
04/05/2025
এই কথাগুলো আমি আমার ছেলেকে বলতে চাই কিন্তু সেতো এখন বুঝবেনা কিছুই।তাই এখানে লিখে রাখলাম।
বাবা ( নাজমুস সাইফান)🥰💝🌸
তুমি আজ রাত ১১:৩৫ সময় আমার কোলজুড়ে এই পৃথিবীতে এসেছিল 🤱
তোমার এই সময়টা আমি অনেক মিস করবো যেমন: তোমার ছোট ছোট হাত,তোমার ছোট ছোট পা,তোমার দাঁত ছাড়া ছোট হাঁসি ,তোমার কোমল শরীরের মিষ্টি সুঘ্রাণ ,নরম ছোয়া,আমাকে ধরতে চাওয়া,তোমার আমাকে দেখে কান্না থেমে যাওয়া,আমাকে মা ডাকার চেষ্টা করা এই অমূল্য সম্পদগুলো একটা সময় আমি পাবোনা কারণ তুমি বড় হয়ে যাবা। তোমার এই অবুঝ খুনশুটি বাচ্চামি আমি অনেক মিস করবো। একটা সময় চাইলেও তোমাকে আমি কোলে নিতে পারবোনা বুকে নিয়ে সারারাত হাঁটতে পাড়বোনা। তোমার এই বাচ্চাকাল আমাকে মাতৃত্বের সাদ দিচ্ছে,এই সাদ কোনো কিছুর সাথে তুলনা করা যায়না বাবা তোমাকে ছাড়া আমি শূন্য😔।আল্লাহ কাছে অনেক শুকরিয়া আমাকে তোমার মা হওয়ার সুযোগ দেয়ার জন্য🤲।পৃথিবীতে এতো ভালো অনুভূতিও যে আছে এটা তুমি না এলে আমি বুঝতাম না🫶।তুমি আমাকে পূর্ণতা দিয়েছো,আমার বেঁচে থাকার একমাত্র কারণ তুমি।
আমি মা হিসেবে কতোটুকু ভালো কিংবা কতোটুকু দায়িত্ব পালন করতে পারছি আমি জানিনা কিন্তু আমি আজীবন তোমার বন্ধু হয়ে থাকতে চাই। তোমার যতো কষ্ট,খারাপ লাগা,ভালো লাগা আমার সাথে তুমি ভাগা ভাগি করতে পারবা। কষ্ট কমাতে না পারলেও ভালো সলিউশন তুমি পাবা।কখনো নিজেকে একা মনে করবা না কারণ এই নিষ্ঠুর পৃথিবীতে আর কেউ তোমার পাশে না থাকলেও তোমার মা মৃত্যুর আগ পর্যন্ত তার হাতটা ধরার জন্য তোমার সামনে দিয়ে রাখবে। 👩🍼👨👩👦
এই পৃথিবীতে তোমার দ্বিতীয় জন্মদিন ,জানিনা এমন কয়টা জন্মদিন তোমার সাথে কাটাতে পারবো😔।এই লিখাটা তুমি বড় হয়ে পড়বা কিনা তাও জানিনা।তবে আমি আজকের দিনের অনুভূতি গুলো লিখে ফেললাম এতটুকুই জানি।
০৪/০৫/২০২৫
আলহামদুলিল্লাহ
মাশা আল্লাহ
আল্লাহুম্মা বারিক লাহা