আমরা সনাতনী/We are Hindus ॐ

আমরা সনাতনী/We are Hindus ॐ আমরা গর্বিত আমরা সনাতনী
সনাতন ধর্ম আমাদের প্রাণ
আসুন আমরা সবাই ধর্মকে অনুসরণ করি এবং ধর্মের পথে চলি
🕉️জয় শ্রী কৃষ্ণ🕉️🚩

যতই কষ্টে থাকি প্রভু তোমার নাম ছাড়বোনা❤️🙏হে কৃষ্ণ..এই ক্লান্ত জীবনে তুমিই আমার একমাত্র শান্তি🙏😇হরে কৃষ্ণ 🙏
06/07/2025

যতই কষ্টে থাকি প্রভু তোমার নাম ছাড়বোনা❤️🙏
হে কৃষ্ণ..এই ক্লান্ত জীবনে তুমিই আমার একমাত্র শান্তি🙏😇হরে কৃষ্ণ 🙏

05/07/2025

কলিযুগে হরিনামই পারে সকল পাপ খণ্ডন করতে। ঈশ্বরের স্মরণ নিলেই মানুষ সকল বিপদ থেকে পরিত্রাণ পেতে পারে।

04/07/2025

🙏হরে কৃষ্ণ🙏
সবাই কেমন আছেন?
অনেক দিন পর ফিরে আসছি আপনাদের মাঝে🥹
আবার আগের মতই ভালোবাসা পেতে চাই আপনাদের থেকে🫂❤️

23/10/2023

🖤🪷

ভগবান শ্রী কৃষ্ণের চরণ চিহ্ন  #হরেকৃষ্ণ  #হরেকৃষ্ণ
04/08/2023

ভগবান শ্রী কৃষ্ণের চরণ চিহ্ন
#হরেকৃষ্ণ
#হরেকৃষ্ণ

মানুষ এমন এক ধরনের বিচিত্র শ্রেনীর প্রাণী যে সে নিজের থেকে আর্থিক দিক থেকে ছোট মানুষকে সর্বদা ঘৃনা করে। তাকে আরো নীচে দে...
03/08/2023

মানুষ এমন এক ধরনের বিচিত্র শ্রেনীর প্রাণী যে সে নিজের থেকে আর্থিক দিক থেকে ছোট মানুষকে সর্বদা ঘৃনা করে। তাকে আরো নীচে দেখানোর চেষ্টা করে। সবার সামনে তাকে ছোট করে। তাকে নিরাস করে বলে যে তার দ্বারা জীবনে কিছুই হবেনা।

কিন্তু তারা ভুলে যায় হাজার বড় বড় মানুষের থেকেও বড় একজন আছে। সে হল সময়। সময় কখন বদলে যায় কেউ জানেনা। তাই কখনো কাউকে ছোট করতে নেই, বরং সে কি করে উন্নতি করতে পারবে তাকে সেই পথ দেখানো উচিত্‍। 🙏ভগবান শ্রী কৃষ্ণ

শ্লোক ১ - অধ্যায়ঃ ১৬ - দৈবাসুরসম্পদবিভাগযোগ শ্রীভগবান উবাচঅভয়ং সত্ত্বসংশুদ্ধিঃ জ্ঞানযোগব্যবস্থিতিঃ৷দানং দমশ্চ যজ্ঞশ্চ স্...
30/07/2023

শ্লোক ১ - অধ্যায়ঃ ১৬ - দৈবাসুরসম্পদবিভাগযোগ

শ্রীভগবান উবাচ
অভয়ং সত্ত্বসংশুদ্ধিঃ জ্ঞানযোগব্যবস্থিতিঃ৷
দানং দমশ্চ যজ্ঞশ্চ স্বাধ্যায়স্তপ আর্জবম্৷৷১॥

অর্থ: ভগবান বললেন- হে ভারত ভয়শুন্যতা, সত্তার পবিত্রতা, পরমার্থিক জ্ঞানের অনুশীলন, দান, আত্মসংযম, যজ্ঞ অনুষ্ঠান, বৈদিক শাস্ত্র অধ্যয়ন, সরলতা -

প্রেম করলে কৃষ্ণের মতো কর,,যেনো সে শারীরিক ভাবে তোমার না হলেও মানসিক ভাবে তোমারই থাকে,,,☺️আর ভালোবাসলে মহাদেবের মতো ভালো...
30/07/2023

প্রেম করলে কৃষ্ণের মতো কর,,
যেনো সে শারীরিক ভাবে তোমার না হলেও মানসিক ভাবে তোমারই থাকে,,,☺️
আর ভালোবাসলে মহাদেবের মতো ভালোবাসো যেনো সে জন্ম- জন্মান্তার তোমার থাকে 🥰

রাঁধে রাঁধে 🙏

30/07/2023

শ্রী কৃষ্ণ বলেছেন..
সুন্দর চেহারাও একদিন বৃদ্ধ হয়ে যাবে
কিন্তু সুন্দর ব্যবহার কখনো বৃদ্ধ হবে না
🙏𝐇𝐀𝐑𝐄 𝐊𝐑𝐈𝐒𝐇𝐍𝐀 🙏

ওঁ শ্রী পৱমাত্মনে নমঃ।।               যথার্থ গীতা *শ্রীমদ্ভগবদগীতা*~~~~~~~~~~~~~~~~~     ।। *অথ দশমোহধ‍্যায়* ।।     -- ব...
29/07/2023

ওঁ শ্রী পৱমাত্মনে নমঃ।।
যথার্থ গীতা
*শ্রীমদ্ভগবদগীতা*
~~~~~~~~~~~~~~~~~
।। *অথ দশমোহধ‍্যায়* ।।
-- বিভূতিবর্ণনম্
___________________
শ্লোক সংখ‍্যা- *৩২*
___________________________
*সর্গাণামাদিৱন্তশ্চ মধ‍্যং চৈবাহমর্জুন*।
*অধ‍্যাত্মবিদ‍্যা বিদ‍্যানাং বাদঃ প্রবদতামহম্*।। *৩২* ।।

🌷🌷🌷🌷🌷🌷🌷🌷__
অনুবাদ:-
-----------------
হে অর্জুন! সৃষ্টিৱ মধ‍্যে আদি, মধ‍্য ও অন্ত আমি। বিদ‍্যাৱ মধ‍্যে আমি অধ‍্যাত্মবিদ‍্যা। যা' আত্মাৱ আধিপত‍্য প্রদান কৱে, সেই বিদ‍্যা আমি। সংসাৱে অধিকাংশ প্রাণী মায়াৱ আধিপত‍্যেই বাস কৱে। ৱাগ, দ্বেষ, কাল, কর্ম, স্বভাব এবং গুণসমূহদ্বাৱা প্রেৱিত। এদেৱ আধিপত‍্য থেকে মুক্ত কৱে আত্মাৱ আধিপত‍্য নিয়ে যায় যে বিদ‍্যা, তা আমি, যাকে অধ‍্যাত্ম বিদ‍্যা বলে। ব্রহ্মচর্চায় যে পৱস্পৱ বাদ-বিবাদ হয়, তাতে যেটি নির্ণায়ক, এইৱূপ বার্তা আমি। বাকি নির্ণয়গুলি তো অনির্ণীত থাকে।

ক্রমশঃ...

জয় গীতা📖
27/07/2023

জয় গীতা📖

হে রাধামাধব তুমি ব্যাতিত এই পৃথিবী হতনাহে রাধামাধব তুমি ব্যাতিত এ জীবন চলতো নাহে রাধামাধব তুমি ব্যাতিত আমার চিন্তার কিছু...
27/07/2023

হে রাধামাধব তুমি ব্যাতিত এই পৃথিবী হতনা
হে রাধামাধব তুমি ব্যাতিত এ জীবন চলতো না
হে রাধামাধব তুমি ব্যাতিত আমার চিন্তার কিছু নাই

🙏 জয় রাধে রাধে শ্রী রাধে 🙏

Address

Khulna
Khulna
9270

Alerts

Be the first to know and let us send you an email when আমরা সনাতনী/We are Hindus ॐ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to আমরা সনাতনী/We are Hindus ॐ:

Share