Poems and Promise

Poems and Promise This is a Channel created for my views, philosophy and eternal urges to you all through poetry, literature and native cultural medium.

মানুষের বিশ্বাস ভাঙ্গার চেয়ে অন্য আর কোনো বড় অপরাধ নেই।।
05/08/2025

মানুষের বিশ্বাস ভাঙ্গার চেয়ে
অন্য আর কোনো বড় অপরাধ নেই।।

চলে যাওয়া মানে প্রস্থান নয়-বিচ্ছেদ নয়,চলে যাওয়া মানে নয় বন্ধন ছিন্ন করা আর্দ্র রজনী।চলে গেলে আমারও অধিক কিছু থেকে যাবে-আ...
04/08/2025

চলে যাওয়া মানে প্রস্থান নয়-বিচ্ছেদ নয়,
চলে যাওয়া মানে নয় বন্ধন ছিন্ন করা আর্দ্র রজনী।
চলে গেলে আমারও অধিক কিছু থেকে যাবে-
আমার না থাকা জুড়ে।
--রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ্।।

"যখনই মনে হবে সব শেষ, তখনই নতুন কিছু শুরু হয়। সাহস হারিও না।"
02/08/2025

"যখনই মনে হবে সব শেষ, তখনই নতুন কিছু শুরু হয়। সাহস হারিও না।"

"আলো তখনই বেশি উজ্জ্বল হয়, যখন চারপাশ অন্ধকারে ঢেকে যায়।"
02/08/2025

"আলো তখনই বেশি উজ্জ্বল হয়, যখন চারপাশ অন্ধকারে ঢেকে যায়।"

"সত্যের পথ কঠিন, কিন্তু শেষপর্যন্ত সেটাই জয়ী হয়।"
02/08/2025

"সত্যের পথ কঠিন, কিন্তু শেষপর্যন্ত সেটাই জয়ী হয়।"

"যে মানুষ নিজের ভুল স্বীকার করে, সেই মানুষই সবচেয়ে বড়।"
02/08/2025

"যে মানুষ নিজের ভুল স্বীকার করে, সেই মানুষই সবচেয়ে বড়।"

"জীবনে ভুল করা খারাপ না, তবে এক ভুল বারবার করা বোকামি।"
02/08/2025

"জীবনে ভুল করা খারাপ না, তবে এক ভুল বারবার করা বোকামি।"

"যা তুমি পছন্দ করো, সেটাই করো। কারণ দিনের শেষেতোমাকে নিজের সঙ্গেই থাকতে হবে।"
02/08/2025

"যা তুমি পছন্দ করো, সেটাই করো।
কারণ দিনের শেষে
তোমাকে নিজের সঙ্গেই থাকতে হবে।"

"অহংকার মানুষের জ্ঞান নষ্ট করে, আর বিনয় জ্ঞানকে প্রগাঢ় করে।"
02/08/2025

"অহংকার মানুষের জ্ঞান নষ্ট করে, আর বিনয় জ্ঞানকে প্রগাঢ় করে।"

"সবাইকে খুশি রাখার চেষ্টা করো না, কারণ এটা সম্ভব নয়। বরং নিজেকে উন্নত করার চেষ্টা করো।"
02/08/2025

"সবাইকে খুশি রাখার চেষ্টা করো না, কারণ এটা সম্ভব নয়। বরং নিজেকে উন্নত করার চেষ্টা করো।"

"সময়কে অবহেলা করো না, কারণ একবার হারালে তা আর কখনো ফিরে আসে না।"
02/08/2025

"সময়কে অবহেলা করো না, কারণ একবার হারালে তা আর কখনো ফিরে আসে না।"

Address

Khulna

Alerts

Be the first to know and let us send you an email when Poems and Promise posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Poems and Promise:

Share