19/12/2023
ফেরারি সময়🕳️
সময় সামনে এসে দাঁড়ায়,
যেন অস্পষ্ট এক রাই কিশোরী,স্মিত হাসে ফিরে যায় আবার!
দিনের আলো নিভে আসে, ক্লান্ত নক্ষত্র উঁকি দেয় মেঘের কিনারে।
বলে,কোথাও পাবে না তারে---
না অরণ্য,না সমুদ্র!
সব কিছু পুরোনো লাগে,এই ঘর, এই জমিন সব কিছু।
অসমাপ্ত প্রেম কাস্তে চাঁদের মত ঝুলে রয় অনিমিষ!
বাতাসে শিষ তুলে, বালিকা হৃদয়ের রহস্যময় মূর্ছনা!
সেই সময়টি খুঁজি,-- যার হাতের মুঠোয় ছিল প্রজাপতির হলুদ ডানা
খুঁঁজি সেই পায়রা গুলি,-- যারা এলোমেলো উড়ে গেছিল হৃদয় কার্নিশ ছুঁয়ে!
খুঁজি সেই আবেশিত মুহুর্ত -- বুকের ওমে থমকে থাকা ভয়ার্ত ভালোলাগা অজানা শিহরণ!
খুঁজি সেই রাই কিশোরী মুখ,--এলো চুলে, বুনো ফুলের মাতাল সুবাসে আজ যে ফেরারী সুখ!
©শুভা রহমান