02/10/2025
আরবি ’সুমুদ’ শব্দের অর্থ—ধৈর্য, দৃঢ়তা ইত্যাদি। আর স্প্যানিশ শব্দ ’ফ্লোটিলা’-র অর্থ—একসঙ্গে চলমান নৌযানের বহর।
Global Sumud Flotilla নামে গাযা অভিমুখী ৫২টি জাহাজের একটি বহর এখন ভূমধ্যসাগরে গাযার নিকটবর্তী এলাকায় পৌঁছেছে। উদ্দেশ্য হচ্ছে—গাযায় চলমান অবরোধ ভাঙা এবং স্থায়ী মানবিক করিডোর প্রতিষ্ঠা করা।
এর আগেও কয়েকবার এরকম চেষ্টা হয়েছে। তবে অবরোধ ভাঙা সম্ভব হয়নি।
এবারের Global Sumud Flotilla-র অংশ হিসেবে এর আগে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, বাংলাদেশ, পাকিস্তান, থাইল্যান্ড প্রভৃতি দেশে Global March to Gaza, Sumud Nusantara, Freedom Flotilla Coalition, Sumud Convoy প্রভৃতি উদ্যোগ নেওয়া হয়েছিল।
মালয়েশিয়ায় হওয়া প্রথম কর্মসূচিতে ২৫ জুলাই ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম ভাই অংশ নিয়েছিলেন। পরবর্তীতে ২৪ আগস্টের কর্মসূচিতে ছাত্রশিবিরের পক্ষ থেকে সাবেক কার্যকরী পরিষদ সদস্য সাইফুদ্দিন ইয়াহইয়া ভাই ও আব্দুল্লাহ ফয়সাল ভাই অংশ নিয়েছিলেন। এ প্রোগ্রামটিকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ড. আনোয়ার ইব্রাহিম উপস্থিত ছিলেন।
বাংলাদেশে ২৯ আগস্ট জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেইটে দেশের শীর্ষ ওলামায়ে কেরাম ও ইসলামী স্কলারদের উপস্থিতিতে কর্মসূচি পালন হয়। সেখানে আরবী ঘোষণাপত্র পাঠ করেন আওলাদে রাসূল আল্লামা সাইয়্যেদ আনোয়ার হোসাইন তাহের জাবের আল মাদানী হুজুর, ইংরেজি ঘোষণাপত্র পাঠ করেন প্রফেসর ড. মোহাম্মদ আব্দুর রব স্যার এবং বাংলা ঘোষণাপত্র পাঠ করেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ভাই।
অন্যান্য দেশগুলোতেও অনেকগুলো কর্মসূচি পালিত হয়।
ফাইনালি ৩১ আগস্ট স্পেনের বার্সেলোনা থেকে ’সুমুদ ফ্লোটিলা’ যাত্রা শুরু করেছে। এবারের বহরটিতে ৪৪টি দেশের প্রতিনিধি রয়েছেন। বৃটিশ বাংলাদেশী সাহায্যকর্মী রুহি এবং বাংলাদেশী আলোকচিত্রী শহিদুল আলমও এখানে অংশ নিচ্ছেন।
এ জাহাজগুলো শুধু মানবিক সহায়তা বহনকারী জাহাজের একটি বহরই নয়, এগুলো গাযায় চলমান অন্যায় অবরোধের বিরুদ্ধে বিশ্বের কোটি কোটি মানুষের সংহতির প্রতীক।
বহরটি ইতোমধ্যে ইসরায়েলি বাহিনীর বাধার মুখে পড়েছে।
আল্লাহ ফ্লোটিলাটিকে কামিয়াব করুন। বিশ্বজোড়া ঘুমন্ত বিবেকগুলোকে জাগ্রত করুন।
Mutasim Billah Shahedy
কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির