Md Nazmus Saifan

Md Nazmus Saifan Ayman
(2)

এই কথাগুলো আমি আমার ছেলেকে বলতে চাই কিন্তু সেতো এখন বুঝবেনা কিছুই।তাই এখানে লিখে রাখলাম।বাবা ( নাজমুস সাইফান)🥰💝🌸তুমি আজ ...
04/05/2025

এই কথাগুলো আমি আমার ছেলেকে বলতে চাই কিন্তু সেতো এখন বুঝবেনা কিছুই।তাই এখানে লিখে রাখলাম।
বাবা ( নাজমুস সাইফান)🥰💝🌸
তুমি আজ রাত ১১:৩৫ সময় আমার কোলজুড়ে এই পৃথিবীতে এসেছিল 🤱

তোমার এই সময়টা আমি অনেক মিস করবো যেমন: তোমার ছোট ছোট হাত,তোমার ছোট ছোট পা,তোমার দাঁত ছাড়া ছোট হাঁসি ,তোমার কোমল শরীরের মিষ্টি সুঘ্রাণ ,নরম ছোয়া,আমাকে ধরতে চাওয়া,তোমার আমাকে দেখে কান্না থেমে যাওয়া,আমাকে মা ডাকার চেষ্টা করা এই অমূল্য সম্পদগুলো একটা সময় আমি পাবোনা কারণ তুমি বড় হয়ে যাবা। তোমার এই অবুঝ খুনশুটি বাচ্চামি আমি অনেক মিস করবো। একটা সময় চাইলেও তোমাকে আমি কোলে নিতে পারবোনা বুকে নিয়ে সারারাত হাঁটতে পাড়বোনা। তোমার এই বাচ্চাকাল আমাকে মাতৃত্বের সাদ দিচ্ছে,এই সাদ কোনো কিছুর সাথে তুলনা করা যায়না বাবা তোমাকে ছাড়া আমি শূন্য😔।আল্লাহ কাছে অনেক শুকরিয়া আমাকে তোমার মা হওয়ার সুযোগ দেয়ার জন্য🤲।পৃথিবীতে এতো ভালো অনুভূতিও যে আছে এটা তুমি না এলে আমি বুঝতাম না🫶।তুমি আমাকে পূর্ণতা দিয়েছো,আমার বেঁচে থাকার একমাত্র কারণ তুমি।
আমি মা হিসেবে কতোটুকু ভালো কিংবা কতোটুকু দায়িত্ব পালন করতে পারছি আমি জানিনা কিন্তু আমি আজীবন তোমার বন্ধু হয়ে থাকতে চাই। তোমার যতো কষ্ট,খারাপ লাগা,ভালো লাগা আমার সাথে তুমি ভাগা ভাগি করতে পারবা। কষ্ট কমাতে না পারলেও ভালো সলিউশন তুমি পাবা।কখনো নিজেকে একা মনে করবা না কারণ এই নিষ্ঠুর পৃথিবীতে আর কেউ তোমার পাশে না থাকলেও তোমার মা মৃত্যুর আগ পর্যন্ত তার হাতটা ধরার জন্য তোমার সামনে দিয়ে রাখবে। 👩‍🍼👨‍👩‍👦

এই পৃথিবীতে তোমার দ্বিতীয় জন্মদিন ,জানিনা এমন কয়টা জন্মদিন তোমার সাথে কাটাতে পারবো😔।এই লিখাটা তুমি বড় হয়ে পড়বা কিনা তাও জানিনা।তবে আমি আজকের দিনের অনুভূতি গুলো লিখে ফেললাম এতটুকুই জানি।
০৪/০৫/২০২৫
আলহামদুলিল্লাহ
মাশা আল্লাহ
আল্লাহুম্মা বারিক লাহা

আজকের দিনটা তোমার জীবনে বারবার ফিরে আসুক .....খুশি আনন্দ ভরপুর থাকুক তোমার জীবনে...... 😊❤️কোনো খারাপ ছায়া যেন না পড়ে ত...
25/08/2024

আজকের দিনটা তোমার জীবনে বারবার ফিরে আসুক .....
খুশি আনন্দ ভরপুর থাকুক তোমার জীবনে...... 😊❤️
কোনো খারাপ ছায়া যেন না পড়ে তোমার জীবনে...🥰🥀
তোমার সকল ইচ্ছে স্বপ্ন যেন পূরণ হয় আল্লাহ কাছে এই দোয়াই করি 🙏😘
ভালোবাসা দিয়া বাঁধিয়া রাখিব তোমারে....
ছাড়িব না কখনো...😘😘
শুভ জন্মদিন প্রিয়.... 🎂🍰🎉🥳

25/07/2024

মহান আল্লাহ সবকিছু ঠিক করে দিক , সকল দুশ্চিন্তা দূর করে দিক , নিশ্চয়ই আল্লাহ সর্বউত্তম ফয়সালাকারী।

For those who say there is no "Prince Charming" I have one and he calls me "Amma" 😍 😘 🥰 👣 👑 💙
25/07/2024

For those who say there is no "Prince Charming" I have one and he calls me "Amma" 😍 😘 🥰 👣 👑 💙

বাপজান মাশাল্লাহ 💞
17/07/2024

বাপজান
মাশাল্লাহ 💞

Masallah 💞
17/07/2024

Masallah 💞

মাশাল্লাহ 🥰 ছোট্ট সোনামণি 💞
10/07/2024

মাশাল্লাহ 🥰
ছোট্ট সোনামণি 💞

যখন কান্নার কোন কারন খুঁজে পাওয়া যায় না,সেই মুহুর্তটা  সত্যি খুব অসহায় লাগে..।😪
01/07/2024

যখন কান্নার কোন কারন খুঁজে পাওয়া যায় না,
সেই মুহুর্তটা সত্যি খুব অসহায় লাগে..।😪

💖বাচ্চার জন্য হারিয়ে ফেলা জীবন, ঘুম, শান্তি, আরাম সবই একদিন ফিরে আসবে.......শুধু বাচ্চার শৈশবটা ফিরে আসবে না, সকাল সকাল...
21/06/2024

💖বাচ্চার জন্য হারিয়ে ফেলা জীবন, ঘুম, শান্তি, আরাম সবই একদিন ফিরে আসবে.......
শুধু বাচ্চার শৈশবটা ফিরে আসবে না, সকাল সকাল তার ময়লা কাঁথা কাপড়গুলো আর সযত্নে ধুতে হবে না.......☺
তার জন্য শখ করে আর খেলনা কেনা হবে না।
জিদ করে দাঁত হীন মারি দিয়ে কামড় দিতে চাইবে না, দুই হাত মুঠ করে আমার চুল ছিড়বে না,বাবার চুল ধরে টান দিবে না.......
ঘন্টায় ঘন্টায় তার জন্য আলাদা খাবার রান্নার পেরেশানি টা থাকবে না। ছড়িয়ে ছিটিয়ে থাকা খেলনা গুলো গুছানোর কাজ আর পাবো না। নতুন খেলনা দেখলে তার বাবা আর কিনবে না 🙂 এই হাতে তাকে আর গোসল করিয়ে দিতে হবে না,খালি বুকটায় তাকে আর জড়িয়ে ধরে ঘুম হবে না....
কারণ সন্তান বড় হয়ে যাবে। অসীম যে যন্ত্রণায় ভুগে তাকে নিজের শরীর থেকে বিচ্ছিন্ন করে জন্ম দিয়েছিলাম, সেই যন্ত্রণার ব্যথাও শেষ হয়ে গেছে.......
কাটা ছেঁড়া সেলাই হওয়া শরীরটা নিয়ে এই দুই হাতে তাকে প্রথমবার জড়িয়ে ধরেছিলাম সেই দিনও গত হয়ে গেছে.....
এইভাবে কত শত দিন, কাল,মাস, বছর, পেরিয়ে যাবে, আমার কোল ছেড়ে দিয়ে নিজে সংগ্রাম করে বাঁচা শুরু করবে।বুলি না ফোটা যে মুখটার কথার সাথে আমি মা তাল মিলাই এই মায়ের সাথে অনেক কথা তার আর বলা হবে না।
মিস করবো, ভীষণ মিস করবো____😭😭

এই আমাদের তখন তাকে নিয়ে থাকা সকল ব্যস্ততাকে ছুটি দিতে হবে।
সে তার নিজের সাথে ব্যস্ত হয়ে যাবে বলে।।
যেই শৈশব তার স্মৃতিতে থাকবে না....
তার সেই শৈশব আমাদের স্মৃতি জুড়ে থাকবে।

Eid Mubarak
20/06/2024

Eid Mubarak

Address

Khulna

Alerts

Be the first to know and let us send you an email when Md Nazmus Saifan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md Nazmus Saifan:

Share

Category