদন্ত কমিশন গঠিত হচ্ছে।
মানে সামনে যারা ভোট জালিয়াতি করার প্ল্যান বানাবে তাদের জন্য দৃষ্টান্ত হবে তাদের বিচার।

8.
নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে স্বাধীন করার জন্য সুপ্রিম কোর্টের আলাদা সচিবালয় হচ্ছে।
তাহলে জুডিশিয়ারি হবে স্বাধীন , দলীয় আধিপত্য কিছুটা কমে আসবে। আইনজীবীরা চাইলে জনগণ সঠিক বিচার পাবে।

9.
সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগে প্রধান বিচারপতির নেতৃত্বে একটি স্বাধীন বিচার বিভাগীয় নিয়োগ কমিশন (Judicial Appointments Commission-JAC) গঠিত হচ্ছে।
এবার দরকার খু' নির বিচার, জুলাই ঘোষণাপত্র ,জুলাই সনদ।
তারপর একটা সুষ্ঠু ,নিরপেক্ষ নির্বাচন।

©

30/07/2025

ঢাকাকে বিছিন্ন করার পরিকল্পনার.....
লিংক কমেন্টে

আলহামদুলিল্লাহ অভিনন্দন
29/07/2025

আলহামদুলিল্লাহ
অভিনন্দন

  অভ্যুত্থানের দিনলিপি : আন্দোলনমুখর ২৯ জুলাই।তৎকালীন গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে ফ্যা°সিস্ট সরকার জানতে পারে জুলাই...
29/07/2025


অভ্যুত্থানের দিনলিপি : আন্দোলনমুখর ২৯ জুলাই।
তৎকালীন গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে ফ্যা°সিস্ট সরকার জানতে পারে জুলাই আন্দোলনের অন্যতম শক্তি হলো বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলমী ছাত্রশিবির। এজন্য স্বৈ°রাচারীরা জোর করে ক্ষমতায় টিকে থাকার জন্য ১৪ দলের জরুরী মিটিং করে এবং সেখানেই নিজেদের পরাজয় আঁচ করতে পেরে ২৮ জুলাই রাতে তড়িঘড়ি করে কাপুরুষের মতো জামায়াত-শিবিরকে নি°ষিদ্ধের সিদ্ধান্ত নেয়।

আর আজ তোমরা একক ক্রেডিট নিতে ব্যস্ত।


অভিনন্দন প্রিয় রাহবর
17/07/2025

অভিনন্দন প্রিয় রাহবর

ইসলামী দলগুলোর মধ্যে কার্যকর একটি ঐক্যের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত আজকের সমাবেশ ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। আগা...
28/06/2025

ইসলামী দলগুলোর মধ্যে কার্যকর একটি ঐক্যের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত আজকের সমাবেশ ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

আগামীর বাংলাদেশ হোক— ন্যায় ও ইনসাফের।

ইনকিলাব জিন্দাবাদ।

আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর দরবারে সিজদাবনত চিত্তে অগনিত শুকরিয়া আদায় করছি। বাংলাদেশের জামায়াতে ইসলামীর নিবন্ধন এবং ...
24/06/2025

আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর দরবারে সিজদাবনত চিত্তে অগনিত শুকরিয়া আদায় করছি।
বাংলাদেশের জামায়াতে ইসলামীর নিবন্ধন এবং ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা বরাদ্দ দেয়া হয়েছে।
মহান আল্লাহ উত্তম পরিকল্পনাকারী।

অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ রাষ্ট্রক্ষমতায় না থেকে ব্যাক্তিগত প্রচেষ্টায় কি কি করেছে তার কয়েকটা বলি।১. সাতক্ষীরা সিটি ...
19/06/2025

অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ রাষ্ট্রক্ষমতায় না থেকে ব্যাক্তিগত প্রচেষ্টায় কি কি করেছে তার কয়েকটা বলি।

১. সাতক্ষীরা সিটি কলেজের তৃতীয় তলা ভবন নির্মাণ
২. কম্পিউটার ল্যাব স্থাপন
৩. ১০টি কম্পিউটার প্রদান
৪. বামনখালী বাজার মসজিদের বিল্ডিং
৫. আগরদাড়ী মাদরাসা মসজিদ নির্মাণ
৬. পাটকেলঘাটা আলিয়া মাদ্রাসা মসজিদ নির্মাণ
৭. সোনার বাংলা কলেজ প্রতিষ্ঠা
৮. সোনাবাড়িয়া দাখিল মাদ্রাসা প্রতিষ্ঠা
৯. ঐতিহ্যবাহী কলারোয়া প্রি-ক্যাডেট স্কুল প্রতিষ্ঠা
১০. পাটকেল ঘাটা খাতুনে জান্নাত মাদ্রাসা প্রতিষ্ঠা
১১. আল ফারুক একাডেমি স্কুল প্রতিষ্ঠা
১২. আল ফারুক একাডেমি মসজিদ
১৩. তালায় আল ফারুক একাডেমি প্রতিষ্ঠা
১৪. বিভিন্ন এলাকায় মডেল অজুখানা স্থাপন
১৫. অসংখ্য গরীব মানুষের টিউবওয়েল বসিয়ে দেন।
১৬. সাতক্ষীরা শহরের একমাত্র আধুনিক হাসপাতাল ইসলাম ব্যাংক কমিউনিটি হাসপাতাল প্রতিষ্ঠাতা
১৭. ঢাকা ইবনে সিনা হাসপাতাল প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল।
১৯. স্বল্প সময়ে সাতক্ষীরা ইবনে সিনা হাসপাতাল আসার চেষ্টা করছেন।
২০. সাতক্ষীরা জেলাতে অসংখ্য চক্ষু শিবিরের বিনামূল্যে চিকিৎসা প্রদান।
২১. অসংখ্য ফ্রী খতনা ক্যাম হয়েছে যার একমাত্র পৃষ্ঠপোষক ছিলেন তিনিই
২২. অসংখ্য বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করেছেন।

আপাতত এগুলো আজকে বললাম। এক সঙ্গে সব বললে হয়ত কেউ কেউ নিতে পারবে না।
আর উনার শিক্ষা এবং নেতৃত্বের কথা বললে অন্য প্রার্থীরা হয়ত নতুন করে আবার কলেজে ভর্তি হতে পারে।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে যা হচ্ছে এটা খুবই দুঃখজনক। দ্রুত এ পরিস্থিতির অবসান প্রয়োজন। ‌ ইসরাকের উগ্রতা বিএনপি সম্পর্...
16/06/2025

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে যা হচ্ছে এটা খুবই দুঃখজনক। দ্রুত এ পরিস্থিতির অবসান প্রয়োজন। ‌ ইসরাকের উগ্রতা বিএনপি সম্পর্কে তরুণ প্রজন্মকে খারাপ ধারণা দিচ্ছে।

দক্ষিণ সিটি কর্পোরেশন নিয়ে অন্তর্বর্তী সরকারের অবস্থান পরিষ্কার করা প্রয়োজন। অনেক বিষয় সমঝোতা হয় এই বিষয় ঝোলানো কেন। বিষয়টিকে ঝুলিয়ে রেখে কালক্ষেপণ করে শুধু শুধু পরিস্থিতি উত্ত্যক্ত করার কোন মানে হয় না। পূর্ণ বিষয় অস্পষ্ট।
আমরা এ অস্থিরতা চাই না।

যতদিন না কয়েম হবে খোদার ধরায় তারই দ্বীন,কিসের আবার ঈদের খুশি এই অনুষ্ঠান অর্থহীন,ঈদ পুনর্মিলনী ২০২৫স্হানঃ ৬ নং তালা সদর ...
09/06/2025

যতদিন না কয়েম হবে খোদার ধরায় তারই দ্বীন,
কিসের আবার ঈদের খুশি এই অনুষ্ঠান অর্থহীন,

ঈদ পুনর্মিলনী ২০২৫
স্হানঃ ৬ নং তালা সদর ইউনিয়ন পরিষদ হল রুম।

08/06/2025

"দাওয়াত দীপ্ত শফথে,
আজও আমরা একসাথে"

এর শেষ কোথায়???৫ অগাস্টের পর থেকে বিএনপির খু'নের সংখ্যা ১০০।©
08/06/2025

এর শেষ কোথায়???
৫ অগাস্টের পর থেকে বিএনপির খু'নের সংখ্যা ১০০।
©

Address

Satkhira
Khulna

Telephone

+8801317079274

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sardar Masum Billah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sardar Masum Billah:

Share