01/08/2025
আমি যখন যাকে বিশ্বাস করেছি সেই আমাকে নির্মমভাবে ঠকিয়েছে। আর অজুহাত দিয়ে গেছে আমি রাগী, আমি জেদি, খুব একগুয়ে, ওভার থিংকার , বদমেজাজি তাই আমার সাথে নাকি থাকা যায় না আমার সাথে এডজাস্ট করা যায় না। এটাতো অজুহাত মাত্র। ব্যাপারটা তো অন্য তাই না??এটা তারাও জানতো। হ্যাঁ আমি মানি আমি রাগী আমি ছন্নছাড়া বদমেজাজি কিন্তু আমি মানুষটাকে কি কেউ চিনতেই পারলো না? এটাও কি হয় মানুষ চেনা এতই কঠিন এতটাই কঠিন?? সবাই খালি বিশ্বাসের সুযোগ নিয়ে ঠকিয়েই গেলো, একটুও ভাবলো না। আমাকে চিনতে পারোনি এটা তো তোমাদের ব্যর্থতা খালি খালি আমার নামে বদনাম রটালে আমি রাগী আমি জেদী, আমি বদমেজাজি!!!😅 তাই নাকি আমার সাথে থাকা একেবারে অসম্ভব। আসলেই কি তাই?? তোমরা মানুষরা একটু ভেবে দেখতো তো...! কেমন জানি নিয়ম হয়ে গেল না এই পৃথিবীতে বিশ্বাস করলেই ঠকতে হয়।। একচুয়ালি আমি যাদের বিশ্বাস করি তাদের মন প্রাণ দিয়ে বিশ্বাস করি এজন্য আমি খুব করে ঠকে যাই, আমি জানি আমি ঠকে যাবো তবুও আমি বিশ্বাস করি আর মানুষ আমাকে ধোকা দেয়, ঠকায়। কিন্তু সবাই যে বলে কেউ কাউরে ঠকালে সে নিজেও ঠকে যায়। কই আমি তো দেখলাম না তারা তো দিব্যি ভালো থাকে ভাই। যদিও দেখে খারাপ লাগে যে এক সময় আমার বিশ্বাসের সুযোগ তারা নিয়েছিল। আজও তারা ভালো আছে সুখে আছে শান্তিতেই আছে। আমার কোন আফসোস নেই ছিলই না কোনদিন।। যারা বিশ্বাসের সুযোগ নিয়ে অজুহাত দিয়ে আমার সাথে প্রতারণা করছে আমি তাদের দোষ কখনোই দেই নাই শুধু দেখে গেছি শুনে গেছি বুঝে গেছি এটুকুই।। শুধু মানুষকে আর বিশ্বাস করি না করতে পারিনা এখন আর এমনটা নয় যে বিশ্বাস করে ঠকে গেছি তাই বিশ্বাস করিনা মানুষকে এমনটা একদমই নয়। কথা তো এটাই যে আমি আগাগোড়াই মানুষকে বিশ্বাস করতাম না, কারণ ভালোবাসাটাও আম্মু শিখাইছে, আর মানুষ নামের প্রাণীকে বিশ্বাস না করতেও আম্মু শিখাইছে। একচুয়ালি তারা নিজেরা আমারে দিয়ে জোর করে বিশ্বাস করিয়ে নিয়েছিল তাদেরকে। যখনই আমি খুব করে বিশ্বাস করতে গেলাম ঠিক তখনই উল্টে গেল ঠকালো, বিশ্বাস ভাঙল।
এটাই মানুষ এটাই মানুষের রূপ।😅
মানুষ এমন হয় কেমনে ভাইইই!!🙃❤️🩹
কলমে: Asha Islam ✍🏻