27/07/2021
আলহামদুলিল্লাহ এই সিজনের ক্লান ওয়ার সফল ভাবেই পার করতে সক্ষম হয়েছি। আমাদের Clan Rank এখন লিজেন্ডারি, সাথে 294th প্লেস টা আমাদের। সব ক্রেডিট আমাদের ক্লান মেম্বারদের দিতে চাই, তাদের ডেডিকেশন এর ফলেই সব week আমাদের অ্যাকটিভিটি ছিল দেখার মত, এবং এর ফলেই একটা ভালো অবস্থানে উঠতে পেরেছি। দোয়া করবেন আমাদের জন্য, বাংলাদেশের ভালো একটা ক্লান হিসেবে নিজেদের যেন আরো ভালোভাবে তুলে ধরতে পারি।
🪁 আসল কথায় আসি, আমরা মূলত MP এবং BR এ Lineup করার সিদ্ধান্ত নিয়েছি, লাইনআপ হয়ে গেলেই পুরোপুরি ভাবে টুর্নামেন্টে ফোকাস করা হবে, সাথে ডেইলি কাস্টম রুম ম্যাচ এ প্রাকটিস চলবে ইনশাআল্লাহ। তাই কেউ যদি ক্লান এ জয়েন হয়ে আমাদের MP অথবা BR লাইনআপ এ আসতে চান এবং মনে করেন আসলেই ভালো কিছু দিতে পারবেন তাহলে স্বাগত জানাচ্ছি। এজন্য কম্পিটিটিভ মাইন্ডসেট অনেকটা জরুরি।
🪁 আর আপনি যদি লাইনআপ বাদে অথবা টুর্নামেন্ট ফোকাসড না হন, ক্যাসুয়াল এবং অ্যাক্টিভ প্লেয়ার হয়ে থাকেন তাহলে আপনিও চাইলে আমাদের ক্লান এ আসতে পারেন, মূলত আমরা ক্লান এ মেম্বার নিচ্ছি এজন্য বেশি কিছু শর্ত নেই, শুধুমাত্র ফ্রেন্ডলী, পজিটিভ মেন্টালিটির আর অ্যাক্টিভ হলেই আপনি আসতে পারেন।
🪁 আমাদের ক্লান এর লেভেল এখন ম্যাক্স, সবাই একটা ফ্যামিলি বলতে পারেন। সবার ব্যাবহার দেখে আপনি মুগ্ধ হতে বাধ্য, তাই আমরা চাচ্ছি আরো কিছু ফ্রেন্ডলী ভাই/আপু আমাদের সাথে যুক্ত হোক, ফ্যামিলি টা বড় হোক। বলে রাখি, আমাদের ক্লান এর মধ্যকার tournament প্রায়ই অ্যারেঞ্জ করা হয়ে থেকে, সাথে অবশ্যই একটা প্রইজপুল থাকে । এছাড়াও সবার সাথে আড্ডা, কাস্টম রুম ম্যাচ করা হয়ে থাকে ক্যাজুয়ালী।
🤜🤛 অনেক সময় দিয়ে পড়লেন এজন্য অসংখ্য ধন্যবাদ, আমাদের ক্লান এ যুক্ত হতে চাইলে আপনি এই পেজ এ একটু কষ্ট করে নক দিয়ে আপনার প্রোফাইল এর স্ক্রীনশট টা দিয়ে দিবেন, আর সময় নিচ্ছি না। ভালো থাকবেন, করোনাকালীন সময়ে যতটা সম্ভব সাস্থ্যবিধী মেনে চলবেন।
⭐পেইজ বাদেও আমাদের সাথে যোগাযোগের আরো মাধ্যম:
Discord: https://discord.gg/rvEedjv
Facebook Group: https://www.facebook.com/groups/690943588496031/?ref=share