
28/05/2023
ফ্রি'তে পাচ্ছে তো! তাই গায়ে লাগে না 😪
যে দেশে ২৫০মিলি পানি কিনে খেতে হয় সেই দেশে ৪৫০ মিলি রক্ত ফ্রিতে পাওয়া যায়🥀
তাই সমস্যা কি লাগলে দিবে না লাগলে ফেলে দিবেন,ফ্রিতে পেয়েছি নিয়ে নিই।
কত কষ্টকর একটা ব্লাড ম্যানেজ করতে হয় একমাত্র স্বেচ্ছাসেবক'রা জানে। 🥲🥲
নিজের পকেটের টাকা খরচ করে, মোবাইলের টাকা খরচ করে, এই রক্তের জন্য তারা চেষ্টা চালিয়ে যায়,আর দিনশেষে এসে এসব দেখতে হয়
এরকম পোষ্ট দেখলে নিজে থেকে খুব খারাপ লাগে। 😪😪