27/10/2025
🤎
ছোট্ট আড্ডা কিংবা মিটআপে সুন্দর একটা অপশন স্যান্ডউইচ আর এক কাপ ক্যাপুচিনো..
এই স্যান্ডউইচ একজন শেষ করতে বেশ কষ্ট হয়ে যায়। তাই দুজনের আড্ডায় ও এটা চলে যায়। আর ফ্রেন্চ রোস্ট এর বীনস এর ক্যাপাচিনো খুলনার সেরা এফোর্ডেবল প্রাইসে.৷ আমরা চেষ্টা করেছি ক্যাপাচিনো, ল্যাটে যেন আর লাক্সারি আইটেম না হয়ে সবার জন্য এফোর্ডেবল করা যায়!!