Mini & Mom

Mini & Mom please follow my page
(6)

30/09/2024

কী খুঁজছো আপন মানুষ ?আকাশের দিকে তাকাও আল্লাহ ছাড়া কাউকে আপন মনে হবে না!

~লা-তাহযান

06/09/2024

যে মানুষ পত্নী বিয়োগে বিরহের মহাকাব্য লেখে, সে মানুষই কয়েক বছর পর বিবাহ করে নতুন প্রেমের কবিতা লেখে।
—তারাশঙ্কর বন্দোপাধ্যায় (বিচারক)

31/08/2024

‘আপনি ব্যথা গিলে নিন, চন্দ্র। এ দুনিয়া আপনার ব্যথা বুঝবে না। চাঁদদের ব্যথা যে কেউ বুঝে না।’

~নিঠুর

বই- চন্দ্রকায়া

31/08/2024

গতকাল রাতে আম্মা গল্প শোনাচ্ছিলেন, নানা-নানীর কথা!
আম্মা যখন ছোট ছিলেন তখনকার কথা, নানা বাইরে গেলে কোনো জিনিস পছন্দ হলেই নানীর জন্য নিয়ে আসতেন। প্রতিটা ক্ষেত্রেই নানীর মতামতকে গুরুত্ব দিতেন। আগের দিনে তো মানুষ বাজারে বাজারে দোকান নিয়ে বেড়াতো। একদিন তেমনি একটি দোকান নানার ঔষধের দোকানের সামনে যায়, তখন নানার একজোড়া চুড়ি পছন্দ হয়। নানা চুড়ি জোড়া নানীর জন্য কিনে নেন। পরে বাসায় আসার সাথেই সাইকেলটা রেখে আম্মাকে জিগ্যেস করে, তোর আম্মা কই? নানার সাইকেলের শব্দ পেয়ে নানী ঘর থেকে বের হোন। নানা তখন কাছে গিয়ে নানীর হাতে চুড়ি পরিয়ে দেন! ইশ্ কত্ত ভালোবাসা ছিলো তাদের। মাশাআল্লাহ! আর নানা যখনই বাসায় ফিরতেন, বাচ্চাদের জন্য তো নাস্তা আনতেনই নানীর জন্যও প্রতিদিন আলাদাভাবে নাস্তা আনতেন নানীর পছন্দের খাবার! একদিন হঠাৎ নানী অসুস্থ হয়ে পড়েন। মৃত্যু শয্যায়! নিঃশ্বাস গেলেই শেষ এমন অবস্থা! সে সময়ে নানা আল্লাহর দরবারে এতো এতো কেঁদেছেন, কোনোদিন তাহাজ্জুদ বাদ দেন নি। সবসময়ই এই দোয়া করতেন, "আল্লাহ আমার হায়াতের কিছু অংশ আপনি আমার স্ত্রীকে দান করুন!" তার কিছুদিন পরেই নানী সুস্থ হয়ে উঠেন আলহামদুলিল্লাহ! সুবহানআল্লাহ! নানীর সুস্থ হওয়া দেখে সবাই অবাক হয়ে গিয়েছিল। গত রমজানের ৭ তারিখে নানা মারা যাওয়ার ৬ বছর হচ্ছে। নানী এখনও বেঁচে আছেন আলহামদুলিল্লাহ! নানীর বিবাহিত জীবনে নানা কখনও বকা দেন নি, গায়ে হাত তোলা তো দূরের কথা! এখনকার সময়ে এমন ভালোবাসা পাওয়া খুব কঠিন! মহান আল্লাহ তায়ালা নানা নানীকে জান্নাতের একজোড়া ভালোবাসার পাখি হিসেবে কবুল করুন আমীন!

"আমারে কেউ কইতে পারেন, এমন ভালোবাসা কই কিনতে পাওন যায়?"

এখন তো চারিদিকে শুধু বিচ্ছেদ আর পরকিয়া! 💔

~মুশফিকা নাজনীন
১৭.১২.২০২৩

31/08/2024

টিভি সাক্ষাৎকারে কিশোর ফাইয়াজ বলে,

"রিমান্ডে থাকার সময় জামাতে নামাজের ফুটেজ চেক করতে বলেছে, আমি যদি নামাজ পড়ি তবে আমি ছাত্র শিবির কর্মী।"

ঢাকা ভার্সিটির এক শিক্ষার্থী বলেন,

"আমি ছয় মাস গোসলখানায় ফজরের নামাজ পড়েছি। ছাত্রলীগের ছেলেরা মসজিদের সামনে দাঁড়িয়ে থাকতো, যে নামাজ পড়ে সেই শিবির কর্মী। "

জহুরুল হক হলের শিক্ষার্থী । ২০১০-১১ সেশন ।

আয়না ঘর থেকে মুক্তি পাওয়া তানভীর মাহতাব,

"ভেতর থেকে ডাকলে একজন আসে । আমি তখন তার কাছে একটি কোরআন শরীফ চাই । সে বলে 'কুরআন শরীফ দিয়ে কি হবে ?' আমি বললাম ' রমজান মাস একটু কোরআন পড়তে ইচ্ছে করছে ।' সে বলল 'কুরআন পড়ে কি হবে, তোর আল্লায় তোরে বাঁচাইতে পারবো? "


যারা পর্দা করে তারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি না হয়ে বাসায় পড়াশোনা করা উচিত - অধ্যাপক ওয়াহিদুজ্জামান চাঁন , ঢাকা বিশ্ববিদ্যালয় ।

ঢাবি'তে কোরআন তেলাওয়াত অনুষ্ঠানে অংশ নেয়া ছাত্রদের শাস্তি চেয়ে ডিনের চিঠি- কলা অনুষদের ডিন অধ্যাপক আব্দুল বাসির ।

আয়না ঘর থেকে মুক্তি পাওয়া বন্দী ‌

"আয়না ঘরের ভিতরে বড় ফ্যান চালিয়ে রাখা হতো যাতে ভেতরে শব্দ বাহিরে না যায় । একবার পনেরো মিনিটের জন্য ফ্যান নষ্ট ছিল, তখন মসজিদের মাইক থেকে সেহেরির জন্য ডাকা হচ্ছিল শুনে বুঝলাম রমজান মাস চলছে "

৩৮ তম বিসিএসে প্রথম হয়েও বাদ পড়লেন মারুফ কোরআনের হাফেজ হওয়ার কারণে ।
বুয়েটের মেধাবী ছাত্র আবরার নামাজী ছিল । ভারতের শোষণ নিয়ে লিখতো তাই ছাত্রলীগের সন্ত্রাসীরা নির্মমভাবে পিটিয়ে হত্যা করল শিবির ট্যাগ দিয়ে ।

আয়না ঘরের বন্দী ব্যারিস্টার আরমান

"আশেপাশে মসজিদ ছিল, হালকা আজান শোনা যেত । তখন তারা জোরে মিউজিক ছেড়ে যেত যাতে আজান শুনতে না পারি - এনটিভিতে দেওয়া সাক্ষাৎকারে"
ইসলামের প্রতি এত বিদ্বেষ, এত বিদ্বেষ!

এদেশে সংখ্যালঘু আসলে কারা?

আওয়ামী লীগের এজেন্ডা আসলে কি ছিল?

© Sayem Ahmed Chowdhury

مجھے دنیا میں صرف اتنی محبت چاہیے، اور کچھ نہیں۔
29/08/2024

مجھے دنیا میں صرف اتنی محبت چاہیے، اور کچھ نہیں۔

29/08/2024

"বিয়ে নামটা ভয়ানক নয়"
ভয়ানক হলো ভুল মানুষকে জীবনসঙ্গী হিসেবে নেওয়া।
সঠিক মানুষ আসলে জীবন সুন্দর,
ভুল মানুষ আসলে, জীবন হয়ে উঠে জাহান্নাম।

Fact : Tasnim apu 🙂💔

স্বামী রাগ করলে যা করবেন -• যখন তোমার স্বামী রাগান্বিত হয়, আর তুমিও তোমার মনে যা কিছু আছে সব উগরে দিতে চাও, তখন দুটো পথ...
29/08/2024

স্বামী রাগ করলে যা করবেন -
• যখন তোমার স্বামী রাগান্বিত হয়, আর তুমিও তোমার মনে যা কিছু আছে সব উগরে দিতে চাও, তখন দুটো পথ আছে। হয় তুমি তার মতো সমানে সমানে প্রত্যুত্তর করবে, রাগের প্রতিশোধ নেবে আর নিজের মনকে এভাবে সন্তুষ্ট করবে। অথবা তুমি তাকে মনের গভীর থেকে মাফ করে দেবে।
• .
• দুর্ভাগ্যবশত ক্ষমা শব্দটার অর্থ অনেক স্বামীই জানে না...
• .
• ★ তাই সব সময় তোমার স্বামী সব মিটমাট করতে এগিয়ে আসবে, এমনটা ভেবো না; বরং তুমিই এগিয়ে এসে সম্পর্ক ঠিক করে নাও।
★ তোমাদের মধ্যে যেন বিরোধ আরও চরম না হয়, সে জন্য তোমার স্বামীকে ক্ষমা করে দাও।

★ একপক্ষ অপর পক্ষকে যেন অহংকার ও রাগ নিয়ে এসে আচরণ না করে। এটা হলে দুটো আগুন পুরো ঘরকে কয়েক সেকেন্ডের মধ্যে পুড়ে ছাই করে দেবে।
এভাবে বহু ঘর ধ্বংস হয়ে গেছে! রাগের সময়ে বলা একটি শব্দ একটা ঘরকে পুরো ওপর থেকে নিচ পর্যন্ত তছনছ করে দিয়েছে।
★ সে সময় কোনো ক্ষমা চাওয়া বা কোনো ধরনের আফসোস কাজে আসেনি। অপর পক্ষ তার রাগের প্রচণ্ডতার কারণে সে সময়ে এটাকে তুচ্ছ করে দেখে।

★ রাগের সময় কথা বোলো না। যদিও তুমিই ঠিক হও আর তোমার কথা ঠিক হয়, তবুও রাগের ভেতর কথা বোলো না। অন্যথা অপরজনের ওপর তোমার রাগ আঘাত করবে।
কেবল চুপ থাকো। যখন বজ্রপাত বন্ধ হবে, রাগের শয়তান চলে যাবে, তখন দ্বিতীয় পক্ষ তার ভালোবাসার অন্তর নিয়ে কথা বলবে এবং নিচু স্বরে কথা বলবে। পরিপূর্ণ আফসোসের সাথে বলবে, 'আমি তোমাকে এমনটা বলেছি... আল্লাহর কসম, আমি তোমাকে ভালোবাসি। তুমি রেগে যাও সেটা চাইনি আমি।
• হাদিস শরিফে স্ত্রীকে বলা হয়েছে তার রাগ দমিয়ে স্বামীর কাছে যাওয়ার জন্য।
রাসুল বলেন : ‘আমি কি তোমাদের জান্নাতি নারীদের সম্পর্কে বলব না?' সাহাবিগণ বলেন, ‘আমরা বললাম, “অবশ্যই, হে আল্লাহর রাসুল।” তিনি বললেন, 'প্রত্যেক প্রেমময়ী, অধিক সন্তান জন্মদানকারিণী — যখন সে রাগ করে অথবা তার প্রতি অন্যায় হয়, তখন সে বলে, “এ নাও তোমার হাতে আমার হাত। তুমি সন্তুষ্ট না হওয়া পর্যন্ত আমার চোখে ঘুম আসবে না।” (সহীহুত তারগিব, ১৯৪১)
★ সবশেষে উমামা বিনতুল হারিস তার মেয়ে উম্মু ইয়াসকে যে উপদেশ দিয়েছেন, সেটা মনে রাখবে। উমামা বলেছিলেন, 'তুমি তার জন্য দা-সী হয়ে যাও, সেও তোমার দা-স হয়ে যাবে।'
বই - প্রেমময় দাম্পত্য জীবন

বাহ 👏🙂
27/08/2024

বাহ 👏🙂

লেখক: মাওলানা রুমি
19/08/2024

লেখক: মাওলানা রুমি

বইয়ের নাম : আলোবতীর কালো খাতালেখক: মুহাম্মদ বিন এমরান
19/08/2024

বইয়ের নাম : আলোবতীর কালো খাতা
লেখক: মুহাম্মদ বিন এমরান

' প্রিয়তমা ' বই থেকে
17/08/2024

' প্রিয়তমা ' বই থেকে

Address

Khulna

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mini & Mom posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share