
16/09/2024
অনেকেই আছেন অনলাইনে এ বেবসা করার পরিকল্পনা করছেন হইত ।কিন্তু সঠিক ধারণা পাচ্ছেন না।আমি বলব আপনি বিজনেস শুরু করেন।তবে শুরু করার আগে অবশ্যই একজন দক্ষ মারকেটিং এক্সপার্ট এর সাথে আলোচনা করে শুরু করেন।
কয়েকটি ধাপ অনুসরন করে আপনি আপনার বিজনেস শুরু করেন ।অবশ্যই আপনি সফল হবেন।
আপনি যদি অনলাইন এ ব্যবসা করতে চান তাহলে আপনাকে প্রথমে এক বা দুইটা উইনিং পন্য বাছাই করে নিতে হবে যে টি আপনি সহজেই কালেক্ট করতে পারবেন।
তারপর একটা প্রফেশনাল বিজনেস পেইজ তৈরী করে সেটআপ করতে হবে।
তারপর আপনাকে সেই রিলেটেড অর্গানিক ফলোয়ার নিতে হবে ৫-১০ হাজার
তারপর আপনাকে আপনার বাছাই করা পন্যের অর্ডার করতে হবে।
পন্য হাতে আসার আগ পর্যন্ত আপনাকে নিয়োমিত পোস্ট করে যেতে হবে
তারপর পন্য হাতে আসলে সেই পন্যের একটা ভিডিও বিজ্ঞাপন তৈরী করে সেলস ক্যাম্পেইন করবেন আশা করি ভালো সেলস আসবে ভালো লাভবান হবেন।
আর যদি কোন কিছু জানার থাকে বা বলার থাকে ইনবক্স করতে পারেন
ধন্যবাদ।