Sohan HBs

Sohan HBs Follow me by clicking on the link if you want to see me on Instagram ✅
https://www.instagram.com/sohanhbs/

আপনার পরিবার জানে না আপনি আপনার দৈনন্দিন জীবনে বা আপনার কাজে কতটা কষ্ট এবং চাপের মধ্যে যাচ্ছেন।- এবং আপনার কাজ আপনার জীব...
22/10/2024

আপনার পরিবার জানে না আপনি আপনার দৈনন্দিন জীবনে বা আপনার কাজে কতটা কষ্ট এবং চাপের মধ্যে যাচ্ছেন।
- এবং আপনার কাজ আপনার জীবন এবং আপনার বাড়ির পরিস্থিতি জানে না।
- আপনার সহকর্মী, আপনার বন্ধু, এবং প্রিয়জনেরা আপনার উপরে নতুন-পুরনো দায়িত্বের আকার বুঝতে পারবে না।
- এবং আপনার সঙ্গী সবসময় আপনার কাছ থেকে নিঃশর্ত ভালবাসা এবং সমর্থন প্রত্যাশা করে, আপনি তাকে যতই কথা বলুন এবং ব্যাখ্যা করুন না কেন আপনি যে পরিমাণ চাপের মধ্য দিয়ে যাচ্ছেন তা সে বুঝতে পারবে না।
কেউ বুঝতে পারবে না আপনি আসলে কিসের মধ্য দিয়ে যাচ্ছেন এবং তারা সম্ভবত প্রচেষ্টার তারিফ করে না।

07/10/2024

Three types of people are in troubled all time
1. Helper
2. Responsible
3. Whose heart is clean
_____________________
-Hazrat Ali (RA)

06/10/2024

ডিমের ডজন ১৮০ টাকা।
বালের আন্দোলন করসো ভায়া সেই হইছে।

২৬ তারিখের পরে কিছু মানুষকে খুজে পাওয়া যাবে না😆
15/09/2024

২৬ তারিখের পরে কিছু মানুষকে খুজে পাওয়া যাবে না😆

04/09/2024

৫ আগস্ট গণভবনে ঢুকে আমি প্রথমে পুকুর পারটায় যেয়ে বসি। কেউ পুকুর পাড়ে বসে কাঁদছে, কেউ গোসল করছে, কেউ মাছ ধরছে। সবার মাঝে মুক্তির আনন্দ।

এর মধ্যে এক মধ্য বয়সী ভদ্রলোক আমার পাশে এসে বসেন। যে গ্রুপটা সর্বপ্রথম গণভবনে ঢুকে তাদের মধ্যে তিনি একজন। লোকটা নানান গল্প করতে করতে বেশ বিষন্ন হয়ে যায়।

একটা পর্যায়ে বলে, জানেন ভাই, এই মহিলা দুপুরে খাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। তার ডাইনিংয়ে ১০-১২ পদের আইটেমের বুফে প্রস্তুত ছিল। একদম গরম টাটকা খাবার।

তার ফ্রিজ্গুলো খুলে দেখেছিলাম। এত বড় বড় পাংগাস মাছ আমি জীবনেও দেখিনি। একেকটা ১৫-২০ কেজি ওজনের নদীর পাংগাস।

অন্তত ১০-১২ টা আস্ত ইলিশ মাছ দেখেছি। একেকটা ১.৫ কেজির কম না।

একটা গরীব দেশে এই মহিলা রানীর মত বসবাস করছিল। অথচ এই মহিলা আমাদেরকে পিয়াজ ছাড়া, তেল ছাড়া রান্না করতে বলতো, বাচ্চাদেরকে কাঁঠালের বার্গার খাওয়াতে বলতো, ভাতের বদলে আলু খেতে বলতো।

আমার বাচ্চা অনেক দিন ইলিশ মাছ খায় না। সাধ্য হয় না কেনার। বলতে বলতে লোকটা কেঁদে ফেললো।

আমি কিচ্ছু ধরি নাই। খুব ঘৃনা লেগেছে এই খাবারগুলো দেখে।

তারপর চোখ মুছতে মুছতে বললো, শেখ হাসিনা এদেশের মানুষকে প্রচন্ড ঘৃণা করতেন আর আমাদের কস্ট দেখে আনন্দ পেতেন।

কথা সত্য। উনি আমাদেরকে ঘৃনা করতেন, অসম্ভব রকমের ঘৃনা করতেন।

©️শাহরিয়ার আহমেদ সজিব

Trust the Process. Sometimes making shortcuts lead you to longer process.
31/08/2024

Trust the Process. Sometimes making shortcuts lead you to longer process.

29/08/2024

জীবন টা একটা সিরিজ এর মতন, প্রতিদিন নতুন এপিসোড আর কিছুদিন পর পর নতুন সিজন ✅

23/08/2024
11/08/2024

একটা মেয়ে বলে কি লাইসেন্স দেখাতে, তারে আমি বিদ্যুৎ বিলের কাগজ দেখায় দিছি,বলে কি ঠিক আছে ভাইয়া

10/08/2024

🥹🥹🥹

18/07/2024

মুন্সিগঞ্জের লৌহজংয়ে পদ্মা সেতু উত্তর থানার সামনে বিক্ষোভ মিছিলে সাধারণ শিক্ষার্থীদের উপর পুলিশ ও ছাত্রলীগের যৌথ হামলা।

Address

Khulna

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sohan HBs posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share