Raw Village Life

Raw Village Life This is Raw Village Life where you can watch Raw Footage of Village Life.
(1)

10/07/2025

পানির শক্তির কাছে বাঁধ ও টিকলো না

☣️ ব্ল্যাক ম্যাজিকইক্বরা টিভি। সরাসরি ফোনালাপের অনুষ্ঠান চলছে। উপস্থাপনায় আছেন শায়খ আব্দুল্লাহ শাহাদাত। এক মহিলা কল করলো...
09/07/2025

☣️ ব্ল্যাক ম্যাজিক

ইক্বরা টিভি। সরাসরি ফোনালাপের অনুষ্ঠান চলছে। উপস্থাপনায় আছেন শায়খ আব্দুল্লাহ শাহাদাত। এক মহিলা কল করলো।📳

-আসসালামু আলাইকুম।
-ওয়া 'আলাইকুমুস সালাম।
-শায়খ! আমি অনেক বড় গুনাহ করে ফেলেছি। আল্লাহ তা'আলা কি আমাকে ক্ষমা করবেন?❓
-কেনো ক্ষমা করবেন না, অবশ্যই ক্ষমা করবেন। নিশ্চই তিনি অতি ক্ষমাশীল অতি দয়ালু।
আল্লাহ তায়ালা বলেছেন, (আপনি বলে দিন, হে আমার বান্দারা! যারা নিজেদের উপর বাড়াবাড়ি করেছো! আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ মাফ করে দেন। নিশ্চয় তিনি পরম ক্ষমাশীল, অসীম দয়ালু(যুমারঃ ৫৩)।

- কিন্তু আমার গুনাহটা অনেক বড় আর গুরুতর। আল্লাহ কিছুতেই আমাকে ক্ষমা করবেন না।

- না বোন! আপনি এমনটা ভাববেন না। আল্লাহ তা'আলা বলেছেন,
(নিশ্চয়ই আল্লাহ তার সাথে শিরক করাকে ক্ষমা করেন না। এছাড়া আর (সব) পাপ তিনি যাক ইচ্ছা ক্ষমা করে দেন। আর যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করে সে ঘোরতর ভ্রান্তিতে পতিত হয়। (নিসাঃ১১৬)

-আমি সাত-সাতবার হজ করেছি। কিন্তু এ পর্যন্ত একবারও 🕋কা'বাঘর নিজ চোখে দেখতে পাইনি।

শায়খঃ ইয়াল্লাহ! ইয়া রাব!

মহিলাঃ আমি হেরেমে প্রবেশ করার পর তাওয়াফ কারীদেরকে দেখি, কিন্তু কা'বাঘর দেখতে পাই না। এমনকি একজন আমার হাত ধরে কা'বা শরী ছুঁইয়েও দেখিয়েছি। আমি হাত দিয়ে কা'বা🕋 ধরতে পেরেছি। কিন্তু কা'বা আমার সামনে দৃশ্যমান হয়নি।

শায়খঃ তাহলে তো দেখা যাচ্ছে আপনার পাপটা সত্যিই গুরুতর। বলুনতো কি এমন পাপ করেছেন? নিশ্চিত হয়ে বলুন, যাতে আমার বুঝতে সুবিধা নয়।

মহিলাঃ আমি অশ্লীল কাজে লিপ্ত ছিলাম। বিয়ের পরও অনেকবার হয়েছে। আমি ঠিক বলতে পারছি না, কোন পাপের কারনে আমার এই অবস্থা হয়েছে।

শায়খঃ অসম্ভব! এটা ছাড়াও অন্য কোনো পাপ আছে। শুধু অশ্লীলতার জন্য এমনটা ঘটতে পারে না। আপনি ভেঙে বলুন। আপনি কী করেছেন?

মহিলাঃ সত্যি কথা বলতে কি, আমি একজন নার্স। আমার গোপনে সম্পর্ক ছিলো একদল ব্ল্যাকম্যাজিক☣️ (কালোজাদু) চর্চাকারীদের সাথে। তারা নানাভাবে জাদুচর্চা করতো। তারা শবসাধনা করতো।

জাদুকরের শিখিয়ে দেয়া নিয়মানুযায়ী, হাসপাতালের হিমাগারে চুরি করে প্রবেশ করতাম। শবগুলো মুখে 'বিশেষ কাজ" করে মুখগুলো সেলাই করে দিতাম। শবগুলোকে এই অবস্থাতেই দাফন করা হতো। এই ন্যাক্কারজনক কাজ অসংখ্যবার করেছি।

শায়খঃ এমন কাজ কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। জাদুবিদ্যা তো শিরক।
নিশ্চয়ই শিরক বড় পাপ (লুকমানঃ১৩)

দুই সপ্তাহ পরে, ইক্বরা অনুষ্ঠানে একটা ফোন আসলো।

-আসসালামু আলাইকুম
- ওয়া 'আলাইকুমুস সালাম।
- হ্যালো শায়খ! দু' সপ্তাহ আগে একজন মহিলা ফোন করেছিলেন, আমি তার সন্তান।

শায়খঃ জি, বাবা! চিনতে পেরেছি। বলো কি খবর।

ছেলেঃ শায়খ! আমার আম্মু ইন্তিকাল করেছেন। তার মৃত্যুটা স্বাভাবিকভাবেই হয়েছে। কিন্তু দাফনের সময় এমন একটা ঘটনা ঘটেছে, আমরা কেউ ধারণাও করতে পারি নি এমনটা কখনো ঘটতে পারে।

শায়খঃ কী ঘটনা? ❓

ছেলেঃ জানাযার পর আমরা কবরস্থানে গেলাম। ⚰️লাশ কবরে নামাতে গিয়েই বিপত্তি বাঁধলো। আমরা কবরে নামলেই কবরটা সংকুচিত হয়ে আসে। লাশ বের করলে কবরটা আবার ঠিক হয়ে যায়। আবার লাশ নামালে কবরটা সংকুচিত হয়ে যায়। এমনকি আমাদের পক্ষে ভেতরে দাঁড়ানোও অসম্ভবত হয়ে দাড়িয়েছিলো। এ ঘটনা দেখে, সাথে যারা ছিলো ভয়ে পারলিয়ে গেলো। তারা বললো, তোমার মা হয়তো এমন কোনও কাজ করেছে যে, কবর তাকে গ্রহণ করতে চাচ্ছে না। আমি বসে বসে😢 কাঁদতে লাগলাম। এমন সময় দেখলাম একজন বৃদ্ধ লোক আসলে। তার পোশাক ছিলো অত্যন্ত উজ্জ্বল আর শুভ্র। দেখলেই মন ভালো হয়ে যায় এমন একজন মানুষ। তাকে দেখেই আমার মনে হলো, আমার আমনে এজন ফিরিশতা দাঁড়িয়ে আছেন। বিশেষ করে তার সাথে কথা বলে বিশ্বাসটা আরও বদ্ধমূল হলো। তিনি বললেন,

তোমার আম্মুকে যেভাবে আছে রেখে চলে যাও। পেছনে ফিরে তাকাবে না। আমি কোনও কথা না বলে চলে আসলাম। কিছুদূর আসার পর আমি আর কৌতূহল দমন করতে পারলাম না। আমার মায়ের কী হলো সেটা না দেখে বাড়ি যেতে মন টানছিলো না। পেছন ফিরে তাকালাম। দেখলাম, আকাশ থেকে প্রকাণ্ড এক অগ্নিগোলক💥 ছুটে আসলো। চোখের নিমিষেই আম্মার লাশটাকে পুড়িয়ে ছাই করে দিলো। খাটিয়াসহ⚰️ পুড়ে ছাই হয়ে গেলো।

আগুনের🔥 উত্তাপ এত প্রবল ছিল যে, এতদূর থেকেও আমার মুখটা ঝলসে গেল। শুধু দুচোখ অক্ষত রইলো।

আমি চিন্তিত হয়ে গেলাম, আমার চেহারা কেনো ঝলসে গেলো? আল্লাহ কি আমার প্রতি নারাজ?❓

শায়খঃ প্রিয় বৎস! সম্ভবত আল্লাহ তা'আল মায়ের পাপ থেকে তোমাকে পবিত্র করতে চেয়েছেন। তুমি তো তোমার মায়ের হারাম উপার্জনেই বড় হয়েছো। আল্লাহকে ভয় করো। তাঁর কাছেই ক্ষমা চাও। আল্লাহ আ'আলা তোমার জন্য যা দিয়েছেন তা নিয়ে সন্তুষ্ট থাকো।

[যারা☣️ যাদুকর/কবিরাজ/কুফরী হুজুরদের কাছে যান তারা নিজেদের পরিনতি সম্পর্কে সচেতন হোন। তওবা করে ফিরে আসুন। মৃত্যু অতি সন্নিকটে।]

09/07/2025

দেখেন কি বিপজ্জনক পরিস্থিতি

゚ ゚viralシalシ

গরুর মাংসের কালা ভুনা রেসিপি📝 উপকরণ • গরুর মাংস (চর্বিযুক্ত হলে ভালো) – ১ কেজি • পেঁয়াজ – ৫ কাপ (অতিরিক্ত পেঁয়াজই কালা...
08/07/2025

গরুর মাংসের কালা ভুনা রেসিপি

📝 উপকরণ
• গরুর মাংস (চর্বিযুক্ত হলে ভালো) – ১ কেজি
• পেঁয়াজ – ৫ কাপ (অতিরিক্ত পেঁয়াজই কালা ভুনার আসল কৌশল)
• আদা বাটা – ৩ টেবিল চামচ
• রসুন বাটা – ৩ টেবিল চামচ
• শুকনা মরিচ গুঁড়া – ২ টেবিল চামচ
• ধনে গুঁড়া – ২ টেবিল চামচ
• জিরা গুঁড়া – ১ টেবিল চামচ
• হলুদ গুঁড়া – ১ চা চামচ
• গরম মসলা গুঁড়া – ১ চা চামচ (শেষে)
• দারুচিনি – ২ টুকরো
• এলাচ – ৪টি
• লবঙ্গ – ৪টি
• তেজপাতা – ২টি
• কাঁচা মরিচ – ১০-১২টি (চেরা)
• সরিষার তেল – ১ কাপ (অথবা রিফাইনড তেল, তবে সরিষা তেলে আসল স্বাদ)
• লবণ – স্বাদমতো
• পানি – প্রয়োজনমতো
• ধনেপাতা – সাজানোর জন্য
• ভাজা পেঁয়াজ (বারিস্তা) – ১ কাপ (শেষে)

🍳 প্রণালি

✅ ১. মাংস মেরিনেট
মাংস ধুয়ে লবণ, হলুদ, আদা-রসুন বাটা, শুকনা মরিচ, ধনে, জিরা দিয়ে মাখিয়ে অন্তত ১ ঘণ্টা মেরিনেট করুন। বেশি সময় থাকলে ফ্রিজে রেখে দিন – এতে মাংসে মশলা ভালোভাবে ঢুকবে।

✅ ২. পেঁয়াজ ভাজা (বারিস্তা)
প্রথমে তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে ধৈর্য ধরে ধূসর বাদামি (গোল্ডেন-ব্রাউন) হওয়া পর্যন্ত ভেজে নিন। অর্ধেক বের করে রাখুন – শেষে গার্নিশে দেবেন।

✅ ৩. মাংস কষানো
বাকি ভাজা পেঁয়াজের সাথে দারুচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা ফোড়ন দিন। মেরিনেট করা মাংস ঢেলে দিন। মাঝারি-নিম্ন আঁচে ২০-২৫ মিনিট ধরে নাড়তে নাড়তে ভালোভাবে কষিয়ে নিন। পানি বের হবে, কিন্তু তেল ছাড়া পর্যন্ত কষাতে থাকুন।

✅ ৪. মাংস সিদ্ধ করা
মাংস শক্তি অনুযায়ী অল্প গরম পানি দিন, ঢেকে রাখুন এবং মাংস নরম হওয়া পর্যন্ত রান্না করুন। চাইলে প্রেসার কুকারে ৩-৪ সিটি দিতে পারেন।

✅ ৫. কালা ভুনা করা
মাংস নরম হলে ঢাকনা খুলে আঁচ বাড়িয়ে দিন। নাড়তে থাকুন যতক্ষণ পর্যন্ত মাংস কালো-বাদামী রঙে তেল ছেড়ে আসবে। মসলা গাঢ় হয়ে গেলে গরম মসলা গুঁড়া ও কাঁচা মরিচ দিয়ে ৫ মিনিট আর ভুনুন।

✅ ৬. পরিবেশন
পাত্রে তুলে উপরে ভাজা পেঁয়াজ (বারিস্তা) ও ধনেপাতা ছড়িয়ে গরম গরম ভাত, খিচুড়ি, পোলাও বা পরোটার সাথে পরিবেশন করুন।

✅ আসল কালা ভুনার টিপস

✔️ বেশি পেঁয়াজ কুচি দিন – পেঁয়াজই কালা ভুনার আসল বেস তৈরি করে।
✔️ ধৈর্য ধরে কষাবেন – মাংস যতক্ষণ তেল না ছাড়ে, আসল স্বাদ আসবে না।
✔️ চর্বিযুক্ত মাংস ব্যবহার করলে স্বাদ ও টেক্সচার অনেক ভালো হয়।
✔️ সরিষার তেল ব্যবহারে ঘ্রাণ ও ট্রাডিশনাল স্বাদ倍 হয়।

゚ ゚viralシalシ

আজকে জামাইয়ের দিন 😃        ゚        ゚viralシalシ
07/07/2025

আজকে জামাইয়ের দিন 😃

゚ ゚viralシalシ

07/07/2025

পানির শক্তি দেখেন, নিয়ন্ত্রণ যখন বাইরে চলে যায়।

06/07/2025
ছবিতে যিনি একা বসে আছেন, তিনি একজন স্বামী, তাঁর প্রিয়তম স্ত্রী ঠিক সামনের গাড়িতে শায়িত, শেষ যাত্রার প্রস্তুতিতে। জানাজা ...
05/07/2025

ছবিতে যিনি একা বসে আছেন, তিনি একজন স্বামী, তাঁর প্রিয়তম স্ত্রী ঠিক সামনের গাড়িতে শায়িত, শেষ যাত্রার প্রস্তুতিতে। জানাজা হওয়ার কথা ছিল রাত ৯টায়। কিন্তু ভদ্রলোক চাচ্ছিলেন না অন্ধকার রাতে বিদায় দিতে। কারো কাছে স্পষ্ট করে বলতেও পারছিলেন না, “ওকে আর একটু থাকতে দাও… সামনে থাকুক, আমি দেখছি!”

তাঁর ছোট ছেলে বুঝে নিয়েছিল বাবার মন। শেষ পর্যন্ত জানাজা হয় সকালে। কিন্তু রাতের পুরোটা সময়, যখন চারপাশের সবাই চলে গেছে, ভদ্রলোক ছিলেন গাড়ির সামনে একা বসে। স্ত্রীর পাশে, নিঃশব্দ প্রহর গুণে। যেন বলছিলেন, “তুমি একা না, আমি আছি। এখনো আছি।”

এ এক নিঃশব্দ ভালোবাসা, যার সাক্ষী হয়ে রইলো রাত, নীরবতা আর সেই একফালি আলো। মৃত্যু সবকিছুর শেষ নয়, যদি ভালোবাসা এমন হয়।

ভাগ্যবতী ছিলেন সেই স্ত্রী, যিনি এমন একজন জীবনসঙ্গী পেয়েছিলেন, যিনি তাঁকে মৃত্যুর পরেও একা ফেলে যাননি।

আমরা সবাই চাই, এমন একজনকে, যিনি শুধু জীবনে নয়, মৃত্যুর পরেও আমাদের ভালোবাসায় আগলে রাখবেন।

05/07/2025

হাস মুরগি কবুতর বা পাখি পালেন যারা তারা সাবধান!
রাতের বেলা জানালার ফাঁকা দিয়ে বাঘঢাসার আক্রমণ অথচ মালিক টের ও পেলো না।

জীবনে দেড়হাজার বারের উপরে জুম্মার নামাজ পড়লাম। কিন্তু আজকের মত এমন ভয়াবহ অভিজ্ঞতা কখনো হয়নি…প্রথমেই ঢুকলাম অযুখানায়। আমি...
04/07/2025

জীবনে দেড়হাজার বারের উপরে জুম্মার নামাজ পড়লাম। কিন্তু আজকের মত এমন ভয়াবহ অভিজ্ঞতা কখনো হয়নি…

প্রথমেই ঢুকলাম অযুখানায়। আমি ঢুকতে না ঢুকতেই এলাকার এক মুরব্বি, আমাদের ছোটভাই ইমনের আব্বা পিছলা খেয়ে পরে গেছে। দেখে আমি হাসতে হাসতে শেষ। তারে আর কি ধরবো। পরে অন‍্যান‍্য মুসল্লিরা মিলে তাকে পাঁজাকোলা করে উঠালো। বেটা আমার দিকে রুক্ষ চোখে তাকিয়ে আছে। আমি বললাম, চাচা এখানে তো রাগ করার কিছু নাই। আপনার শার্ট ঘামে ভিজা। কিভাবে ধরবো বলেন !!

পরে মুসল্লিরা মিলে তাকে রিকশায় করে বাসায় পাঠিয়ে গেলো…

দোতলায় গিয়ে ঢুকলাম। ঢুকে দেখি ফ্লোরে অনেক বালু। পেছনের দিকে কিছু পিচ্চি দুষ্টাবানি করতেছে। ওদের একজনকে ডেকে নিয়ে আসলাম। বললাম, কাছে আসো। আতর দিবো।

পিচ্চিকে তৃতীয় সারিতে এনে ফ্লোরে বসিয়ে কিছুক্ষণ ডানে বামে টানাহ‍্যাঁচড়া করলাম। জায়গা পরিষ্কার হয়ে গেলো। তারপর পিচ্চিকে দুই টাকার নোট দিয়ে বিদায় করে দিয়েছি…

সুন্নত পড়ার সময় এক লোকের ফোনে কল আসছে। তার হাত বাধা। হালায় ফোন ধরতেও পারতেছেনা। কাটতেও পারতেছেনা। আমি গিয়ে তার পকেটে হাত ঢুকালাম ফোন বের করার জন‍্য। চেহারার দিকে তাকিয়ে দেখি, সে হাসে। সম্ভবত সুড়সুড়ি লেগেছে…

আমি ফোন রিসিভ করে বললাম, উনি তো হাসতেছে। এখন কথা বলতে পারবেনা।

এরপর ফরজ পড়লাম। শেষের দিকে খেয়াল করলাম, সামনের জনের লুঙ্গির ভিতর একটা মাছি ঢুকতেছে আর বের হচ্ছে। মানে রাউন্ড দিচ্ছে। সালাম ফিরাতে গিয়ে দেখি সেই মাছি আমার পাশের জনের ঠোঁটে বসে আছে। সেই লোকের ঠোঁটে দেখলাম শ্বেতরোগ আছে। চামড়ার কালার মিলেনা। এইসব মাছিই আবার খাবারে গিয়ে বসে। জঘন‍্য ব‍্যাপার…

যাক নামাজ শেষে দানবাক্স সামনে এলো। পকেট থেকে ১০০ টাকা নোটের বান্ডেলটা বের করলাম। কিন্তু দানবাক্সের ছিদ্র দিয়ে বান্ডেলটা ঢুকলোনা। আমি অনেকক্ষণ যাবৎ গুতাগুতি করে ট্রাই করলাম। কোনোভাবেই ঢুকলোনা। পাশের এক মুসল্লি বললো, আপনি বসেন। হুজুরের কাছ থেকে দানবাক্সের চাবি নিয়ে আসি।

আমি বললাম, থাক আপনি মুরব্বি মানুষ। বাদ দেন। কষ্ট করে নিচতলায় যাবার দরকার নেই…

জুতা হাতে নিয়ে মসজিদের বাইরে চলে এসেছি। আমি সবসময় জুতা সাথে করে ভিতরে নিয়ে যাই। বাইরে কখনো জুতা রাখিনা। যাই হোক, মসজিদের বাইরে দেখলাম অ‍্যাপেক্সের একটা নতুন জুতা। একটা মানুষ কিভাবে নতুন জুতা বাইরে রাখার সাহস করতে পারে আমি বুঝিনা। পাশেই এক বৃদ্ধ ফকির খালি পায়ে বসে আছে। তাকে ডাক দিয়ে বললাম, চাচা জুতাটা নিয়ে যান। দান করার জন‍্য আনছি। আপনি খালি পায়ে দাঁড়িয়ে আছেন কেনো? এটা পরে দাঁড়ান।

চাচা বোকাচো*দা আমার কথা মত সেই জুতা পরে ভিক্ষা করতে পাশেই দাঁড়িয়ে গেলো। খানিকটা দুরে এসে তাকিয়ে আছি, দেখলাম চাচার সাথে এক বেটা ঝগড়া করতেছে। এই লোকটাই বোধহয় জুতার মালিক…

দামী জুতা পরতে পারে, কিন্তু দান করার মন নাই। হায়রে বাঙালি…

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির যাত্রী ছাউনির কোণে থেমে ছিল একটি রিকশা। অনেকেই ভেবেছিলেন হয়তো চালক একটু বিশ্রাম নিচ্ছেন। সা...
02/07/2025

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির যাত্রী ছাউনির কোণে থেমে ছিল একটি রিকশা। অনেকেই ভেবেছিলেন হয়তো চালক একটু বিশ্রাম নিচ্ছেন। সারাদিনের ক্লান্তি তো আর কম নয়!

একজন পথচারী বিকেলে দেখেছিলেন তাকে ঘুমন্ত অবস্থায়। কয়েক ঘণ্টা পর আবার যখন ঐ পথ দিয়ে হেঁটে যাচ্ছিলেন, তখনো একইভাবে বসে আছেন তিনি। কিন্তু এবার মনটা কেমন যেন কেঁপে উঠল। গায়ের ওপর হাত রাখতেই বুঝলেন ঘুমিয়ে নেই তিনি। ফিরে গেছেন না-ফেরার দেশে।

রিকশার উপরেই মৃত্যু হয়েছিল তার। নীরবে, একা। হয়তো স্ট্রোক করেই শেষ নিঃশ্বাসটা ফেলেছিলেন। কোনো শব্দ নেই, কোনো আর্তনাদ নেই শুধু একটুকরো নিঃশব্দ বিদায়।

পুলিশ ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম এসে মরদেহের দায়িত্ব নিয়েছে। এখনো তার পরিচয় জানা যায়নি।

মানুষের জীবন কতটা অস্থায়ী, কতটা অনিশ্চিত! হয়তো শুধু একটু বিশ্রাম নিতে চেয়েছিলেন। কিন্তু ভাগ্য তাকে চিরবিশ্রামের দেশে পাঠিয়ে দিল।

আল্লাহ তাকে জান্নাতের উঁচু মাকাম দান করুন। আমিন।

02/07/2025

Satisfied Work, এই কাজগুলো কার কার ভালো লাগে

Address

Khulna

Website

Alerts

Be the first to know and let us send you an email when Raw Village Life posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share