29/08/2024
স্বামী রাগ করলে যা করবেন -
• যখন তোমার স্বামী রাগান্বিত হয়, আর তুমিও তোমার মনে যা কিছু আছে সব উগরে দিতে চাও, তখন দুটো পথ আছে। হয় তুমি তার মতো সমানে সমানে প্রত্যুত্তর করবে, রাগের প্রতিশোধ নেবে আর নিজের মনকে এভাবে সন্তুষ্ট করবে। অথবা তুমি তাকে মনের গভীর থেকে মাফ করে দেবে।
• .
• দুর্ভাগ্যবশত ক্ষমা শব্দটার অর্থ অনেক স্বামীই জানে না...
• .
• ★ তাই সব সময় তোমার স্বামী সব মিটমাট করতে এগিয়ে আসবে, এমনটা ভেবো না; বরং তুমিই এগিয়ে এসে সম্পর্ক ঠিক করে নাও।
★ তোমাদের মধ্যে যেন বিরোধ আরও চরম না হয়, সে জন্য তোমার স্বামীকে ক্ষমা করে দাও।
★ একপক্ষ অপর পক্ষকে যেন অহংকার ও রাগ নিয়ে এসে আচরণ না করে। এটা হলে দুটো আগুন পুরো ঘরকে কয়েক সেকেন্ডের মধ্যে পুড়ে ছাই করে দেবে।
এভাবে বহু ঘর ধ্বংস হয়ে গেছে! রাগের সময়ে বলা একটি শব্দ একটা ঘরকে পুরো ওপর থেকে নিচ পর্যন্ত তছনছ করে দিয়েছে।
★ সে সময় কোনো ক্ষমা চাওয়া বা কোনো ধরনের আফসোস কাজে আসেনি। অপর পক্ষ তার রাগের প্রচণ্ডতার কারণে সে সময়ে এটাকে তুচ্ছ করে দেখে।
★ রাগের সময় কথা বোলো না। যদিও তুমিই ঠিক হও আর তোমার কথা ঠিক হয়, তবুও রাগের ভেতর কথা বোলো না। অন্যথা অপরজনের ওপর তোমার রাগ আঘাত করবে।
কেবল চুপ থাকো। যখন বজ্রপাত বন্ধ হবে, রাগের শয়তান চলে যাবে, তখন দ্বিতীয় পক্ষ তার ভালোবাসার অন্তর নিয়ে কথা বলবে এবং নিচু স্বরে কথা বলবে। পরিপূর্ণ আফসোসের সাথে বলবে, 'আমি তোমাকে এমনটা বলেছি... আল্লাহর কসম, আমি তোমাকে ভালোবাসি। তুমি রেগে যাও সেটা চাইনি আমি।
• হাদিস শরিফে স্ত্রীকে বলা হয়েছে তার রাগ দমিয়ে স্বামীর কাছে যাওয়ার জন্য।
রাসুল বলেন : ‘আমি কি তোমাদের জান্নাতি নারীদের সম্পর্কে বলব না?' সাহাবিগণ বলেন, ‘আমরা বললাম, “অবশ্যই, হে আল্লাহর রাসুল।” তিনি বললেন, 'প্রত্যেক প্রেমময়ী, অধিক সন্তান জন্মদানকারিণী — যখন সে রাগ করে অথবা তার প্রতি অন্যায় হয়, তখন সে বলে, “এ নাও তোমার হাতে আমার হাত। তুমি সন্তুষ্ট না হওয়া পর্যন্ত আমার চোখে ঘুম আসবে না।” (সহীহুত তারগিব, ১৯৪১)
★ সবশেষে উমামা বিনতুল হারিস তার মেয়ে উম্মু ইয়াসকে যে উপদেশ দিয়েছেন, সেটা মনে রাখবে। উমামা বলেছিলেন, 'তুমি তার জন্য দা-সী হয়ে যাও, সেও তোমার দা-স হয়ে যাবে।'
বই - প্রেমময় দাম্পত্য জীবন