Asha Islam

Asha Islam °°°সমালোচনার শহরে বাস করি...🙃
°°°দুর্নাম তো একটু থাকবেই!!!😅

🕊️°°✿Angry Bird✿⁠°°🕊️

01/08/2025

আমি যখন যাকে বিশ্বাস করেছি সেই আমাকে নির্মমভাবে ঠকিয়েছে। আর অজুহাত দিয়ে গেছে আমি রাগী, আমি জেদি, খুব একগুয়ে, ওভার থিংকার , বদমেজাজি তাই আমার সাথে নাকি থাকা যায় না আমার সাথে এডজাস্ট করা যায় না। এটাতো অজুহাত মাত্র। ব্যাপারটা তো অন্য তাই না??এটা তারাও জানতো। হ্যাঁ আমি মানি আমি রাগী আমি ছন্নছাড়া বদমেজাজি কিন্তু আমি মানুষটাকে কি কেউ চিনতেই পারলো না? এটাও কি হয় মানুষ চেনা এতই কঠিন এতটাই কঠিন?? সবাই খালি বিশ্বাসের সুযোগ নিয়ে ঠকিয়েই গেলো, একটুও ভাবলো না। আমাকে চিনতে পারোনি এটা তো তোমাদের ব্যর্থতা খালি খালি আমার নামে বদনাম রটালে আমি রাগী আমি জেদী, আমি বদমেজাজি!!!😅 তাই নাকি আমার সাথে থাকা একেবারে অসম্ভব। আসলেই কি তাই?? তোমরা মানুষরা একটু ভেবে দেখতো তো...! কেমন জানি নিয়ম হয়ে গেল না এই পৃথিবীতে বিশ্বাস করলেই ঠকতে হয়।। একচুয়ালি আমি যাদের বিশ্বাস করি তাদের মন প্রাণ দিয়ে বিশ্বাস করি এজন্য আমি খুব করে ঠকে যাই, আমি জানি আমি ঠকে যাবো তবুও আমি বিশ্বাস করি আর মানুষ আমাকে ধোকা দেয়, ঠকায়। কিন্তু সবাই যে বলে কেউ কাউরে ঠকালে সে নিজেও ঠকে যায়। কই আমি তো দেখলাম না তারা তো দিব্যি ভালো থাকে ভাই। যদিও দেখে খারাপ লাগে যে এক সময় আমার বিশ্বাসের সুযোগ তারা নিয়েছিল। আজও তারা ভালো আছে সুখে আছে শান্তিতেই আছে। আমার কোন আফসোস নেই ছিলই না কোনদিন।। যারা বিশ্বাসের সুযোগ নিয়ে অজুহাত দিয়ে আমার সাথে প্রতারণা করছে আমি তাদের দোষ কখনোই দেই নাই শুধু দেখে গেছি শুনে গেছি বুঝে গেছি এটুকুই।। শুধু মানুষকে আর বিশ্বাস করি না করতে পারিনা এখন আর এমনটা নয় যে বিশ্বাস করে ঠকে গেছি তাই বিশ্বাস করিনা মানুষকে এমনটা একদমই নয়। কথা তো এটাই যে আমি আগাগোড়াই মানুষকে বিশ্বাস করতাম না, কারণ ভালোবাসাটাও আম্মু শিখাইছে, আর মানুষ নামের প্রাণীকে বিশ্বাস না করতেও আম্মু শিখাইছে। একচুয়ালি তারা নিজেরা আমারে দিয়ে জোর করে বিশ্বাস করিয়ে নিয়েছিল তাদেরকে। যখনই আমি খুব করে বিশ্বাস করতে গেলাম ঠিক তখনই উল্টে গেল ঠকালো, বিশ্বাস ভাঙল।
এটাই মানুষ এটাই মানুষের রূপ।😅
মানুষ এমন হয় কেমনে ভাইইই!!🙃❤️‍🩹

কলমে: Asha Islam ✍🏻

22/07/2025

যে দেশে লা/শ নিয়ে রাজ'নীতি চলে, সে দেশে তুমি বেঁ'চে থাকতে চাও কি করে ভাই?😅

22/07/2025

Leave Bangladesh
or Die 🙃

21/07/2025

চুলার আ/গু/নের আঁচটাও লাগতে না দেয়া সন্তান তাদের.!🥲

21/07/2025

মাইলস্টোন কলেজের উপরে একটি প্রশিক্ষণ বিমান বি/ধ/স্ত হয়েছে। আ/গু/ন ছড়িয়ে পড়েছে ক্যাম্পাসের বিল্ডিংয়ে। অনেক হতা'হতের আ/শ/ঙ্কা রয়েছে।

আল্লাহ আমাদের ভাইবোনদের হেফাজত করুন,
রক্ষা করুন। সবাই দোয়া করুন।🤲😓

19/07/2025

আল্লাহ জামায়াতে ইসলামীর সম্মানিত আমীরকে সুস্থতা ও নেক হায়াত দান করুন।

17/07/2025

বাস্তবতা মিলা'ইতে মিলা'ইতে
এখন বড্ড ক্লান্ত লাগে...!🙂❤️‍🩹

16/07/2025

বড় আর হইলাম কই?
শরীর খারাপে ডাক্তার এর কাছে গেলে
কি হয়েছে জিজ্ঞেস করলে তো সেই
মায়ের দিকেই তাকিয়ে থাকি!!🥹❤️
Asha Islam ✍️

শখের কোন কিছুই দীর্ঘদিন স্থায়ী হয় না, তুমি খুব  করে যেটা আগলে রাখবা যত্ন নিবা দেখবা একদিন সেটাই তোমাকে ছেড়ে চলে গেছে,...
14/07/2025

শখের কোন কিছুই দীর্ঘদিন স্থায়ী হয় না, তুমি খুব করে যেটা আগলে রাখবা যত্ন নিবা দেখবা একদিন সেটাই তোমাকে ছেড়ে চলে গেছে, হারিয়ে গেছে কোথাও জানি, তুমি কেঁদেও সেটা আর পাবা না। নিজের জিনিস- নিজের শখের জিনিস নিজের কাছেই যত্নে আগলে রাখা ভালো অন্যের কাছে আমানত দিও না কখনো কেউ তোমার জিনিস নিজের ভেবে যত্নে রাখবে না ন*ষ্ট করে ফেলবে, নইলে হারিয়ে ফেলবে তুমি আর ফিরে পাবো না। তুমি অপেক্ষায় দিন গুনবা তোমার দিন ফুরাবে মাস ফুরাবে কিন্তু তোমার এই অপেক্ষার প্রহর আর শেষ হবে না। তুমি আর তোমার ঐ শখের জিনিস কে ছুঁতে পারবা না,এই অপেক্ষা শেষ হওয়ার না। হাজার চাইলেও সেটাকে তুমি আর দেখতে পাবে না শুধু স্মৃতিই থেকে যাবে কিন্তু জিনিসটা না।
ঠিক যেভাবে আমার "চিকু" হারিয়ে গেল আমি ওকে আর ফিরে পাবো না কান্না করেও পাবো না, মন খারাপ করেও পাবো না কোনভাবেই আর ফিরে পাবো না। কিন্তু লাইফের প্রথম কোন একটা জিনিস কোন একটা কিছু আমি খুব শখ করে পালছিলাম। কখনো কোন কিছুর জন্য আমার এতটুকুও মায়া জন্মায়নি চিকুর জন্য যতটুকু মায়া জন্মেছিল।এত যত্ন করে রেখেও ওকে হারিয়ে ফেললাম। আমি তো ওর অপেক্ষায় ছিলাম ও তো আমার অপেক্ষায় থাকতে পারতো কৈ থাকলো না তো।।💔😭 "(চিকু)"
Asha Islam ✍️

#চিকু

12/07/2025

চাঁ'দা লাগলে চাঁ'দা নে, আমার ভাইকে ফিরিয়ে দে...🤬

11/07/2025

আমরা মানুষ আর হইলাম কৈ...🙂

Address

Khulna

Website

Alerts

Be the first to know and let us send you an email when Asha Islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share