16/02/2024
তুমি তো সংসারী হয়ে গেলে কিন্তু আমি তো পারলাম না। তুমি যে ভাবে নিজেকে গুছিয়ে নিয়ে সবটা সামাল দিচ্ছো আমি তো পারলাম না।
তুমি আমাকে যে ভাবে এলোমেলো করে রেখে গিয়েছিলে আমি আজও সেইভাবেই আছি। ভেবেছিলাম একটা সময় পর তুমি আমার কাছে ফিরে আসবে এই এলোমেলো মানুষটাকে আবার গুছিয়ে নিবে।
সেইটা আর হচ্ছে না। তোমার জন্য আমি থেমে থাকলেও তুমি ঠিক থেমে থাকোনি বরং নিজেকে একধাপ এগিয়ে নিয়েছো। সবটা ভুলে এতোটা এগিয়ে গেছো যে তোমাকে দেখলে মনেই হবে না তুমি মানুষটা অন্য একটা মানুষ কে ভেঙেচূরে একাকার করে রেখে গিয়েছো।
আজ বুঝি আমাকে ছেড়ে চলে যাওয়াটা তোমার ভুল ছিল না বরং তোমার চয়েস ছিল। কারণ আমি এমন একটা অপশন হয়ে গিয়েছিলাম যে আমাকে সহজেই বাদ দেওয়া যায়।
কেউ যদি ঠিক করে তোমাকে ঠকাবে বিশ্বাস করো সে তোমাকে এমন ভাবে ঠকিয়ে দিবে যা তোমার চিন্তার ও অতীত।
কিন্তু আমাকে ঠকানো মানুষটার জন্য একটা লাইন রেখে যেতে চাই এই যে আমি মানুষটা এলোমেলো ভাবে পড়ে আছি তার যন্ত্রণা তুমি কখনোই বুঝবে না। মনে রেখো সবাই কিন্তু সুখি হয়েও সুখি হয় না।