Habib-Ahsan

Habib-Ahsan ইচ্ছে শক্তি অদম্য মনোবল আপনাকে দেরিতে হলেও সঠিক লক্ষে পৌঁছাতে সাহায্য করবে!

Just lookin like a wow 🔥
17/11/2023

Just lookin like a wow 🔥

তুমি আত্মসম্মানের কথা বলছো?'আমি আজও তার একটা মেসেজ পেলে নিজে থেকে দশটা মেসেজ দেই!'অভিযোগ - অভিমান গুলো ভুলে আবারও তাঁকে ...
24/08/2023

তুমি আত্মসম্মানের কথা বলছো?'
আমি আজও তার একটা মেসেজ পেলে নিজে থেকে দশটা মেসেজ দেই!'
অভিযোগ - অভিমান গুলো ভুলে আবারও তাঁকে আপন করে নেই জানি তবুও সে মানুষ গুলো আমার না!'😊💔

★তুমি প্রোফাইল পিকচারে যাকে দেখো,সে আমি নই। খেয়াল করে দেখো,ওই ছবিতে খুঁত নেই কোথাও।ওই ছবিটা সুন্দর!দশটা ছবি তোলার পরে সব...
21/08/2023

★তুমি প্রোফাইল পিকচারে যাকে দেখো,সে আমি নই। খেয়াল করে দেখো,ওই ছবিতে খুঁত নেই কোথাও।ওই ছবিটা সুন্দর!দশটা ছবি তোলার পরে সবচেয়ে সেরাটা যায় প্রোফাইলে।ওটাতে চোখের নিচের অর্ধ ডজন ভাঁজ নেই,নেই দেড় ইঞ্চি জুড়ে থাকা ডার্ক সার্কেল, কিংবা মুখের এখানে সেখানে থাকা ব্রণের দাগ। তুমি বলো, ওসব ছাড়া মানুষ হয় নাকি?

প্রোফাইলে টাঙ্গানো ছবিটা চুলে শ্যাম্পু করার পর তোলা। বাস্তবে প্রতিদিন চুলে শ্যাম্পু করা থাকে না। বাস্তবে বেশিরভাগ সময় মাথায় কাকের বাসা হয়। মজা করে বলছি না, অমন অপরিপাটি চুল নিয়ে কোথাও কিছুক্ষণ ঠায় দাঁড়িয়ে থাকলে কাক এসে ডিম পেড়ে যেতেও পারে!

ঠোঁটের কোণের চিলতে হাসি বাস্তবে সবসময় থাকে না। কপালে বিরক্তির ভাঁজ থাকে। চোখেমুখে বিতৃষ্ণার ছাপ থাকে। ঠোঁটে ফেটে যাওয়া দাগ থাকে। হাতে পায়ে রুক্ষতার ছাঁট থাকে। গায়ে ঘামে ভেজা কাপড় থাকে। গর্তে ঢুকে যাওয়া চোখে নানান কাজের চাপ থাকে; থাকে সেই অপ্রাপ্তির গল্পটা যেটা তুমি প্রোফাইল পিকচারে ধরতে পারো না।

বিশ্বাস করো,প্রোফাইলের হাসিখুশি মানুষটাকে বাস্তবে দেখলে তুমি ভয়ও পেয়ে যেতে পারো। মনে হতে পারে যুদ্ধ কবলিত কোনো এলাকা থেকে আগত কেউ একজন। মনে হতে পারে দুর্ভিক্ষ কবলিত এলাকায় জীবন মৃত্যুর মুখোমুখি দাঁড়ানো কেউ একজন। মনে হতে পারে যাকে তুমি দেখেছ এ সে নয়; অন্য কেউ।

প্রোফাইল পিকচার এমন এক মিথ্যে কথা যা আমরা সবাই বলি। কেন বলি ? নিজের জন্য বলি। জীবনের যাঁতাকলে পিষ্ট প্রত্যেকটা মানুষ একটু সময়ের জন্য হলেও নিজেকে সুখী-সুন্দর দেখতে চায়। সুখী-সুন্দর মুখ দেখতে সবার ভালো লাগে। মনোবিজ্ঞানীরা বলেন, সুন্দর জামা-কাপড় পরে থাকলে,মানুষের আত্মবিশ্বাস বাড়ে, মন ভালো থাকে। আমরা সবাই নিজেদের মন ভালো রাখতে চাই। মিথ্যে করে হলেও চাই। নির্দিষ্ট কাউকে ঠকানোর উদ্দেশ্য না থাকলে এই চাওয়াতে দোষ দেখি না।

তুমি যেন আবার ওই ছবি দেখে আমাকে বিচার করো না! ওই ছবিতে আমাকে যতটা সুন্দর দেখায়, বাস্তবে আমি তার ধারে কাছেও নই।★★

collected

লাইফের এই মুহুর্তটা সবচেয়ে কঠিন যখন ভুল না করেও সরি বলতে হয় সম্পর্কটা বাঁচানোর জন্য!! 💔🤦‍♂️
11/08/2023

লাইফের এই মুহুর্তটা সবচেয়ে কঠিন যখন ভুল না করেও সরি বলতে হয় সম্পর্কটা বাঁচানোর জন্য!! 💔🤦‍♂️

আজকাল আমাদের আর কথা বলার, বোঝার মানুষ নেই শুধু ভুল বোঝার মানুষ আছে।🤦‍♂️~কিঙ্কর আহসান
04/06/2023

আজকাল আমাদের আর কথা বলার, বোঝার মানুষ নেই শুধু ভুল বোঝার মানুষ আছে।🤦‍♂️
~কিঙ্কর আহসান

13/04/2023

এই গরমে দেখা হলেই আমারে টেনে নিয়ে গিয়ে আখের রস, লাচ্চি, আইসক্রিম এসব খাওয়াবেন। আমি প্রথমে না না করবো, জোর করে খাওয়াবেন!! 🥴🤪

🥴
12/04/2023

🥴

আসসালামু আলাইকুম! প্রিয় শুভাকাঙ্ক্ষী ভাই বন্ধুরা অনেকদিন ধরে ভাবতেছি অনলাইনে এবং অফলাইনে সুন্দরবনের খাঁটি মধু সেল করবো ক...
11/04/2023

আসসালামু আলাইকুম!
প্রিয় শুভাকাঙ্ক্ষী ভাই বন্ধুরা অনেকদিন ধরে ভাবতেছি অনলাইনে এবং অফলাইনে সুন্দরবনের খাঁটি মধু সেল করবো কিন্তু ভালো মধু কিভাবে সংরক্ষণ করবো কতটুকু মানুষকে নিশ্চয়তা দিয়ে সৎ ভাবে ব্যবসা করতে পারবো এসব নিয়ে চিন্তা করতে করতে বুঝে উঠতে পারছিলাম না কতটুকু সফল হবো!?

অতঃপর আমার খুব কাছের ভাই GM Didarul Islam সাথে কথা বলে বিষয় টা ক্লিয়ার হলাম এবং সে শতভাগ নিশ্চয়তা দিয়ে আমাকে এই ব্যবসা করায় উৎসাহিত করলো আর সে যেহেতু নিজেই একজন মৌয়ালি তাই আসা করছি একদম সুন্দরবনের 100% খাঁটি মধুর নিশ্চয়তা দিয়ে খুব দ্রুতই এই নতুন ব্যবসা-টা শুরু করবো ইনশাআল্লাহ!! ❤️

তাই আমার যত শুভাকাঙ্ক্ষী ভাই বন্ধু আছেন সবার দোয়া ও সহযোগিতা চাই আশাকরি সবাই সহযোগিতা করবেন !!
❤️🙏

#ছবি Moniruzzaman Monir ভাইয়ের ওয়াল থেকে সংগ্রহ

15/01/2023

আমি এতোটুকু সিউর আমি যদি অনেক দিনের জন্য অফলাইনে চলে যাই, কেউ গুরুত্ব দিয়ে জিজ্ঞাসা করবে না 'কিরে তুই এতোদিন ধরে অফলাইনে কেন'? 😊💔

যদি সুযোগ আসে আরেক বার  জন্ম নেওয়ার, তবে আমি ফুল হতে চাই। অন্তত যতক্ষণ জীবিত থাকবো,ততোক্ষন কেউ না কেউ ভালোবাসবে আমায়!কেউ...
30/12/2022

যদি সুযোগ আসে আরেক বার জন্ম নেওয়ার,
তবে আমি ফুল হতে চাই।
অন্তত যতক্ষণ জীবিত থাকবো,
ততোক্ষন কেউ না কেউ ভালোবাসবে আমায়!
কেউ চাইলেও দূরে সরিয়ে রাখতে পারবে না আমায়।

আর মানুষ হয়ে জন্ম নিয়ে দেখলাম,
কেউ বেঁচে থাকতে মূল্যায়ন করেনা।
ভালোবাসার নাম করে ঠকায়।
আর মরে যাওয়ার আগেই মেরে ফেলে!

- হাবিব🥀😍

Address

Satkhira
Khulna

Alerts

Be the first to know and let us send you an email when Habib-Ahsan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Habib-Ahsan:

Share