
01/09/2023
খুলনা শহরে বাংলাদেশ আইটি প্রোফেশনাল অ্যাসোসিয়েশন (BITPA) কনফারেন্স ২০২৩ অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে বাংলাদেশের সব জেলা থেকে সিনিয়র ফ্রিল্যান্সাররা যোগদান করবেন।
এই অনুষ্ঠানে আপনারা যোগদান করলে বাংলাদেশের বিভিন্ন জেলার সিনিয়র ফ্রিল্যান্সারদের সাথে পরিচিত হতে পারবেন এবং তাদের নিকট থেকে ফ্রিল্যান্সিং সেক্টরে সফল কিভাবে হবেন সে সম্পর্কে সকল পরামর্শ ও দিকনির্দেশনা পাবেন।
তাই এই অনুষ্ঠানে আপনারা যোগদান করতে চাইলে ১ সেপ্টেম্বর শুক্রবার , রাত ঠিক ৯.০০ টার সময় (বিটপা) এর ওয়েবসাইটে ঢুকে টিকিট ক্রয় করতে পারবেন। এছাড়া, আপনাদেরকে টি-শার্ট, মধ্যহ্ন ভোজন সহ বিভিন্ন উপহার প্রদান করা হবে বিটপা থেকে। বাংলাদেশের ফ্রিল্যান্সারদের এই জাতীয় প্রোগ্রামে আপনাদের সকলের অংশগ্রহণ করা উচিত । এই কনফারেন্স এ যোগদান করলে আপনারা অনেক উপকৃত হবেন।
টিকিট কাটতে চাইলে ১ সেপ্টেম্বর শুক্রবার রাত ০৯ টার সময় বিটপা এর ওয়েবসাইট থেকে টিকেট কাটতে পারবেন এবং টিকেটের মূল্য ৯৫০/= টাকা। টিকেট ছাড়ার ৫ মিনিটের ভিতরেই আমাদের সব টিকেট বিক্রি হয়ে যায় প্রতিবার। তাই শুক্রবার, রাত ঠিক ০৯.০০ টার সময় বিটপা এর ওয়েবসাইটে ঢুকে বিকাশ / নগদ / ভিসা কার্ড / মাস্টার কার্ডের মাধ্যমে টিকেট না কাটলে পরে আর টিকেট পাবেন না। তাই দ্রুত টিকিট ক্রয়ের অনুরোধ জানানো হচ্ছে।
টিকিটের মূল্য: ৯৫০/= টাকা ।
এই লিংকে ঢুকে টিকিট কাটতে পারবেন বিকাশ / নগদ / ভিসা কার্ড / মাস্টার কার্ডের মাধ্যমে : https://bitpa.net/tickets
বিটপা কনফারেন্স এর বিষয়ে যেকোন হেল্প লাগলে যোগাযোগ করুন ফেসবুকে বিটপা এর ভাইস প্রেসিডেন্ট পলাশ প্রসেনজিৎ মালাকারের সাথে । ফেসবুক প্রোফাইল লিংক : https://www.facebook.com/palash.prosenjit
হোয়াটসঅ্যাপ : 01914201270
কনফারেন্সের স্থান: খুলনা জেলা শিল্পকলা একাডেমি, শের-ই-বাংলা রোড, খুলনা।
শুভেছান্তে ,
পলাশ প্রসেনজিৎ মালাকার ভাইস-প্রেসিডেন্ট , বাংলাদেশ আইটি প্রোফেশনাল অ্যাসোসিয়েশন (বিটপা)।