Mitu Vlogs

Mitu Vlogs Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Mitu Vlogs, Digital creator, .

অহংকারি মানুষকে আল্লাহ্ পছন্দ করেনা
15/10/2024

অহংকারি মানুষকে আল্লাহ্ পছন্দ করেনা

জি ঠিক দেখছেন।বা দিকের লোকটি সততার সাথে চেষ্টা করছিলেন ক্রিকেটের জন্য। মতিঝিল থেকে ক্রিকেট নিয়ে আসেন মিরপুর স্টেডিয়ামে। ...
27/08/2024

জি ঠিক দেখছেন।
বা দিকের লোকটি সততার সাথে চেষ্টা করছিলেন ক্রিকেটের জন্য। মতিঝিল থেকে ক্রিকেট নিয়ে আসেন মিরপুর স্টেডিয়ামে। মাঠ তৈরি হয় আধুনিক পদ্ধতিতে। ক্রিকেট পায় নিজস্ব স্টেডিয়াম। হোম অব ক্রিকেট মিরপুর শের ই বাংলা স্টেডিয়ামে। ফারুক আহমেদ হন চীপ সিলেটের। পরবর্তীতে টিম ঢেলে সাজানো হয়। প্রথম বারের মত দলে নেয়া হয় মুশফিক, সাকিব, তামিম, রিয়াদ, রাজ্জাকের মত ক্রিকেটারদের। তাদের অবদান আজকে অজানা নয়। শুরু হয় বাংলাদেশে ক্রিকেটের সপ্নের যাত্রা। কার্ডিফে অস্ট্রেলিয়াকে হারানো, পোর্ট অব স্পেনে ২০০৭ ওয়ার্ল্ডকাপে ইন্ডিয়াকে হারানো, সুপার এইটে উঠে সাউথ আফ্রিকাকে হারানো। সমীহ করা টীম হিসেবে আত্মপ্রকাশ করে বাংলাদেশ ওয়ানডে ক্রিকেটে টীম।
অথচ গত অন্তত ১৩ বছর আমাদের দুর্নীতিতে ডুবে থাকা পাপনের বোর্ড সেই পাচ জহুরিসম প্লেয়ার আর বের করতে তো পারেনইনি উপরন্তু তাদের কাধে ভর করে এখনো চলছিলেন।
দেশ আজ নতুন সপ্ন দেখছে।
সাগতম ফারুক আহমেদ।
আরাফাত রহমানকে কি কেউ মিস করছেন? হয়তো না। কারন ওই ইতিহাস এই জেনারেশনকে জানানো হয়নি।

04/08/2024
18/06/2024

আজকের গুরুত্বপূর্ণ কুইজ সমাধান করুন Quiz Patente B 2024 esame quiz Patente by Jakir Hossain Jisan Jisan Bangla Patente School আসালামুয়ালাইকুম প্রিয় শিক্ষার্থী সু খবর!! সু খবর!!! পাতেন্তে কোর্স অনলাইন ক্লাস ভর্তি চলছে!! 🚘 পাতেন্তে কোর্স অনলাইন ক্লাস এর Group S এর প্রথম অধ্যায় হতে ক্লাস চালু করা হবে। ঘরে বসে প্রতিদিন লাইভ থিওরী ও কুইজ ক্লাস করুন। আগামি 20 জুন 2024 প্রযন্ত নতুন ব্যাচের ভর্তি চলবে । নতুন গ্রুপে ভর্তি ও রেজিষ্ট্রেশন করুন। মাত্র তিন মাসেই পাতেন্তে পরিক্ষায় পাস করুন। জিসান বাংলা পাতেন্তে অনলাইন স্কুল রোম ইতালি। যারা আমাদের সাথে সরাসরি লাইভে অনলাইনে ক্লাস করতে চান আজই রেজিষ্ট্রেশন করুন। আনলিমিটেড থিওরি ও কুইজ ক্লাস করে সহজেই পাতেন্তে পরিক্ষার পাস করুন। Jisan Bangla Patente School ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স অনলাই ক্লাসে জয়েন করে মেয়েরাও এক ধাপ এগিয়ে যেতে পারেন। ঘরে বসে পাতেন্তে কোর্স অনলাইন রেজিষ্ট্রেশন করুন আনলিমিটেট থিওরি ও কুইজ ক্লাস। পাতেন্তে কোর্স অনলাইন স্কুল ভর্তি চলছে!!!!!!!!!
থিওরী ও কুইজ অনলাইন ক্লাস করুন সহজে।
Jisan Bangla Patente Public Patente in Bangla ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স পাওয়ার সহজ উপায়। Patente in Bangla ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স অনলাইন স্কুল
জাকির হোসাইন জিসান রোম ইতালি
ভর্তি হতে CALL 3510128540.....WhatsApp
🚘 থিওরি ও কুইজ ক্লাস লাইভ (1 year) সার্ভিস থাকবে।
🚘রেকর্ড ভিডিও পর্ব 100+
🚘 জিসান বাংলা পাতেন্তে আপ্লিকেশন( ৩ মাস ফ্রি)
🚘গুরুত্বপূর্ণ নোট ইতালিয়ান টু বাংলা (Italian to Bangla)
🚘 প্রাইভেট মডেল টেস্ট পরিক্ষায় অংশ গ্রহণের সূযোগ।
👩‍🦰 Donne Group মেয়েদের কোর্সের সুযোগ রয়েছে।
কোর্স ফি মাত্র ১২০ ইউরো আনলিমিটেড ক্লাস ৩৬৫ দিন লাইভ ও ভিডিও রেকর্ড দেওয়া হয়।
আর দেরি কেন? পাতেন্তে পেতে সার্বিক সহযোগিতা করা হবে।
আমাদের সম্পর্কে জানতে ভিজিট করুন
YouTube channel...
Jakir Hossain Jisan
Patente in Bangla ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স অনলাইন স্কুল Patente in Bangla ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স পাওয়ার সহজ উপায়।

#জিসানবাংলাপাতেন্তে
#জিসানবাংলাপাতেন্তে
Jisan Bangla Patente CALL 3510128540
🚗 পাতেন্তে কোর্স অনলাইন ক্লাস করুন।

গ্রামের তুলনায় শহরের মানুষ অধিক সহজসরল এবং উদার হয়ে থাকে। শহরের মানুষের মধ্যে হিংসাও সাধারণত কম থাকে। এর কারণ হচ্ছে, শহর...
11/06/2024

গ্রামের তুলনায় শহরের মানুষ অধিক সহজসরল এবং উদার হয়ে থাকে। শহরের মানুষের মধ্যে হিংসাও সাধারণত কম থাকে। এর কারণ হচ্ছে, শহরের মানুষকে জীবনধারণের জন্য অনেক বেশি ব্যস্ত সময় পার করতে হয়! তারা অন্যের সমালোচনা করার মতো সময়ই পায় না।
আর গ্রামের অধিকাংশ মানুষ বছরের অধিকাংশ সময় তেমন কোনো কাজই করে না। দিনের কিছু সময় টুকটাক কাজ করে বিকেলে চা দোকানের আড্ডাকে তারা গিবতের কারখানা বানিয়ে ছাড়ে! পরিবারের কেউ না কেউ শহরে বা বিদেশে থেকে টাকা পাঠায়, আর পরিবারের সবাই মিলে তাতে ফুটানি করে!!
গ্রামে অধিকাংশ ক্ষেত্রে একটি পরিবার আরেকটি পরিবারের বিরুদ্ধে যুগের পর যুগ অকারণেই লেগে থাকে। একজন লোক আরেকজন লোকের বিরুদ্ধে লেগে থাকাটাই যেন স্বাভাবিক। বাকীরা কখনো সে সব বিরোধ মিটাবার চেষ্টাও করে না। বরং গ্রাম্য বিরোধগুলো টিকিয়ে রাখাকেই তারা নিজেদের ঐতিহ্য বানিয়ে নিয়েছে।
একটি মেয়ের বিয়ে দিতে গেলে বুঝা যায় গ্রামের মানুষ কতো সহজসরল। আর যদি কেনো মেয়ের সংসার ভেঙ্গে যায় কোনো কারণে তাহলে বুঝতে পারবেন ও সমাজের মানুষকে মুখে কতো বিষ! একটি পরিবার যদি একটু ভাল আয় উন্নতি করে তাহলে আত্মীয় অনাত্মীয় প্রতিবেশী ও দূরবর্তী সবাই তাদের ক্ষতি কামনায় উঠেপড়ে লাগে!! শহরে সাধারণত এমনটি দেখা যায় না।
এদের অলস মস্তিষ্ক গ্রামের নির্মল প্রাকৃতিক সবুজ পরিবেশকে বাস অনুপযোগী দুষিত করে ছাড়ে! দীর্ঘ দিন শহরে থাকা মানুষ তাই ইচ্ছে করলেও গ্রামে শান্তিতে থাকতে পারে না। অথচ অনেকেই স্বপ্ন দেখেন, কর্মজীবন শেষে আবার গ্রামের সবুজ শ্যামল পরিবেশে বাকী জীবনটা কাটাবেন!! গ্রামের পরিবেশ যতো সুন্দর, মানুষগুলোর চিন্তাধারা ততোধিক জটিল। কিছু ব্যতিক্রম আছেই!!
.......... ডক্টর মুহাম্মদ আনোয়ারুল হক।

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Mitu Vlogs posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share