Unique Galib

Unique Galib Assalamu alaikum �
মরে গিয়েও মানুষের মাঝে বাঁচতে চাই...
ভালো মানুষগুলোর তালিকায়...🌼

01/10/2024

প্রকাশ্যে ভালোবাসি বলে কি লাভ বলো..?

আব্দুল্লাহ গালিব...

17/12/2023

কুমিল্লা বোর্ডের সুইসাইড করা ১১ জন ছাত্রের মধ্যে ১ জনের সুইসাইড নোটঃ

Follow please: Unique Galib

Writer & Voice: Unique Galib (জীবনে কাব্যতে যার ঠাই)

#কবিতা #একাকি #একাকিত্বে #নিরিবিল #সবশেষ #গল্প #জীবনগল্প #জীবনশেষ #ব্যর্থতারগল্প

04/12/2023

এখন তুমি কোথায় আছো কেমন আছো, পত্র দিও।

এক বিকেলে মেলায় কেনা খামখেয়ালীর তাল পাখাটা
খুব নিশীথে তোমার হাতে কেমন আছে, পত্র দিও।
ক্যালেন্ডারের কোন পাতাটা আমার মতো খুব ব্যথিত
ডাগর চোখে তাকিয়ে থাকে তোমার দিকে, পত্র দিও।
কোন কথাটা অষ্টপ্রহর কেবল বাজে মনের কানে
কোন স্মৃতিটা উস্কানি দেয় ভাসতে বলে প্রেমের বানে
পত্র দিও, পত্র দিও।

Writer: Helal Hafiz
Voice: Unique Galib (জীবনে কাব্যতে যার ঠাই)

Follow please: unique galib

#কবিতা #একাকি #একাকিত্বে #নিরিবিল

তুমি এই সূর্য হয়ে এসো,যেখানে তীব্র গরম থাকবে,চামড়া ঝলসে যাবে তোমার স্পর্শে,তবুও আমি তোমায় গায়ে জড়াবো।🌼✍️: unique ga...
03/12/2023

তুমি এই সূর্য হয়ে এসো,
যেখানে তীব্র গরম থাকবে,
চামড়া ঝলসে যাবে তোমার স্পর্শে,
তবুও আমি তোমায় গায়ে জড়াবো।🌼

✍️: unique galib (জীবনে কাব্যতে যার ঠাই)
Follow: Unique Galib

01/12/2023

তুমি দেখছো তাকে,
ভাবছো যাকে,,
সে আসল মানুষ নয়💔
সে বেঁচে আছে শহরের এক কোণে,
সে মৃত মানুষের চিৎকার শোনে🌼

#কবিতা #একাকি #একাকিত্বে #নিরিবিলি

29/11/2023

নিঃসঙ্গতা
__আবুল হাসান

অতটুকু চায়নি বালিকা!
অত শোভা, অত স্বাধীনতা!
চেয়েছিল আরো কিছু কম,

আয়নার দাঁড়ে দেহ মেলে দিয়ে
বসে থাকা সবটা দুপুর, চেয়েছিল
মা বকুক, বাবা তার বেদনা দেখুক!

অতটুকু চায়নি বালিকা!
অত হৈ রৈ লোক, অত ভীড়, অত সমাগম!
চেয়েছিল আরো কিছু কম!

একটি জলের খনি
তাকে দিক তৃষ্ণা এখনি, চেয়েছিল
একটি পুরুষ তাকে বলুক রমণী!

Voice: unique galib✨

28/11/2023

ভালোবাসি বলেই ঘৃনা করার অধিকার পেয়েছেন..😊
এইযে অবহেলা করেন,
অপেক্ষায় রাখেন✨
আমার নামে ঘৃনার আধুলি জমান বুকের ভেতরে,,
ভালোবাসি বলেই এসবের অধিকার পেয়েছেন💔
জুরে আছি বলেই বারবার ছুরে ফেলার ভয় দেখিয়েছেন। যদি ভালো না বাসতাম তবে ঘৃনা কিংবা অবহেলা করার অধিকার পেতেন না।
আমি ভালো না বাসলে আপনার ঘৃনা করার যোগ্যতাও থাকে না😅
একদিন "ভালোবাসি না" বলে সব অধিকার তুলে নিবো।💔

26/11/2023

আপনার লাগি এই পরানডার ভিতরে
কেমন উতাল পাতাল করে🌼
আমার লাগি আপনার মনে হয় না কি
একটুখানিও মায়া💔

#একাকিত্ব #বিরহ

25/11/2023

ভুলে যাবো ভুলে যাবো...!!!
কতদিন যে ভাবলাম💔
অথচ তোমায় ভাবতে ভাবতে✨
আজকাল নিজেকেই ভুলতে বসেছি🙃
তবু তোমায় ভুলতে পারিনি 🖤

Follow: unique galib
, #একাকিত্ব #বিরহ

24/11/2023

কত কিছুই তো হারাইলাম☹️
শুধু স্থায়ী হলো....
তোমাকে হারানোর যন্ত্রণাটাই💔

24/11/2023

তুমি মায়াবী তুমি রূপবতী তুমি গুণবতী✨
তুমি অপ্সরী তুমি প্রীতিভাজনীয়াসু🌼
তুমি সুন্দর🌼
কারণ...!!!
আমি তোমায় সুন্দর চোখে দেখি🖤🖤

23/11/2023

ওরে নীল দরিয়া...!!!
আমায় দে রে দে ছাড়িয়া...!!!✨✨
বন্দী হইয়া মনোয়া পাখি হায়রে...!!!
কান্দে রইয়া রইয়া....!!!🌼

Address

Khulna

Website

Alerts

Be the first to know and let us send you an email when Unique Galib posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share