Puspak Sarker

Puspak Sarker public figure
(1)

হ্যালো ফ্রেন্ডস, আমার পেজে আসার জন্য আপনাকে ওয়েলকাম...। বাস্তব জীবনের কিছু মানুষের স্বপ্নের কথা,অপ্রত্যাশিত গল্প গুচ্ছ নিয়ে তৈরি আমাদের এই পেইজটি,মুলত আপনাদের একটু ভালো লাগানোর আমাদের প্রচেষ্টা,তাই পেইজের সকল পোস্টে লাইক & কমেন্ট করে পুষ্পক সরকার পেজের সাথে থাকুন...। please like our page & stay turned us।

16/02/2024

তুমি তো সংসারী হয়ে গেলে কিন্তু আমি তো পারলাম না। তুমি যে ভাবে নিজেকে গুছিয়ে নিয়ে সবটা সামাল দিচ্ছো আমি তো পারলাম না।

তুমি আমাকে যে ভাবে এলোমেলো করে রেখে গিয়েছিলে আমি আজও সেইভাবেই আছি। ভেবেছিলাম একটা সময় পর তুমি আমার কাছে ফিরে আসবে এই এলোমেলো মানুষটাকে আবার গুছিয়ে নিবে।

সেইটা আর হচ্ছে না। তোমার জন্য আমি থেমে থাকলেও তুমি ঠিক থেমে থাকোনি বরং নিজেকে একধাপ এগিয়ে নিয়েছো। সবটা ভুলে এতোটা এগিয়ে গেছো যে তোমাকে দেখলে মনেই হবে না তুমি মানুষটা অন্য একটা মানুষ কে ভেঙেচূরে একাকার করে রেখে গিয়েছো।

আজ বুঝি আমাকে ছেড়ে চলে যাওয়াটা তোমার ভুল ছিল না বরং তোমার চয়েস ছিল। কারণ আমি এমন একটা অপশন হয়ে গিয়েছিলাম যে আমাকে সহজেই বাদ দেওয়া যায়।

কেউ যদি ঠিক করে তোমাকে ঠকাবে বিশ্বাস করো সে তোমাকে এমন ভাবে ঠকিয়ে দিবে যা তোমার চিন্তার ও অতীত।

কিন্তু আমাকে ঠকানো মানুষটার জন্য একটা লাইন রেখে যেতে চাই এই যে আমি মানুষটা এলোমেলো ভাবে পড়ে আছি তার যন্ত্রণা তুমি কখনোই বুঝবে না। মনে রেখো সবাই কিন্তু সুখি হয়েও সুখি হয় না।

29/07/2023

বিষাদ ছুঁয়েছে আজ, মন ভালো নেই,
মন ভালো নেই;
ফাঁকা রাস্তা, শূন্য বারান্দা
সারাদিন ডাকি সাড়া নেই,
একবার ফিরেও চায় না কেউ
পথ ভুল করে চলে যায়, এদিকে আসে না
আমি কি সহস্র সহস্র বর্ষ এভাবে
তাকিয়ে থাকবো শূন্যতার দিকে?

14/07/2023

- আচ্ছা ফ্যান জোরে ঘুরালে বেশি বিদ্যুৎ বিল হয় নাকি আস্তে ঘোরালে বেশি বিদ্যুৎ বিল হয় নাকি দুটোই সমান.?

11/04/2023

শরীরের যখন ইমেজ আসে 🥴

25/01/2023

Follow for follow

01/01/2023

নতুন বছরে নতুন প্রতিজ্ঞা হোক😑

31/12/2022

Mother is everything in the world❤️🥰

04/12/2022

বাংলাদেশ বনাম ভারত সরাসরি

21/11/2022

Senegal vs Netherlands 0-2 All Goals & Highlights - World Cup 20022

21/11/2022

England vs Iran 6-2 Extended Highlights and Full HD

21/11/2022

তুমি শুধুই আমার 🥺💜

20/11/2022

কাতার বিশ্বকাপ উদ্বোধনী অনুষ্ঠান! বিশ্বকাপ ম্যাচ গুলোর আপডেট জানতে এই ফেইজবুক পেজে লাইক দিন।

Address

Khulna

Alerts

Be the first to know and let us send you an email when Puspak Sarker posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Puspak Sarker:

Share