Healthy Daily Dose

Healthy Daily Dose Hello, this is Sumiya. My content is all about healthy lifestyle. Healthy discussions are shared here.......

বেডা মানুষ........
22/08/2025

বেডা মানুষ........

সব সময় শুধু হাজবেন্ডের এর ফ‍্যামিলি নিয়ে সবাই খারাপ কথা বলেন! শাশুড়ী মানেই খারাপ, ননদ মানেই খারাপ!! সারাজীবন চলে এই ভালে...
15/08/2025

সব সময় শুধু হাজবেন্ডের এর ফ‍্যামিলি নিয়ে সবাই খারাপ কথা বলেন! শাশুড়ী মানেই খারাপ, ননদ মানেই খারাপ!! সারাজীবন চলে এই ভালো খারাপের দ্বন্দ্ব।ভালো খারাপ কিন্তু সব জায়গায় আছে!

কিন্তু কিছু মেয়ের বাবা মা রা যে এত বিষাক্ত!! এরা ছেলের টাকা দেখে মেয়ের অপছন্দে বিয়ে দেয়,অনেক মেয়ে তো না পেরে পালায় যায়!
তার পর মেয়ে অশান্তি তে থাকলে বলবে মানিয়ে নাও। এই বাসায় আসতে পারবে না। আমরা তোমাকে সাপোর্ট দিব না।

জামাই যখন বুঝে যায় যে বউ এর তো ফেরত যাওয়ার জায়গা নাই, সাপোর্ট করার কেউ নেই তখন জামাই আরো অসম্মান করে। বাবা মা বলে মেয়ে ফেরত আসলে নাকি মানসম্মান থাকে না।
কি এমন সম্মান আছে যা মেয়ের জীবনের থেকে বেশী দামী??

আবার দেখা যায় যেই মেয়ের জামাই এর টাকা বেশী সেই মেয়ে বেশি প্রিয়!
টাকা না থাকলে ছেলেটা যদি ভালো মানুষও হয়,মেয়েকেও ভালো রাখে তবুও তারা পাত্তা দেয় না।সারাদিন কুবুদ্ধি দিয়ে মেয়ের সংসার খারাপ করে।

আবার মেয়ের জামাই এর টাকা থাকলে নিজের অকর্মা ছেলে মেয়ের সব দায়িত্ব মেয়ের জামাইয়ের ঘাড়ের উপর দিয়ে দিবে। মেয়ের জামাই এর বিদেশ থেকে পাঠানো টাকা দিয়ে নিজেরা ফুর্তি করবে।
তাও নিজের মেয়ে কে সম্মান দিবে না। সম্পত্তিতে ভাগ দিবে না। সারা জীবন মেয়ে আর মেয়ের জামাই এর উপর চালায় লাস্টে সম্পত্তি দিবে ছেলে কে।
এগুলা নিয়ে কেউ কথা বলেন না কেন!

10/08/2025

দুনিয়া হল একটি ভাড়া বাড়ির মত,যতই সুন্দর করে সাজাও না কেন মালিকের নোটিশ পাওয়া মাত্রই সব ছেড়ে চলে যেতে হবে!!

05/08/2025

বাংলাদেশে বেকারত্বের সংখ্যা এত বেশি যে, চারজন কেরাম খেললে ১৫ জন পিছনে দাড়িঁয়ে সাজেশন দেয়

সন্তানকে যদি কেউ হিংসা করে,অপছন্দ করে,কিংবা অবহেলা করে, সেটা সবার আগে মা-ই বুঝতে পারে। এরপরে যদি ওই মানুষটা সবার চোখে ফে...
05/08/2025

সন্তানকে যদি কেউ হিংসা করে,
অপছন্দ করে,কিংবা অবহেলা করে, সেটা সবার আগে মা-ই বুঝতে পারে।
এরপরে যদি ওই মানুষটা সবার চোখে ফেরেশতাও হয়, ওই মায়ের চোখে ই'বলিশ বলেই গণ্য হয়.....

05/08/2025

দেব-শুভশ্রী কে অসংখ্য ধন্যবাদ অপু, শাকিব আর বুবলি কে নিউজফিড থেকে সরানোর জন্য..

শাকিব খানের জীবনটা অন্যরকম আনন্দের। ২ টা বউ থাকবে ডিভোর্স দেওয়া তবুও বউ এর মতোই থাকবে। বাসা থেকেও মা - বাবা বিয়ের জন্য ...
04/08/2025

শাকিব খানের জীবনটা অন্যরকম আনন্দের। ২ টা বউ থাকবে ডিভোর্স দেওয়া তবুও বউ এর মতোই থাকবে।

বাসা থেকেও মা - বাবা বিয়ের জন্য পাত্রী খুঁজবে। আবার প্রেম করতেও সমস্যা নাই কারণ বউ নাই।

হাজার কোটি ফ‍্যান কারন পার্সোনালিটি যেমন ই হোক চেহারা সুন্দর আর টাকা আছে।

হয়তো এরকম জীবন পাওয়াই বেশিরভাগ বাঙালি সুপুরুষদের একমাত্র চাওয়া!!!

দ্বিতীয় শ্রেণির গনিত প্রশ্ন (অর্ধবার্ষিক পরীক্ষার) অনেক মা - বাবার কাজে লাগতে পারে।
31/07/2025

দ্বিতীয় শ্রেণির গনিত প্রশ্ন (অর্ধবার্ষিক পরীক্ষার)
অনেক মা - বাবার কাজে লাগতে পারে।

29/07/2025

দুঃখ নিজের মধ্যেই নিরাপদ,
প্রকাশ করলেই হাসির খোরাক...

আজকে ঐসব মায়েদের ছুটি, টিফিন বানানো লাগবে না।অনেকের সকাল হাসপাতালে,,অনেকের আবার সকালটাই নাই।এমন ছুটি কোন মা ই চায় না।   ...
22/07/2025

আজকে ঐসব মায়েদের ছুটি, টিফিন বানানো লাগবে না।
অনেকের সকাল হাসপাতালে,,অনেকের আবার সকালটাই নাই।
এমন ছুটি কোন মা ই চায় না।

21/07/2025

জলজ্যান্ত সন্তানকে স্কুলে দিয়ে এসে, এক টুকরো কয়লা নিয়ে বাড়ি ফিরে আসার মতন দুঃখ বোধয় পৃথিবীতে আর কোন কিছুতে নাই।

21/07/2025

এত বড় একটা নামকরা স্কুল। অথচ আইডি কার্ডে অভিভাবকের নম্বর নেই। এটা কেমন কথা!!??

আমার ছেলের আইডি কার্ডে বাবা মা দুজনের নম্বর দেওয়া আছে। অভিভাবকের নম্বর বিহীন আইডি কার্ডের অর্থ কি বুজলাম না....

বাচ্চা পাওয়া যাচ্ছে অথচ বাবা মা খুজে পাওয়া যাচ্ছে না। কি দেশে বাস করি আমরা!!!!

Address

Khulna

Alerts

Be the first to know and let us send you an email when Healthy Daily Dose posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share