Sanjida Parvin Ratna

Sanjida Parvin Ratna كُلُّ نَفْسٍ ذَآىِٕقَةُ الْمَوْتِ ؕ

প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে।

Every soul will taste death.

ধৈর্য 🤲❤️🤲
22/09/2025

ধৈর্য 🤲❤️🤲

18/09/2025

"বয়সটাকে একসেপ্ট করে নেওয়া কঠিন। কারণ আমরাতো প্রতি মুহুর্তে মৃত্যুর দিকে এগোচ্ছি। তবে প্রতিটা বয়সের আলাদা সৌন্দর্য আছে। সেটা যখন বয়সটা পার হয়ে যায়, তখন বোঝা যায়।

ভাল থাকতে হলে সবার আগে আসলে আয়নার ওপাশের মানুষটাকে মেনে নেয়া শিখতে হয়! আমিই যদি আমাকে, আমার বাড়ন্ত বয়স, পড়ন্ত সৌন্দর্য, মুখের বলি রেখা, ধূসর হতে থাকা চুল এসব মেনে নিতে না পারি আর কেউ কীভাবে পারবে?

we need never to be ashamed of our tears!"

"" Depression is real and suicidal tendency is real and by any means i am going to fight this because life is beautiful "'"

"প্রতিটা বয়সের আলাদা একটা সৌন্দর্য আছে এবং সে বয়সটা যখন চলে যায় তখনই সেই সৌন্দর্যটা বুঝা যায়,,,"❤️

প্রত্যেকেই একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, তাহলে কেন রোজ রোজ মৃত্যু যন্ত্রণা সইব? বাঁচতে হবে প্রতিদিন, মরব শুধু একদিন।

সংগৃহিত: নাটক- তিথিডোর

05/09/2025

আজ পবিত্র জুম্মা।
আমরা বেশি বেশি দরুদপাঠ করি।
❛❛আল্লাহুম্মা সল্লি ওয়া' সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মাদ❜❜ (ﷺ) ♥

Orientation Program 2025 From Department of Public Health
30/08/2025

Orientation Program 2025
From Department of Public Health

08/08/2025

কিছু মানুষের ঋণ কখনোই শোধ করা যাবে না।যে পরিমাণ মানুষিক যন্ত্রণা আমাকে দিয়েছে,সেই পরিমাণ মানুষিক যন্ত্রণা ফিরিয়ে দেওয়ার মতো সামর্থ্য আমার নেই।

05/08/2025

Loyalty is rare.
If you find it, keep it.

03/08/2025

ইয়া আল্লাহ, ইয়া আর রহমান, আর-রহী'ম, আল-মালিক, আল-ক্বুদ্দুস, আস-সালাম, আল-মু'মিন, আল-হাইয়্যু, আল-ক্বাইয়্যুম, তুমি জানো আমি কি অবস্থায় আছি। তুমি জানো তো আমি হতাশ হচ্ছি। এ কারণে নয় যে তুমি শুনছো না,বরং এ কারণে যে এই ধৈর্যের সময়টা দিন দিন দীর্ঘ থেকে দীর্ঘতর হয়ে যাচ্ছে। এবং আমি ভেতরে থেকে একদম ভেঙে পড়ছি। ইয়া আল্লাহ আমার ধৈর্য কাল সংক্ষিপ্ত করে দাও,আমার কাঁধ থেকে সমস্ত বোঝা হালকা করে দাও,আমার জন্য পথ গুলো সহজ করে দাও। আর যারা কষ্টে আছে, খুব কঠিন সময় পার করছে তাদের জন্যও সৃষ্টি করে দাও স্বস্তি, শান্তি ও সহজতা।
আমিন।


21/07/2025

Pray for
Milestone
School and College

21/07/2025

মাইলস্টোন কলেজ দিয়াবাড়ি ক্যাম্পাসের উপর প্রশিক্ষণ বিমান বি*ধ্ব*স্ত হয়েছে। ছোট ছোট বাচ্চাগুলোকে আল্লাহ রক্ষা করুন। (আমিন)🤲

19/07/2025

I got over 500 reactions on my posts last week! Thanks everyone for your support! 🎉

যখন আপনি মানুষ চিনতে শিখে যাবেনতখন আর কারোর প্রতি কোনো অভিযোগ থাকবে না।তখন নিজেকে গুটিয়ে নেওয়া টাই ভালো মনে হবে।        ...
18/07/2025

যখন আপনি মানুষ চিনতে শিখে যাবেন
তখন আর কারোর প্রতি কোনো
অভিযোগ থাকবে না।
তখন নিজেকে গুটিয়ে নেওয়া টাই
ভালো মনে হবে।

চুপ থাকো, শান্ত হও,কথা বলা কমিয়ে দাও।কাউকে বুঝতে দিও না ঠিক কোথায় আটকে আছে কাঁটা,কাউকে বুঝতে দিও না ঠিক কতটা জমে আছে জল।...
17/07/2025

চুপ থাকো, শান্ত হও,
কথা বলা কমিয়ে দাও।
কাউকে বুঝতে দিও না ঠিক
কোথায় আটকে আছে কাঁটা,
কাউকে বুঝতে দিও না ঠিক
কতটা জমে আছে জল।

Address

Chuadanga
Khulna

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sanjida Parvin Ratna posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sanjida Parvin Ratna:

Share