Arshi Anjum

Arshi Anjum Nothing just a depressed kiddo sharing her untold Stories

And then again we stopped talking to each other,  stopped contacting each other, stopped enjoying rains together, stoppe...
27/05/2023

And then again we stopped talking to each other, stopped contacting each other, stopped enjoying rains together, stopped watching movies which taught us how love really feels like, stopped listening to musics
We just became a heartless person

Came back home, closed the door, cried in silent, remembered about all of our good and bad memories, how we used to make each other happy by doing stupid things, those birthday surprises, those flowers which you used to bring for me everyday to make me happier, i still have those letters which you wrote for me to make me feel special
I remembered all those things 💐

After all "Forever is meant for memories not for the people"

26/05/2023
৩১ মার্চ ,২০২৩ঘড়িতে রাত ২টা বেজে ৪৫ মিনিট।এমন সময়ে নীলু তার ডায়েরি নিয়ে বসলো।আজ অনেকদিন পর ডায়েরি লিখতে বসছে সে। এতোদিন ...
25/05/2023

৩১ মার্চ ,২০২৩

ঘড়িতে রাত ২টা বেজে ৪৫ মিনিট।এমন সময়ে নীলু তার ডায়েরি নিয়ে বসলো।আজ অনেকদিন পর ডায়েরি লিখতে বসছে সে। এতোদিন পড়াশোনার চাপ ও নানান কাজের ব্যস্ততায় সে ডায়েরি লিখতে পারেনি।
নীলু ডায়েরি লিখতে শুরু করল। লেখা শুরুর আগেই আজকের দিন,তারিখ,মাস ও সালটা লিখল।

মানুষের অনেক গুলো গুণের মধ্যে একটি অন্যতম গুণ হলো তারা খুব সুন্দর অভিনয় করতে পারে।আল্লাহ্ তার সকল সৃষ্টির মধ্যে একমাত্র মানব জাতিকেই এই গুণটি দিয়েছেন।এজন্যই হয়তো মানুষকে বলা হয় আশরাফুল মাখলুকাত বা সৃষ্টির সেরা জীব।

এবং মানবজাতির এই বিশেষ গুণটি তারা সাধারণত ব্যবহার করে নিজেদের দুঃখকে আড়াল করতে।এই যে দেখুন না, প্রতিদিন কত মানুষের সাথে দেখা হয়,কত সুন্দর হাসছে-খেলছে-কথা বলছে নিতান্তই একজন স্বাভাবিক মানুষের মতো। এরকম মানুষের সাথে আপনি কিছুক্ষণ কথা বলেন,দেখবেন নিজেরও মন ভালো হয়ে গেছে।বাইরে থেকে দেখলে তাদেরকে কত সাধারণই না মনে হয় , মনে হয় এ পৃথিবীতে তাদের চেয়ে সুখী মানুষ আর নেই। অথচ এই হাসি মুখের আড়ালে তারা লুকিয়ে রাখে তাদের সকল পাওয়া-না পাওয়ার হিসেব , ব্যর্থতা , অপ্রকাশিত দুঃখ-কষ্ট , রাগ-অভিমান ইত্যাদি ইত্যাদি।

মানুষের জীবনে অনেক দুঃখ-কষ্টের গল্প থাকে।এর মধ্যে কিছু কিছু গল্প মানুষকে খুব সহজেই বলা যায়।আবার কিছু কিছু গল্প এমন থাকে যা একমাত্র নিজের সৃস্টিকর্তা বাদে আর কাওকে বলা যায় না। এই গল্পগুলোকে মানুষ সাধারণত মনুষ্য চোখের আড়াল করে নিজেদের ডায়েরি বা বুকের মধ্যে কোনো এক কোনায় তালাবদ্ধ করে রাখে।যে তালার চাবি কারও কাছে নেই।

বাইরে লোকেদের সামনে হাসি মুখে ভালো থাকার ভান করা খুব সহজ হলেও মায়ের কাছ থেকে কোনো বিষয় আড়াল করা বা গোপন করা বড়ই কঠিন ব্যাপার।কেননা মায়েরা তাদের সন্তানদের মিথ্যা কথা ধরে ফেলতে পারে। একবার চোখের দিকে তাকিয়েই মনের অবস্থা বুঝে ফেলে।এই অদ্ভুত গুণটা সৃস্টিকর্তা সব মায়েদের মধ্যেই দিয়েছেন। আবার কিছু কিছু মানুষ অভিনয়ে এতোটাই পারদর্শী যে তারা মায়েদের চোখও ফাঁকি দিতে পারে।চোখের সামনে নিতান্তই একজন স্বাভাবিক মানুষের মতো অভিনয় করে যাবে অথচ তাদের মনের মধ্যে লুকিয়ে থাকে কত চাপা আর্তনাদ।

Address

Khulna

Telephone

+8801758995005

Website

Alerts

Be the first to know and let us send you an email when Arshi Anjum posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share