23/11/2025
যা আমার হাতে নেই,সেসব বিষয় নিয়ে আমি কখনো ঘাবড়ে যাইনা,আতংকিত হইনা।যেটা হওয়ার সেটা হবেই।l তাহলে করনীয় কি?
-সৃষ্টিকর্তার কাছে ক্ষমা চাওয়া,মৃ*ত্যুর জন্য অপেক্ষা করা।কারন আমি বিশ্বাস করি আমার হায়াত যতদিন আছে ততদিন আমি বেঁচে থাকবো,মাথার উপর আকাশ ভে*ঙে পড়লেও বেঁচে থাকবো।আর হায়াত না থাকলে তুলার বালিশের আঘাতেও জীবন হা*রাতে পারি।
আতংকিত হয়ে লাভ নাই।জীবনকে স্বাভাবিক করে নেন।কারন যেটা হওয়ার সেটা হবেই।
#ভুমিকম্প