R.H Shuvro

R.H Shuvro জীবন সুন্দর, আপন ভাবনায়। হাসিখুশি থাকুন। জীবন সুন্দর। ধন্যবাদ।

27/02/2023
21/01/2023

যখন প্রচন্ড মন খারাপে কারও সাথে কথা বলতে যাই,, ঠিক তখন সে তার মন খারাপের কাহিনী বলে নিজেকে হালকা করে নেয়, তখন কি করবো তাকে সান্ত্বনা দেই নিজের মনখারাপগুলো নিজের কাছেই রয়ে যায় তাকে আর বলা হয়না,,
এভাবে নিজের মন খারাপের গল্প জমতে জমতে এক পাহাড় সমান মন খারাপ বাসা বেঁধেছে মনে, যা শোনার মানুষ নেই,
তবু্ও ভালো লাগে কেউ তার খারাপ সময়ে আমায় স্মরণ করে, তার ভালো লাগা খারাপ লাগা আমার সাথে শেয়ার করে, এটাই বা কম কি আমার জন্য এটাতেই আনন্দ খুঁজে নেই
আসলে পৃথিবীতে আমাদের ভালো থাকাটা হারিয়ে যাচ্ছে দিনদিন ভিন্ন ভিন্ন কারণে সবাই বড্ড শূন্যতা অনুভব করি আমরা পৃথিবী যতো আধুনিক হচ্ছে সবাই নিজের জায়গা থেকে খুব একা হয়ে যাচ্ছে
কেউ ভালো নেই ভালো থাকার অভিনয় শুধু সবার মাঝে
মানুষের ভালো থাকাটা অনেকাংশে কেড়ে নিয়েছে সোসাল মিডিয়ার ব্যস্ত জগৎ এই ব্যস্ততা ছাড়িয়ে যদি আমরা আসল প্রকৃতি পরিবেশের সাথে নিজেকে ব্যস্ত করে ফেলি সেই হারানো সু দিনের মতো পরিবারের সাথে একসাথে কিছু সময় কাটাই চেনা পরিবেশে ঘুরে বেড়াই আমাদের ব্যস্ততা শুধুই ভার্চ্যুয়াল জগতে না রেখে বাস্তব জগতে রাখি তাহলে হয়তো মন খারাপের গল্পগুলো ভারি হবেনা আর

21/01/2023

বাস্তব জীবনের গল্প

আমার নিজের কিচু, কথা আমি এমন এক, মায়াজালে। আটকে আছি, কিছুতেই সেখান থেকে, বের হতে পারছি না জানিনা, কোনদিনও বের হতে পারব কি না,।
আমি, কখনো, ভাবিনি আমার, এই, পরিস্থিতি হবে,,
যে, পরিস্থিতির মাঝে,কাউকে বলতে পারছি না না জানাতে পারছি, কিছু কথা মনের, মাঝে এমনভাবে,আটকে, গেছে সেই কথা আমি, কাউকে, বলতে পারি না।।
🔥🔥🔥🔥

15/01/2023

😉😉😉

31/12/2022

Welcome 2023🤟

10/12/2022

ফ্রেশিং মুড🥰🥰

03/12/2022

যদি বেচে থাকি✊✊
আজ থেকে ৫০ বছর পরে যখন ছেলেপেলেরা নীল সাদা জার্সিতে রাস্তায় দৌড়াবে ..আমি তখন লাঠি ভড় দিয়ে কোনোরকম হেটে গিয়ে জানালার পর্দা সরিয়ে দেখতে থাকবো ...
অতঃপর চোখে চশমাটা দিয়ে কাপাকাপা হাতে রিমোট চেপে টিভি অন করতেই শুনবো ''
লিওনেল মেসি'' ! দেখবো গ্যালারির কোনো এক কোণায় মানুষটা বসে আছে !!
চোখ দিয়ে হয়তো কয়েক ফোটা জল গরিয়ে পরবে , চশমা সরিয়ে চোখ মুছতে মুছতে ভাববো...জীবনে কত রাত যে নির্ঘুম কাটিয়েছি এই মানুষটার জন্য !
কতবার যে মেসি মেসি বলে চিৎকার করে সবার ঘুম ভাঙিয়েছি !!
বাচ্ছা ছেলেরা এসে জিজ্ঞেস করবে "কি গো দাদা এখনো মেসি "" !! কি পেলেন ??
আমি মৃদু হেসে বলবো যে ,
লাভ—ক্ষতি ভেবে কি আর ভালবাসা যায় রে ?? প্রথম জীবনের ভালবাসাটা ভুলি কি করে ??
জীবনের শেষ দিনগুলো তে কাপাকাপা হাতে ইউটিউবে সার্চ বক্সে লিখবো..."messi the greatest of All Time "
দেখতে থাকবো যে দুহাত উচিয়ে ছুটতে থাকা সেই সেলিব্রেশনগুলো !!
জানি এই পোস্টটি কোনোদিন তোমার কাছে পৌছাবে নাহ !!
তুমি ট্রফি জিতোনি , জিতেছো কোটি মানুষের এই হৃদয় !
যত শত —সহস্র ট্রফি দিয়ে কেনা যায় না !
ভালাবাসা ছিল , আছে , থাকবে চিরকাল তোমার জন্য !

Address

Jessore
Khulna

Telephone

+8801763668924

Website

Alerts

Be the first to know and let us send you an email when R.H Shuvro posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to R.H Shuvro:

Share