BD Media Khulna

BD Media Khulna I will not be satisfied until even one of my Ummah is in Hell. Allah Ta'ala will accept my intercession about my Ummah and ask till the end, O Muhammad!

Are you satisfied now? I will say, O Lord! I am satisfied ___Al Hadith ✎ আল্লাহর ভয় মানুষকে অন্য সকল ভয় হইতে মুক্তি দেয় ।___ইবনে সীনা

✎ আমি ততক্ষণ পযর্ন্ত সন্তুষ্ট হব না যতক্ষণ পযর্ন্ত আমার উম্মতের একটি লোকও জাহান্নামে থাকবে। আল্লাহ তা’আলা আমার উম্মত সম্পর্কে আমার সুপারিশ গ্রহন করবেন এবং শেষ পযর্ন্ত জিজ্ঞাসা করবেন, হে মোহাম্মদ ! এখন কি আপনি সন্তুষ্ট হয়েছেন ? আমি বলব, হে প্রভু ! আমি সন্তুষ্ট। ___আ

ল হাদীস

✎ বছরান্তেও যে ব্যক্তি কোন দুঃখ-বেদনার সম্মুখীন হয় না, তার উচিৎ ভেবে দেখা যে, আল্লাহ পাক তার প্রতি অসন্তুষ্ট নয়তো? ___হযরত আলী(রাঃ)

✎ যে নিজেকে চিনিতে পারিয়াছে সে আল্লাহতায়ালাকে চিনিতে পারিয়াছে । ___আল হাদীস

✎ অনেক লোকই দিনে অন্তত পাঁচবার মুখ ধোয়, কিন্তু পাঁচ বছরেও একবার অন্তর ধোয়ার কথা চিন্তা করেনা। ___ইবরাহিম আদহাম

✎ ছোটদের সঙ্গে সন্তানের ন্যায়, বড়দের সঙ্গে পিতার ন্যায় এবং সমবয়স্কদের সঙ্গে ভাই এর ন্যায় আচরন করার নামই ন্যায়বিচার । ___ইমাম জাফর সাদেক

✎ নীচ লোকের প্রধান হাতিয়ার হচ্ছে অশ্লীল বাক্য । ___হযরত আলী(রাঃ)

✎ শক্তির দ্বারা যে আনুগত্য লাভ হয় তা ক্ষনস্থায়ী, আর ভালবাসার মাধ্যমে যে আনুগত্য অর্জিত হয় তাই চিরস্হায়ী থাকে। ___ইবনে জরীর

✎ আকাংখাকে দীর্ঘ করার অর্থ নিজ হাতে চরিত্র বিনষ্ট করা । ___হযরত আলী(রাঃ)

✎ ইসলামের সেবা এবং আল্লাহর আদেশকে আগামীদিনের জন্য স্থগিত রেখো না । ___হযরত আবুবকর (রাঃ)

✎ আত্মপ্রশংসাকারীর মতো আহমক নেই, আর বিদ্যার মতো পথ প্রদর্শক নেই । ___হযরত আলী (রাঃ)

✎ শান্তির সাথে জীবন যাপন করার পরও যে ব্যক্তির আকাঙ্খা মিটে না, তার পক্ষে তৃপ্ত হওয়া সম্ভব না। ___হযরত ওসমান(রাঃ)

✎ জীবন চলার পথে পড়ে আছে অসংখ্য পাথর। এতে তোমার চলার পথ যেন থেমে না যায়। বরং পাথরগুলো কুড়িয়ে তৈরি কর সাফল্যের সিঁড়ি।(আরবী প্রবাদ)

✎ ঈমান এবং হিংসা এক সঙ্গে একই অন্তরে থাকতে পারে না। – আল হাদীস

✎ পৃথিবীটা লবণাক্ত পানির মত। যতই তা পান করবে পিপাসা ততই বাড়বে।(আরবী প্রবাদ)

✎ অক্ষমের সর্বশেষ অস্ত্র পরনিন্দা । ___হযরত আলী(রাঃ)

✎ "আমি বৃষ্টিগর্ভ বায়ুকে চালিত করে আকাশের কছে নিয়ে যাই, অত:পর আকাশ থেকে পানি বর্ষণ করি, এরপর তোমাদের তা পান করাই। বস্তুত তোমাদের কাছে এর ভান্ডার নেই" ___ সূরা হিজর:২২

✎ অন্যের নিকট হাত পাতার ফলে মানুষের সর্বোত্তম সম্পদ বিনষ্ট হয়ে যায়, সে হচ্ছে আত্মমর্যাদাবোদ। ___হযরত আলী(রাঃ)

✎ কোন ব্যক্তি সে পযর্ন্ত মৃত্যুবরণ করবে না, যে পযর্ন্ত না তার ভাগ্যে লিখিত শেষ খাদ্যকণাটুকু আহার না করে। – আল হাদীস

✎ তোমরা মৃত্যু সম্পর্কে যেমন জান পশু-পাখিরা যদি তদ্রুপ জানতে পারত, তবে মানুষেরা কখনও মোটাতাজা পশু-পাখির মাংস ভক্ষণ করতে পারতে না।(আল হাদিস)

✎ ফেরেশতারা মেঘমালা পযর্ন্ত অবতরণ করে এবং সেখানে তারা আল্লাহর নির্দেশসমূহ বাস্তবায়ন করা সম্পর্কে পরস্পর আলোচনা করে। শয়তানরা এখান থেকে গোপনে এগুলো শুনে অতীন্দ্রিয়বাদীদের কাছে পৌছে দেয় এবং তাতে নিজেদের পক্ষ থেকে কাঁড়িকাঁড়ি মিথ্যা ঢুকিয়ে দেয়। - (বোখারী)

✎ গোপনে দান-খয়রাত আল্লাহর ক্রোধকে নিবারণ করে। বান্দা গোপনে কোন কাজ করলে আল্লাহ তা গুপ্ত খাতায় লিখে রাখেন। পরে বান্দা যদি তা প্রকাশ করে, তবে আল্লাহ তাকে গোপন খাতা থেকে মুছে প্রকাশ্য খাতায় লিখেন। তারপর বান্দা যদি
তার সে কাজের কথা আরও প্রকাশ করে, আল্লাহ তার নাম প্রকাশ্য খাতা থেকে মুছে রিয়ার(লোকদেখানো) খাতায় লিখে দেন।(আল হাদিস)

✎ "সত্য প্রত্যাখানকারীরা কি ভেবে দেখে না যে, আকাশমন্ডলি ও পৃথিবী মিশে ছিল ওতপ্রোতভাবে; অত:পর আমি উভয়কে পৃথক করে দিলাম"(আম্বিয়া:৩০)।

✎ তিনিই আল্লাহ যিনি সৃষ্টি করেছেন সাত আসমান এবং পৃথিবী সেই একই পরিমানে"।(সূরা তারেক:১২)

✎ মোমেন বান্দার মৃত্যুর পর কবরস্থান নিজেকে সেই মোমেনের জন্য সজ্জিত করে এবং কবরস্থানের প্রতিটি অংশই চায় যে তার মধ্যে সেই বান্দাকে দাফন করা হউক। -আল হাদীস

✎ যে ব্যক্তি লজ্জা-শরমের বাঁধন ছুড়ে ফেলেছে, তার গীবত হবে না।(আল হাদিস)

✎ কোন ব্যভিচার ব্যতিত সত্রীদের তালাক দিও না। কেননা, যে সব নরনারী (বিয়ে করে) কেবল মজা লুটার জন্য, আল্লাহ তাদের পছন্দ করেন না।(আল হাদিস)

✎ মানুষের উপর এমন একটা সময় আসবে যখন তার ধর্মের ওপর প্রতিষ্টিত থাকাটা হাতে জ্বলন্ত কয়লা হাতে ধরে রাখার মতো কঠিন হবে। -(তিরমিযী শরীফ)


✎ সৃষ্টি জগতের সকল মানুষই আল্লাহর পরিজন স্বরূপ। তাই আল্লাহর নিকট সেই ব্যক্তি সর্বাধিক প্রিয় যে তাঁর পরিজনদের নিকট অধিক প্রিয়। -(আল হাদীস)

✎ কেয়ামতের পূর্বে মানুষ যে সব বিপদের সম্মুখীন হবে, তার মধ্যে দাজ্জালের আবির্ভাব সবচেয়ে বড়। –(মুসলিম শরীফ)

✎ আল্লাহর নিকট কল্যাণ ও বরকত লাভের নিমিত্তে প্রার্থনা না করা দুর্ভাগ্যের লক্ষণ। -(আল হাদীস)

✎ পাঁচটি প্রশ্নের জবাব না দেওয়া পযর্ন্ত হাশরের মাঠে কেউ এক পা-ও সম্মুখে অগ্রসর হতে পারবে না(১) জীবনের দিনগুলো সে কি কাজে ব্যয় করেছে(২) সে তার যৌবন কি কাজে ব্যয় করেছে(৩) সে তার ধন-সমপদ কোন পন্থায় উপার্জন করেছে(৪) সে তার উপার্জিত অর্থ কোন পথে ব্যয় করেছে(৫) অর্জিত এলেম অনুযায়ী কতটুকু আমল করেছে।(বোখারী)

✎ জ্বর-জ্বালা জাহান্নামের উত্তাপের আঁচস্বরূপ। যে মুসলমান দুনিয়াতে জ্বরের তাপ ভোগ করেছে তাহাকে দোযখের উত্তাপ ভোগ করতে হবে না।(আল হাদিস)

✎ কেয়ামতের দিন সর্বপ্রথম মানুষকে তার স্বাস্থ্য সম্পর্কে প্রশ্ন করা হবে। বলা হবে: আমি কি তোমাকে সুস্বাস্থ্য প্রদান করিনি, আমি কি তোমাকে ঠান্ডা পানি পান করতে দেইনি ? (তিরমিযী)

✎ অসৎ লোকের ধন-দৌলত পৃথিবীতে সৃষ্টি জীবের বিপদ-আপদের কারণ হয়ে দাড়ায় । ___হযরত আলী(রাঃ)

✎ কৃপন কোনদিন ধন সম্পদের মালিক হতে পারে না বরং ধনসম্পদই কৃপনের মালিক হইয়া বসে । ___ইয়াহইয়া বারমকি

✎ কারো প্রতি ভালবাসায় অন্ধ হওয়া এবং মতবিরোধ হলেই যা-তা সমালোচনা করা নিজের হাতে ঈমান ধ্বংস করার আলামত। ___হযরত আলী(রাঃ)

✎ কোরআন এমন একটি জানালা, যা দ্বারা আমরা পরবর্তী দুনিয়ার দৃশ্য দেখিটে পাই। ___ইবনে হাম্বল

✎ আমল বিহীন এলেম অনেক সময় উপকারী হতে পারে কিন্তু এলেম বিহীন আমল কখনও উপকারী হয় বলে আমার জানা নেই। ___হযরত ওসমান(রাঃ)

✎ নিজের বোঝা যত কমই হোক তা অন্যের উপর চাপাতে চেষ্টা করোনা। ___হযরত ওসমান(রাঃ)

✎ ব্যক্তি বিশেষের একটি আচরণ দেখেই তার প্রতি আকৃষ্ট হয়ো না, তার অন্যান্য আচরণ সম্পর্কেও খোঁজ-খবর নিও। ___হযরত আলী(রাঃ)

✎ ঈমান এবং হিংসা এক সঙ্গে একই অন্তরে থাকতে পারে না। ___আল হাদীস

✎ পরশ্রীকাতর ও লোভী ব্যক্তি কখনো শান্তি পায় না। ___রাবেয়া বসরী

✎ সততা এবং ন্যায়পরায়নতা আল্লাহর রাহে কুরবানি করার চাইতেও অনেক বেশী পুন্যের কাজ । ___হযরত সোলায়মান(আঃ)

✎ সবচেয়ে গরীব সেই ব্যক্তি, যে বিদ্যা থেকে বঞ্চিত । ___হযরত মুয়াবিয়া(রাঃ)

✎ জালেমকে ক্ষমা করা মজলুমের উপর জুলুম করার সামিল । ___হযরত ওমর(রাঃ)

✎ দুনিয়াকে যে যত বেশী চিনেছে, সে এর দিক থেকে ততবেশী নিস্পৃহ হয়েছে । ___হযরত ওসমান(রাঃ)

✎ মানুষের হক সম্পর্কে যে ব্যক্তি সচেতন নয়, সে আল্লাহর হক সম্পর্কে সচেতন হতে পারে না। ___হযরত ওসমান(রাঃ)

✎ মানুষের মধ্যে যতগুলি মারাত্নক দোষের সমাবেশ ঘটে, এর মধ্যে কার্পন্য দোষটি উল্লেখযোগ্য । ___ইমাম গাজ্জালি(রাঃ)

✎ সুস্হ থাকার জন্য হলেও হিংসা পরিত্যগ কর। কারন হিংসা মানুষকে ভিতর হতে গলিয়ে দেয় । ___হযরত আলী(রাঃ)

✎ ধৈর্য্য ও নম্রতাই প্রকৃত মহত্ব। যারা এই দুই গুনে গুনান্বিত হবে তারাই প্রকৃত বীর পুরুষ । ___হযরত আলী(রাঃ)

✎ যে ব্যক্তি গরীব দু:খীর আর্তনাদ শুনে কান বন্দ করে রাখে, সেও একদিন আর্তনাদ করবে কিন্তু কেউ শুনবে না । ___হযরত সোলায়মান(আঃ)

✎ অন্যের প্রতি কুধারনা করাও অন্যায় । ___হযরত আলী(রাঃ)

✎ প্রয়োজনের সময় মুখ না খোলা এবং অপ্রয়োজনে কথা বলা, সমান দোষের কাজ । ___হযরত আলী(রাঃ)

✎ অল্পেতুষ্টি এমন একটি সম্পদ যা কখনো ফুরায় না। ___হযরত আলী(রাঃ)

✎ হাসিখুশি ব্যবহার সৎকর্মের সুচনা বিশেষ । ___হযরত আলী(রাঃ)

✎ ব্যাভিচারী হইতে ঈমান দূরে পলায়ন করে । কিন্তু সে ব্যাভিচার ত্যাগ করিলেই ঈমান আবার তাহার নিকট প্রত্যাবর্তন করিবে। ___আল হাদীস

✎ স্রষ্টার সৃষ্টি রহস্য নিয়ে চিন্তা করাও একটি এবাদত । ___হযরত আলী(রাঃ)

✎ কেউ স্বীকৃত না দিলেও তুমি তোমার সদাচরন অব্যাহত রাখবে । ___হযরত আলী(রাঃ)

✎ কৃপনের দরজা শুধু একজন মেহমানের জন্যই খোলা থাকে, তিনি মালাকুল-মউত । ___মা আন

✎ যে তোমার উপদেশ শুনিতে চাহে তাকে ছাড়া আর কাহাকেও উপদেশ দিও না। ___হযরত আলী(রাঃ)

✎ যে যতটুকু অভিজ্ঞতা সম্পন্ন তদপেক্ষা বেশী উপদেশ দিতে যাওয়া তার পক্ষে অনুচিত । ___হযরত আলী(রাঃ)

✎ কোন পিতা তার সন্তানের জন্য সৎ আদর্শ ছাড়া আর কোন ভাল উপহার রেখে যেতে পারে না। ___আল হাদীস

✎ কর্জ পৃথিবীতে আল্লাহতায়ালার দন্ডস্বরুপ, যখন তিনি কোন লোককে অপমানিত করতে চান তখন তাহার ঘারে কর্জের বোঝা রাখিয়া দেন। ___ আল হাদীস

✎ মুসলমান যে পর্যন্ত ঋণ পরিশোধ না করে সে পর্যন্ত বেহেস্তে প্রবেশ করিতে পারিবে না এবং পুণ্যত্মদের সঙ্গে মিলিত হইতে পারিবে না। ___ আল হাদীস

✎ আজকের কাজ কালকের জন্য কখনো অবহেলা করে রেখে দিবে না । ___হযরত ওমর(রাঃ)

✎ অভ্যাসকে জয় করাই পরম বিজয় ।___হযরত আলী(রাঃ)

✎ যদি তুমি কারো প্রতি অনুগ্রহ কর, তবে তা গোপন রাখবে।আর অন্যে যদি তোমার প্রতি অনুগ্রহ করে তবে তা সাধ্যমত প্রচার করবে ।___হযরত আলী(রাঃ)

✎ দুই শত্রুর মধ্যে এমন ভাবে কথাবার্তা বল, তারা পরস্পরে মিলে গেলেও যেন তোমাকে লজ্জিত হতে না হয় । ____শেখ সাদী(রঃ)

✎ কথা বেশী বললে তার মধ্যে দোষ ধাকা অবশ্যম্ভাবী, তাই বুদ্ধিমত্তার পরিচয় হল বাক্যকে যথা সম্ভব সংযত রাখা । ___হযরত সোলায়মান(আঃ)

✎ প্রকৃত সাহসী তাহারা, যাহারা সাহস না হারাইয়া বিপদ ও দুঃখের মধ্যেও যুদ্ধক্ষেত্রে দৃঢ়তা অবলম্বন করে এবং ধৈর্য ধারণ করে । ___আল-কোরআন।

✎ অজ্ঞের পক্ষে নীরবতাই সবচেয়ে উত্তম পন্থা । এটা যদি কেউ জানত তাহলে কেউ অজ্ঞ হত না। – শেখ সাদী

✎ মুখ বন্ধ করে ফেলাই ক্রোধের সর্বোত্তম চিকিৎসা । ___হযরত ওসমান(রাঃ)

✎ ক্ষমাই হচ্ছে সর্বাপেক্ষা বড় প্রতিশোধ । ___হযরত আলী(রাঃ)

✎ যতদিন লেখাপড়ার অভ্যাস থাকে ততদিনই মানুষ আলেম থাকে আর যখনই ধারনা জন্মিয়া যায় যে , আমি আলেম হইয়া গিয়াছি তখনই মুর্খতা তকে ঘিরিয়া ধরে । ___ফারাবি

03/11/2024

দুনিয়ার শ্রমজীবী খেটে খাওয়া-শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ের জন্য -
লাখো শহীদের রক্তস্নাত বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ এবং স্বাবলম্বী করার প্রেরণা হৃদয়ে ধারণ করে -
(বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা - বাংলার রাখাল রাজা)
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম)
১৯৭৯ সালের ৩ মে ঐতিহাসিক দিনে
বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল প্রতিষ্ঠা করেন।

সকলের দৃষ্টি আকর্ষণ করছি।
02/09/2024

সকলের দৃষ্টি আকর্ষণ করছি।

২২ নভেম্বর ২০২২
মরহুম মোস্তফা সানা ,
২৩ নং ওয়ার্ড শ্রমিক দল, সাধারণ সম্পাদক,
খুলনা মহানগর শাখা।
দুর্দিনে দলের জন্য তার যে ত্যাগ পরিশ্রম এবং ভালোবাসা ছিল তা ভাষায় প্রকাশ করার মত নয়। তাকে পুলিশ গ্রেফতার করে যে অমানুষিক নির্যাতন করা হয়েছিল । তাতে সে শারীরিকভাবে অনেক দুর্বল হয়ে পড়েছিলেন । নির্যাতনের কারণে দীর্ঘদিন অসুস্থ ছিলেন ।
হঠাৎ ১৯ জানুয়ারি ২০২৪ রোজ শুক্রবার ইন্তেকাল করেন।
মহান আল্লাহ তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন।

27/06/2024
16/08/2023
16/08/2023

Address

Khulna

Alerts

Be the first to know and let us send you an email when BD Media Khulna posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share