25/09/2023
আমি মানুষটা এমন যে যেকোনো আঘাতে, ব্যথায়, যেকোনো পরিস্থিতিতে নিজেই নিজেকে স্বান্তনা দিতে পারি! নিজেকে নিজেই সামলে নিতে পারি, সবকিছু সহ্য করে নিতে পারি! যদিও আমি খুব নরম মনের মানুষ, যে কারো যেকোনো কথায়, যেকোনো কারণেই আমার চোখ দিয়ে জল চলে আসে তবুও একটু কান্নাকাটি করে আবার নিজেই নিজেকে স্বান্তনা দিতে পারি, সবকিছু সামলে নিতে পারি!'💚☺️